আজ “GK PRACTICE SET-3: জিকে প্র্যাকটিস সেট-3” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1)”ডিসকভার অফ ইন্ডিয়া” কে রচনা করেন?
* Answer :- A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) সুভাষ চন্দ্র বোস
C) স্বামী বিবেকানন্দ
D) জহরলাল নেহেরু✓
2) মানব দেহের কোন অঙ্গ আমাদের ভারসাম্য রক্ষা করেন?
* Answer :-A) চোখ
B) পা
C)কান✓
D) হাত
3) রাশিয়া রাজধানীর নাম কি?
* Answer :-A) হংকং
B) মস্কো✓
C) ভ্লাদিমির
D) কোনটিই নয়
4) একটি তরল ধাতুর নাম হল?
*Answer :-A) সোডিয়াম
B)বক্সাইট
C)পারদ✓
D) ব্রোমিন
5) ভারতের 42 তম সংবিধান সংশোধন কবে হয়েছিল?
* Answer :-A) 1976 খ্রিস্টাব্দে✓
B) 1973 খ্রিস্টাব্দে
C)1952 খ্রিস্টাব্দে
D)1985 খ্রিস্টাব্দে
6) 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
* Answer :-A) লর্ড হেস্টিং
B) ডালহৌসি লর্ড
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড ক্যানিং✓
7) অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় কোন মাছে?
* Answer :-A) রুই মাছ
B) কাতলা মাছ
C) শিঙি মাছ✓
D) কোনোটিই নয়
8) শিখধর্মে শেষ গুরু কে ছিলেন?
*Answer :-A) গুরু অর্জুন সিং
B) গুরু অঙ্গদ
C) গুরু তেজবাহাদুর সিং
D) গুরু গোবিন্দ সিং✓
9) ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
* Answer : -A) গান্ধীজী
B) সুভাষচন্দ্র বোস✓
C) জালাল নেহেরু
D) বালগঙ্গাধর তিলক
10) ভারতবর্ষের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি?
* Answer :-A) বিহার ✓
B)পশ্চিমবঙ্গ
C)রাজস্থান
D)মধ্যপ্রদেশ
11) অক্সিন কি?
* Answer :-A) উদ্ভিদ হরমোন✓
B) প্রাণী হরমোন
C) উৎসেচক
D) রেচন পদার্থ
12)IDBI ব্যাংক কবে স্থাপিত হয়?
* Answer :-A) 1992 খ্রিস্টাব্দে
B) 1982 খ্রিস্টাব্দে
C) 1964 খ্রিস্টাব্দে✓
D) 1932 খ্রিস্টাব্দে
13) ভারতের সর্বোচ্চ ফৌজদারী আদালতের নাম কি?
* Answer :-A) সুপ্রিমকোর্ট ✓
B) হাইকোর্ট
C) জেলা আদালত
D) লোকসভা
14) সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?
* Answer :-A) ফুটবল
B) কাবাডি
C) লং টেনিস✓
D) ক্রিকেট
15) নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
* Answer :-A) সরোজিনী নাইডু ✓
B) মাতঙ্গিনী হাজরা
C) লতা মঙ্গেশকর
D) ভগিনী নিবেদিতা
16) ভারত কত সালে দক্ষিণ মেরু অভিযান শুরু করেন?
* Answer :-A) 1982 খ্রিস্টাব্দে
B) 1981 খ্রিস্টাব্দে✓
C) 1986 খ্রিস্টাব্দে
D) 1983 খ্রিস্টাব্দে
17) “কবিকঙ্কন” কাকে বলা হয়?
* Answer :-A) রায়গুনাকর ভারতচন্দ্র
B) বিদ্যাপতি
C) মুকুন্দরাম চক্রবর্তী✓
D) বড়ু চন্ডীদাস
18)’Wake up India’ গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :-A) মহাশ্বেতা দেবী
B) মনোজ দাস
C) আমির খসরু
D) অ্যানি বেসান্ত✓
19) ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি?
* Answer :-A) রবীন্দ্র পুরস্কার
B) জ্ঞানপীঠ পুরস্কার✓
C) সাহিত্য একাডেমী পুরস্কার
D) বঙ্গভূষণ পুরস্কার
20) মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
* Answer:-A) বঙ্গোপসাগরে
B) আরব সাগরে✓
C) মালাক্কা সাগরে
D) মেক্সিকোর সাগরে
21) 370 ধারা কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল?
* Answer :-A) পশ্চিমবঙ্গ
B) বিহার
C) কেরল
D) জম্মু ও কাশ্মীর✓
22) আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
* Answer :-A) 8 ই মার্চ✓
B) 1 ই মার্চ
C) 18 ই মার্চ
D) 3 ই মার্চ
23) স্টকহোম সম্মেলন কবে হয়েছিল?
* Answer :-A) 1971 খ্রিস্টাব্দে
B) 1972 খ্রিস্টাব্দ✓
C) 1974 খ্রিস্টাব্দ
D) 1984 খ্রিস্টাব্দ
24) টাইফয়েড রোগের কারণ কি?
* Answer :-A) বায়ু দূষণ
B) মাটি দূষণ
C) পরিবেশ দূষণ
D) জল দূষণ✓
25) ভারতের কোন ব্যক্তি প্রথম মোবাইল ব্যবহার করেন?
* Answer :-A) চরণ সিং
B) জ্যোতি বসু✓
C) অটল বিহারী বাজপেয়ী
D) জহরলাল নেহেরু
26) ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি?
* Answer :-A) জিম করবেট ✓
B) জলদাপাড়া
C) কানহা
D) ভিতরকণিকা
27) ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
* Answer :-A) ফুটবল
B) হকি✓
C) টেনিস
D) ক্রিকেট
28) ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন?
* Answer :-A) কাদম্বিনী গাঙ্গুলী✓
B) লীলা শেঠ
C) চন্দ্রমুখী বোস
D) বিপাশা রায়
29) মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি?
* Answer :-A) ইটানগর
B) আগরতলা
C) কোহিমা
D) শিলং✓
30)” ম্যাকবেথ” কে রচনা করেন?
* Answer :-A) জন মিল্টন
B) উইলিয়াম শেক্সপিয়ার✓
C) জন কিটস
D) রবীন্দ্রনাথ ঠাকুর
31) মানব দেহে ইউরিয়া কোথায় উৎপাদিত হয়?
* Answer :-A) বৃক্ষে
B) যকৃতে✓
C) ক্ষুদ্রান্তে
D) পিত্তাশয়ে
32) দ্য হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড কোথায় অবস্থিত?
* Answer :-A) কলকাতা
B) মুম্বাই
C) কোচিন
D) বিশাখাপত্তনম✓
33) ভারতের সংবিধান সংশোধন করা যায় কত নম্বর ধারা অনুযায়ী?
* Answer :-A) 367
B) 368✓
C) 396
D) 254
34) ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কে চালু করেন?
* Answer :-A) লড রিপন✓
B) লর্ড ডাফরিন
C) লর্ড ক্যানিং
D) লর্ড কার্জন
35) প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়?
* Answer :-A) পল্লবযুগ
B) মৌর্য যুগ
C) গুপ্ত যুগ✓
D) কনিষ্ক যুগ
36) রেটিনা মানব দেহের কোন অংশে দেখতে পাওয়া যায়?
* Answer :-A) চোখ ✓
B) ত্বক
C) জিহ্বা
D) কান
37) প্রাচীন যুগে মানুষ কোন ধাতু প্রথম আবিষ্কার করেন?
* Answer :-A) সোনা
B) টিন
C) লোহা
D) তামা✓
38) ভারতের জনগণনা কবে শুরু হয়েছিল?
* Answer :-A) 1824 খ্রিস্টাব্দে
B) 1971 খ্রিস্টাব্দে
C) 1872 খ্রিস্টাব্দে✓
D) 1876 খ্রিস্টাব্দে
39) সম্প্রতি রাম মন্দির কোথায় তৈরি হয়েছে?
* Answer :-A) উত্তর প্রদেশের অযোধ্যা✓
B) বিহারের গয়া
C) উত্তরপ্রদেশের মথুরা
D) রাজস্থান জয়পুর
40) ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি 80 টি লোকসভা আসন রয়েছে?
* Answer :-A) বিহার
B) উত্তর প্রদেশ✓
C) মধ্যপ্রদেশ
D) পশ্চিমবঙ্গ
41) কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নকশা কে প্রস্তুত করেন?
* Answer :-A) জর্জ কিং
B) সন্তোষ রায়
C) স্যার উইলিয়াম এমারসন✓
D) স্বামী বিবেকানন্দ
42) পশ্চিমবঙ্গে “বিধান পরিষদ” এর অবিলুপ্তি কবে হয়েছিল?
*Answer :-A) 1956 খ্রিস্টাব্দে
B) 1969 খ্রিস্টাব্দে✓
C) 1985 খ্রিস্টাব্দে
D) 1995 খ্রিস্টাব্দে
43) ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি?
* Answer :-A) অসমের ডিগবয়✓
B) উত্তরপ্রদেশের মথুরা
C) পশ্চিমবঙ্গের হলদিয়া
D) গুজরাটের জামনগর
44) পৃথিবীর কোন শহরে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে?
* Answer :-A) আমেরিকার ওয়াশিংটন ডিসি
B) চীনের সাংহাই
C) ভারতের দিল্লি
D) জাপানের টোকিও✓
45) আমাদের ঘরে ব্যবহৃত সব থেকে বেশি বিদ্যুৎ খরচ হয় কোন যন্ত্রে?
* Answer :-A) এসি মেশিন
B) ইলেকট্রিক ইস্ত্রি
C) ওয়াশিং মেশিন✓
D) টেলিভিশন
46) কিডনি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়?
* Answer :-A) থিওলজি
B) নেফ্রলজি ✓
C) নিউরোলজি
D) পোমোলজি
47) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়?
* Answer :-A) হাওড়া থেকে হুগলি✓
B) হাওড়া থেকে ফারাক্কা
C) হাওড়া থেকে বর্ধমান
D) হাওড়া থেকে নদীয়া
48) সম্প্রতি কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে?
* Answer :-A) শনি
B) বৃহস্পতি✓
C) মঙ্গল
D) নেপচুন
49) প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার প্রদান করা হয়েছে কোন ধারায়?
* Answer :-A) 20
B) 21
C) 21A ✓
D) 22D
50) “কপালকুণ্ডলা” কে রচনা করেন?
* Answer :-A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✓
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) মাইকেল মধুসূদন দত্ত
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-GK PRACTICE SET-3 জিকে প্র্যাকটিস সেট-3
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE