আজ “GK PRACTICE SET-1: জিকে প্র্যাকটিস সেট-1” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি?
* Answer :- A)মুম্বাই
B) কলকাতা
C)ভূপাল ✓
D)রায়পুর
2) রনথুম্বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
* Answer :-A) গুজরাট
B) রাজস্থান✓
C) অসম
D) মধ্যপ্রদেশ
3) সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল?
* Answer :-A)1853
B)1855
C)1859
D)1857✓
4) বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
*Answer :-A) 5 ই জুন ✓
B)15 ই জুন
C)25 ই জুন
D)13 ই জুন
5) উন্নত মানের কয়লার নাম কী?
* Answer :-A) অ্যান্থ্রসাইট ✓
B) বিটুমিনাস
C) লিগনাইট
D) পিট
6) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
* Answer :-A) কার্বন ডাই অক্সাইড
B) মিথেন
C) নাইট্রোজেন
D) অক্সিজেন✓
7) আমাজোন জঙ্গল কোথায় রয়েছে?
* Answer :-A) আফ্রিকা
B) ওশেনিয়া
C) দক্ষিণ আমেরিকা✓
D)উত্তর আমেরিকা
8) মোবাইল ফোন কে আবিষ্কার করেন?
*Answer :-A) জন ফিলিপ
B) মার্টিন কুপার✓
C) উইলিয়াম জোন্স
D) স্যার উইলিয়াম বাটলার
9) “রামচরিত মানস” কে রচনা করেন?
* Answer : -A) জয়দেব
B) কলিদাস
C) সন্ধ্যাকর নন্দী✓
D) বানভট্ট
10) পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
* Answer :-A) সাইট্রিক অ্যাসিড
B) ম্যালিক অ্যাসিড
C) ফরমিক অ্যাসিড✓
D) ল্যাকটিক অ্যাসিড
11) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
* Answer :-A) লর্ড ডালহৌসি
B) রাজা রামমোহন রায়✓
C) সুভাষচন্দ্র বোস
D) গান্ধীজী
12)2024 সালে কত তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
* Answer :-A) 18 তম✓
B)16 তম
C)17 তম
D)15 তম
13) একটি তরল ধাতুর নাম কী?
* Answer :-A) জল
B) ব্রোমিন
C) পারদ ✓
D) ডিজেল
14) কৃষকের বন্ধু কাকে বলা হয়?
* Answer :-A) কেঁচো ✓
B)পিঁপড়ে
C)মাকড়সা
D)মশা
15) ভারত কোন দেশের সঙ্গে সব থেকে বেশি সীমা শেয়ার করেছে?
* Answer :-A) নেপাল
B) পাকিস্তান
C) ভুটান
D) বাংলাদেশ ✓
16) প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল?
* Answer :-A)1524 খ্রিস্টাব্দে
B)1526 খ্রিস্টাব্দে✓
C)1528 খ্রিস্টাব্দে
D)1539 খ্রিস্টাব্দে
17) বেদের কয়টি অংশ আছে?
* Answer :-A) 5 টি
B)2 টি
C)4 টি ✓
D)7 টি
18) পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়?
* Answer :-A)2012 সালে
B)2013 সালে✓
C)2011 সালে
D)2017 সালে
19) আমেরিকা যুক্তরাষ্ট্রের (USA) রাজধানীর নাম কি?
* Answer :-A) টোকিও
B) লন্ডন
C) মেলবোর্ন
D) ওয়াশিংটন ডিসি✓
20) গান্ধীজীর গুরুদেব কাকে বলা হয়?
* Answer:-A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B) চিত্তরঞ্জন দাস
C) গোপালকৃষ্ণ গোখলে✓
D) সরদার বল্লভ ভাই প্যাটেল
21) নীলগিরি পর্বতের রানী কাকে বলা হয়?
* Answer :-A) ব্যাঙ্গালোর শহর
B) উটি শহর ✓
C) চেন্নাই শহর
D) পুনে শহরকে
22) পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি?
* Answer :-A) প্রশান্ত মহাসাগর✓
B) আটলান্টিক মহাসাগর
C) ভারত মহাসাগর
D) আটলান্টিক মহাসাগর
23) সতীদাহ প্রথা কবে রদ হয়?
* Answer :-A)1821 খ্রিস্টাব্দে
B)1863 খ্রিস্টাব্দে
C)1829 খ্রিস্টাব্দে✓
D)1854 খ্রিস্টাব্দে
24) কোষের মস্তিষ্ক কাকে বলা হয়?
* Answer :-A) রাইবোজোম
B) লাইসোজোম
C) নিউক্লিয়াস✓
D) সাইটোপ্লাজম
25) পশ্চিমবঙ্গে মোট কয়টি লোকসভার সিট আছে?
* Answer :-A)46 টি
B)41 টি
C)45 টি
D)42 টি✓
26) কাকে অর্থনীতির জনক বলা হয়?
* Answer :-A)অমর্ত্য সেন
B) জন ফিলিপ
C) অ্যাডাম স্মিথ✓
D) উইলিয়াম ডেভিড
27) “ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া”র বর্তমান নাম কি?
* Answer :-A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া✓
C) কানারা ব্যাঙ্ক
D)ব্যাঙ্ক অফ বরোদা
28) ভারতের একটি জল জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি?
* Answer :-A) পাটনা
B) ব্যাঙ্গালোর
C) বিশাখাপত্তনম✓
D) কৃষ্ণনগর
29) বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থের নাম কি?
* Answer :-A) চর্যাপদ✓
B) শ্রীকৃষ্ণ পদাবলী
C) চৈতন্য পদাবলী
D) কোনোটিই নয়
30) ভারতের কোন শহরকে সবুজ শহর বলা হয়?
* Answer :-A) মুম্বাই
B)ব্যাঙ্গালোর
C)চেন্নাই✓
D)কলকাতা
31) পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি?
* Answer :-A) তিস্তা
B)রূপনারায়ণ
C) দামোদার
D)ভাগীরথী✓
32)ISRO কবে স্থাপিত হয়?
* Answer :-A)1964 খ্রিস্টাব্দে
B)1969 খ্রিস্টাব্দে✓
C)1961 খ্রিস্টাব্দে
D)1965 খ্রিস্টাব্দে
33) “ডাস ক্যাপিটাল” গ্রন্থ কে রচনা করেন?
* Answer :-A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) লেলিন
C) কাল মার্কস✓
D) অ্যাডাম স্মিথ
34) ভারতের কোন রাজ্যের জন ঘনত্ব সবথেকে বেশি?
* Answer :-A) পশ্চিমবঙ্গ
B)মধ্যপ্রদেশ
C)বিহার✓
D)মহারাষ্ট্র
35) রেটিনা কোথায় দেখা যায়?
* Answer :-A) চোখে ✓
B)পেটে
C)কানে
D)গলায়
36) জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়?
* Answer :-A) প্লীহা
B) কোশ ✓
C) নিউরন
D) বৃক্ষ
37) পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা দেখা যায়?
* Answer :-A) দার্জিলিং✓
B)জলপাইগুড়ি
C)মুর্শিদাবাদ
D)কোচবিহার
38) সংবিধান সংশোধন ধারা টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
* Answer :-A) আমেরিকা যুক্তরাষ্ট্র
B)ইংল্যান্ড
C)জাপান
D) দক্ষিণ আফ্রিকা✓
39) “ডিসকভারি অফ ইন্ডিয়া” কে রচনা করেন?
* Answer :-A) সরদার বল্লভভাই প্যাটেল
B)সুভাষ চন্দ্র বোস
C)জহরলাল নেহেরু✓
D)চিত্তরঞ্জন দাস
40) আন্দিজ পর্বতমালা কোন মহাদেশ রয়েছে?
* Answer :-A) উত্তর আমেরিকা
B)দক্ষিণ আমেরিকা✓
C)আফ্রিকা
D)এশিয়া
41) আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি?
* Answer :-A)ISRO
B) DOS
C)NASA ✓
D) কোন টি নয়
42) প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন?
*Answer :-A) রাজ্যপাল
B) রাষ্ট্রপতি ✓
C) প্রধান নির্বাচন কমিশনার
D) জেলা শাসক
43) সার্ক কবে স্থাপিত হয়?
* Answer :-A)1985 খ্রিষ্টাব্দে✓
B)1982 খ্রিষ্টাব্দে
C)1952 খ্রিষ্টাব্দে
D)1981 খ্রিষ্টাব্দে
44) ভারতের বৃহত্তম জেলার নাম কী?
* Answer :-A) রণ
B) লাদক ✓
C) পুরুলিয়া
D) লাতুর
45) বায়ুমন্ডলের সবথেকে বেশি কোন গ্যাস পাওয়া যায়?
* Answer :-A) অক্সিজেন
B) হাইড্রোজেন
C)কার্বন ডাই-অক্সাইড
D)নাইট্রোজেন✓
46) কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বাধিক থাকে?
* Answer :-A) 2° তাপমাত্রা
B)4° তাপমাত্রা✓
C)5° তাপমাত্রা
D)8° তাপমাত্রা
47) প্রাসাদ নগরী কাকে বলা হয়?
* Answer :-A) কলকাতা✓
B)মুম্বাই
C)চেন্নাই
D)দিল্লি
48) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
* Answer :-A)1152 খ্রিস্টাব্দে
B)1993 খ্রিস্টাব্দে
C)1191 খ্রিস্টাব্দে✓
D)1125 খ্রিস্টাব্দে
49) চিপকো আন্দোলন কবে হয়েছিল?
* Answer :-A) 1971 খ্রিস্টাব্দে
B)1972 খ্রিস্টাব্দে
C)1975 খ্রিস্টাব্দে
D)1973 খ্রিস্টাব্দে✓
50) “বন্দেমাতরম” গানটি কে রচনা করেন?
* Answer :-A) সুভাষচন্দ্র বোস
B)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✓
C)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D)রবীন্দ্রনাথ ঠাকুর
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-GK PRACTICE SET-1 জিকে প্র্যাকটিস সেট-1 pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE