বাংলা XI স্যাম্পল প্র্যাক্টিস সেট -2/ WBCHSE BENGALI SAMPLE PRACTICE SET -2

বাংলা XI স্যাম্পল প্র্যাক্টিস সেট -2/ WBCHSE BENGALI SAMPLE PRACTICE SET -2

 

1) বাংলা ভাষায় সৃষ্টির সঙ্গে যুক্ত কোন ধর্ম?

* Answer :- A) মুসলিম ধর্ম

B) হিন্দু ধর্ম

C) বৌদ্ধ ধর্ম 

D) খ্রিস্টান ধর্ম

2) পেলাই’র নবজাতক শিশুর কোন অসুখ হয়েছিল?

* Answer :-A) জ্বর

B) সর্দি

C) মাথায় ব্যথা

D) পেটে ব্যথা

3) ‘সাম্যবাদী’ কবিতাটি কে রচনা করেন?

* Answer :-A) মাইকেল মধুসূদন দত্ত

B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

D) কাজী নজরুল ইসলাম 

4) ‘চাঁদ সওদাগর’ কোন কাব্যের চরিত্র?

*Answer :-A) চন্ডীমঙ্গল কাব্য

B) মনসামঙ্গল কাব্য

C) ধর্মমঙ্গল কাব্য

D) অন্নদামঙ্গল কাব্য

5) ‘বড় মেয়েটি লম্বা, গোলগাল চেহারা, মাথার চুল গুলো কৃষ্ণ’ – এখানে কার কথা বলা হয়েছে?

* Answer :-A) দুর্গার বড় মেয়ে

B) সহায়হরির বড় মেয়ে

C) কালী চরণ ঠাকুরের বড় মেয়ে

D) পটল বাবুর বড় মেয়ে

6) ‘অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই’ – এ কথা কে বলেছেন? 

* Answer :-A) কমলাকান্ত

B) ওয়েলিংটন

C) প্রসন্ন

D) মার্জার 

7)’ বিদ্যার——- তুমি ‘ – শূন্যস্থান পূরণ কর?

* Answer :-A) সাগর 

B) নদী

C) মহাসাগর 

D) জ্ঞান

8) চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন?

*Answer :-A) পশ্চিমবঙ্গের কলকাতা জেলায়

B) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার

C) পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়

D) পশ্চিমবঙ্গের মালদা জেলায়

9) বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদ করেন?

* Answer : -A) শংকর দেব

B) চৈতন্যদেব 

C) নিত্যানন্দ আচার্য

D) কৃত্তিবাস ওঝা 

10) ‘চারণ কবি’ কাকে স্পর্ধা জানাচ্ছেন?

* Answer :-A) জীবনকে

B) জনতাকে

C) মৃত্যুতে

D) ফাঁসিকে 

11) ‘চর্যাপদ’ কোন যুগে রচনা হয়েছিল?

* Answer :-A) পাল সেন যুগে

B) মোগল যুগে

C) সুলতান যুগে

D) ইংরেজ যুগে

12) ক্ষেন্তিরা মোট কতজন বোন ছিল?

* Answer :-A) ১ জন 

B)২ জন 

C) ৩ জন 

D)৪ জন 

13) বাংলা ভাষার একজন বিখ্যাত গবেষক হলেন?

* Answer :-A) বিদ্যাসাগর

B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C) সুভাষ মুখোপাধ্যায়

D) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

14) ‘সমাজের ধন বৃদ্ধির অর্থ——— ধন বৃদ্ধি’  – শূন্যস্থান পূরণ কর?

* Answer :-A) গরিবের

B) ধনীর 

C) সাধারণ মানুষের

D) জনগণের

15) বর্তমান  বিশ্বে প্রায় কতজন বাংলা ভাষায় কথা বলেন  ?

* Answer :-A)২৫ কোটি 

B) ২৭ কোটি 

C)৩৪ কোটি 

D)৫৬ কোটি 

16) বাংলা ভাষায় “সনেট” পদ্ধতি প্রবর্তন করেন?

* Answer :-A) রাজা রামমোহন রায়

B) মাইকেল মধুসূদন দত্ত

C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

D) রবীন্দ্রনাথ ঠাকুর

17) কার মনসামঙ্গল কাব্য জনপ্রিয়?

* Answer :-A) বিজয় গুপ্ত 

B) মুকুন্দরাম চক্রবর্তী

C) রায়গুনকর ভারতচন্দ্র

D) হরি প্রসাদ শাস্ত্রী 

18) “দীন যে, দীনের বন্ধু !”- দীনের বন্ধু কে ?

* Answer :-A) মাইকেল মধুসূদন দত্ত

B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

D) কাজী নজরুল ইসলাম

19)IPA পুরো নাম কি?

* Answer :-A) International Phonetic Alphabet

B)Inter Phonetic Alphabet

C)Inter-nation Phonetic Alphabet

D) কোনোটি নয়

20) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত চরিত্রটি হল?

* Answer:-A) একদম বাস্তব

B) অলৌকিক

C) রাজনৈতিক

D) কাল্পনিক 

21) দক্ষিণ ভারতের বৃহত্তম ভাষা কোনটি ?

* Answer :-A) বাংলা

B) হিন্দি

C) তামিল

D) ইংরেজি

22) পুঁই মাচা গল্পের প্রধান চরিত্র হলো?

* Answer :-A) কমলাকান্ত ,অন্নপূর্ণা ও ক্ষেন্তি 

B)ক্ষেন্তি, সাহয়হরি ও অন্নপূর্ণা

C)কমলাকান্ত ,অন্নপূর্ণা ও প্রসন্ন 

D)কমলাকান্ত ,অন্নপূর্ণা ও মঙ্গলা 

23) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?

* Answer :-A)  বড়ু চন্ডীদাস

B) কবি জয়দেব

C) কবি জ্ঞানদাস

D) কোনোটিই নয়

24) “দুধ মঙ্গলার , দুহিয়াছে প্রসন্ন “-এখানে মঙ্গলা কে ?

* Answer :-A) একটি গরু

B) চাকর

C)ছাগল

D) একটি ঘোড়া

25) শাক্ত পদাবলী প্রধানত ——— প্রকার?

* Answer :-A) দুই প্রকার

B) তিন প্রকার

C) চার প্রকার

D) পাঁচ প্রকার

26) পাদ্রে গোনসাগা বিশাল ডানাওয়ালা থুথ্থুরে বুড়োকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন?

* Answer :-A) ইংরেজি ভাষায়

B) ফরাসি ভাষা

C) সংস্কৃত ভাষায়

D) ল্যাটিন ভাষায় 

27) মালদা জেলায় বাংলা ভাষার কোন উপভাষা দেখা যায়?

* Answer :-A) কামরূপী

B) বাঙালি

C) বরেন্দ্রী 

D) ঝাড়খন্ডি

28) “হেম” শব্দের অর্থ কি?

* Answer :-A) বরফ 

B) জল 

C) সোনা 

D) রুপা 

29) ‘হুতুম প্যাঁচার নকশা’ – কে রচনা করেন?

* Answer :-A) রাজা রামমোহন রায়

B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C) কালীপ্রসন্ন সিংহ 

D) সুভাষ মুখোপাধ্যায়

30) নেপোলিয়ন কোন দেশের সম্রাট ছিলেন?

* Answer :-A) ইংল্যান্ড

B) ফরাসি

C) হল্যান্ড

D) রাশিয়া 

31) সাঁওতালি ভাষার লিপি হলে?

* Answer :-A) শবর 

B) সাঁওতালি

C) অলচিকি

D) হিন্দি

32) “কবিকে যখন ভয় পাই ওরা” – কেন কবিকে ভয় পায়?

* Answer :-A) কবির রুপ দেখে

B) কবিকে অপছন্দ করেন বলে

C) কবির গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে যায়

D) কবি যুদ্ধ করতে প্রস্তুত

33) গ্রীক কোন ভাষা গোষ্ঠীর সঙ্গে যুক্ত?

* Answer :-A) কেন্তুম 

B) সতম 

C) উভয় 

D) কোনটি নয়

34) বৈষ্ণব পদাবলী হলে——?

* Answer :-A) রাধাকৃষ্ণের কথা

B) বিষ্ণুর কথা

C) রামের কথা

D) বৈষ্ণব তত্ত্বের কথা

35) “কয়েক ঘন্টা বাদেই এক বড় হাট বাজারের ব্যস্ততা আর শোরগোল উঠলো উঠানো”- কেন এরকম হলো? 

* Answer :-A) কমলাকান্তের ঝামেলা করার জন্য

B) পুঁই মাচা ভেঙ্গে ফেলার জন্য

C) কবি যুদ্ধ করার জন্য

D) বন্দী দেবদূতের খবর ছড়িয়ে করার জন্য 

36) মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক হলেন?

* Answer :-A) সুভাষ মুখোপাধ্যায়

B) কৃত্তিবাস ওঝা

C) কাশীরাম দাস 

D) রাজা রামমোহন রায়

37) “কৃশ” শব্দের অর্থ কি?

* Answer :-A) সুন্দর 

B) মোট 

C) লাঠি 

D) পাতলা 

38) পূর্বী গোষ্ঠীর একটি ভাষা হল?

* Answer :-A) বাংলা 

B) হিন্দি 

C) মারাঠা 

D) তামিল 

39) “একটু বিচার করিয়া দেখো দেখি।”- এ কথা কে বলেছে

* Answer :-A) কমলাকান্ত

B) মার্জার 

C) প্রসন্ন

D) মঙ্গলা 

40) বর্তমানে বাংলা ভাষা অবনতির প্রধান কারণ কি?

* Answer :-A) বাংলা ভাষার কম ব্যবহার

B) বাংলা গুরুত্ব কম 

C) সোশ্যাল মিডিয়ার  অসংগতিপূর্ণ ব্যবহার

D) মানসিকতার পরিবর্তন

****** উত্তর(ANSWER):-

1)-C, 2)-A, 3)-D, 4)-B, 5)-B, 6)-D, 7)-A, 8)-C, 9)-D, 10)-C, 11)-A, 12)-C, 13)-D, 14)-B, 15)-B, 16)-B, 17)-A, 18)-C, 19)-A, 20)-D, 21)-A, 22)-B, 23)-A, 24)-A, 25)-A, 26)-D, 27)-C, 28)-C, 29)-C, 30)-B, 31)-A, 32)-C, 33)-A, 34)-D, 35)-D, 36)-C, 37)-D, 38)-A, 39)-B, 40)-C.

Leave a Comment

error: Content is protected !!