উত্তর ভারতের নদ-নদী

আজ “উত্তর ভারতের নদ-নদী” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) পৃথিবীতে সমুদ্রের লবণাক্ত জলের পরিমাণ কত?
* Answer :-97 শতাংশ।

2) পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ কত?
* Answer :-মাত্র 3 শতাংশ।

3) পৃথিবীতে অবস্থিত স্বাদু জলের মধ্যে ভারতে কত শতাংশ রয়েছে?
* Answer :-2.4 শতাংশ।

4) মিষ্টি বা স্বাদু জলের উৎস কী কী?
*Answer :-নদী,জলাশয়,জলাধার,খাল আর ভূ-গর্ভস্থ জল।

5) আমাদের ভারত কি প্রকৃতির দেশ?
* Answer :-নদীমাতৃক দেশ।

6) ভারতে নদীগুলি মানবজীবনে কেমন ভূমিকা পালন করেছে?
* Answer :-বহু প্রাচীনকাল থেকেই সভ্যতা ও সংস্কৃতি বিকাশে সাহায্য করেছে।

7) ভারতের একটি জলবিভাজিকার নাম কী?
* Answer :-মধ্য ভারতের উচ্চভূমি।

8) উত্তর ভারতের প্রধান তিনটি নদীর নাম কী?
*Answer :-গঙ্গা,সিন্ধু ও ব্রহ্মপুত্র।

9) ভারতের প্রধান নদীর নাম কী?
* Answer : -গঙ্গা।

10) ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
* Answer :-গঙ্গা।

11) গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
* Answer :-2510 কিলোমিটার।

12) ভাগীরথী নদীর উৎস কোথায়?
* Answer :-উত্তরাখণ্ড রাজ্যে হুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।

13) কোন কোন নদী মিলে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে?
* Answer :- ভাগীরথী, আলকানন্দা ও মন্দাকিনী।

14) ভাগীরথী ও আলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে?
* Answer :- দেবপ্রয়াগ।

15) মন্দাকিনী ও আলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে?
* Answer :- রুদ্রপ্রয়াগ।

16) আলকানন্দা ও পিন্ডার নদী কোথায় মিলিত হয়েছে?
* Answer :-  কর্ণপ্রয়াগ।

17) আলকানন্দা ও ধৌলিগঙ্গা কোথায় মিলিত হয়েছে?
* Answer :- বিষ্ণুপ্রয়াগ।

18) হিন্দুদের তীর্থকেন্দ্র কেদারনাথধাম কোথায় অবস্থিত?
* Answer :- মন্দাকিনী নদীর তীরে।

19) বিদ্রীনাথ তীর্থকেন্দ্র ধাম কোথায় অবস্থিত?
* Answer :- আলকানন্দা নদীর তীরে।

20) গঙ্গা নদীর বাম তীরে উপনদী গুলির নাম কী কী?
* Answer:- রামগঙ্গা,গোমতী, ঘর্ঘরা, গণ্ডক, বুড়িগঙ্গা, কুশী প্রভৃতি।

21) গঙ্গা নদীর ডান তীরে উপনদী গুলির নাম কী কী?
* Answer :- যমুনা ও শোন।

22) গঙ্গা নদীর উল্লেখযোগ্য উপনদীর নাম কি?
* Answer :- যমুনা।

23) গঙ্গা নদীর বাম তীরে উল্লেখযোগ্য উপনদীর নাম কি?
* Answer :- ঘর্ঘরা(দীর্ঘতম)।

24) গঙ্গা নদীর উল্লেখযোগ্য একটি শাখানদীর নাম কি?
* Answer :-হুগলি নদী।

25) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
* Answer :-ভাগীরথী-হুগলি ও পদ্মার মধ্যবর্তী বদ্বীপ।

26)সিন্ধুনদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
* Answer :-তিব্বতের মানস সরোবরের সেনগগে খবাব প্রস্রবণ থেকে।

27) সিন্ধুনদের পাঁচটি উপনদীর নাম কী কী?
* Answer :- শতদ্রু,বিপাশা, ইরাবতী,চন্দ্রভাগা ও বিতস্তা।

28) চন্দ্রভাগার অপর নাম কি?
* Answer :-চেনাব।

29) ব্রহ্মপুত্র নদ উৎপত্তি কোথায় লাভ করেছে?
* Answer :-তিব্বতের রাক্ষস তালে মানস সরোবর থেকে।

30) ব্রহ্মপুত্র নদের নামের পরিচিতি কিরূপ?
* Answer :-চীনে “সাংপো” নামে উৎপত্তি লাভ করে এবং ভারতে অরুণাচল প্রদেশে প্রবেশ করার সময় এর নাম “দিগং” হয়েছে।

31) ভারতে বহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
* Answer :-ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 2900 কিলোমিটার, তার মধ্যে ভারতে 885 কিলোমিটার প্রবাহিত  হয়েছে।

32) ব্রহ্মপুত্র নদ ভারতের কোথা থেকে কোথা পর্যন্ত প্রবাবিত হয়েছে?
* Answer :-অরুণাচল প্রদেশের নামচাবারওয়া  থেকে বাংলাদেশের ধুবড়ি পর্যন্ত প্রবাবিত হয়েছে।

33) ব্রহ্মপুত্র নদের উপরে গড়ে ওঠা ভারতের বৃহত্তম নদী চরের নাম কি?
* Answer :-মাজুলি।

34) ব্রহ্মপুত্র নদের ডান তীরের উপনদী গুলির নাম কী কী?
* Answer :-সুবর্ণসিরি,মানস,সংকোশ, তিস্তা প্রভৃতি।

35)ব্রহ্মপুত্র নদের বাম তীরের উপনদী গুলির নাম কী কী?
* Answer :-বুড়ি-দিহং, দিসং, কপিলি ,ধানসিরি প্রভৃতি।

36) ভারতের সর্বাধিক জল পরিবহনকারী নদীর নাম কী?
* Answer :-ব্রহ্মপুত্র।

37) ভারতের দীর্ঘতম অন্তবাহিনী নদীর নাম কী?
* Answer :-লুনি।

38) বহ্মপুত্র নদে গড়ে ওঠা মাজুলী দ্বীপের আয়তন কত?
* Answer :- প্রায় 930  বর্গ কিলোমিটার।

39) গঙ্গা নদী এবং তার  উপনদী যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
* Answer :-এলাহাবাদ ( বর্তমান নাম  প্রয়াগরাজ)।

40) বিতস্তা নদীর অপর নাম কী?
* Answer :- ঝিলাম।

41) ভারতের আদর্শ নদী কাকে বলা হয়?
* Answer :-গঙ্গা নদীকে।

42) গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন?
*Answer :-গঙ্গা নদীকে আদর্শ নদীর বলার কারণ হল – গঙ্গা নদীর গতিপথে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি তিনটিই লক্ষ্য করা যায়।

43) গঙ্গা নদীর উচ্চগতির বিস্তার কত?
* Answer :-গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 320 কিলোমিটার।

44) গঙ্গা নদীর  মধ্যগতির বিস্তার কত?
* Answer :-হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত।

45) গঙ্গা নদীর নিম্নগতির বিস্তার কতদূর পর্যন্ত?
* Answer :-পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান অর্থাৎ গিরিয়া থেকে সুন্দরবন পর্যন্ত।

46) যমুনা নদীর দৈর্ঘ্য কত?
* Answer :- প্রায় 1300 কিলোমিটার।

47) যমুনা নদীর কয়েকটি উপনদীর নাম লেখ?
* Answer :- চম্বল,বেতুয়া, সিন্ধু প্রভৃতি।

48) উত্তর ভারতের নদীগুলি বয়সে কেমন?
* Answer :-উত্তর ভারতের নদীগুলি বয়সে নবীন অর্থাৎ নতুন।

49) হিমালয় সৃষ্টি হওয়ার আগে যে নদীগুলি প্রবাহিত হত তাদের কি বলা হয় ?
* Answer :-পূর্ববর্তী নদী।

50) কোন নদীকে ভারতের পবিত্র নদী বলা হয়?
* Answer :-গঙ্গা নদীকে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-উত্তর ভারতের নদ-নদী

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!