1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ইতিহাস

আজ “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ইতিহাস” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) মহাবিদ্রোহের সূচনা কবে হয়েছিল?
* Answer :-29 শে মার্চ 1857 খ্রিস্টাব্দে।

2) মহাবিদ্রোহ কার হাত ধরে সূচনা হয়েছিল?
* Answer :-সিপাহী মঙ্গল পান্ডের হাত ধরে।

3) মঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু করেছিলেন?
* Answer :-পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের 34 নং নেটিভ ইনফ্যান্ট্রিতে।

4) মুর্শিদাবাদের বহরমপুরের 19 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রিতে কবে বিদ্রোহ শুরু হয়েছিল?
*Answer :-22 শে ফেব্রুয়ারি 1857 খ্রিস্টাব্দে।

5) ব্রিটিশ সিপাহীদের মধ্যে কোন বিষয় নিয়ে বিদ্রোহ শুরু হয়েছিল?
* Answer :-এনফিল্ড কার্তুজ নিয়ে।

6) “এনফিল্ড কার্তুজ” কি দিয়ে তৈরি বলে সেনাবাহিনীতে  গুজব রটে গিয়েছিল?
* Answer :-শুকর ও গরুর চর্বি-চামড়া দিয়ে তৈরি।

7) এনফিল কার্তুজ দ্বারা কেন বিদ্রোহ ছড়িয়ে পড়ে?
* Answer :-কারণ এনফিল্ড কার্তুজ বন্দুকে ভরার জন্য দাঁতে ছিরে প্রস্তুত করতে হতো।

8) এনফিল্ড কার্তুজ নিয়ে প্রথম বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?
* Answer :- 22 শে জানুয়ারি দমদমে।

9) মঙ্গল পান্ডের ফাঁসি কবে হয়েছিল?
*Answer :-8 ই এপ্রিল 1857 খ্রিস্টাব্দে।

10) সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
* Answer : -লর্ড ক্যানিং।

11) কানপুরে কে কবে বিদ্রোহ শুরু করেন?
* Answer :- 4 ই জুন 1857 খ্রিস্টাব্দে, নানা সাহেব।

12) মঙ্গল পান্ডে কে সমর্থন করার জন্য কাকে ফাঁসি দেওয়া হয়েছিল?
* Answer :-ঈশ্বরী পান্ডেকে।

13) দ্বিতীয় বাহাদুর শাহকে কারা “স্বাধীন মোগল সম্রাট” হিসেবে ঘোষণা করেন?
* Answer :-বিদ্রোহী সিপাহীরা।

14) এলাহাবাদের বিদ্রোহ কবে শুরু হয়েছিল?
* Answer :- 6 ই জুন 1857 খ্রিস্টাব্দে।

15) 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে “ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ” কে বলেছেন?
* Answer :-বিনায়ক দামোদর সাভারকার।

16)1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে “জাতীয়মুক্তি সংগ্রাম”  কারা বলেছেন?
* Answer :- কার্ল  মার্কস ও ফ্রেডরিক আঞ্জেলস।

17) সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়?
* Answer :-মঙ্গল পান্ডেকে।

18) সিপাহী বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দান করেছিলেন?
* Answer :-কানপুরের নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, অযোধ্যার বেগম হজরত মহল,তাঁতিয়া তোপি  প্রভৃতি।

19) সিপাহী বিদ্রোহকে কে “সামন্ত শ্রেণীর বিদ্রোহ” বলে উল্লেখ করেছেন?
* Answer :- সুরেন্দ্রনাথ সেন।

20) এনফিল কার্তুজকে কি নামে ডাকা হতো?
* Answer:- “টোটা”।

21) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কেন যুদ্ধ করেছিলেন?
* Answer :-লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতির দ্বারা তার দত্তকপুত্র থাকা সত্ত্বেও সমস্ত রাজ্য ব্রিটিশ অন্তর্ভুক্ত হয়ে যায়।

22) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর আসল নাম কি ছিল?
* Answer :-মানু।

23)তাঁতিয়া তোপি কে ছিলেন
* Answer :-কানপুরের শাসক নানা সাহেবের সেনাপতি।

24) ভারতের কোন কোন শহরে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল?
* Answer :-দিল্লি, লখনউ, কানপুর, ঝাঁসি,  এলাহাবাদ, অমৃতসর, আলিগড়, মিরাট, বেরেলী প্রভৃতি।

25) সিপাহী বিদ্রোহে বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন?
* Answer :- কুনওয়ার সিং।

26) সিপাহী বিদ্রোহে কোন কোন কারণ বিশ্লেষণ করা হয়?
* Answer :-রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং সিপাহী অসন্তোষ।

27) প্রশাসনিকভাবে সিপাহী বিদ্রোহ কবে সমাপ্ত বলে ঘোষণা করা হয়?
* Answer :-8 ই জুলাই 1857 খ্রিস্টাব্দে।

28) সিপাহী বিদ্রোহের ফলাফল কি হয়েছিল?
* Answer :-সাধারণভাবে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল।

29) সিপাহী বিদ্রোহ  নিয়ন্ত্রণ করার শ্রেয় কাকে দেওয়া হয়েছিল?
* Answer :-লর্ড ক্যানিং-কে।

30) ব্রিটিশ সরকার লর্ড ক্যানিং-কে কোন উপাধিতে ভূষিত  করেন?
* Answer :-“রাষ্ট্রের শান্তি”।

31) সিপাহী বিদ্রোহকে আর কোন কোন নামে জানা যায়?
* Answer :-মহাবিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ বা জমিদার বিদ্রোহ।

32) সিপাহী বিদ্রোহে কারা কারা যোগদান করেননি?
* Answer :-মহাজনগণ, শিক্ষিত সম্প্রদায় ও ব্যবসায়ীগণ।

33) সিপাহী বিদ্রোহ দমনের জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল?
* Answer :-রেঙ্গুন অর্থাৎ মায়ানমারে।।

34) তাঁতিয়া তোপি ও বেগম হজরত মহল  প্রাণ রক্ষার জন্য কোথায় পালিয়ে গিয়েছিলেন?
* Answer :- নেপালে।

35) সিপাহী বিদ্রোহের ফলাফল হিসেবে “ভারত শাসন আইন”কবে পাস হয়েছিল?
* Answer :-2 রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে।

36) “ভারত শাসন আইন” কোথায় পাস হয়েছিল?
* Answer :-ব্রিটিশ পার্লামেন্টে।

37) সিপাহী বিদ্রোহের পর কিভাবে ভারত শাসন চালানো  হবে বলে স্থির হয়েছিল?
* Answer :-ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার রাজপ্রতিনিধি বা ভাইসয়ের মাধ্যমে।

38) মহারানী ভিক্টোরিয়া নিজেকে কি হিসেবে ঘোষণা করলেন?
* Answer :-“ভারতের সম্রাজ্ঞী” হিসেবে ঘোষণা করলেন।

39) মহারানী ভিক্টোরিয়া কাকে প্রথম ভারতের “ভাইসরয়” নিয়োগ করেন?
* Answer :-লর্ড ক্যানিং-কে।

40) সিপাহী বিদ্রোহ দমনের পর “মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র” কবে জারি হয়েছিল?
* Answer :-1লা নভেম্বর, 1858 খ্রিস্টাব্দে।

41) মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কোথায় জারি করা হয়েছিল?
* Answer :-ভারতের এলাহাবাদ শহরে।

42) কতজন সদস্য নিয়ে “ইন্ডিয়া কাউন্সিল” গঠিত হয়েছিল?
*Answer :-15 জন সদস্য নিয়ে।

43) “ভারতীয় পরিষদীয় আইন” কবে পাস হয়েছিল?
* Answer :-1861 খ্রিস্টাব্দে।

44) সিপাহী বিদ্রোহের পর ভারতবাসীকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল?
* Answer :-দুইটি ভাগে, একটি “সামরিক জাতি” এবং অন্যটি “অসামরিক জাতি”।

45) ব্রিটিশরা সামরিক জাতি হিসেবে কাদেরকে চিহ্নিত করেন?
* Answer :-পাঠান, শিখ, গোর্খা, রাজপুত প্রভৃতি।

46) ব্রিটিশরা অসামরিক জাতি হিসেবে কাদেরকে চিহ্নিত করেন?
* Answer :-বাঙালি,বিহারী প্রভৃতি।

47) মহারানীর ঘোষণাপত্রকে কি বলে জানা যায়?
* Answer :-“ভারতের ম্যাগনাকার্টা”।

48) “মহারানীর ঘোষণাপত্রকে”- কে রাজনৈতিক ধাপ্পা বলেছেন?
* Answer :-বিপিনচন্দ্র পাল।

49) মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদে কে পাঠ করে শোনান?
* Answer :-লর্ড ক্যানিং।

50) মহাবিদ্রোহের পর ব্রিটিশরা কতদিন ভারতে শাসন কার্য চালিয়েছিলেন?
* Answer :- 90 বছর, 1947 সাল পর্যন্ত। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ইতিহাস pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!