আজ “পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit” নিয়ে আলোচনা করা হল –
1) একক প্রকাশের বর্তমানে কয়টি পদ্ধতি চালু আছে ও কিকি ?
* উত্তর :- 4 টি পদ্ধতি। যেমন- A)CGS বা মেট্রিক পদ্ধতি, B) FPS বা ব্রিটিশ পদ্ধতি, c) MKS পদ্ধতি
ও D) SI পদ্ধতি।
2) কয়েকটি স্কেলার রাশির উদাহরন লেখুন ?
* উত্তর :- ভর, সময়, দৈর্ঘ্য, উষ্ণতা ইত্যাদি।
3) ভেক্টর রাশিগুলির কয়েকটির নাম লেখ ?
* উত্তর :- ওজন, বল, বেগ, সরণ প্রভৃতি ।
4) কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
* উত্তর :- সাধারণ তুলাযন্ত্রে।
5) কোন বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
* উত্তর :- স্প্রিং তুলাযন্ত্রে ।
6) একক বিহীন প্রাকৃতিক রাশির নাম কি ?
* উত্তর :- আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব।
7) দৈর্ঘ্য মাপার জন্য কি দিয়ে তৈরী স্কেল সবথেকে ভালো ?
* উত্তর :- কাঠ দিয়ে তৈরী।
8) জলের আয়তন কত তাপমাত্রার সাঠিক পাওয়া যায় ?
* উত্তর :- 4°C তাপমাত্রায় ।
9) এককের মান কোন হরফে লেখা হয় ?
* উত্তর :- রোমান হরফে ।
10) CGS পদ্ধতির পুরো নাম কি ?
* উত্তর :- Centimeter Gram Second (সেন্টিমিটার গ্রাম সেকেন্ড) I
11) CGS পদ্ধতিতে একক গুলির নাম লেখ ?
* উত্তর :- দৈর্ঘ্যের একক সেন্টিমিটার(cm), ভরের এক গ্রাম (gm) এবং সময়ের একক সেকেন্ড (s) ।
12) কবে এবং কোন দেশে CGS পদ্ধতি প্রথম চালু হয় ?
* উত্তর :- 1874 সালে ইংল্যান্ডে।
13) CGS পদ্ধতিতে বলের একককে কি বলা হয় ?
* উত্তর :- ডাইন (Dyne)।
14) CGS পদ্ধতিতে চাপের একক কি ?
* উত্তর :- ডাইন/সেমি² (Dyne/cm²) ।
15) CGS পদ্ধতিতে কার্য বা ক্ষমতার একক কি?
* উত্তর :- আর্গ/সে (Erg/s) ।
16) FPS পদ্ধতির পুরো নাম কি?
* উত্তর :- Foot Pound Second ( ফুট পাউন্ড সেকেন্ড )।
17) কে কবে FPS পদ্ধতি ব্যবহার করার জন্য প্রস্তাব দেন?
* উত্তর :- এভারেট 1861 সালে ।
18) প্রধানত কোন কোন দেশে FPS পদ্ধতি ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- আমেরিকা, ইংল্যান্ড, লিবিয়া এবং মায়ানমার।
19) FPS পদ্ধতির একক গুলির নাম লেখ ?
* উত্তর :- দৈর্ঘ্যের একক ফুট (foot), ওজনের একক পাউন্ড (Pound) এবং সময়েরর একক সেকেন্ড (Second) I
20) FPS পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি ?
* উত্তর :- বর্গফুট (sft)।
21) FPS পদ্ধতিতে আয়তনের একক কি ?
* উত্তর :- ঘনফুট (m³)।
22) FPS পদ্ধতিতে বলের একক কি ?
* উত্তর :- পাউন্ডাল (Poundal)।
23) FPS পদ্ধতিতে ঘনত্বের একক কি ?
* উত্তর :- পাউন্ড/ঘনফুট (lb/cft)।
24) FPS পদ্ধতিতে কার্যের একক কি ?
* উত্তর :- ফুট পাউন্ডাল।
25) FPS পদ্ধতিতে বেগের একক কি ?
* উত্তর :- ফুট/সে (ft/s)।
26) MKS পদ্ধতির পুরো নাম কি ?
* উত্তর :- Meter Kilogram Second (মিটার কিলোগ্রাম সেকেন্ডে)।
27) কবে থেকে এম কে এস (MKS) পদ্ধতি ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- প্রধানত 1890 সালের পর থেকে ।
28) কে MKS পদ্ধতি আবিষ্কার করেন ?
* উত্তর :- ইতালির জিওভানি জিওরগি (Giovani Giorgi) ।
29) কোন দেশে MKS পদ্ধতি ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড দেশে প্রথম MKS পদ্ধতি ব্যবহার শুরু হয় ।
30) MKS পদ্ধতির একক গুলির নাম লেখ?
* উত্তর :- দৈর্ঘ্যের একক মিটার (m), ওজনের একক কিলোগ্রাম (kg) এবং সময়ের একক সেকেন্ড (s)।
31) MKS পদ্ধতিতে ক্ষেত্রফলের এককের নাম কি ?
* উত্তর :- বর্গমিটার (m²)।
32) MKS পদ্ধতিতে আয়তনের এককের নাম কি ?
* উত্তর :- ঘনমিটার (m³)।
33) MKS পদ্ধতিতে ঘনত্বের এককের নাম কি ?
* উত্তর :- কিলোগ্রাম/মিটার³(kg/m³)।
34) বর্তমান বিশ্বে কোন পদ্ধতির ব্যবহার বেশি ?
* উত্তর :- SI পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি।
35) MKS পদ্ধতি এবং SI পদ্ধতি কি একই পদ্ধতি ?
* উত্তর :- পুরোপুরি এক পদ্ধতি বলা যায় না ।
36) MKS এবং SI পদ্ধতির প্রধান পার্থক্য কি ?
* উত্তর :- MKS পদ্ধতিতে রাশির মূল একক তিনটি কিন্তু SI পদ্ধতিতে সাতটি ( 7টি )।
37)SI পদ্ধতি কোন সময়ের পর থেকে ব্যপক ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- SI পদ্ধতি 1960 সালের পর ব্যপক ব্যবহার শুরু হয় ।
38) SI পদ্ধতির সাতটি মূল একক গুলির নাম কি কি ?
* উত্তর :- মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল এবং ক্যান্ডেলা।
39) SI পদ্ধতিতে অ্যাম্পিয়ার কোন রাশির একক ?
* উত্তর :- তড়িৎ প্রবাহের ।
40) SI পদ্ধতিতে ক্যান্ডেলা কোন রাশির একক ?
* উত্তর :- দীপন প্রাবল্য ।
41) S। পদ্ধতিতে তড়িতাধনের একক কি ?
* উত্তর :- কুলম্ব (C)।
42) MKS ও SI পদ্ধতিতে বলের একক কি ?
* উত্তর :- নিউটন (N) ।
43) MKS ও SI পদ্ধতিতে কার্যের একক কি ?
* উত্তর :- জুল (J) ।
44) MKS এবং SI পদ্ধতিতে ক্ষমতার একক কি ?
* উত্তর :- ওয়াট (W)।
45) SI পদ্ধতিতে চাপের একক কি ?
* উত্তর :- পাঙ্কাল (pa) ।
46) SI পদ্ধতিতে কোণের একক কি ?
* উত্তর :- রেডিয়ান (Rad) ।
47) SI পদ্ধতিতে উষ্ণতার একক কি ?
* উত্তর :- কেলভিন (K)।
48) SI পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কি ?
* উত্তর :- মোল (Mol) ।
49) MKS পদ্ধতিতে চাপের একক কি ?
* উত্তর :- নিউটন/মি² ।
50) SI পদ্ধতির জনক কাকে বলা হয় ?
* উত্তর :- জিওভানি জিওরগিকে ।
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
* অনুরোধ:-
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – পরিমাপের একক ও পদ্ধতি-
Measurements and Unit
Total Questions and Answers – 50
Download link below –