MCQ একাদশ শ্রেণির ইতিহাস মডেল  প্রশ্ন ও উত্তর সেট -১/ MCQ West Bengal Class – 11 Model Question and Answers Set -1

MCQ একাদশ শ্রেণির ইতিহাস মডেল  প্রশ্ন ও উত্তর সেট -১/ MCQ West Bengal Class – 11 Model Question and Answers Set -1

     1) গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে কি বলা হত?

A) ডলার

B) মাশক

C) দিনার

D) রুপি

       2) নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল?

A) লোহার আবিষ্কার

B) তামার আবিষ্কার

C) আগুনের আবিষ্কার

D) কৃষি পদ্ধতির ব্যবহার

 

     3) বৃহৎ পিরামিড হল?

A) তুতেন খামুনের পিরামিড

B) ফারাওদের পিরামিড

C) খুফুর পিরামিড 

D) শেখের পিরামিড

 

    4) “কলহন'” কে রচনা করেন ? 

A) পানিনি

B) সন্ধ্যাকর নন্দী

C) রাজতরঙ্গিনী

D) ভাস

 

5) প্রাচীন যুগের ইতিহাস জানার জন্য যে সমস্ত উপাদান প্রধান সেগুলি হল?

A) প্রাচীন ভাস্কর্য ও প্রাচীন সাহিত্য

B) প্রাচীন মুদ্রা ও খননকার্যে প্রাপ্ত বিভিন্ন উপাদান

C) শুধুমাত্র A 

D) তথ্য বিচার করলে A ও B 

 

      6) রাজা পুরুর সঙ্গে গ্রীক সম্রাট তৃতীয় আলেকজান্ডারের হেদাস্পিসের যুদ্ধ হয়েছিল ______ খ্রিস্টাব্দে (শূন্যস্থানে উপযুক্ত উত্তরটি পছন্দ কর) – 

A) 320

B)232

C)326

D)362

 

       7) স্পার্টার কৃতদাসদের বলা হত?

A) মেটিক 

B) শূদ্র

C) হেলট 

D) পেরিওসি

 

     8) অগাস্টাস যে সকল নামে পরিচিত ছিলেন-

1-অক্টাভিয়ান 

2- প্রিন্সেপস

3- দ্বিতীয় কনসাল 

4- মার্ক অ্যান্টনিও

A) শুধুমাত্র 1 ঠিক ও 2,3,4 ভুল 

B) 1,2,3 ঠিক ও 4 ভুল 

C) 1,3 ঠিক ও 2,4 ভুল 

D) 1,2 ঠিক ও 3,4 ভুল 

 

          9) 1- মগধ সাম্রাজ্য – ভারতবর্ষে 

2- হাম সাম্রাজ্য – চীন 

3- গুপ্ত সাম্রাজ্য – ভারতবর্ষ 

4- মেসিডোনিও সাম্রাজ্য- গ্রিস 

  *উপরের তথ্যগুলি যাচাই করে সঠিক প্রশ্নের উত্তর দাও- 

A) সমস্ত 1,2,3 ও 4 তথ্যই ভুল 

B) শুধুমাত্র 1 ও 2 ঠিক এবং 3 ও 4 ভুল 

C) 1,2,3 ও 4 সমস্ত তথ্যই ঠিক

D) কিছু ঠিক ও কিছু ভুল হতে পারে

 

          10)

1-লোথাল 

2- মহাবলীপুরম 

3- সোপারা 

4- মুজিরিস

   * ওপরের বর্ণিত স্থানগুলি কোন দেশের ও কি কারনে বিখ্যাত – সঠিক উত্তরটি বেছে নাও – 

  A) প্রাচীন গ্রীক দেশের বিখ্যাত রাজত্ব

B) প্রাচীন চীন দেশের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র

C) প্রাচীন ভারতের বিখ্যাত বাণিজ্য বন্দর 

D) প্রাচীন বিশ্বের বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান

 

         11) পৃথিবীতে কোথায় প্রথম মানব উৎপত্তি রহস্য পাওয়া গেছে- 

A) ইউরোপ মহাদেশে

B) এশিয়া মহাদেশে 

C) আফ্রিকা মহাদেশে 

D)আমেরিকা মহাদেশে

 

         12) বাবর কবে ভারত আক্রমণ করেন?

A) 1526 খ্রিস্টাব্দে 

B)1245 খ্রিস্টাব্দে

C)1991 খ্রিস্টাব্দে

D)1556 খ্রিস্টাব্দে

 

          13) “মেঘদূতম” কে রচনা করেন?

A) বিষ্ণু শর্মা

B) আর্যভট্ট

C)কালিদাস

D) ভাস

 

           14) “পোতিন” মুদ্রা কোন রাজবংশ কে চালু করেন?

A) গুপ্ত বংশ

B) মৌর্য বংশ

C) সাতবাহন 

D) কুষাণ 

 

   15) 1-শ্রীগুপ্ত হলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা 

2- সমুদ্রগুপ্ত হলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক 

3- সম্রাট অশোক হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক 

4- রোমুলাস হলেন রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 

       *  উল্লেখিত উপরের প্রশ্নগুলি পড়ে সঠিকভাবে নিচে উত্তর দাও – 

A) শুধুমাত্র 1 ও 3  ঠিক

B) শুধুমাত্র 3 ও 4 ঠিক

C) উপরের উল্লেখিত 1,2,3,ও 4 সমস্ত তথ্যই ঠিক

D) উপরে উল্লেখিত সমস্ত তথ্যই ভুল

 

       16)  বিখ্যাত বন্দর তাম্রলিপ্ত কোথায় অবস্থিত ছিল?

A) গুজরাট

B) তামিলনাড়ু

C) পশ্চিমবঙ্গ 

D) গোয়া

 

          17) “সূর্যসিদ্ধান্ত” নামক গ্রন্থটি কে রচনা করেন ?

A) আর্য ভট্ট

B) বরাহমিহির

C) ব্রহ্মগুপ্ত 

D) উল্লেখিত অপরের কেউ নন

 

              18) 1-ঔরঙ্গজেব

2- আকবর 

3- হুমায়ুন 

4- বাবর 

সময়কাল অনুযায়ী সঠিকভাবে সাজাও- 

A) 1,2,3,4

B)4,3,2,1

C)4,1,3,2

D)1,3,2,4

 

              19) নেপোলিয়ন কোন দেশের সম্রাট ছিলেন ?

A) ফ্রান্স

B) গ্রীস

C) ইংল্যান্ড

D) রোম

 

       20) রোম নগরের কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

A) 752 খ্রিস্টপূর্বাব্দে

B)753 খ্রিস্টপূর্বাব্দে 

C)754 খ্রিস্টপূর্বাব্দে

D)755 খ্রিস্টপূর্বাব্দে

 

     21) কনস্টান্টিনোপল শহরের বর্তমান নাম কি

A) হেগ 

B) বার্লিন

C) ইস্তাম্বুল 

D) উল্লেখিত কোনটি নয়

 

             22) মহাজনপদ গুলির উত্থান হয় – 

A) খ্রিস্টপূর্ব সপ্তম শতকে

B) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 

C) খ্রিস্টপূর্ব অষ্টম শতকে

D) খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে

           23) অঙ্গ রাজ্যের রাজধানী ছিল- 

A) রাজগীর

B) মথুরা

C) ইন্দ্রপ্রস্থ

D)চম্পা

 

           24) রামায়ণে কতগুলি জনপদে উল্লেখ আছে- 

A) 27 টি 

B) 29 টি 

C) 24 টি 

D) 25 টি 

 

25) “অর্থশাস্ত্র” কে রচনা করেন –

A) মনু 

B) কৌটিল্য 

C) কালিদাস

D) বানভট্ট 

 

 

   26) 

1-পানিপথের প্রথম যুদ্ধ

2-খানুয়ার যুদ্ধ

3-চৌসার যুদ্ধ

4-পানিপথের দ্বিতীয় যুদ্ধ 

a – 1539 খ্রিষ্টাব্দ 

b – 1526 খ্রিষ্টাব্দ 

c – 1556 খ্রিষ্টাব্দ

d – 1527 খ্রিষ্টাব্দ

উল্লেখিত তথ্য থেকে সঠিকভাবে মিলিয়ে উত্তর বেছে নাও- 

A) 1-b,2-d,3-a,4-c    

B) 1-c,2-b,3-d,4-a

C)1-b,2-d,3-c,4-a

D)1-d,2-c,3-a,4-b

 

      27)

 1-এলাহাবাদ প্রশস্তি – সমুদ্রগুপ্ত 

2- আইহোল প্রশস্তি – দ্বিতীয় পুলকেশী

3- নাসিক প্রসস্তি – সম্রাট অশোক

4- নানাঘাট শিলালেখ –  সাতকর্ণী 

* উপরে উল্লেখিত শিলালেখ গুলি কোনটি ঠিক ও কোনটি ভুল তার সঠিকভাবে নির্বাচন কর-

A)1,2,3 ঠিক এবং 4 ভুল 

B)1,2,4 ঠিক এবং 3 ভুল

C)2,3,4 ঠিক এবং 1 ভুল

D) শুধুমাত্র 3 ঠিক এবং 4 ভুল

 

     28) ‘বিধাতার অভিশাপ” কোন হুন নেতাকে বলা হত?

A) এটিলা

B) মিহিরকুল

C) তোরনাম

D) ওপরের কোনটি নয়

 

 

  29) 

1-কান্দাহার 

2-কাবুল 

3-লাহোর 

4-দিল্লি 

5-গোলকোন্ডা

* প্রাচীন ভারতের বিখ্যাত নগর বা শহরগুলিকে পশ্চিম থেকে পূর্বে ক্রমানুসারে সাজাও – 

A) 2,1,3,4,5

B)1,2,3,5,4

C)5,4,2,3,1

D)1,2,3,4,5 

 

    30) “দীন-ই-ইলাহি ” ধর্মমত কে  চালু করেন?

A) আকবর

B) জাহাঙ্গীর

C) বাবর

D) হুমায়ুন

 

    31) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে?

A) গঙ্গা  

B)ব্রহ্মপুত্র

C)সিন্ধু 

D) কাবেরী 

 

    32) 

1-রামায়ণ

2- মহাভারত 

3- ইলিয়াড 

4- ঋকবেদ

* উপরের উল্লেখিত কোন কোন গ্রন্থগুলি মহাকাব্য-

A) 1,2,3

B)1,2,4

C)2,3,4

D) শুধুমাত্র 1 ও 2

 

        33) কাশি , মগধ , কুরু, চেদি, মল্ল প্রভৃতি হল- 

A) প্রাচীন ভারতের বিখ্যাত শহর

B) বিভিন্ন রাজার নাম

C) ষোড়শ মহাজনপদের কয়েকটি জনপদের নাম

D) ভারতের বিভিন্ন প্রকল্পের নাম

 

           34) “এলাহাবাদের প্রশস্তি” কে রচনা করেন?

A) সমুদ্রগুপ্ত

B) হরিষেণ

C) চন্দ্রবর্মন

D) আর্যভট্ট

 

       35) “দ্য ম্যাগনিফিসেন্ট” কোন অটোমান সুলতানকে বলা হত?

A) সুলতান মোহাম্মদ

B) সুলতান সুলেমান 

C) সুলতান সালাউদ্দিন

D) সুলতান ওসমান

 

             36) “ইন্ডিকা” গ্রন্থের রচনা কে করেন?

A) মেগাস্থিনিস

B) কৌটিল্য

C) বরাহমিহির

D) আর্যভট্ট

 

                 37) কাকে “ভারতের রক্ষাকর্তা”  করতে বলা হয়?

A) এটিলা

B) সমুদ্রগুপ্ত

C) সম্রাট অশোক

D) স্কন্দগুপ্ত

 

             38) প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল?

A) রোম 

B) সিসিলি 

C) ব্রাজিল

D) ভারত

 

              39) আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগে ছিলেন?

A) গুপ্তযুগে

B) পাল যুগে

C) মৌর্য যুগে

D) সেন যুগে

 

         40) এথেন্সের শাসন কাঠামো ছিল?

A) রাজতন্ত্র

B) গণতন্ত্র

C) অভিজাতন্ত্র

D) স্বেচ্ছাধীন

Leave a Comment

error: Content is protected !!