রাষ্ট্রবিজ্ঞানের আদিকথা:The History of Political Science

আজ “রাষ্ট্রবিজ্ঞানের আদিকথা:The History of Political Science” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
* Answer :-অ্যারিস্টটলকে।

2) রাষ্ট্রবিজ্ঞানকে ইংরেজিতে কী বলা হয়?
* Answer :- পলিটিক্যাল সায়েন্স (Political Science)।

3) “পলিটিক্যাল সাইন্স” শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
* Answer :-Polis বা Polity (এর অর্থ নগররাষ্ট্র)।

4)”Polis বা Polity” কোন শব্দ?
*Answer :-গ্রিক শব্দ।

5) প্লেটোর গুরুদেবের নাম কী?
* Answer :-সক্রেটিস।

6) প্লেটো রচিত গ্রন্থের নাম কি?
* Answer :- দ্য রিপাবলিক (The Republic)।

7) আলেকজান্ডার দা গ্রেট এর গৃহ-শিক্ষক কে ছিলেন?
* Answer :-অ্যারিস্টটল।

8) “পলিটিক্স (Politics)” গ্রন্থ কে রচনা করেন?
*Answer :-অ্যারিস্টটল।

9) ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
* Answer : -কৌটিল্যকে।

10) কাকে নবজাগরণের শিশু বলা হয়?
* Answer :-ম্যাকিয়াভেলিকে।

11) “রাষ্ট্রবিজ্ঞান(Political Science)” কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন?
* Answer :-1701 খ্রিস্টাব্দে লাইবোনিজ।

12) “ডি রিপাবলিকা ( De Republica)” গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :- সিসেরো।

13) রাষ্ট্রবিজ্ঞানকে কী প্রকৃতির শাস্ত্র বলা হয়?
* Answer :-গতিশীল প্রকৃতির শাস্ত্র।

14) “এ গ্রামার অফ পলিটিক্স” কে রচনা করেন?
* Answer :- ল্যাক্সি।

15) “সোশ্যাল কন্টাক্ট(Social Contact)” গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :-রুশো।

16)” দাস ক্যাপিটাল”গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :- কার্ল মার্কস।

17) কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি?
* Answer :-অর্থশাস্ত্র।

18) “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে” – এ কথা কে বলেছেন?
* Answer :- গার্নার।

19) “আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক” কাকে বলা হয়?
* Answer :- নিকোলো ম্যাকিয়াভেলিকে।

20)ভারতীয় রাজনীতিতে ম্যাকিয়াভেলি কাকে বলা হয়?
* Answer:-কৌটিল্যকে।

21) অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন?
* Answer :-গ্রীক।

22) রাষ্ট্রবিজ্ঞানকে কোন বিজ্ঞানের শাখা বলা হয়?
* Answer :-সামাজিক বিজ্ঞানের শাখা।

23) ম্যাকিয়াভেলি রচিত গ্রন্থের নাম কি?
* Answer :-দা প্রিন্স (The Prince)।

24) রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি কাকে বলা হয়?
* Answer :-প্রাচীন গ্রীসকে।

25) “রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার”- এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন?
* Answer :-কার্ল মার্কস।

26) কাকে “রাষ্ট্রের মস্তিষ্ক”  বলা হয়?
* Answer :-সেই দেশের সরকারকে।

27) জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক কাকে বলা হয়?
* Answer :-রুশোকে।

28) রাষ্ট্র গঠনে প্রধান উপাদান গুলি কি কি?
* Answer :-জনসমষ্টি,ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা।

29) রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কৌটিল্য কয়টি তত্ত্বের কথা বলেছেন?
* Answer :-সাতটি, যাকে তিনি সপ্তাঙ্গ বলেছেন।

30) প্রাচীন যুগের কয়েকটি রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ?
* Answer :- সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কৌটিল্য, সিসেরো প্রভৃতি।

31) মধ্যযুগের কয়েকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ?
* Answer :- গ্রেগরি, আগস্টেইন, ক্যালভিন, মার্টিন লুথার প্রভৃতি।

32) “দ্যা সিক্স বুক অফ কমনওয়েলথ (The six book of commonwealth)” কে রচনা করেন?
* Answer :- জাঁ বোদা্‌।

33)” দ্যা ফাউন্ডার অফ সায়েন্টিফিক পলিটিক্স (The Founder of Scientific Politics)”  কাকে বলা হয়?
* Answer :-টমাস হবস্ কে।

34) টমাসের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কী?
* Answer :- Leviathan (লিভিয়াথান)।

35) গৌরবময় বিপ্লব কবে কোথায় হয়েছিল?
* Answer :-1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে।

36) ফরাসি বিপ্লব কবে হয়েছিল?
* Answer :-14 ই জুলাই 1789 খ্রিস্টাব্দে।

37) “আমি রাষ্ট্র” কে বলেছিলেন?
* Answer :-রাজা চতুর্দশ লুই ।

38) আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছিল?
* Answer :-1776 খ্রিস্টাব্দে।

39) ফ্রান্সের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম লেখ?
* Answer :-জাঁ জ্যাক রুশো, লুই দা মন্তেস্কু, ভলতেয়ার প্রভৃতি

40) মন্তেস্কু রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম কি?
* Answer :- দ্য  স্পিরিট অফ লস্ (The Spirit of Laws)।

41) নয়া উদারনীতিবাদ কে কবে সূচনা করেন?
* Answer :- জন রসল 1971 সালে তা রচিত গ্রন্থ “দ্য থিওরি অফ জাস্টিস” নামক গ্রন্থে।

42) আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কবে কোথায় হয়েছিল?
*Answer :-1948 খ্রিস্টাব্দে ইউনেস্কোর দ্বারা ফ্রান্সের রাজধানী প্যারিসে।

43) “দ্য সেকেন্ড সেক্স (The Second Sex)” গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :- সিমোন দ্য বোভিয়ার।

44) “পাবলিক ওপিনিয়ন (Public Opinion)” গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :- লিপম্যান।

45) মার্কসবাদী রাষ্ট্র তত্ত্ব কারা দিয়েছেন?
* Answer :-কার্ল মার্কস ও লেলিন।

46) “সিভিটাস” কী?
* Answer :-ক্ষুদ্র নগররাষ্ট্র।

47) গান্ধীজীর কল্পিত সমাজ ব্যবস্থা কী বলে ডাকতেন?
* Answer :-রামরাজ্য।

48) ‘সাধারণ ইচ্ছা” ধারণাটি কে প্রকাশ করেন?
* Answer :-জাঁ জ্যাক রুশো।

49) হিউমান নেচার ইন পলিটিক্স (Human Nature in Politics) গ্রন্থটি কে রচনা করেন?
* Answer :- গ্রাহাম ওয়ালাস।

50) দুজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীর নাম কী?
* Answer :- ম্যাকিয়াভেলি ও ল্যাসওয়েল। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-রাষ্ট্রবিজ্ঞানের আদিকথাThe History of Political Science

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!