GK PRACTICE SET-2:জিকে প্র্যাকটিস সেট-2

আজ “GK PRACTICE SET-2:জিকে প্র্যাকটিস সেট-2” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

 

1) সৌরজগতে লাল গ্রহ কাকে বলা হয়?
* Answer :- A) বুধ
B) মঙ্গল ✓
C) শনি
D) শুক্র

2) মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?
* Answer :-A) পিত্তথলি
B) যকৃৎ
C) সিকাম
D) আপেন্ডিক্স✓

3)Bare শব্দের অর্থ কী?
* Answer :-A) Hard
B) Wild
C) Uncover ✓
D) Contact

4) Republic Day কবে পালন করা হয়?
*Answer :-A) 15 ই আগস্ট
B) 26 শে জানুয়ারি ✓
C) 30 শে জানুয়ারি
D) 5 ই জুন

5) মানুষ পরিবেশ থেকে সরাসরি কোন গ্যাস গ্রহণ করেন?
* Answer :-A) অক্সিজেন✓
B) কার্বন ডাই-অক্সাইড
C) নাইট্রোজেন
D) মিথেন

6) আমাদের পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী?
* Answer :-A) কয়লা
B) মানুষ
C) সূর্য✓
D) চাঁদ

7) ভারতের ধান গবেষণা কেন্দ্রের নাম কি?
* Answer :-A) দিল্লির পুষা
B) উড়িষ্যার কটক✓
C) অসমের জোরহাট
D) পশ্চিমবঙ্গের ব্যারাকপুর

8) ভারতের কোন শহরে স্বর্ণ মন্দির রয়েছে?
*Answer :-A) আমেদাবাদ
B) নাগপুর
C) জয়পুর
D) অমৃতসর✓

9) ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যের আলো দেখা যায়?
* Answer : -A) গুজরাট
B) নাগাল্যান্ড
C) অরুণাচল প্রদেশ✓
D) ত্রিপুরা

10) এক্স (X) রশ্মি কে আবিষ্কার করেন?
* Answer :-A) হ্যামিলটন
B) নিউটন
C) আলেকজান্ডার
D) রন্টজেন✓

11) তিরুবনন্তপুরম কোন রাজ্যের রাজধানী?
* Answer :-A) গোয়া
B) কর্ণাটক
C) কেরল✓
D) তামিলনাড়ু

12) হিউয়েন সাঙ কার আমলে ভারতে আসেন?
* Answer :-A) আকবর
B) সমুদ্র গুপ্ত
C) হর্ষবর্ধন ✓
D) শশাঙ্ক

13) জাপানের রাজধানীর নাম কী?
* Answer :-A) লাশও
B) টোকিও✓
C) মালিনা
D) কম্বোডিয়া

14) শিক্ষা ভারতের সংবিধানের কোন তালিকায় রয়েছে?
* Answer :-A) রাজ্য তালিকা
B) কেন্দ্র তালিকা
C) যৌথ তালিকায় ✓
D) কোনটি নয়

15) কোষের শক্তিঘর কাকে বলা হয়?
* Answer :-A) নিউক্লিয়াস
B) মাইটোকন্ড্রিয়া ✓
C) রাইবোজম
D) গল্গিবডি

16) ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি?
* Answer :-A) কলকাতা সুভাষচন্দ্র বোস
B) দিল্লির ইন্দিরাগান্ধী বিমানবন্দর✓
C) চেন্নাই বিমানবন্দর
D) মুম্বাই  বিমানবন্দর

17)19 তম লোকসভা নির্বাচন কবে হবে?
* Answer :-A)2029✓
B)2028
C)2023
D)2030

18) রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়?
* Answer :-A) ভিতরকণিকা
B) সুন্দরবন✓
C) গির অরণ্য
D) জলদাপাড়া

19) 2024 সালের লোকসভা নির্বাচন কোন যন্ত্রে হয়েছে?
* Answer :-A)VMT
B)AVM
C)EVM✓
D)MVT

20) সূর্যের আলো কত কোটি ভাগের এক ভাগ (1%) পৃথিবীতে আসে?
* Answer:-A) 500 কোটি
B)100 কোটি
C)250 কোটি
D)200 কোটি ✓

21) “বর্তমান ভারত” কে রচনা করেন?
* Answer :-A) সুভাষ চন্দ্র বোস
B) জহরলাল নেহরু
C) রাজা রামমোহন রায়
D) স্বামী বিবেকানন্দ✓

22) জাতীয় ফলের নাম কি?
* Answer :-A) আম ✓
B) লেবু
C) আপেল
D) কলা

23) শিলা টার্নাল কোথায় অবস্থিত?
* Answer :-A) মেঘালয়
B) মিজোরাম
C) অরুণাচল প্রদেশ✓
D) অসাম

24) বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর কোথায় 5G চালু হয়?
* Answer :-A) ভারত✓
B) জাপান
C) ব্রাজিল
D) অস্ট্রেলিয়া

25) ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?
* Answer :-A) রাষ্ট্রপতি ✓
B) প্রধানমন্ত্রী
C) মুখ্যমন্ত্রী
D) রাজ্যপাল

26) সরস্বতী নদী কোথায় দেখা যায়?
* Answer :-A) বিহার
B) উত্তর প্রদেশ
C) উত্তরাখন্ড✓
D) হরিয়ানা

27) পুরী তীর্থ কেন্দ্র কোন রাজ্যে দেখা যায়?
* Answer :-A) তামিলনাড়ু
B) উড়িষ্যা✓
C) বিহার
D) অসম

28) প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
* Answer :-A) জেলাশাসক
B) রাজ্যপাল
C) জেনারেল সেক্রেটারি
D) রাষ্ট্রপতি✓

29) গ্রীনল্যান্ডে কোন দেশের শাসন চলে?
* Answer :-A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) রাশিয়া
C) ডেনমার্ক✓
D) হল্যান্ড

30) “করেঙ্গে ইয়া মরেঙ্গে( Do or Die)” কে বলেছিলেন?
* Answer :-A) জহরলাল নেহেরু
B) গান্ধীজি✓
C) সুভাষচন্দ্র বোস
D) সর্দার বল্লভ ভাই প্যাটেল

31)”বিশ্ব এইডস দিবস” কবে পালন করা হয়?
* Answer :-A) 1 লা নভেম্বর
B) 1 লা জানুয়ারি
C) 1 লা মে
D) 1 লা ডিসেম্বর✓

32)UNO দিবস কবে পালন করা হয়?
* Answer :-A) 24 শে নভেম্বর
B) 24 শে ডিসেম্বর
C) 24 শে অক্টোবর✓
D) 24 শে জুন

33) ডোডো পাখি কোন দ্বীপ থেকে পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে?
* Answer :-A) শ্রীলংকা
B) ফিলিপাইন দ্বীপপুঞ্জে
C) হাওয়াই দ্বীপপুঞ্জ
D) মরিশাস দ্বীপ✓

34) ভারতবর্ষের কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে বেশি?
* Answer :-A) বিহার
B) পশ্চিমবঙ্গ
C) উত্তর প্রদেশ✓
D) রাজস্থান

35) বিশ্বের সবথেকে হালকা মৌলের নাম কি?
* Answer :-A) অক্সিজেন
B) হিলিয়াম
C) সিলিকন
D) হাইড্রোজেন✓

36) ভারতের আলু গবেষণাগার কোথায় রয়েছে?
* Answer :-A) কটক
B) দিল্লি
C) সিমলা✓
D) চেন্নাই

37) “মুদ্রা ব্যাংক” ভারত সরকার কবে চালু করেন?
* Answer :-A)2014
B)2015✓
C)2012
D)2019

38) পশ্চিমবঙ্গের নতুন জেলার নাম কি?
* Answer :-A) ঝাড়গ্রাম✓
B) মুর্শিদাবাদ
C) মালদা
D) নদীয়া

39) চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন?
* Answer :-A) লর্ড ক্যানিং
B) লর্ড ডালহৌসি
C) লর্ড কর্নওয়ালিস✓
D) লর্ড ডাফরিন

40) “ম্যান বুকার” পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়?
* Answer :-A) সাহিত্য✓
B) অর্থনীতি
C) চিকিৎসা
D) রাজনীতি

41) “টোটো” জাতির লোকেরা পশ্চিমবঙ্গের কোন জেলায় বসবাস করেন?
* Answer :-A) নদীয়া
B) মুর্শিদাবাদ
C) আলিপুরদুয়ার✓
D) দার্জিলিং

42) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
*Answer :-A) 10 মিনিট 19 সেকেন্ড
B) 8 মিনিট 19 সেকেন্ড ✓
C) 2 মিনিট 21 সেকেন্ড
D)5 মিনিট 30 সেকেন্ড

43) মাজুলি দ্বীপ কোন নদীর উপর গড়ে উঠেছে?
* Answer :-A) গঙ্গা
B) নর্মদা
C) গোদাবরী
D) ব্রহ্মপুত্র✓

44)সংবাদ প্রভাকর কে প্রকাশ করেন?
* Answer :-A) রাজা রামমোহন রায়
B) ইশ্বরচন্দ্র গুপ্ত ✓
C) অক্ষয় কুমার দত্ত
D) অরবিন্দ ঘোষ

45) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
* Answer :-A) সম্রাট অশোক
B) সম্রাট আকবর
C) সমুদ্র গুপ্ত✓
D) হর্ষবর্ধন

46) ভারতের রেলপথ কবে চালু হয়েছিল?
* Answer :-A)1851 খ্রিস্টাব্দে
B)1853 খ্রিস্টাব্দে✓
C)1852 খ্রিস্টাব্দে
D)1858 খ্রিস্টাব্দে

47) ক্লোরোফিল বিহীন একটি গাছের নাম কি?
* Answer :-A) ধান
B) গম
C) ভুট্টা
D) স্বর্ণলতা✓

48) অতি বেগুনি রশ্মি কোথা থেকে পাওয়া যায়?
* Answer :-A) বৈদ্যুতিক বাল্ব থেকে
B) গাড়ির হেডলাইটের আলো থেকে
C) সূর্যের  আলো থেকে✓
D) চাঁদের আলো থেকে

49) ভারতের বৃহত্তম বাঁধের নাম কি?
* Answer :-A) সর্দার সরোবর
B)ভাকরা নাঙ্গাল বাঁধ
C) নাগার্জুন সাগর
D) তেহরি বাঁধ✓

50)WWW এর পুরো নাম কি?
* Answer :-A) WORLD WIDE WEB✓
B) WORLD WHITE WEB
C) WORLD WIRELESS WEATHER
D) WIRELESS WEB SYSTEM 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below – Download Now-GK PRACTICE SET-2 জিকে প্র্যাকটিস সেট-2

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!