পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit

আজ “পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit” নিয়ে আলোচনা করা হল –

1) একক প্রকাশের বর্তমানে কয়টি পদ্ধতি চালু আছে ও কিকি ?
* উত্তর :- 4 টি পদ্ধতি। যেমন- A)CGS বা মেট্রিক পদ্ধতি, B) FPS বা ব্রিটিশ পদ্ধতি, c) MKS পদ্ধতি
ও D) SI পদ্ধতি।

2)  কয়েকটি স্কেলার রাশির  উদাহরন লেখুন ?
* উত্তর :- ভর, সময়, দৈর্ঘ্য, উষ্ণতা ইত্যাদি।

3) ভেক্টর  রাশিগুলির  কয়েকটির নাম লেখ ?
* উত্তর :- ওজন, বল, বেগ, সরণ প্রভৃতি ।

4) কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
* উত্তর :- সাধারণ তুলাযন্ত্রে।

5) কোন বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
* উত্তর :- স্প্রিং তুলাযন্ত্রে ।

6) একক বিহীন প্রাকৃতিক রাশির নাম কি ?
* উত্তর :- আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব।

7) দৈর্ঘ্য মাপার জন্য কি দিয়ে তৈরী স্কেল সবথেকে ভালো ?
* উত্তর :- কাঠ দিয়ে তৈরী।

8) জলের আয়তন কত তাপমাত্রার সাঠিক পাওয়া যায় ?
* উত্তর :- 4°C তাপমাত্রায় ।

9) এককের মান কোন হরফে লেখা হয় ?
* উত্তর :- রোমান হরফে ।

10) CGS পদ্ধতির পুরো নাম কি ?
* উত্তর :- Centimeter Gram Second (সেন্টিমিটার গ্রাম সেকেন্ড) I

11) CGS পদ্ধতিতে একক গুলির নাম লেখ ?

* উত্তর :-  দৈর্ঘ্যের একক সেন্টিমিটার(cm), ভরের এক গ্রাম (gm) এবং সময়ের একক সেকেন্ড (s) ।

12) কবে এবং কোন দেশে CGS পদ্ধতি প্রথম চালু হয় ?
* উত্তর :- 1874 সালে ইংল্যান্ডে।

13) CGS পদ্ধতিতে বলের একককে কি বলা হয় ?
* উত্তর :- ডাইন (Dyne)।

14) CGS পদ্ধতিতে চাপের একক কি ?
* উত্তর :- ডাইন/সেমি² (Dyne/cm²) ।

15) CGS পদ্ধতিতে কার্য বা ক্ষমতার একক কি?
* উত্তর :- আর্গ/সে (Erg/s) ।

16) FPS পদ্ধতির পুরো নাম কি?
* উত্তর :- Foot Pound Second ( ফুট পাউন্ড সেকেন্ড )।

17) কে কবে FPS পদ্ধতি ব্যবহার করার জন্য প্রস্তাব দেন?

* উত্তর :- এভারেট 1861 সালে ।

18) প্রধানত কোন কোন দেশে FPS পদ্ধতি ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- আমেরিকা, ইংল্যান্ড, লিবিয়া এবং মায়ানমার।

19) FPS পদ্ধতির একক গুলির নাম লেখ ?

* উত্তর :- দৈর্ঘ্যের একক ফুট (foot), ওজনের একক পাউন্ড (Pound) এবং সময়েরর একক সেকেন্ড (Second) I

20) FPS পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি ?
* উত্তর :- বর্গফুট (sft)।

21) FPS পদ্ধতিতে আয়তনের একক কি ?
* উত্তর :- ঘনফুট (m³)।

22) FPS পদ্ধতিতে বলের একক কি ?
* উত্তর :- পাউন্ডাল (Poundal)।

23) FPS পদ্ধতিতে ঘনত্বের একক কি ?
* উত্তর :- পাউন্ড/ঘনফুট (lb/cft)।

24) FPS পদ্ধতিতে কার্যের একক কি ?
* উত্তর :- ফুট পাউন্ডাল।

25) FPS পদ্ধতিতে বেগের একক কি ?
* উত্তর :- ফুট/সে (ft/s)।

26) MKS পদ্ধতির পুরো নাম কি ?
* উত্তর :- Meter Kilogram Second (মিটার কিলোগ্রাম সেকেন্ডে)।

27) কবে থেকে এম কে এস (MKS) পদ্ধতি ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- প্রধানত 1890 সালের পর থেকে ।

28) কে MKS পদ্ধতি আবিষ্কার করেন ?
* উত্তর :- ইতালির জিওভানি জিওরগি (Giovani Giorgi) ।

29) কোন দেশে MKS পদ্ধতি ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড দেশে প্রথম MKS পদ্ধতি ব্যবহার শুরু হয় ।

30) MKS পদ্ধতির একক গুলির নাম লেখ?
* উত্তর :- দৈর্ঘ্যের একক মিটার (m), ওজনের একক কিলোগ্রাম (kg) এবং সময়ের একক সেকেন্ড (s)।

31) MKS পদ্ধতিতে ক্ষেত্রফলের এককের নাম কি ?
* উত্তর :- বর্গমিটার (m²)।

32) MKS পদ্ধতিতে আয়তনের এককের নাম কি ?
* উত্তর :- ঘনমিটার (m³)।

33) MKS  পদ্ধতিতে ঘনত্বের এককের নাম কি ?
* উত্তর :- কিলোগ্রাম/মিটার³(kg/m³)।

34) বর্তমান বিশ্বে কোন পদ্ধতির ব্যবহার বেশি ?
* উত্তর :- SI পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি।

35) MKS পদ্ধতি এবং SI পদ্ধতি কি একই পদ্ধতি ?
* উত্তর :- পুরোপুরি এক পদ্ধতি বলা যায় না ।

36) MKS এবং SI পদ্ধতির প্রধান পার্থক্য কি ?
* উত্তর :- MKS পদ্ধতিতে রাশির মূল একক তিনটি কিন্তু SI পদ্ধতিতে সাতটি ( 7টি )।

37)SI পদ্ধতি কোন সময়ের পর থেকে ব্যপক ব্যবহার শুরু হয় ?
* উত্তর :- SI পদ্ধতি 1960 সালের পর ব্যপক ব্যবহার শুরু হয় ।

38)  SI পদ্ধতির সাতটি মূল একক গুলির নাম কি কি ?
* উত্তর :- মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল এবং ক্যান্ডেলা।

39) SI পদ্ধতিতে অ্যাম্পিয়ার কোন রাশির একক ?
* উত্তর :- তড়িৎ প্রবাহের ।

40) SI পদ্ধতিতে ক্যান্ডেলা কোন রাশির একক ?
* উত্তর :- দীপন প্রাবল্য ।

41) S। পদ্ধতিতে তড়িতাধনের একক কি ?
* উত্তর :- কুলম্ব (C)।

42) MKS ও SI পদ্ধতিতে বলের একক কি ?
* উত্তর :- নিউটন (N) ।

43) MKS ও SI পদ্ধতিতে কার্যের একক কি ?
* উত্তর :- জুল (J) ।

44) MKS এবং SI পদ্ধতিতে ক্ষমতার একক কি ?
* উত্তর :- ওয়াট (W)।

45) SI পদ্ধতিতে চাপের একক কি ?
* উত্তর :- পাঙ্কাল (pa) ।

46) SI পদ্ধতিতে কোণের একক কি ?
* উত্তর :- রেডিয়ান (Rad) ।

47) SI পদ্ধতিতে উষ্ণতার একক কি ?
* উত্তর :- কেলভিন (K)।

48) SI পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কি ?
* উত্তর :- মোল (Mol) ।

49) MKS পদ্ধতিতে চাপের একক কি ?
* উত্তর :- নিউটন/মি² ।

50) SI পদ্ধতির জনক কাকে বলা হয় ?
* উত্তর :- জিওভানি  জিওরগিকে ।

             সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

* অনুরোধ:-

প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit,গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর, উত্তর সহ 50 জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর mcq, জেনারেল নলেজ কুইজ, বাংলা gk প্রশ্ন উত্তর pdf, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf, জিকে সাধারণ জ্ঞান, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, Gk bengali with answers, বাংলা gk প্রশ্ন উত্তর, Gk bengali pdf, Gk bengali 2024, Gk questions in bengali, বাংলা জিকে pdf, মজাদার বাংলা জিকে, Bengali gk mock test, বাংলা general knowledge class, ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, ভারতের প্রথম gk, ভারতের কুইজ, 50 question and answers, best bengali question and answers

পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit-1

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. FPS পদ্ধতিতে বলের একক কি ?

2 / 25

2. FPS পদ্ধতির পুরো নাম কি ?

3 / 25

3. FPS পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি ?

4 / 25

4. FPS পদ্ধতিতে আয়তনের একক কি ?

5 / 25

5. ভেক্টর  রাশিগুলির  কয়েকটির নাম লেখ ?

6 / 25

6. দৈর্ঘ্য মাপার জন্য কি দিয়ে তৈরী স্কেল সবথেকে ভালো ?

7 / 25

7. CGS পদ্ধতিতে একক গুলির নাম লেখ ?

8 / 25

8. কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?

9 / 25

9. FPS পদ্ধতিতে বেগের একক কি ?

10 / 25

10. কোন বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?

11 / 25

11. কে কবে FPS পদ্ধতি ব্যবহার করার জন্য প্রস্তাব দেন ?

12 / 25

12. একক বিহীন প্রাকৃতিক রাশির নাম কি ?

13 / 25

13. এককের মান কোন হরফে লেখা হয় ?

14 / 25

14. FPS পদ্ধতিতে কার্যের একক কি ?

15 / 25

15. একক প্রকাশের বর্তমানে কয়টি পদ্ধতি চালু আছ ?

16 / 25

16. CGS পদ্ধতিতে বলের একককে কি বলা হয় ?

17 / 25

17. FPS পদ্ধতিতে ঘনত্বের একক কি ?

18 / 25

18. কবে এবং কোন দেশে CGS পদ্ধতি প্রথম চালু হয় ?

19 / 25

19. CGS পদ্ধতিতে চাপের একক কি ?

20 / 25

20. CGS পদ্ধতির পুরো নাম কি ?

21 / 25

21. FPS পদ্ধতির একক গুলির নাম লেখ ?

22 / 25

22. প্রধানত কোন কোন দেশে FPS পদ্ধতি ব্যবহার শুরু হয় ?

23 / 25

23. জলের আয়তন কত তাপমাত্রার সাঠিক পাওয়া যায় ?

24 / 25

24. কয়েকটি স্কেলার রাশির  উদাহরন লেখুন ?

25 / 25

25. CGS পদ্ধতিতে কার্য বা ক্ষমতার একক কি ?

Your score is

The average score is 0%

0%

পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit,গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর, উত্তর সহ 50 জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর mcq, জেনারেল নলেজ কুইজ, বাংলা gk প্রশ্ন উত্তর pdf, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf, জিকে সাধারণ জ্ঞান, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, Gk bengali with answers, বাংলা gk প্রশ্ন উত্তর, Gk bengali pdf, Gk bengali 2024, Gk questions in bengali, বাংলা জিকে pdf, মজাদার বাংলা জিকে, Bengali gk mock test, বাংলা general knowledge class, ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, ভারতের প্রথম gk, ভারতের কুইজ, 50 question and answers, best bengali question and answers

পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit-2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. MKS পদ্ধতির পুরো নাম কি ?

2 / 25

2. SI পদ্ধতিতে কোণের একক কি ?

3 / 25

3. কবে থেকে এম কে এস (MKS) পদ্ধতি ব্যবহার শুরু হয় ?

4 / 25

4. MKS এবং SI পদ্ধতিতে ক্ষমতার একক কি ?

5 / 25

5. SI পদ্ধতিতে ক্যান্ডেলা কোন রাশির একক ?

6 / 25

6. MKS এবং SI পদ্ধতির প্রধান পার্থক্য কি ?

7 / 25

7. MKS পদ্ধতি এবং SI পদ্ধতি কি একই পদ্ধতি ?

8 / 25

8. কোন দেশে MKS পদ্ধতি ব্যবহার শুরু হয় ?

9 / 25

9. কে MKS পদ্ধতি আবিষ্কার করেন ?

10 / 25

10. MKS পদ্ধতিতে আয়তনের এককের নাম কি ?

11 / 25

11. MKS পদ্ধতিতে চাপের একক কি ?

12 / 25

12. MKS পদ্ধতির একক গুলির নাম লেখ ?

13 / 25

13. SI পদ্ধতির সাতটি মূল একক গুলির নাম কি কি ?

14 / 25

14. MKS ও SI পদ্ধতিতে বলের একক কি ?

15 / 25

15. SI পদ্ধতিতে অ্যাম্পিয়ার কোন রাশির একক ?

16 / 25

16. SI পদ্ধতির জনক কাকে বলা হয় ?

17 / 25

17. SI পদ্ধতিতে উষ্ণতার একক কি ?

18 / 25

18. SI পদ্ধতি কোন সময়ের পর থেকে ব্যপক ব্যবহার শুরু হয় ?

19 / 25

19. SI পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কি ?

20 / 25

20. SI পদ্ধতিতে তড়িতাধনের একক কি ?

21 / 25

21. SI পদ্ধতিতে চাপের একক কি ?

22 / 25

22. MKS পদ্ধতিতে ক্ষেত্রফলের এককের নাম কি ?

23 / 25

23. বর্তমান বিশ্বে কোন পদ্ধতির ব্যবহার বেশি ?

24 / 25

24. MKS ও SI পদ্ধতিতে কার্যের একক কি ?

25 / 25

25. MKS পদ্ধতিতে ঘনত্বের এককের নাম কি ?

Your score is

The average score is 0%

0%

 

           হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – পরিমাপের একক ও পদ্ধতি-

                  Measurements and Unit
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-পরিমাপের একক ও পদ্ধতি- Measurements and Unit

Leave a Comment

error: Content is protected !!