আজ “ভারতের ভূ-প্রকৃতি – হিমালয় পর্বতমালা” নিয়ে আলোচনা করা হল –
1) ভারতের ভূ-প্রকৃতিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?
*Answer :- 5 টি ।
2) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- K2 বা King of Karakoram ।
3) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?
*Answer :- সিয়াচেন ( 76 কিমি দীর্ঘ )।
4) সোডা সমভূমি কোথায় দেখা যায় ?
* Answer :- লাদাখের উত্তর-পশ্চিমাংশে।
5) ‘The Little Tibet ‘ কাকে বলা হয় ?
* Answer :- লাদাখকে ।
6) ‘আকসাই চিন’ কত সালে চিনের নিয়ন্ত্রনে আসে ?
*Answer :- 1962 সালে।
7) পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি ?
* Answer :- উমালিংলা, লাদাখ।
8) ভারতের উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমির নাম কি ?
*Answer : – লাদাখ মালভূমি ।
9) প্যাংগং কি ?
* Answer :- লাদাখের একটি লবণাক্ত হ্রদ ।
10) ভারত ও চিনের সীমারেখাকে কি বলা হয় ?
* Answer :- LAC ( Line of Actual Control ) ।
11) ‘হিমালয়’ শব্দের অর্থ কি ?
* Answer :- বরফের দেশ বা বরফের বাসস্থান।
12) হিমালয় কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
* Answer :- পশ্চিমে জম্মু – কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুনাচল প্রদেশের নামচাবারওয়া পর্যন্ত।
13) পূর্ব-পশ্চিমে হিমালয়ের দীর্ঘ কত ?
* Answer :- প্রায় 2500 কিমি ।
14) উত্তর-দক্ষিনে হিমালয়ের বিস্তার/প্রশস্ত কত ?
* Answer :- সর্বাধিক 450 কিমি ও সর্বনিম্ন 140 কিমি।
15) হিমালয় পর্বতমালার মোট ক্ষেত্রফল কত ?
* Answer – প্রায় 7 লক্ষ বর্গকিমি ।
16) ভারতবর্ষে হিমালয়ের আয়তন কত ?
* Answer :- প্রায় 5 লক্ষ বর্গকিমি ।
17) হিমালয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ?
* Answer :- 2 টি ( প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর )।
18) প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
* Answer :- 4টি ( শিবালিক, হিমাচল, হিমাদ্রি ও টেথিস ) ।
19) পৃথিবীর উচ্চতম সড়ক সেতুর নাম কি ?
* Answer :- খরদুংলা ( জম্মু-কাশ্মীর )।
20) বহিঃ হিমালয় কাকে বলা হয় ?
* Answer :- শিবালিক হিমালয়কে ।
21) হিমালয়ের নতুন অংশের নাম কি ?
* Answer :-শিবালিক হিমালয় (প্রায় 10 লক্ষ বছর আগে সৃষ্টি ) ।
22) সমগ্র ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- K2 (King of Karakoram) ।
23) K2 উচ্চতা কত মিটার ?
* Answer :- 8,661 মিটার ।
24) ভারতে অন্তর্গত (বর্তমানে) উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- কাঞ্চনজঙ্ঘা (8586 মিটার)।
25) ডাফলা, মিরি ও মিশমি কার অংশ ?
* Answer :- শিবলিক হিমালয়ের ( অরুনাচল প্রদেশ )।
26) হিমাচল হিমালয়ের গড় উচ্চতা কত ?
* Answer :- 2, 000 থেকে 5,000 মিটার উঁচু ।
27) শিবালিক পর্বতের উচ্চতা কত ?
* Answer :- 500-1500 মিটার উঁচু ।
28) পীরপাঞ্জাল , ধওলাধর , নাগাটিব্বা , মুসৌরি , মহাভারত লেখ, দার্জিলিং পর্বতশ্রেণী গুলি কোথায় দেখা যায় ?
* Answer : – হিমাচল হিমালয়ে।
29) এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কি ?
* Answer :- জহর টানেল ( প্রায় 2.5 কিমি ) ।
30) পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি ?
* Answer :- হিমাদ্রী হিমালয় ।
31) পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- মাউন্ট এভারেস্ট।
32) মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার ?
* Answer :- 8,848 মিটার।
33) মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
* Answer :- নেপাল ।
34) মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কেদারনাথ, ধবলগিরি, নন্দাদেবী পর্বতশ্রেণিগুলি কোথায় দেখা যায় ?
* Answer :- হিমাদ্রী হিমালয়ে ।
35) হিমাদী হিমালয়ে অবস্থিত কয়েকটি গিরিপথের নাম কি ?
* Answer- জোজিলা, নাথুলা, জেলেপলা প্রভৃতি ।
36) প্রাচীনতম হিমালয়ের নাম কি ?
* Answer :- টেথিস হিমালয় ।
37) টেথিস হিমালয় কোন দেশে অবস্থিত ?
* Answer :- তিব্বত অর্থাৎ চিনদেশে ।
38) টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
* Answer :- লিওপারগেল ( 7420 মিটার ) ।
39) কার্গিল, লাদাখ, কারাকোরাম ও কৈলাস কোথায় দেখা যায় ?
* Answer :- টেথিস হিমালয়ে ।
40) কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত ?
* Answer :- সিকিম রাজ্যে ।
41) কাশ্মীরের কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত ?
* Answer :- জাফরান চাষ।
42) দৈর্ঘ্য বরাবর হিমালয় কয় প্রকার ?
* Answer :- 3 প্রকার ( পশ্চিম, মধ্য ও পূর্ব হিমালয় )।
43) হিমালয়ের পশ্চিম প্রান্তের নাম কি ?
* Answer :- নাঙ্গা পর্বত।
44) পশ্চিম হিমালয়ে প্রধান গিরিপথ গুলির নাম কি ?
* Answer :- পীরপাঞ্জাল, জোজিলা, বানিহাল প্রভৃতি।
45) অমরনাথ গুহা কোথায় অবস্থিত ?
* Answer :- কাশ্মীর হিমালয়ের জোজিলা গিরিপথের দক্ষিনে ।
46) কাশ্মীর উপত্যাকা কোথায় অবস্থিত ?
* Answer :- কাশ্মীর হিমালয়ের পীরপঞ্জাল ও হিমাদ্রি পর্বতের মধ্যস্থালে ।
47) হিমাচল হিমালয়ে বিখ্যাত পর্বতশ্রেণির নাম কি ?
* Answer :- নাগটিব্বা ও ধওলাধর পর্বতশ্রেণি ।
48) উত্তরাখন্ড রাজ্যের মধ্য অবস্থিত হিমালয়ের নাম কি ?
* Answer :- কুমায়ুন হিমালয় ।
49) দুন উপত্যাকা কোথায় অবস্থিত ?
* Answer :- কুমায়ুন হিমালয়ে শিবালিক ও হিমাচলের মধ্যে ।
50) তাল কি ?
* Answer :- কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে ।
THE END
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – ভারতের ভূ-প্রকৃতি – হিমালয় পর্বতমালা
Total Questions and Answers – 50
Download link below –