আজ “GK PRACTICE SET-5: জিকে প্র্যাকটিস সেট-5” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) “দুর্গাপুর স্টিল প্লান্ট” কোন দেশের সাহায্যে তৈরি হয়েছে?
* Answer :- A) রাশিয়া
B) জাপান
C) জার্মানি
D) ব্রিটিশ যুক্তরাজ্য ✓
2) WTO – এর আগের নাম কি ছিল?
* Answer :-A) GATT ✓
B) UNO
C) WHO
D) WBO
3) 2024 সালের লোকসভার (নিম্ন-কক্ষে) স্পিকার পদে দ্বিতীয়বার কে নিয়োগ হলেন?
* Answer :-A) নরেন্দ্র মোদি
B) ওম বিড়লা ✓
C) মল্লিকা অর্জুন খারগে
D) রাহুল গান্ধী
4) ভারতের “কোলার” কেন বিখ্যাত?
*Answer :-A) সোনা উৎপাদনের জন্য ✓
B) রুপা উৎপাদনের জন্য
C) তামা উৎপাদনের জন্য
D) টিন উৎপাদনের জন্য
5) বর্তমানে (2024সালে) ভারতবর্ষের হাইকোর্টের সংখ্যা কয়টি?
* Answer :-A) 23 টি
B) 24 টি
C) 25 টি ✓
D) 26 টি
6) “Right To Information Act অর্থাৎ তথ্যের অধিকার আইন” কবে পাস হয়েছিল?
* Answer :-A)2005 ✓
B)2006
C)2008
D)2009
7) ভিয়েতনামের মুদ্রাকে কি বলা হয়?
* Answer :-A) ডলার
B) টাকা
C) ডং ✓
D) রুপি
8) ভোটিং মেশিন EVM-এর সঙ্গে কোনটি যুক্ত থাকে?
*Answer :-A)VVPAT ✓
B)NPAD
C)NEEPAD
D)DPAD
9) “অপারেশন ব্ল্যাকবোর্ড” কবে চালু হয়েছিল?
* Answer : -A)1985
B)1984
C)1986 ✓
D)1983
10) 23 আগস্ট 2023 সালে “চন্দ্রযান-3” চাঁদে সফল অবতীর্ণ হওয়ার জন্য (23 আগস্ট) কোন দিবস হিসেবে পালন করা হবে?
* Answer :-A) ভারতীয় বিজ্ঞান দিবস
B) ভারতীয় চন্দ্রযান দিবস
C) জাতীয় মহাকাশ দিবস ✓
D) ISRO দিবস
11) ইংল্যান্ডের বর্তমান রাজার নাম কী?
* Answer :-A) প্রথম চার্লস
B)রাজা চার্লস তৃতীয় ✓
C) দ্বিতীয় উইলিয়াম
D) রাজা
12) রক্তকণিকা কোথায় জন্মায়?
* Answer :-A) যকৃতে
B) মস্তিষ্কে
C) অস্থিমজ্জায় ✓
D) পেশিতে
13) ইংরেজি বর্ণমালার একাদশতম বর্ণ কোনটি?
* Answer :-A) I
B) J
C) K ✓
D) L
14) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন কবে পালন করা হয়?
* Answer :-A) 26 শে জুন ✓
B) 24 শে জুন
C) 25 শে জুন
D) 27 শে জুন
15) উত্তর গোলার্ধে কোন দিন সব থেকে বড় হয়?
* Answer :-A) 20 শে জুন
B) 21 শে জুন ✓
C) 21 শে মার্চ
D) 22শে ডিসেম্বর
16) 46 তম UNESCO World Heritage Meeting কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে ?
* Answer :-A) ইংল্যান্ড
B) নেপাল
C) জাপান
D) ভারত ✓
17) ভোজ জলাশয় কোন রাজ্যে অবস্থিত?
* Answer :-A) মধ্যপ্রদেশ ✓
B) তামিলনাড়ু
C) বিহার
D) পশ্চিমবঙ্গ
18)”বসু বিজ্ঞান মন্দির” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) জগদীশচন্দ্র বসু ✓
C) গঙ্গাধর বসু
D) সিভি রমন
19) ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কী?
* Answer :-A) দিল্লি হাইকোর্ট
B) মুম্বাই হাইকোর্ট
C) মাদ্রাজ হাইকোর্ট
D) কলকাতা হাইকোর্ট ✓
20) একটি ক্লোরোফিল বিহীন উদ্ভিদের নাম কী?
* Answer:-A) ধান
B) গম
C) স্বর্ণলতা ✓
D) আম
21) ভারতবর্ষের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি?
* Answer :-A) উত্তর প্রদেশ ✓
B) বিহার
C) মহারাষ্ট্র
D) রাজস্থান
22) ভারতের সবথেকে পুরানো তৈল খনির নাম কি?
* Answer :-A) ডিগবয় ✓
B) নাহারকাটিয়া
C) বোম্বে হাই
D) কোয়ালি
23) মানব দেহের “দ্বিতীয় কিডনি” কাকে বলা হয়?
* Answer :-A) নাক
B) কান
C)ত্বক ✓
D)চোখ
24) বোকারো লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র কোন রাজ্যে রয়েছে?
* Answer :-A) পশ্চিমবঙ্গ
B) বিহার
C) ঝাড়খন্ড ✓
D) মধ্যপ্রদেশ
25) “ভারতীয় সংবিধান” রচনা করতে মোট কত সময় লেগেছিল?
* Answer :-A) 5 বছর 2 মাস 30 দিন
B) 2 বছর 11 মাস 17 দিন ✓
C) 3 বছর 10 মাস 2 দিন
D) 1 বছর 11 মাস 21 দিন
26) “রাজপুত্র” শব্দটির বর্ণ বিশ্লেষণ কর?
* Answer :-A) র+আ+জ+প+ই+ত+র
B)) র+আ+জ+প+উ+ত+র ✓
C)) র+আ+ব+প+ই+ত+র
D)) র+আ+ক+প+ই+ত+র
27) ক্যানবেরা কোন দেশের রাজধানী?
* Answer :-A) দক্ষিণ আফ্রিকা
B) সুদান
C) আর্জেন্টিনা
D) অস্ট্রেলিয়া ✓
28) মানব দেহের ছোট অস্থি কোথায় অবস্থিত?
* Answer :-A) হাতে
B)কানে ✓
C) পায়ে
D) পেটে
29) রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
* Answer :-A) প্রধানমন্ত্রী
B) রাজ্যপাল
C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ✓
D) উপরাষ্ট্রপতি
30) মহাভারতের “কুরুক্ষেত্র” যুদ্ধ – স্থান কোন রাজ্যে অবস্থিত?
* Answer :-A) পাঞ্জাব
B) হরিয়ানা ✓
C) মহারাষ্ট্র
D) বিহার
31) বৃষ্টিকে কে আমন্ত্রণ জানায়?
* Answer :-A) জলাভূমি
B) বনভূমি ✓
C) যুদ্ধক্ষেত্র
D) মরুভূমি
32) “ওজোন স্তর” ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী?
* Answer :-A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) CFC ✓
D) হাইড্রোজেন
33) পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি?
* Answer :-A) মালদা
B) মেদনীপুর
C) কলকাতা ✓
D) ঝাড়গ্রাম
34) “নৌকোযাত্রা” কবিতা কে রচনা করেন?
* Answer :-A) কাজী নজরুল ইসলাম
B) রবীন্দ্রনাথ ঠাকুর ✓
C) অতুলপ্রসাদ সেন
D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
35) ভারতে রেল যাত্রা কবে শুরু হয়েছিল?
* Answer :-A)1920
B)1853 ✓
C)1890
D)1872
36) বর্তমানে সর্বোচ্চ ব্যবহৃত সোশ্যাল মিডিয়া মাধ্যম কোনটি?
* Answer :-A) ফেসবুক ✓
B) ইউটিউব
C) ওহাটসঅ্যাপ
D) কু অ্যাপ
37) কত শতাংশ UPI transactions করে ভারত 2023-2024 আর্থিক বছরে বিশ্বের সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
* Answer :-A)48%
B)46% ✓
C)74%
D)26%
38) ভারতে ইন্টারনেট পরিষেবা(1995) কোন সংস্থা চালু করেন?
* Answer :-A) JIO
B)AIRTEL
C) VODAFONE
D)VSNL ✓
39) The antonym of “Forgo” is?
* Answer :-A) Despise
B)Claim ✓
C) Undergo
D) Remember
40) “সমুদ্র ঘোড়া” কোন প্রকারের জীব?
* Answer :-A) মাছ ✓
B) পাখি
C) স্তন্যপায়ী
D) উভচর
41) “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া” কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-A)1920
B)1930
C)1932
D)1935 ✓
42) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় “গভর্নর জেনারেল” কে ছিলেন?
*Answer :-A) রাজেন্দ্র প্রসাদ
B) জহরলাল নেহেরু
C) চক্রবর্তী রাজগোপালাচারী ✓
D) সরদার বল্লভ ভাই পাটেল
43)ভারতের সর্বোচ্চ অনলাইন শপিং প্লাটফর্ম কোনটি?
* Answer :-A)Ajio
B)Flipkart
C)Amazon ✓
D)Myntra
44) ভারতীয় সংসদে স্থায়ী কক্ষের নাম কি?
* Answer :-A) লোকসভা
B) রাজ্যসভা ✓
C) বিধানসভা
D) কোনটি নয়
45) 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোন দেশ তাঁর সর্ব্বোচ পুরস্কার প্রদান করেন?
* Answer :-A) রাশিয়া ✓
B) নেপাল
C) USA
D) UK
46) “নেফ্রন” কোথায় দেখা যায়?
* Answer :-A) বৃক্কে ✓
B) ফুসফুসে
C) মস্তিষ্কে
D) যকৃতে
47) ভারতের “দ্বিতীয়-সুন্দরবন” কাকে বলা হয়?
* Answer :-A) করমন্ডল উপকূলকে
B) মালাবার উপকূলকে
C) খাম্বাত উপকূলকে
D) উড়িষ্যার ভিতরকণার উপকূলকে✓
48) “সোনা” শব্দের সমার্থক শব্দ কী?
* Answer :-A) কোমল
B) কনক ✓
C) পলক
D) আভা
49) “ভারত মাতা” চিত্রটি কে অঙ্কন করেন?
* Answer :-A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) সুকুমার রায়
C) অবনীন্দ্রনাথ ঠাকুর ✓
D) সত্যজিৎ রায়
50) অ্যামাজনের জঙ্গল কোন মহাদেশে রয়েছে?
* Answer :-A) আফ্রিকা
B) ইউরোপ
C) এশিয়া
D) দক্ষিণ আমেরিকা ✓
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below – Download Now-GK PRACTICE SET-5 জিকে প্র্যাকটিস সেট-5 pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE