আজ “GK PRACTICE SET- 4: জিকে প্র্যাকটিস সেট-4” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) “আন্তর্জাতিক যোগ দিবস” কবে পালন করা হয়?
* Answer :- A) 21শে মে
B) 25শে জুন
C) 22শে জুন
D) 21শে জুন✓
2) বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবথেকে বেশি?
* Answer :-A) নিয়ন
B) হিলিয়াম
C)আর্গন✓
D) জেনন
3) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
* Answer :-A)1556 খ্রিস্টাব্দে ✓
B)1856 খ্রিস্টাব্দে
C)1256 খ্রিস্টাব্দে
D)1526 খ্রিস্টাব্দে
4) ফড়িং কোন প্রকারের জীব?
*Answer :-A) উৎপাদক
B) প্রাথমিক খাদক✓
C) গৌণ খাদক
D) বিয়োজক
5) কনরাড বিযুক্তি রেখা কোথায় অবস্থিত?
* Answer :-A) ভূত্বক ও কেন্দ্রমন্ডলের মধ্যে
B) গুরু মন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যে
C) শিয়াল ও সীমার মধ্যে✓
D) ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যে
6) সুন্দরবনকে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা করা হয়?
* Answer :-A)1985 খ্রিস্টাব্দে
B)1992 খ্রিস্টাব্দে
C)1990 খ্রিস্টাব্দে
D)1987 খ্রিস্টাব্দে✓
7) ডি-বজ্য (D-waste)কাকে বলা হয়?
* Answer :-A) ভাঙা কম্পিউটার
B) ভাঙ্গা ইলেকট্রনিক দ্রব্য
C) ভাঙা গাছের অংশ
D) ভাঙ্গা বাড়ির ইট ,পাথর, বালি প্রভৃতি অংশ✓
8) মেসোস্ফিয়ারের প্রধান কাজ কি?
*Answer :-A) বেতার তরঙ্গ যোগাযোগ স্থাপন করা
B) ঝড় বৃষ্টিতে সাহায্য করা
C) বিমান চলাচলের সাহায্য করা
D) উল্কাপিণ্ড পুড়িয়ে ছাই করে দেওয়া✓
9) কোন কোষ বিভাজিত হয় না?
* Answer : -A) উদ্ভিদ কোষ
B) স্নায়ুকোষ✓
C) মস্তিষ্ক কোষ
D) পেশি কোষ
10) ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত?
* Answer :-A) ক্রিকেট✓
B)হকি
C)বক্সিং
D)দাবা
11) সব থেকে ক্ষতিকারক রশ্মি কোনটি?
* Answer :-A) বিটা রশ্মি
B)আলফা রশ্মি
C)গামা রশ্মি✓
D)রঞ্জন রশ্মি
12) প্রাচীনতম বেদের নাম কি?
* Answer :-A) অথর্ববেদ
B) ঋগ্বেদ✓
C) সামবেদ
D) কোনটিই নয়
13) সুপ্রিম কোর্টের বিচারপতি কোন বয়সে অবসর গ্রহণ করেন?
* Answer :-A)60 বছর
B)62 বছর
C)65 বছর✓
D)55 বছর
14) “ইন্ডিকা” গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :-A) অ্যারিস্টটল
B) মেগাস্থিনিস✓
C) আর্যভট্ট
D) বানভট্ট
15) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়?
* Answer :-A) কর্ণাটক
B) বিহার
C) অসম ✓
D)পশ্চিমবঙ্গ
16) বন্দে ভারত ট্রেনের মডেল কে তৈরি করেন?
* Answer :-A) রনজিত পান্ডে
B)সুধাংশু মণি✓
C) সুধাংশু ত্রিবেদী
D) ত্রিনয়ন পান্ডে
17) মার্ক জুকারবার্গ ফেসবুক কবে তৈরি করেন?
* Answer :-A) 2012 সালে
B)2005 সালে
C)2001 সালে
D) 2004 সালে✓
18) ভারতের সবথেকে প্রাচীনতম পর্বত কোনটি?
* Answer :-A) হিমালয় পর্বত
B) আরাবল্লী পর্বত ✓
C) নীলগিরি পর্ব
D) পশ্চিমঘাট পর্বত
19) এলপিজি (LPG ) গ্যাসের মুখ্য উপাদান কি?
* Answer :-A) মিথেন
B) ইথেন
C)প্রোপেন
D) বিউটেন✓
20) গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতু ব্যবহার করা হয়?
* Answer:-A) দস্তা✓
B)রুপা
C)টিন
D)তামা
21) চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন?
* Answer :-A) সুভাষচন্দ্র বোস
B) ভগৎ সিং
C) সূর্য সেন✓
D) চন্দ্রশেখর আজাদ
22) ভারতের বিখ্যাত সংস্কৃত সাহিত্যক কালিদাস কোন যুগে সংস্কৃত সাহিত্য রচনা করেন?
* Answer :-A) গুপ্ত যুগ ✓
B)মৌর্য যুগ
C)পাল-সেন যুগ
D) কোনটিই নয়
23) বর্তমানে ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি?
* Answer :-A)NH-2
B) NH-44✓
C)NH-12
D)NH-52
24) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন জ্বালানি ব্যবহার করা হয়?
* Answer :-A) ডিজেল
B) পেট্রোল
C) ইউরেনিয়াম✓
D) কয়লা
25)WWF এর লোগোতে কোন প্রাণী ছবি আছে?
* Answer :-A) বাঘ
B) পান্ডা✓
C) হরিণ
D) শিয়াল
26) মানব ত্বকের বর্ণ নির্ধারক রঞ্জক পদার্থের নাম কী?
* Answer :-A) নিউক্লিয়াস
B) লাইসোজোম
C) মেলানিন✓
D) লসিকা
27) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
* Answer :-A)1935 সালে ✓
B)1933 সালে
C)1951 সালে
D)1950 সালে
28) দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে যাচাই করা হয়?
* Answer :-A) থার্মোমিটার
B) ল্যাকটোমিটার✓
C) হাইড্রোমিটার
D) কম্পাস
29) “Cricket” is also known a/an-
* Answer :-A) Food
B) Flowers
C)Bird
D) Insert ✓
30) “সুনামি “কোন দেশের শব্দ?
* Answer :-A) ভারত
B) চীন
C) জাপান✓
D) ইন্দোনেশিয়া
31) “বিশ্ব ম্যালেরিয়া দিবস” কবে পালন করা হয়?
* Answer :-A) 25 শে এপ্রিল✓
B) 21 শে জানুয়ারি
C) 26 শে মে
D) 25 শে ফ্রেব্রুয়ারি
32)FIFA সদর দপ্তর কোথায়?
* Answer :-A) কাঠমান্ডু
B) ওয়াশিংটন ডিসি
C) নিউ ইয়র্ক
D) প্যারিস✓
33)”The Tiger of Drass” গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :-A) মিনা নায়ার✓
B) গৌতম কাপুর
C) বিনোদ রায়
D) অবিনাশ মহাপাত্র
34)Warth শব্দের অর্থ কি?
* Answer :-A)Peak
B)Anger ✓
C) Profanity
D) Joy
35) পিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়?
* Answer :-A) লোহা ও তামা
B) তামা ও দস্তা
C) টিন ও লোহা
D)তামা ও টিন ✓
36) চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
* Answer :-A) সবুজগ্রন্থি✓
B) লালগ্রন্থি
C) ট্যাকিয়া
D) ফুসফুস
37) ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি?
* Answer :-A) টোকিও
B) দিলি
C) জাকার্তা✓
D) ঢাকা
38)2014 সালে কোন LED আলো আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়?
* Answer :-A) নীল ✓
B) লাল
C) সবুজ
D) কালো
39) ভারতীয় সিনেমা জগতে সর্বোচ্চ পুরস্কার কোনটি?
* Answer :-A) ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড
B) গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড
C) দাদাসাহেব ফালকে পুরস্কার✓
D) রাজ কাপুর অ্যাওয়ার্ড
40) কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কাকে গীতার উপদেশ দিয়েছিলেন?
* Answer :-A) ভীমকে
B) অর্জুনকে ✓
C) সহদেবকে
D) কর্ণকে
41) “অপারেশন ফ্লাড”কোন উৎপাদনের সঙ্গে যুক্ত?
* Answer :-A) তেল উৎপাদন
B) আলু উৎপাদন
C) ঘি উৎপাদন
D) দুধ উৎপাদন✓
42) পডজল মৃত্তিকা কোথায় দেখা যায়?
*Answer :-A) মরুভূমিতে
B) জলাভূমিতে
C) পার্বত্য অঞ্চলে✓
D) সমুদ্র উপকূল অঞ্চলে
43) ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
* Answer :-A) এমএস স্বামীনাথনকে✓
B) নরম্যানকে
C) ভার্গিস কুরিয়ানকে
D) কোনোটিই নয়
44) সুভাষ চন্দ্র বোস কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
* Answer :-A)1938 খ্রিস্টাব্দে
B)1939 খ্রিস্টাব্দে✓
C)1933 খ্রিস্টাব্দে
D)1921 খ্রিস্টাব্দে
45)Vent শব্দের অর্থ কি?
* Answer :-A)Noisy
B)Goal
C)Hidden
D) Express ✓
46) ভারতীয় রেলের দক্ষিণ-মধ্য জোনের সদর দপ্তরের নাম কি?
* Answer :-A) কলকাতা
B) মুম্বাই
C) সেকেন্দ্রাবাদ✓
D) বিলাসপুর
47) ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন?
* Answer :-A) 30 বছর
B)35 বছর ✓
C)31 বছর
D)32 বছর
48) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ইংরেজদের দেওয়া “নাইট” উপাধি ত্যাগ করেন?
* Answer :-A) সুভাষ চন্দ্র বোস
B) গান্ধীজী
C) রবীন্দ্রনাথ ঠাকুর ✓
D) জহরলাল নেহেরু
49) ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যে দেখা যায়?
* Answer :-A) পশ্চিমবঙ্গ
B) অন্ধপ্রদেশ
C) বিহার
D) তামিলনাড়ু✓
50) বারদৌলি সত্যগ্রহের নেতা কে ছিলেন?
* Answer :-A) জহরলাল নেহেরু
B) সর্দার বল্লভভাই প্যাটেল✓
C) সুভাষচন্দ্র বোস
D) মহাত্মা গান্ধী
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 07
Copy type – PDF
File Size – 1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-GK PRACTICE SET- 4 জিকে প্র্যাকটিস সেট-4
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE