এই পর্বে প্রাচীন ভারতের ইতিহাস-প্রাচীন ভারতের ইতিহাস-সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন জেনে নিই….
1) মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল ?
* Answer :- তামা।
2) ধান চাষের প্রমান প্রথম কোন স্থানে পাওয়া যায় ?
* Answer :- বোলান উপত্যকায়।
3) সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল ?
* Answer : – কৃষিকাজ।
4) মানুষ কোন যুগ থেকে ফসল উৎপাদন শুরু করে ?
* Answer :- মধ্য প্রস্তর যুগ থেকে ।
5) গুজরাটের কোন স্থান থেকে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?
* Answer :- কুর্নটাসি।
6) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ?
* Answer :- নগর পরিকল্পনা।
7) সিন্ধু সভ্যতায় কোন প্রানীর ব্যবহার বা অস্তিত্ব দেখা যায় না ?
* Answer :- ঘোড়া।
৪) সিন্ধু সভ্যতার লিপি কোন ভাষায় ছিল ?
* Answer :- এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি।
9) ষাড়ের ছবি যুক্ত সীলমোহর কোথায় পাওয়া গেছে ?
* Answer :- মহেঞ্জোদাড়োতে।
10) লোহার ব্যবহার প্রথম কোথায় প্রমান পাওয়া যায় ?
* Answer :- পীরক নামক স্থানে।
11) হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুর তৈরী ছিল ?
* Answer :- তামা, টিন ও ব্রোঞ্জের।
12) ভারতের প্রাক- ইতিহাসের জনক কাকে বলে ?
* Answer :- রবার্ট ব্রুস ফুটিকে।
13) ‘মহেঞ্জোদাড়ো’ অথবা ‘লোথাল’ শব্দের অর্থকি ?
* Answer :- মৃতের স্তূপ ।
14) সিন্ধু সভ্যতার সঙ্গে কোন সভ্যতার বানিজ্য খুব ভালো হত ?
* Answer :- মিশর সভ্যতা ।
(15) সিন্ধু সভ্যতা কে কবে আবিস্কার করেন ?
* Answer :- রাখালদাস বন্দ্যোপাধ্যায় , 1922 সালে।
16) হরপ্পার শহর-নগর গুলির আকার কেমন ছিল ?
* Answer :- আয়তাকার ।
17) হরপ্পা সভ্যতার কোন সময়ে মূর্তির পূজো হত কিন্তু পরবর্তী হিন্দুধর্মে পাওয়া যায় না ?
* Answer :- ইউনিকর্ণ (এক শিং-যুক্ত ঘোড়ার মূর্তি )।
18) আদিম যাযাবর মানুষ প্রথম কবে বাসস্থান স্থাপন করে ?
* Answer :- মধ্য-প্রস্তর যুগে।
19) হরপ্পা সভ্যতার সীলমোহরে কোন প্রাণীর ছবি পাওয়া যায় না ?
* Answer :- গরু (Cow)।
20) সিন্ধু সভ্যতার বাড়ি বা অট্রলিকা গুলি কি দিয়ে তৈরী ছিল ?
* Answer :- পোড়া ইটের বা পোড়া মাটি।
21) সিন্ধু সভ্যতার বিস্তার কোথায় কোথায় পাওয়া গিয়েছে ?
* Answer :- সিন্ধু, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও উত্তর প্রদেশ।
22) মহেঞ্জোদাড়োর সীলমোহরের সঙ্গে কোন সভ্যতার সীলমোহরের মিল পাওয়া যায় ?
* Answer :- সুমেরিয়ান সভ্যতার।
23) হরপ্পায় কোথায় ধান চাষের প্রমান পাওয়া গিয়েছে ?
* Answer :- লোথালে।
24) লোথাল কোথায় , কবে আবিষ্কৃত হয় ?
* Answer :- গুজরাটে ,1957 খ্রীষ্টাব্দে।
25) প্রথম কি ভাবে সিন্ধু সভ্যতা সম্পর্কে জানা যায় ?
* Answer :-রেলপথ নির্মনের খননকার্যের সময়।
26) সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠেছিল ?
* Answer :- সিন্ধু নদী।
27) কালিবাঙগান কে আবিষ্কার করেন ?
* Answer :- অমলানন্দ ঘোষ ।
28) মধ্য-প্রস্তর যুগে কোন প্রাণীর বেশী গুহাচিত্র পাওয়া যায় ?
* Answer :- হরিণ (Dear) ।
29) সিন্ধু সভ্যতার বিস্তার কেমন ছিল ?
* Answer :- প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার।
30) হরপ্পা সভ্যতায় কোথায় বন্দরের প্রমান পাওয়া যায় ?
* Answer :- লোথালে।
31) সিন্ধু সভ্যতায় সীলমোহর কেন ব্যবহার করা হত ?
* Answer :- নিজ সম্পদের মালিকানা স্বীকৃতি বা প্রমান হিসেবে।
32) হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল ?
* Answer :- অনেক (একগুচ্ছ) ছবি যুক্ত লিপি।
33) ফ্লেক জাতীয় অস্ত্র কোন যুগের প্রধান বৈশিষ্ট ?
* Answer :- মধ্য-প্রাচীন প্রস্তর যুগে।
34) নব্য প্রস্তর যুগের মূলকেন্দ্র কোথায় ছিল ?
* Answer :- সিন্ধুপ্রদেশে (বালুচিস্থান )।
35) ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?
* Answer :- আলেকজান্ডার ক্যান্ডিং হাম।
36) সিন্ধু সভ্যতায় বিশাল স্নানাগার কোথায় পাওয়া গেছে ?
* Answer :- মহেন-জো-দারোতে।
37) সিন্ধু সভ্যতার সীলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করা পাওয়া গেছে ?
* Answer :- পশুপতি বা আদিশিব।
38) হরপ্পায় প্রাপ্ত ‘নর্তকী মূতি’ কোন ধাতুর তৈরী ?
* Answer :- ব্রোঞ্জ ধাতুর।
39) সিন্ধু সভ্যতায় কোন ফসলের প্রমান পাওয়া যায় না ?
* Answer :- আখ চাষ।
40) হরপ্পায় কৃষিকাজ কেমন ছিল ?
* Answer :- সেচ ও বৃষ্টি নির্ভর ।
41) সিন্ধু সভ্যতার সময় কাল কত ?
* Answer :- প্রায় 3000-1500 খ্রীঃ পূর্বাব্দে ।
42) ভারতে কখন থেকে বানিজ্যের সূচনা ঘটে ?
* Answer :- সিন্ধু সভ্যতার সময় কাল থেকে।
43) সিন্ধু সভ্যতায় কোন সংখ্যার ব্যবহার খুব বেশি দেখা যায় ?
* Answer :-16 সংখ্যা ।
44) সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্বে প্রমান পাওয়া যায় না ?
* Answer :- ঘোড়া (Horse)।
45) প্রাচীন ভারতের ইতিহাসের উৎস কি ?
* Answer : – বিদেশী পর্যটকদের বিবরণ।
46) হরপ্পা সভ্যতার মানুষজন কোন বস্তু আমদানি করত ?
* Answer :- বিভিন্ন ধাতু ও পাথর।
47) হরপ্পা সভ্যতার ব্যবহৃত তামার উৎস কি ?
* Answer :- ক্ষেত্রী তামা খনি ( রাজস্থান )।
48) রাখালদাস বন্দোপধ্যায় কি কারনে বিখ্যাত ?
* Answer :- মহেঞ্জোদাড়ো সভ্যতার আবিষ্কারের কারণে ।
49) বর্তমান মানব সমাজে হরপ্পা সভ্যতার অবদান লেখ ?
* Answer :- গম ও তুলো চাষে জন্য ।
50) সিন্ধু উপত্যাকায় খনন কাজ কে শুরু করেন ?
* Answer :- জন মার্শালের তত্বাবধানে দয়ারাম সাহানী 1921 সালে ।
The End
সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য ONLINE EXAM TEST দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – সিন্ধু সভ্যতার ইতিহাস
Total Questions and Answers – 50
Download link below –