আজ “পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) পশ্চিমবঙ্গ রাজ্য কবে সৃষ্টি হয়েছে?
* Answer :-15 ই আগস্ট 1947 সালে ।
2) পশ্চিমবঙ্গ রাজ্য কিভাবে সৃষ্টি হয়েছে?
* Answer :-ভারত স্বাধীনতার সময় বঙ্গভূমি বিভাগের পর পশ্চিম অংশ নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে।
3) বঙ্গভূমির পূর্ব অংশ কি নামে পরিচিত?
* Answer :- ভারত স্বাধীনতার সময় “পূর্ব-পাকিস্তান” এবং বর্তমানে 1971 এর পর “বাংলাদেশ”।
4)পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
*Answer :-পশ্চিমবঙ্গ ভারতে 28 টি রাজ্যের মধ্যে 13 তম রাজ্য।
5) পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্বে দ্রাঘিমাগত বিস্তারিত কত?
* Answer :-85°50′ পূর্ব থেকে 89°53′ পূর্ব পর্যন্ত।
6) পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে অক্ষাংশগত বিস্তার কত?
* Answer :-21°38′ উত্তর থেকে 27°10′ উত্তর পর্যন্ত।
7) পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্বে বিস্তার কত কিলোমিটার?
* Answer :-320 কিলোমিটার।
8) পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরে বিস্তার কত কিলোমিটার?
*Answer :-623 কিলোমিটার।
9) পশ্চিমবঙ্গের আয়তন কত?
* Answer : 88,752 বর্গ কিলোমিটার (34,267 বর্গ মাইল)।
10) পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ?
* Answer :-2.74%।
11)পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?
* Answer :-10 কোটি 25 লক্ষ 52 হাজার 787 জন (2023 সাল)।
12) পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে ভারতের কততম রাজ্য?
* Answer :-চতুর্থ।
13) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
* Answer :-কলকাতা।
14) কলকাতা শহর ভারতের কততম মহানগরী?
* Answer :-সপ্তম।
15) পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কী কী?
* Answer :-বাংলা ও ইংরেজি।
16) পশ্চিমবঙ্গের সীমা কয়টি রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করেছে?
* Answer :-3 টি।
17)পশ্চিমবঙ্গের সীমা কোন কোন রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করেছে?
* Answer :-নেপাল, ভুটান ও বাংলাদেশ।
18) পশ্চিমবঙ্গের সীমা কয়টি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে?
* Answer :-5 টি।
19) পশ্চিমবঙ্গের সীমা কোন কোন রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে?
* Answer :-উড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার ,আসাম ও সিকিম।
20)পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যের সঙ্গে সর্বাধিক সীমা স্পর্শ করে রয়েছে?
* Answer:-ঝাড়খন্ড (প্রায় 500 কিলোমিটার)।
21) পশ্চিমবঙ্গ কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সব থেকে বেশি সীমা সংযোগ স্থাপন করে?
* Answer :-বাংলাদেশ।
22) বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে?
* Answer :-23 টি জেলা আছে।
23)পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলার নাম কী?
* Answer :-দক্ষিণ 24 পরগনা।
24) পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলার নাম কী?
* Answer :-কলকাতা।
25) পশ্চিমবঙ্গের উত্তরতম জেলার নাম কী?
* Answer :-দার্জিলিং জেলা।
26) পশ্চিমবঙ্গের দক্ষিণতম জেলার নাম কী?
* Answer :-দক্ষিণ 24 পরগনা।
27) পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলার নাম কী?
* Answer :-পুরুলিয়া।
28) পশ্চিমবঙ্গের পূর্বতম জেলার নাম কি?
* Answer :-কোচবিহার।
29) পশ্চিমবঙ্গের নবীনতম অর্থাৎ নতুন জেলার নাম কী?
* Answer :-পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা।
30) পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা কবে গঠন করা হয়েছিল?
* Answer :-7 ই এপ্রিল 2017 সালে।
31) ঝাড়গ্রাম জেলা কবে তৈরি হয়েছিল?
* Answer :-4 ঠা এপ্রিল 2017 সাল।
32) পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
* Answer :-মমতা বন্দ্যোপাধ্যায়।
33) পশ্চিমবঙ্গের আইনসভার নাম কী?
* Answer :-বিধানসভা।
34) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী?
* Answer :-সিভি আনন্দ বোস।
35) পশ্চিমবঙ্গের হাইকোর্টের নাম কী?
* Answer :-কলকাতা হাইকোর্ট।
36) কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি?
* Answer :-টি.এস. সিভাগ্নানাম।
37) পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?
* Answer :- প্রায় 1200 জন/বর্গ কিলোমিটার।
38) 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল?
* Answer :-1029 জন/বর্গ কিলোমিটার।
39) পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে?
* Answer :- 5 টি।
40) পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ গুলির নাম কী কী?
* Answer :-জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ ও প্রেসিডেন্সি বিভাগ।
41) “চিকেনস্ নেক” কী?
* Answer :- উত্তর দিনাজপুরের চোপড়া পশ্চিমবঙ্গের সব থেকে সংকীর্ণ স্থান(মাত্র 7 কিমি)। তাই এই অংশকে চিকেনস্ নেক বলা হয়।
42)GTA কী?
*Answer :-গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (18 ই জুলাই 2011 সালে গঠিত হয়)।
43) 1947 সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল?
* Answer :-14 টি।
44) পশ্চিমবঙ্গের বর্তমান অস্তিত্বে কোন কোন ব্যক্তির অবদান রয়েছে?
* Answer :-শ্যামাপ্রসাদ মুখার্জী , ডা.বিধানচন্দ্র রায়, প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রভৃতি।
45) পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট কয়টি আসন রয়েছে?
* Answer :-295 টি।
46) পশ্চিমবঙ্গে কয়টি বিধানসভা আসনে নির্বাচন হয়?
* Answer :-294 টি আসন নির্বাচন হয় এবং 1 টি আসনে একজন “ইঙ্গ-ভারতীয়” সরাসরি নিয়োগ হয়ে থাকেন।
47) পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
* Answer :-পাঁচটি জেলা-নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া।
48) পশ্চিমবঙ্গে লোকসভার মোট কয়টি আসন রয়েছে?
* Answer :-42 টি।
49) পশ্চিমবঙ্গে রাজ্যসভার মোট কয়টি আসন রয়েছে?
* Answer :-17 টি।
50) নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে?
* Answer :-কর্কটক্রান্তি রেখা।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE