জীববৈচিত্র্য:জীবের অবস্থান ও সংরক্ষণ

আজ “জীববৈচিত্র্য : জীবের অবস্থান ও সংরক্ষণ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) ক্যাঙ্গারু কোন দেশে দেখা যায়?
* Answer :-অস্ট্রেলিয়া।

2) নীল তিমি কোন মহাসাগরে দেখা যায়?
* Answer :-প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশে।

3) ভারতীয় পাইথন কোথায় দেখা যায়?
* Answer :-দক্ষিণ ভারতে।

4) কিউই পাখি কোথায় দেখা যায়?
*Answer :-নিউজিল্যান্ডে।

5) বৃহৎ পান্ডা কোথায় দেখা যায়?
* Answer :-চীনে।

6) শ্বেত ভাল্লুক সাধারণত কোথায় দেখা যায়?
* Answer :-আমেরিকার যুক্তরাষ্ট্রের আলাস্কাতে।

7) এশিয়াটিক সিংহ কোথায় দেখা যায়?
* Answer :-ভারতে।

8) ভারতীয় হাতি কোথায় দেখা যায়?
*Answer :-ভারতের পশ্চিম অংশে।

9) কালো গন্ডার কোথায় দেখা যায়?
* Answer : -আফ্রিকা মহাদেশে।

10) দাবানল কী?
* Answer :-বড় বড় বন-জঙ্গলে যখন আগুন লেগে প্রচুর উদ্ভিদ ও প্রাণী নষ্ট হয় তাকে দাবানল বলে।

11) সব থেকে বেশি দাবানল কোন দেশে দেখা যায়?
* Answer :-অস্ট্রেলিয়াতে।

12) বন্যা কখন হয়?
* Answer :-প্রয়োজনের তুলনায় 25%  বেশি বৃষ্টিপাত (125%) অধিক হলে, তাকে বন্যা বলে।

13) খরা কাকে বলে?
* Answer :-প্রয়োজনের তুলনায় 25%(75%) বৃষ্টিপাত কম হলে, তাকে খরা বলে।

14) “সুনামি” কোন দেশের শব্দ?
* Answer :-জাপান।

15) “সুনামি” কী?
* Answer :-সমুদ্রের তলায় বৃহৎ আকারে ভূমিকম্প।

16) “মরুকরণ” কী?
* Answer :-মরুভূমির আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পেলে তাকে মরুকরণ বলে।

17) মরুকরণ কোথায় বেশি দেখা যায়?
* Answer :-ভারতের রাজস্থানের থর মরুভূমিতে।

18) “মেরু ভাল্লুক” কোথায় দেখা যায়?
* Answer :-রাশিয়ার মেরু অঞ্চলে।

19) মেরু অঞ্চলে প্রধানত কোন কোন প্রাণী দেখা যায়?
* Answer :-মেরু ভাল্লুক ও শীল মাছ।

20) “সারিস্কা অভয়ারণ্য” কোথায় দেখা যায়?
* Answer:- ভারতের রাজস্থানে।

21) JFM – এর পুর নাম কী?
* Answer :- Joint Forest Management।

22)ভারতে বন্যপ্রাণীর চোরাশিকার সমস্যা দূর করার জন্য কোন কর্মসূচি  কাজ করছেন ?
* Answer :-জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।

23) প্রাইরি তৃণভূমি কোথায় দেখা যায়?
* Answer :-উত্তর আমেরিকায়।

24) “পার্থেনিয়াম” নামক আগাছা উদ্ভিদ আমাদের দেশে কোন দেশ থেকে এসেছে?
* Answer :-উত্তর আমেরিকা থেকে।

25) “পার্থেনিয়াম” কিভাবে আমাদের দেশে এসেছে?
* Answer :- আমেরিকার  গম বীজের সঙ্গে “পার্থেনিয়াম বীজ”  আমাদের দেশে ছড়িয়ে পড়েছে।

26) পার্থেনিয়াম কি প্রকৃতির গুল্মজাতীয় উদ্ভিদ?
* Answer :-বিষাক্ত, ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী, শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টিকারী , বহু অপকারী উদ্ভিদ।

27) “ইন-সিটু” কী ?
* Answer :-প্রকৃতির যে জীব যে স্থানে জন্মগ্রহণ করেছে তাকে সেখানেই যত্ন ও লালন-পালন করে সুরক্ষিত রাখা হয় তাকে ইন-সিটু বলে।

28) ইন-সিটু পদ্ধতিতে কিভাবে সংরক্ষণ করা হয়?
* Answer :-বনের পশু বনে রেখে সংরক্ষণ করা হয়।

29) ইন-সিটু পদ্ধতির একটি ভালো উদাহরণ কী?
* Answer :-সুন্দরবনের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা।

30) এক্স-সিটু সংরক্ষণ কী?
* Answer :-বন্য পশুকে তার নিজ বাসস্থান থেকে নিয়ে অন্য কোন স্থানে সংরক্ষণ করা হয় তাকে এক্স-সিটু সংরক্ষণ করে।

31) এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ কী?
* Answer :-চিড়িয়াখানা , বিনোদন পার্ক, গবেষণা কেন্দ্র প্রভৃতি।

32) কোন পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে?
* Answer :-মরিশাসের ডোডো পাখি।

33) ইউক্যালিপটাস গাছ কোন দেশ থেকে আনা হয়েছে?
* Answer :-অস্ট্রেলিয়া থেকে।

34) ইউক্যালিপটাস গাছ কিভাবে ক্ষতি করছে?
* Answer :-এই গাছ দ্রুত বংশবৃদ্ধি করে ভারতীয় আদি প্রজাতির উদ্ভিদকে নষ্ট করে বাস্তুতন্ত্রের ক্ষতি করছে।

35) RGSV ভাইরাস কোন দেশের ধানে দেখা যায়?
* Answer :-ইন্দোনেশিয়ার ধানে।

36) ইউট্রিফিকেশনের ফলে কী হয়?
* Answer :-জলাশয় ভরাট এবং জীবের বিনাশ ঘটে।

37) আফ্রিকায় 15 মিলিয়ন গাছ লাগিয়ে কে শান্তির নোবেল পুরস্কার পান?
* Answer :- ওয়েগনারী সুতা মাথাই।

38) চোরা-শিকারীরা প্রধানত কোন কোন প্রাণীকে হত্যা করা হয়?
* Answer :-চামড়ার জন্য বাঘ, দাঁতের জন্য হাতি, ও শিং-এর জন্য গন্ডারকে। 

39) ভারতের চোরাকারবারিদের সঙ্গে সব থেকে বেশি যুক্ত আছে কোন দেশ?
* Answer :-চীন।

40) সুন্দরবনে কি-স্টোন প্রজাতির ভূমিকা কে পালন করে?
* Answer :-রয়েল বেঙ্গল টাইগার।

41) অবলুপ্ত প্রজাতি বলতে কী বোঝো?
* Answer :-যে সমস্ত প্রজাতি পৃথিবী থেকে বর্তমানে বিলুপ্ত অর্থাৎ আর নেই তাদেরকে অবলুপ্ত প্রজাতি বা বিলুপ্ত প্রজাতি বলে।

42) বিলুপ্ত প্রাণীদের কোন তালিকা গ্রন্থে রাখা হয়?
*Answer :-রেড ডাটা বুক।

43) রেড ডেটা বুক কে প্রকাশ করেন?
* Answer :- IUCN(International Union for the Conservation of Nature and Natural  Resources)।

44)IUCN এর বর্তমান নাম কী?
* Answer :-WCU (THE  WORLD CONSERVATION  UNION )।

45) প্রাচীন যুগের কোন প্রাণী অবলুপ্ত হয়ে গেছে?
* Answer :-ডাইনোসর।

46) ডাইনোসর পৃথিবীতে কোন যুগে ছিল?
* Answer :-জুরাসিক যুগে প্রায় 13 কোটি বছর ধরে।

47) ডাইনোসর কেন ধ্বংস হয়ে গিয়েছিল?
* Answer :-উল্কা বৃষ্টির কারণে।

48) কোপেনহেগেন মিউজিয়াম কোথায় অবস্থিত?
* Answer :- ডেনমার্ক-এ ।

49) ডোডো পাখির মৃত পায়ের হাড়, মাথা ও দেহের কিছু অংশের হাড় কোথায় রাখা আছে?
* Answer :- কোপেনহেগেন মিউজিয়াম ও ব্রিটিশ মিউজিয়াম-এ।

50) উট পাখির মত দেখতে মোয়া পাখি কোন দেশে পাওয়া যেত?
* Answer :-নিউজিল্যান্ডে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-জীববৈচিত্র্য জীবের অবস্থান ও সংরক্ষণ pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!