ভারতের সংবিধানের আদিকথা-Preface of Indian Constitution

       আজ এই পর্বে “ভারতের সংবিধানের আদিকথা” অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল –

1) বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে রয়েছে ?
* উত্তর :- আমাদের ভারত বর্ষের সংবিধান।

2) ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?
* উত্তর :- 26 শে নভেম্বর, 1949 সালে।

3) কবে প্রথম ভারতীয় সংবিধান কার্যকর হয় ?
* উত্তর :- 26 শে জানুয়ারী ,1950 সালে।

4) ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
* উত্তর :- ডঃ বি. আর. আম্বেদকর।

5) ভারতের সংবিধান কে রচনা করেন ?
* উত্তর :- ভারতের গনপরিষদ সভা ।

6) ভারতীয় সংবিধান রচনা করতে কত সময় লাগে ?
* উত্তর :- 2 বছর 11 মাস 17 দিন।

7) ভারতীয়  সংবিধানের মূল উৎস কি ছিল ?
* উত্তর :-  ‘ভারত শাসন আইন-1935।

8) ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন বা সভা কবে হয় ?
* উত্তর :- 9 ই ডিসেম্বর 1946 সালে দিল্লি কনস্টিটিউশন হলে।

9) গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ?
* উত্তর :- ড. সচ্চিদানন্দ সিনহা।

10) গণপরিষদের গঠনে উদ্দেশ্য নিয়ে কবে কারা ভারতে আসেন ?
* উত্তর :- 1942 সালে ক্রিপস মিশন।

11) ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির (Drafting Committee) প্রধান কে ছিলেন ?
* উত্তর :-  ড. বি. আর. আম্বেদকর ( চেয়ারম্যান )।

12) গনপরিষদের স্থায়ী চেয়ারম্যান কাকে নির্বাচন করা হয় ?
* উত্তর :- ড. রাজেন্দ্র প্রসাদ।

13) গনপরিষদ কবে গঠিত হয় ?
* উঃ :- জুলাই মাসে 1946 সালে।

14) কারা গনপরিষদের গঠনে যোগদান করেন নি ?

* উত্তর :- ভারতীয় মুসলিম লিগের সদস্যরা ও কমিউনিস্ট পার্টি।

15) গনপরিষদের দ্বিতীয় সভা করে শুরু হয়েছিল ?
* উত্তর :-11 ডিসেম্বর 1946 সালে ।

16) কয়টি কমেটি নিয়ে গনপরিষদ গঠিত হয় ?
* উত্তর- 13 টি কমেটি নিয়ে।

17) ভারতীয় গনপরিষদের চিহ্ন কি ছিল ?
* উত্তর :- হাতি।

1৪) প্রথম ক্যাবিনেট মিশনে গণপরিষদের মোট  কতজন  সদস্য  স্থির করা হয় ?
* উত্তর :- 389 জন।

19) প্রথম গণপরিষদের অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন ?
* উত্তর :- 207 জন।

20) গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
* উত্তর :- ড. রাজেন্দ্র প্রসাদ।

21) গণপরিষদে কতজন দেশীয় রাজ্যগুলি থেকে ছিলেন ?
* উত্তর :- 93 জন সদস্য।

22) গণপরিষদ কেন গঠন করা হয়েছিল ?
* উত্তর :- ভারতীয় সংবিধান রচনা করার জন্য।

23) গণপরিষদ দ্বারা ‘ভারতীয় সংবিধান’ রচনার সময় কাল কত ছিল ?
* উত্তর :- ডিসেম্বর 1946 সাল থেকে 26 শে নভেম্বর 1949 সাল পর্যন্ত।

24) গণপরিষদের পঞ্চম অধিবেশন কবে বসে ?
* উত্তর :-14 ই আগস্ট 1947 সালে।

25) প্রথম গনপরিষদের সাংবিধানিক বিশেষজ্ঞ কাকে নিয়োগ করা হয় ?
* উত্তর :- বি.এন. রাও।

26) গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা ও সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
* উত্তর :- জওহরলাল নেহেরু।

27) গণপরিষদের প্রাদেশিক গঠনতন্ত্র কমিটির প্রধান কে ছিলেন ?
* উত্তর :- সর্দার বল্লভভাই পাটিল।

28) ভারত কবে স্বাধীনত লাভ করে বা স্বাধীন হয় ?

* উত্তর :- গণপরিষদ দ্বারা সংবিধান রচনা কালের মধ্যেই 15 ই আগস্ট 1947 সালে ।

29) ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয় ?
* উত্তর :- ব্রিটিশ পার্লামেন্টে।

30) ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ?
* উত্তর :-  4 ঠা জুলাই 1947 সালে।

31) গণপরিষদ সভার কার্যবলী সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
* উত্তর :- জি. ভি. মভলঙ্কার।

32) গণপরিষদের সংখ্যালঘু সম্পর্কিত কমিটির
চেয়ারম্যান কে ছিলেন ?
* উত্তর :- এইচ.সি.মুখার্জী।

33) গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল ?
* উত্তর :- 24 শে জানুয়ারী 1950 সালে।

34) সংবিধান খসড়া কমিটির উল্লেখযোগ্য সদস্যগনের নাম লেখ ?
* উত্তর :- বি. আর. আম্বেদকর, এন. জি. আয়েঙ্গার, কে.এম. মুন্সী, এ.কে. আইয়ার, এস. এম. শাহদুল্লা প্রভৃতি।

35) জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র কবে গৃহীত হয় ?
* উত্তর :- 24 শে জানুয়ারি 1950 সালে।

36) জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয় ?
* উত্তর :- গণপরিষদ দ্বারা 22 শে জুলাই 1947 সালে এবং সরকারি ভাবে 15 ই আগস্ট 1947 সালে।

37) জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড হক কমিটির
চেয়ারম্যান কে ছিলেন ?
* উত্তর :- ড. রাজেন্দ্র প্রসাদ।

38) ভারতীয় সংবিধানে মূল ধারা ও তফশিল কয়টি ছিল?
* উত্তর :- 395 টি ধারা ও 8 টি তফশিল ।

39) বর্তমানে ভারতীয় সংবিধানের মোট কয়টি ধারা  ও তফশিল আছে ?
* উত্তর :- 471টি ধারা ও 22 টি তফশিল  আছে।

40) ভারতীয় সংবিধান মূল কয়টি খন্ডে বিভক্ত ছিল ?
*  উত্তর :- 22 টি ।

41) বর্তমানে ভারতীয় সংবিধানের কয়টি বিভাগ বা খন্ড আছে ?
* উঃ- 25 টি খন্ড বর্তমান।

42) কবে গণপরিষদ আইনগত ভাবে সার্বভোম ক্ষমতার অধিকারী হয় ?
* উত্তর :-15 ই আগস্ট 1947 সালে।

43) 26 শে জানুয়ারি 1950 সালে ভারতের রাষ্ট্রপতি কে হয়েছিলেন ?
* উত্তর :- ড. রাজেন্দ্র প্রসাদ।

44) ভারতীয় সংবিধানের কার্যকর ঘোষণা পত্রটি কে পাঠ করেন ?
* উত্তর :- চক্রবর্তী রাজ গোপালাচারী ।

45) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
* উত্তর :- চক্রবতী  রাজ গোপালাচারী ; 26 শে জানুযারি 1950 সাল পর্যন্ত।

46) ভারতীয় সংবিধান লাগু হওয়ার সময় প্রধান
মন্ত্রী কে ছিলেন ?
* উত্তর :- জওহরলাল নেহেরু।

47) ভারতীয় সংবিধানে প্রস্তাবনার খসড়া কে রচনা করেন ?
* উত্তর :- জওহরলাল নেহেরু।

48) প্রস্তাবনাকে ‘Soul of the constitution’ বা  ‘সংবিধানের আত্মা’ কে বলেছেন ?
* উত্তর :- জওহরলাল নেহেরু।

49) 26 শে জানুয়ারি কোন দিবস হিসেবে পালন করা  হয় ?
* উত্তর :- প্রজাতন্ত্র দিবস।

50) ড. বি. আর. আম্বেদকর কাকে  ‘সংবিধানের আত্ম’ বলেছেন ?
* উত্তর :- প্রতিবিধানের অধিকারকে ।

FAQ

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর,
উত্তর সহ 50 জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর mcq,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
বাংলা gk প্রশ্ন উত্তর বড়দের,
জেনারেল নলেজ কুইজ,
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর সমস্ত ক্লাস ,
Gk bengali with answers,
বাংলা gk প্রশ্ন উত্তর,
Gk bengali pdf,
Gk bengali 2024,
Gk questions in bengali,
বাংলা জিকে pdf,
ভারতের জেনারেল নলেজ,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
মজাদার বাংলা জিকে,
Bengali gk mock test,

Answer:-

সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য  ONLINE EXAM TEST  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি । ধন্যবাদ।

Preface of Indian Constitution

ভারতের সংবিধানের আদিকথা-1

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির প্রধান কে ছিলেন ?

2 / 25

2. গনপরিষদের স্থায়ী চেয়ারম্যান কাকে নির্বাচন করা হয় ?

3 / 25

3. প্রথম গণপরিষদের অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন ?

4 / 25

4. ভারতীয় সংবিধান রচনা করতে কত সময় লাগে ?

5 / 25

5. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?

6 / 25

6. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

7 / 25

7. ভারতীয়  সংবিধানের মূল উৎস কি ছিল ?

8 / 25

8. গণপরিষদের গঠনে উদ্দেশ্য নিয়ে কবে কারা ভারতে আসেন ?

9 / 25

9. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন বা সভা কবে হয় ?

10 / 25

10. গনপরিষদ কবে গঠিত হয় ?

11 / 25

11. কয়টি কমেটি নিয়ে গনপরিষদ গঠিত হয় ?

12 / 25

12. কারা গনপরিষদের গঠনে যোগদান করেন নি ?

13 / 25

13. ভারতীয় গনপরিষদের চিহ্ন কি ছিল ?

14 / 25

14. প্রথম ক্যাবিনেট মিশনে গণপরিষদের মোট কতজন সদস্য স্থির করা হয় ?

15 / 25

15. গণপরিষদে কতজন দেশীয় রাজ্যগুলি থেকে ছিলেন ?

16 / 25

16. প্রথম গনপরিষদের সাংবিধানিক বিশেষজ্ঞ কাকে নিয়োগ করা হয় ?

17 / 25

17. বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে রয়েছে ?

18 / 25

18. গনপরিষদের দ্বিতীয় সভা করে শুরু হয়েছিল ?

19 / 25

19. গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ?

20 / 25

20. গণপরিষদের পঞ্চম অধিবেশন কবে বসে ?

21 / 25

21. ভারতের সংবিধান কে রচনা করেন ?

22 / 25

22. গণপরিষদ দ্বারা 'ভারতীয় সংবিধান' রচনার সময় কাল কত ছিল ?

23 / 25

23. কবে প্রথম ভারতীয় সংবিধান কার্যকর হয় ?

24 / 25

24. গণপরিষদ কেন গঠন করা হয়েছিল ?

25 / 25

25. গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

Your score is

The average score is 0%

0%

Preface of Indian Constitution

ভারতের সংবিধানের আদিকথা-2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. বর্তমানে ভারতীয় সংবিধানের কয়টি বিভাগ বা খন্ড আছে ?

2 / 25

2. জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র কবে গৃহীত হয় ?

3 / 25

3. বর্তমানে ভারতীয় সংবিধানের মোট কয়টি ধারা  ও তফশিল আছে ?

4 / 25

4. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

5 / 25

5. ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ?

6 / 25

6. 26 শে জানুয়ারি কোন দিবস হিসেবে পালন করা  হয় ?

7 / 25

7. ভারতীয় সংবিধানে কয়টি  মূল ধারা ও তফশিল ছিল ?

8 / 25

8. জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয় ?

9 / 25

9. জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড হক কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

10 / 25

10. ভারত কবে স্বাধীনত লাভ করে বা স্বাধীন হয় ?

11 / 25

11. কবে গণপরিষদ আইনগত ভাবে সার্বভোম ক্ষমতার অধিকারী হয় ?

12 / 25

12. ভারতীয় সংবিধানের কার্যকর ঘোষণা পত্রটি কে পাঠ করেন ?

13 / 25

13. গণপরিষদের প্রাদেশিক গঠনতন্ত্র কমিটির প্রধান কে ছিলেন ?

14 / 25

14. 26 শে জানুয়ারি 1950 সালে ভারতের রাষ্ট্রপতি কে হয়েছিলেন ?

15 / 25

15. প্রস্তাবনাকে 'Soul of the constitution' বা  'সংবিধানের আত্মা' কে বলেছেন ?

16 / 25

16. ভারতীয় সংবিধান লাগু হওয়ার সময় প্রধান
মন্ত্রী কে ছিলেন ?

17 / 25

17. ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয় ?

18 / 25

18. গণপরিষদের সংখ্যালঘু সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

19 / 25

19. ভারতীয় সংবিধানে প্রস্তাবনার খসড়া কে রচনা করেন ?

20 / 25

20. গণপরিষদ সভার কার্যবলী সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

21 / 25

21. ভারতীয় সংবিধান মূল কয়টি খন্ডে বিভক্ত ছিল ?

22 / 25

22. ড. বি. আর. আম্বেদকর কাকে  'সংবিধানের আত্ম' বলেছেন ?

23 / 25

23. গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা ও সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

24 / 25

24. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল ?

25 / 25

25. সংবিধান খসড়া কমিটির উল্লেখযোগ্য সদস্যগন ছিলেন ?

Your score is

The average score is 0%

0%

           হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 05
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1.5 mb
File Name – ভারতের সংবিধানের আদিকথা-Preface of Indian Constitution
Total Questions and Answers – 50
Download link below –

ভারতের সংবিধানের আদিকথা-Preface of Indian Constitution

Leave a Comment

error: Content is protected !!