বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language

আজ ‘বাংলা ভাষার বিকাশ-ইতিহাস‘ বিষয়ে 50 টি প্রশ্ন ও উত্তর  নিয়ে pdf সহ  আলোচনা  করা  হল –

১) বাংলা ভাষার জননী কাকে বলা হয় ?

* উত্তর :- ভারতীয় আর্যভাষা বা বৈদিক সংস্কৃত ভাষাকে।

২) ভারতের একটি প্রাচীনতম লিপির  নাম লেখ ?

* উত্তর :- সিন্ধুলিপি।

৩) বাংলা লিপির উদ্ভব কবে হয়েছে বলে অনুমান করা হয় ?

* উত্তর :- অষ্টম থেকে একাদশ শতকে।

৪) বাংলা ভাষা ও তার উদ্ভব নিয়ে গবেষনা করেছেন এমন দুই জনের নাম উল্লেখ কর ?

* উত্তর :- সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেন।

৫) IPA-এর পরো নাম কি ?

* উত্তর :- International Phonetic Alphabet ।

৬) হাতে লেখা বাংলা লিপি কোথায় পাওয়া গিয়েছে ?

* উত্তর :- হাতে লেখা বাংলা লিপির  প্রাচীনতম নিদর্শন পাওয়া গিয়েছে জাপানের একটি মঠ  হরিয়ুজি থেকে।

৭) আর্যভাষার কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি ?

* উত্তর :-  প্রাচ্যা শাখার পুরবি (পূর্বী) প্রশাখা থেকে ।

 

৮) বাংলা ভাষাগোষ্ঠীর মধ্যে সমগোষ্ঠীর দুটি ভাষার নাম লেখ ?

* উত্তর :- অসমিয়া ও  ওড়িয়া ।

৯) বাংলা ভাষার উপভাষা কয় প্রকার ও কি কি ?

* উত্তর :- পাঁচটি। রাঢ়ি, বাঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী ও ঝাড়খন্ডী।

১০) বাংলা ভাষার লিখিত রূপ কয়টি ও কি কি ?

* উত্তর :- দুটি । সাধু ও চলিত ।

১১) বাংলা ভাষার সময়-কালকে কয়টি যুগে ভাগ করা যায় ?

* উত্তর :- তিনটি । আদিযুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।

১২) বাংলা ভাষার বিভিন্ন যুগের সময় উল্লেখ কর ?

* উত্তর :-  আদি যুগ – অষ্টম থেকে ১২০০ খ্রিস্টাব্দে, মধ্যযুগ – ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ এবং  বর্তমান বা আধুনিক যুগ – ১৮০০ খ্রিঃ থেকে বর্তমান ।

১৩) বাংলা ভাষায় প্রাপ্ত  প্রাচীনতম নমুনা গ্রন্থের নাম কি ?

* উত্তর :- ‘চর্যাপদ’।

১৪) ‘চর্যাপদ’ কে আবিস্কার করেন ?

* উত্তর :- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

১৫) চর্যাপদ কবে আবিষ্কৃত হয় ?

* উত্তর :- ১৯০৭ খ্রিস্টাব্দে।

১৬) ‘চর্যাপদ’ কোথায়  পাওয়া গিয়েছিল ?

* উত্তর :- নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে।

১৭) চর্যাপদের ভাষাকে কি বলা হয় ?

* উত্তর :-  সন্ধ্যাভাষা বা আলো-আঁধারি ভাষা।

১৮) ‘চর্যাপদ’ কোন রাজাদের আমলে রচিত হয় ?

* উত্তর :- পাল-সেন রাজাদের আমলে।

বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language
বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language

১৯) কে কে বা কারা কারা চর্যাপদ রচনা করেন ?

* উত্তর :-  লুইপাদ,  কুক্কুরীপাদ, ভুসুকুপাদ, কামলিপদ প্রভৃতি।

২০) ‘চর্যাপদ’ কত জন কবি দ্বারা রচিত হয় ?

* উত্তর :- ২৪ জন কবি দ্বারা।

২১) চর্যাপদে কোন ইতিহাস জানা যায় ?

* উত্তর :- পাল-সেন যুগের রাজনৈতিক-সামাজিক জীবন।

২২) চর্যাপদের রচনার সময়কাল কত ?

* উত্তর :- দশম থেকে দ্বাদশ শতকে।

২৩) চর্যাপদে কত বছরের ইতিহাস জানা যায় ?

* উত্তর :- প্রায় ২০০ বছরের।

২৪) চর্যাপদ কবে কোথা থেকে প্রকাশিত হয় ?

* উত্তর :- ১৯১৬ খ্রিস্টাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ।

২৫) চর্যাপদের উল্লেখ যোগ্য পদকর্তা বা কবির নাম কি ?

* উত্তর :- কাহ্নপাদ (১২ টি পদ রচনা করেন )।

২৬) ‘চর্যাপদ’ গ্রন্থে কোন ধর্মের পরিচয় পাওয়া যায় ?

* উত্তর :- বৌদ্ধধর্মের পরিচয় পাওয়া যায় ।

২৭) বাংলা সাহিত্যে চর্যাপদের পর মধ্যযুগে উল্লেখ যোগ্য সাহিত্য কোনটি ?

* উত্তর :-  বৈষ্ণব  সাহিত্য।

২৮) বৈষ্ণব সাহিত্যের উল্লেখযোগ্য রচনাবলী কি কি ?

* উত্তর :- বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, চণ্ডীদাসের পদাবলি ও বিদ্যাপতির পদাবলি ।

২৯) বাংলা সাহিত্যের মধ্যযুগে অনুবাদ সাহিত্য কোন কোন গুলি ?

* উত্তর :-  কৃত্তিবাসের রামায়ণ ও কাশীরাম দাসের মহাভারত ।

৩০) বংলা সাহিত্যের মধ্যযুগে চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি ?

* উত্তর :-  মুকুন্দরাম চক্রবর্তী ।

৩১) বাংলা সাহিত্যের  মধ্যযুগের শেষদিকে দুইজন বিখ্যাত মুসলমান কবির নাম কি ?

* উত্তর :- সৈয়দ আলাওল ও দৌলত কাজি।

৩২) বাংলা সাহিত্যের শেষের মধ্যযুগে বাউল গানের শ্রষ্ঠা কে ছিলেন ?

* উত্তর :- লালন ফকির।

৩৩) কোন  ‘মনসামঙ্গল কাব্য’ জনপ্রিয় ?

* উত্তর :- বিজয় গুপ্তের ‘মনসামঙ্গল কাব্য’।

৩৪) ‘পদ্মাবতী কাব্য’ কে রচনা করেন ?

* উত্তর:- সৈয়দ আলাওল ।

৩৫) অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত একজন কবি কে ছিলেন ?

* উত্তর :-  রায়গুনাকর ভারতচন্দ্র।

৩৬) আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকজন রচনাকারের নাম লেখ ?

* উত্তর :- রাজা রামমোহন রায়,  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর , সৈয়দ মজতবা আলি, মধুসূদন দত্ত প্রভৃতি।

৩৭) বাংলা সাহিত্যে প্রথম সনেট ছন্দ রচানা কে শুরু করেন ?

* উত্তর :- মাইকেল মধুসূদন দত্ত।

৩৮) বাংলা সাহিত্যে প্রথম ছাপা অক্ষরের বই কে রচনা করেন ?

* উত্তর :- ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও।

৩৯) কে কবে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ?

* উত্তর :- ১৭৩৪ খ্রিস্টাব্দে ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও।

বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language
বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language

৪০) বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি ?

* উত্তর :- প্যারাচাঁদ মিত্রের ‘আলালের ঘরে দুলাল’।

৪১) বাংলা অক্ষর প্রথম কে খোদাই করেন ?

* উত্তর:- পঞ্চানন কর্মকার।

৪২) বাংলা অক্ষরের সম্পূর্ণ নকশা কে  প্রথম তৈরী করেন ?

* উত্তর:- চার্লস উইলকিনস্ ।

৪৩) বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি ?

* উত্তর :-  মাইকেল মধুসূদন দত্তের ‘ মেঘনাদবধ’ কাব্য।

৪৪) বাংলা ভাষায় প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি ?

* উত্তর :-  রাজা রামমোহন রায়ের ‘বেদান্ত’।

৪৫) বাংলা সাহিত্যের  ‘শেক্সপিয়ার’ কাকে বলা হয় ?

* উত্তর :- কবিগুরু রবীন্দ্রনাথ  ঠাকুরকে।

৪৬) বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন ?

* উত্তর :- স্বর্ণকুমারী দেবী (১৮৭৭ খ্রিঃ, ‘মেবার রাজ’ ) ।

৪৭) বাংলা সাহিত্যে প্রথম সাংকেতিক নাটকের নাম কি ?

* উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’।

৪৮) ‘নবান্ন’ নাটক কে রচনা করেন ?

* উত্তর :- বিজন ভট্টাচার্য।

৪৯) বর্তমান বিশ্বে বাংলা ভাষায় কত জন লোক কথা বলেন ?

* উত্তর :- প্রায় ২৭ কোটি ।

৫০) বিশ্বে বাংলা ভাষার স্থান কততম ?

* উত্তর :- সপ্তম (৭ম ) । সমস্ত ভাষার বিচারে।

সমাপ্ত

FAQ 

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর,
উত্তর সহ 50 জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর mcq,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
বাংলা gk প্রশ্ন উত্তর বড়দের,,
বাংলা gk প্রশ্ন উত্তর pdf,
ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf,
বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf,
Gk bengali with answers,
বাংলা gk প্রশ্ন উত্তর,
Gk bengali pdf,
Gk bengali 2024,
Gk questions in bengali,
বাংলা জিকে pdf,
ভারতের প্রথম gk,
জেনারেল নলেজ কুইজ,

 

Answer :- 

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

      

        সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য  ONLINE EXAM TEST  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।            ধন্যবাদ।

বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language

বাংলা ভাষার ইতিহাস-1

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. চর্যাপদ কবে ও কোথা থেকে প্রকাশিত হয় ?

2 / 25

2. চর্যাপদের রচনার সময়কাল কত ?

3 / 25

3. চর্যাপদের উল্লেখ যোগ্য পদকর্তা বা কবির নাম কি ?

4 / 25

4. আর্যভাষার কোন শাখা থেকে বাংলা ভাষা উৎপত্তি ?

5 / 25

5. 'চর্যাপদ' কে আবিস্কার করেন ?

6 / 25

6. চর্যাপদে কোন ইতিহাস জানা যায় ?

7 / 25

7. বাংলা ভাষার সময়কালকে কয়টি যুগে ভাগ করা যায় ?

8 / 25

8. হাতে লেখা বাংলা লিপি কোথায় পাওয়া গিয়েছে ?

9 / 25

9. চর্যাপদের ভাষাকে কি বলা হয় ?

10 / 25

10. চর্যাপদ কবে আবিষ্কৃত হয় ?

11 / 25

11. বাংলা ভাষার লিখিত রূপ কয়টি ?

12 / 25

12. কে কে বা কারা কারা চর্যাপদ রচনা করেন ?

13 / 25

13. চর্যাপদে কত বছরের ইতিহাস জানা যায় ?

14 / 25

14. বাংলা ভাষায় প্রাপ্ত  প্রাচীনতম নমুনা গ্রন্থের নাম কি ?

15 / 25

15. বাংলা ভাষার জননী কাকে বলা হয় ?

16 / 25

16. বাংলা ভাষাগোষ্ঠীর মধ্যে সমগোষ্ঠীর দুটি ভাষার নাম লেখ ?

17 / 25

17. 'চর্যাপদ' কত জন কবি দ্বারা রচিত হয় ?

18 / 25

18. বাংলা ভাষা ও তার উদ্ভব নিয়ে গবেষনা করেছেন এমন দুই জনের নাম উল্লেখ কর ?

19 / 25

19. IPA-এর পরো নাম কি ?

20 / 25

20. 'চর্যাপদ' কোন রাজাদের আমলে রচিত হয় ?

21 / 25

21. বাংলা ভাষার উপভাষা কয় প্রকার ?

22 / 25

22. বাংলা ভাষার বিভিন্ন যুগের সময় উল্লেখ কর ?

23 / 25

23. 'চর্যাপদ' কোথায়  পাওয়া গিয়েছিল ?

24 / 25

24. বাংলা লিপির উদ্ভব কবে হয়েছে বলে অনুমান করা হয় ?

25 / 25

25. ভারতের প্রাচীনতম লিপির একটি নাম লেখ ?

Your score is

The average score is 84%

0%

বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language

বাংলা ভাষার ইতিহাস - 2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. বংলা সাহিত্যের মধ্যযুগে চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি ?

2 / 25

2. বাংলা সাহিত্যে প্রথম সাংকেতিক নাটকের নাম কি ?

3 / 25

3. বাংলা সাহিত্যের  মধ্যযুগের শেষদিকে দুইজন বিখ্যাত মুসলমান কবির নাম কি কি ?

4 / 25

4. বাংলা সাহিত্যে প্রথম সনেট ছন্দ রচানা কে শুরু করেন ?

5 / 25

5. বাংলা অক্ষর প্রথম কে খোদাই করেন ?

6 / 25

6. 'নবান্ন' নাটক কে রচনা করেন ?

7 / 25

7. বাংলা সাহিত্যের শেষের মধ্যযুগে বাউল গানের শ্রষ্ঠা কে ছিলেন ?

8 / 25

8. বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি ?

9 / 25

9. কোন  'মনসামঙ্গল কাব্য' জনপ্রিয় ?

10 / 25

10. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি ?

11 / 25

11. বাংলা সাহিত্যের মধ্যযুগে অনুবাদ সাহিত্য কোন গুলি ?

12 / 25

12. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন ?

13 / 25

13. অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত একজন কবি কে ছিলেন ?

14 / 25

14. বাংলা সাহিত্যে প্রথম ছাপা অক্ষরের বই কে রচনা করেন ?

15 / 25

15. আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকজন রচনাকারের নাম লেখ ?

16 / 25

16. 'পদ্মাবতী কাব্য' কে রচনা করেন ?

17 / 25

17. বিশ্বে বাংলা ভাষার স্থান কততম ?

18 / 25

18. বৈষ্ণব সাহিত্যের উল্লেখযোগ্য রচনাবলী কি কি ?

19 / 25

19. বাংলা সাহিত্যে চর্যাপদের পর মধ্যযুগে উল্লেখ যোগ্য সাহিত্য কোনটি ?

20 / 25

20. 'চর্যাপদ' গ্রন্থে কোন ধর্মের পরিচয় পাওয়া যায় ?

21 / 25

21. বাংলা অক্ষরের সম্পূর্ণ নকশা কে  প্রথম প্রস্তুত করেন ?

22 / 25

22. বাংলা সাহিত্যের  'শেক্সপিয়ার' কাকে বলা হয় ?

23 / 25

23. কে কবে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ?

24 / 25

24. বাংলা ভাষায় প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি ?

25 / 25

25. বর্তমান বিশ্বে বাংলা ভাষায় কত জন লোক কথা বলেন ?

Your score is

The average score is 0%

0%

 

           হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS

Type – Handwriting
Language – Bengali
Pages – 05
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1.5 mb
File Name – বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language
Total Questions and Answers – 50
Download link below – 

DOWNLOAD NOW – বাংলা ভাষার ইতিহাস-History of Bengali language

Leave a Comment

error: Content is protected !!