ভারতের সীমা ও রাজ্য-Indian Boundaries and States

            এই পর্বে  “ভারতের সীমা ও রাজ্য”  নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন জেনে নিই….

“ভারতের সীমা ও রাজ্য”

 

1) ভারতের নাম ‘ইন্ডিয়া’ কোন নদীর নাম থেকে এসেছে?

* Answer :- সিন্ধু নদী।

2) ভারতের প্রাচীনতম নাম কি ছিল?

* Answer : – ‘ জম্বুদ্বীপ’।

3) আয়তনে ভারত বিশ্বে কত তম স্থান?

* Answer : –  সপ্তম (7th)।

4) বিশ্বে ভারতের আয়তন কত শতাংশ?

* Answer : – 2.4% ।

5) ভারতের আয়তন কত?

* Answer : – বর্তমানে  32, 87263 বর্গ কিমি ।

6) ভারতের পূর্ব-পশ্চিম বিস্তার কত?

* Answer : – পশ্চিমে 68°07 থেকে পূর্বে

97°25′ পূর্ব দ্রাঘিমা। 

7) ভারতের পূর্ব-পশ্চিমে সময়ের পার্থক্য কত? 

  * Answer :-   প্রায় 2 ঘন্টা বা 1 ঘন্টা 56 মিনিট বা 116 মিনিট ।

৪) ভারতের উত্তর-দক্ষিনে বিস্তার কত?

* Answer :- 8°04′ উত্তর থেকে 37°06′ উত্তর  (দক্ষিন থেকে উত্তর  )।

9) ভারতের দক্ষিনতম বিন্দুর নাম কি?

* Answer :-  ইন্দিরা পয়েন্ট (পূর্বনাম – পিগম্যালিয়ন পয়েন্ট )।

(10) ভারতের “উত্তরতম” বিন্দুর নাম কি?

* Answer :-  ইন্দিরা কল।

11) ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি?

* Answer  :-  গুজরাটের গুহার মোটা বা স্যার ক্রিক।

12) ভারতের পূর্বতম বিন্দুর নাম কি?

* Answer : –  অরুণাচল প্রদেশের কিবিথু।

13) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দুর নাম কি?

*Answer :-  কন্যাকুমারী।

14) কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে  বিস্তৃত  ?

* Answer : – ৪টি । গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।

15) ভারতের পূর্বদিকে উল্লেখযোগ্য স্থান কোনটি ?

* Answer :-  কলকাতা (পশ্চিমবঙ্গ )।

16) ভারত ও চিনের সীমা রেখাকে কি বলা হয় ?

* Answer : – ম্যাকমোহন লাইন (অরুনাচল প্রদেশ )।

17) ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশের সীমারেখাকে কি বলা হয় ?

* Answer : – র‍্যাডক্লিফ লাইন।

18) ভারতের প্রমান সময় কোন শহরকে ধরা হয় ?

* Answer : – এলাহাবাদ (82°30′ পূর্ব), উত্তর প্রদেশ।

19) ভারতের সময় লন্ডন থেকে কত ঘন্টা এগিয়ে ?

* Answer :-  5 ঘন্টা 30 মিনিট ।

20) ভারতের উত্তর থেকে দক্ষিন পর্যন্ত  দৈর্ঘ্য কত কিমি ?

* Answer : – 3,214 কিমি।

21) ভারতের পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য কত কিমি ?

* Answer : – 2,933 কিমি।

22) 24 তম প্যারালাল কোন দেশের সীমনায় দেখা যায় ?

* Answer :-  ভারত-পাকিস্তান।

23)  8°চ্যানেল ভারত থেকে কোন দেশকে বিচ্ছিন্ন করেছে ?

* Answer :-  মালদ্বীপ।

24) ভারত এশিয়া মহাদেশের কততম বৃহত্তম দেশ ?

* Answer :-  তৃতীয়  (3rd)।

25) নিউমুর দ্বীপ কোথায় অবস্থিত ?

* Answer :-  সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন দ্বীপ।

26) ভারত  কবে স্বাধীন হয় ?

* Answer : –  15 ই আগস্ট, 1947 ; শুক্রবার।

27) 1947 সালে ভারতের রাজ্যের সংখ্যা কতছিল ?

* Answer : – প্রায় 565 টি (তিন ধরনের রাজ্য মিলিয়ে )।

2৪) তিন ধরণের রাজ্যের নাম কি ছিল ?

* Answer :-  A )রাজ্যপাল শাসিত,  B)চিফ কমিশনার শাসিত ও 3) দেশীয় করদ রাজ্য । (9+5+551 বেশি )।

29) 1949 সালে ভারতের রাজ্য সংখ্যা কত ছিল ?

* Answer : – 28 টি।

30) রাজ্যপুনর্গঠন কমিশন কবে গঠিত হয়  ?

* Answer : -1953 সালে।

31) রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল ?

* Answer : – ভাষা।

32) রাজ্যপুনর্গঠন কমিশন কবে কার্যকর হয় ?

* Answer : – 1956 সালে।

33) 1956 সালে রাজ্যপুনর্গঠনের পর কয়টি রাজ্য গঠিত হয়  ? 

* Answer : -14 টি রাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চল ।

34) রাজ্যপুনর্গঠন প্রথম কোন রাজ্যে লাগু হয়  ?

* Answer : – অন্ধ্রপ্রদেশ রাজ্যে।

35) বর্তমানে কয় টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে  ? 

* Answer : – 28  টি রাজ্য ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল।

36) ভারতের নবগঠিত নবগঠিত রাজ্য কোনটি ? 

* Answer : – তেলেঙ্গানা রাজ্য (2014) ।

37) নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?

* Answer : – 2019 সালে জম্মুওকাশ্মীর রাজ্য ভেঙে  2 টি তৈরী হয় – A) জম্মু ও কাশ্মীর ও  B) লাদাখ।

38) ভারতের রাষ্ট্রীয় ভাষার নাম কি ?

* Answer : – হিন্দি। 

39) ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?

* Answer: – রাজস্থান। (342 হাজার বর্গকিমি )। 

40) ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি ?

* Answer  : – গোয়া।

41) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?

* Answer: –  লাদাখ ( 2019 সাল )।

42) ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ? 

* Answer : –  লাক্ষাদ্বীপ।

43) তিরুবনন্তপুরম কোন রাজ্যের রাজধানী ?

* Answer : – কেরল রাজ্যের।

44) কোন রাজ্য ভারতের সব থেকে বেশি রাজ্যকে স্পর্শ করে বা সীমারেখা রয়েছে  ?

* Answer : –  উত্তর প্রদেশ। 8 টি। 

45) ভারতের রাজধানীর নাম কি ?

* Answer :-  নতুন দিল্লি।

46) ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যের আলো দেখা যায় ?

* Answer : – অরুনাচল প্রদেশ। 

47) লাদাখের রাজধানীর নাম কী ?

* Answer : –  লে।

48) চন্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী ?

* Answer : – পাঞ্জাব ও  হরিয়ানা রাজ্যের ।

49) কোন রাজ্যের দুটি রাজধানী আছে ?

* Answer : –  উত্তরাখন্ড (গ্রীষ্মকালীন ভরাড়িসেন এবং শীতকালীন দেরাদুন ) ।

50)  অমরাবতী কার রাজধানী ? 

* Answer : – অন্ধ্রপ্রদেশ ।

 

THE END

 

 

        সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য  ONLINE EXAM TEST  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

ভারতের সীমা ও রাজ্য

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. ভারতের প্রাচীনতম নাম কি ছিল ?

2 / 25

2. ভারত ও চিনের সীমা রেখাকে কি বলা হয় ?

3 / 25

3. ভারতের পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য কত কিমি ?

4 / 25

4. ভারতের প্রমান সময় কোন শহরকে ধরা হয় ?

5 / 25

5. নিউমুর দ্বীপ কোথায় অবস্থিত ?

6 / 25

6. ভারতের আয়তন কত ?

7 / 25

7. ভারতের সময় লন্ডন থেকে কত ঘন্টা এগিয়ে ?

8 / 25

8.

ভারতের পশ্চিম থেকে পূর্বে বিস্তার কত ?

9 / 25

9. বিশ্বে ভারতের আয়তন কত শতাংশ ?

10 / 25

10. আয়তনে ভারত বিশ্বে কত তম স্থান ?

11 / 25

11. ভারতের উত্তর থেকে দক্ষিন পর্যন্ত  দৈর্ঘ্য কত কিমি ?

12 / 25

12. 24 তম প্যারালাল কোন দেশের সীমনায় দেখা যায় ?

13 / 25

13. ভারতের দক্ষিনতম বিন্দুর নাম কি ?

14 / 25

14. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দুর নাম কি ?

15 / 25

15. 8°চ্যানেল ভারত থেকে কোন দেশকে বিচ্ছিন্ন করেছে ?

16 / 25

16. ভারতের পূর্বতম বিন্দুর নাম কি ?

17 / 25

17. ভারতের "উত্তরতম" বিন্দুর নাম কি ?

18 / 25

18. ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি ?

19 / 25

19. ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশের সীমারেখাকে কি বলা হয় ?

20 / 25

20. ভারতের পূর্বদিকে উল্লেখযোগ্য স্থান বা শহর কোনটি ?

21 / 25

21. ভারত এশিয়া মহাদেশের কততম বৃহত্তম দেশ ?

22 / 25

22. ভারতের নাম 'ইন্ডিয়া' কোন নদীর নাম থেকে এসেছে ?

23 / 25

23. ভারতের দক্ষিন-উত্তরে বিস্তার কত ?

24 / 25

24. ভারতের পূর্ব-পশ্চিমে সময়ের পার্থক্য কত ?

25 / 25

25. কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে  বিস্তৃত  ?

Your score is

The average score is 36%

0%

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর, উত্তর সহ 50 জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর mcq, জেনারেল নলেজ কুইজ, বাংলা gk প্রশ্ন উত্তর pdf, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf, জিকে সাধারণ জ্ঞান, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, Gk bengali with answers, বাংলা gk প্রশ্ন উত্তর, Gk bengali pdf, Gk bengali 2024, Gk questions in bengali, বাংলা জিকে pdf, মজাদার বাংলা জিকে, Bengali gk mock test, বাংলা general knowledge class, ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, ভারতের প্রথম gk, ভারতের কুইজ, 50 question and answers, best bengali question and answers

ভারতের সীমা ও রাজ্য * পর্ব - 02

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. তিরুবনন্তপুরম কোন রাজ্যের রাজধানী ?

2 / 25

2.

রাজ্যপুনর্গঠন কমিশন কবে গঠিত হয়  ?

3 / 25

3. ভারত  স্বাধীনতার  সময় কোন কোন ধরনের রাজ্য ছিল ?

4 / 25

4. কোন রাজ্য ভারতের সব থেকে বেশি রাজ্যকে স্পর্শ করে বা সীমারেখা রয়েছে  ?

5 / 25

5. "অমরাবতী" কার রাজধানী ?  

6 / 25

6. 1949 সালে ভারতের রাজ্য সংখ্যা কত ছিল ?

7 / 25

7. বর্তমানে ভারতে কয় টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে ? 

8 / 25

8. 1947 সালে ভারতের রাজ্যের সংখ্যা কতছিল ?

9 / 25

9. ভারতের রাজধানীর নাম কি ?

10 / 25

10. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?  

11 / 25

11.  ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?

12 / 25

12. ভারতের রাজ্যপুনর্গঠন কমিশন কবে কার্যকর হয় ?

13 / 25

13. ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি ?

14 / 25

14. "চন্ডীগড়" কোন দুটি রাজ্যের রাজধানী ?

15 / 25

15. ভারতে রাজ্যপুনর্গঠন প্রথম কোন রাজ্যে লাগু হয় 

16 / 25

16.  ভারতের নবগঠিত  রাজ্য কোনটি (2014)  ?  

17 / 25

17. উত্তর প্রদেশ  রাজ্য ভারতের কয়টি  রাজ্যকে স্পর্শ করে  রয়েছে  ?

18 / 25

18. ভারত করে স্বাধীন হয় ?

19 / 25

19. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল ?

20 / 25

20. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যের আলো দেখা যায় ?

21 / 25

21.  লাদাখের রাজধানীর নাম কী ?

22 / 25

22. ভারতে 1956 সালে রাজ্যপুনর্গঠনের পর কয়টি রাজ্য গঠিত হয় ? 

23 / 25

23. কোন রাজ্যের দুটি রাজধানী আছে ?

24 / 25

24.  ভারতের রাষ্ট্রীয় ভাষার নাম কি ?

25 / 25

25. ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?

Your score is

The average score is 32%

0%

                 

               হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

 

FILE DETAILS :-

Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy

Copy type- pdf 
File size – 1 mb
File name – ভারতের সীমা ও রাজ্য
Total Questions and Answers – 50 
Download link below –

DOWNLOAD NOW – ভারতের সীমা ও রাজ্য

 

error: Content is protected !!