পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ,জেলা ও সদর দপ্তর

আজ “পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ,জেলা ও সদর দপ্তর” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

* “পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি” –  প্রথম পাঠের আলোচনার পর এটি তার দ্বিতীয় পাঠ

1) প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
* Answer :-কলকাতা।

2) প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগে মোট কয়টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে?
* Answer :- 5 টি জেলা।

3) প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম কী কী?
* Answer :-উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদীয়া, কলকাতা  ও হাওড়া।

4) বর্ধমান প্রশাসনিক বিভাগের সদর দপ্তরের নাম কী?
*Answer :-চুঁচুড়া।

5) বর্ধমান প্রশাসনিক বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
* Answer :-5 টি জেলা।

6) বর্ধমান প্রশাসনিক বিভাগের জেলাগুলির নাম কী কী?
* Answer :-পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও হুগলি।

7) মেদনীপুর প্রশাসনিক বিভাগের সদর দপ্তরের নাম কী?
* Answer :-মেদিনীপুর শহর।

8) মেদনীপুর প্রশাসনিক বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
*Answer :- 4 টি।

9) মেদিনীপুর প্রশাসনিক বিভাগ কোন কোন জেলা নিয়ে গঠিত?
* Answer : -পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া।

10) মালদা প্রশাসনিক বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
* Answer :-মালদা শহরে।

11) মালদা প্রশাসনিক বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত?
* Answer :-4 টি জেলা নিয়ে গঠিত।

12) মালদা প্রশাসনিক বিভাগে কোন কোন জেলা রয়েছে?
* Answer :-মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।

13) জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
* Answer :-জলপাইগুড়ি শহরে।

14) জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে মোট কয়টি জেলা রয়েছে?
* Answer :- 5 টি জেলা রয়েছে।

15) জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে কোন কোন জেলা অন্তর্ভুক্ত?
* Answer :- জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং।

16) কোচবিহার জেলার সদর শহরের নাম কী?
* Answer :-কোচবিহার  শহর।

17) আলিপুরদুয়ার জেলার সদর শহরের নাম কী?
* Answer :-আলিপুরদুয়ার শহর।

18) কালিম্পং জেলার সদর শহরের নাম কী?
* Answer :-কালিম্পং শহর।

19) জলপাইগুড়ি জেলার সদর শহরের নাম কী?
* Answer :-জলপাইগুড়ি শহর।

20) দার্জিলিং জেলার সদর শহরের নাম কী?
* Answer:-দার্জিলিং শহর।

21) উত্তর দিনাজপুর জেলার  সদর শহরের নাম কী?
* Answer :-রায়গঞ্জ শহর।

22) দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম কী?
* Answer :-বালুরঘাট শহর।

23) মালদহ জেলার সদর শহরের নাম কী?
* Answer :-ইংলিশবাজার শহর।

24) মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কী?
* Answer :-বহরমপুর।

25) নদীয়া জেলার সদর শহরের নাম কী?
* Answer :-কৃষ্ণনগর।

26) বীরভূম জেলার সদর শহরের নাম কী?
* Answer :-সিউড়ি।

27) পূর্ব বর্ধমান জেলার সদর শহরের নাম কী?
* Answer :-বর্ধমান।

28) পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম কী?
* Answer :-আসানসোল।

29) পুরুলিয়া জেলার সদর শহরের নাম কী?
* Answer :-পুরুলিয়া শহর।

30) ঝাড়গ্রাম জেলার সদর শহরের নাম কী?
* Answer :-ঝাড়গ্রাম শহর। 

31) বাঁকুড়া জেলার সদর শহরের নাম কী?
* Answer :-বাঁকুড়া শহর।

32) পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহরের নাম কী?
* Answer :-মেদিনীপুর শহর।

33) পূর্ব মেদনীপুর জেলার সদর শহরের নাম কী?
* Answer :-তমলুক শহর।

34) হাওড়া জেলার সদর শহরের নাম কী?
* Answer :-হাওড়া  শহর।

35) কলকাতা জেলার সদর শহরের নাম কী?
* Answer :-কলকাতা।

36) হুগলি জেলার সদর শহরের নাম কী?
* Answer :-চুঁচুড়া শহর।

37) উত্তর  24 পরগনা জেলার সদর শহর নাম কী?
* Answer :-বারাসাত শহর।

38)দক্ষিণ 24 পরগনা জেলার সদর শহর নাম কী?
* Answer :-বারুইপুর শহর।

39) পশ্চিমবঙ্গের জেলা গুলিকে ভেঙে আরো কয়টি  নতুন জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
* Answer :- 7 টি নতুন জেলার গঠন করার প্রস্তাব রয়েছে।

40) মুর্শিদাবাদ জেলা ভেঙে কয়টি জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
* Answer :- তিনটি।

41) মুর্শিদাবাদ জেলা ভেঙে কোন কোন জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
* Answer :-বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ,  কান্দি ও জঙ্গিপুর জেলা।

42) নদিয়া জেলা ভেঙে আর কোন জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
*Answer :-রানাঘাট জেলা।

43) উত্তর 24 পরগনা জেলা ভেঙে কোন জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
* Answer :-ইচ্ছামতী ও বসিরহাট জেলা।

44) বাঁকুড়া জেলাকে ভেঙে কোন নতুন জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
* Answer :-বিষ্ণুপুর জেলা।

45) দক্ষিণ 24 পরগনা জেলাকে ভেঙ্গে কোন জেলা গঠনের প্রস্তাব রয়েছে?
* Answer :-সুন্দরবন জেলা।

46) নতুন সাতটি জেলা গঠনের প্রস্তাব কবে ঘোষণা করা হয় ?
* Answer :- 1 লা আগস্ট 2022 সালে।

47)নতুন সাতটি জেলা গঠনের প্রস্তাব কে দিয়েছিলেন?
* Answer :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

48) যে সাতটি জেলার নাম প্রস্তাব দেওয়া হয়েছে তা কি নিশ্চিত?
* Answer :- না, নামগুলি চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে।

49) ফরাসি শাসন থেকে চন্দননগর হুগলি জেলার মহকুমা হিসেবে কবে সংযুক্ত হয়?
* Answer :-1954 সালে।

50) বিহারের পুরুলিয়া মহকুমা কবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়?
* Answer :-1956 সালে। 

Cont….

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below -Download Now-Download Now-পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ,জেলা ও সদর দপ্তর pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!