আজ ‘ হিন্দুধর্ম ও হিন্দুধর্মের ধর্মগ্রন্থ ‘ নিয়ে ধারাবাহিক 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) হিন্দুধর্মের উৎপত্তি কোথায় হয়েছে ?
* Answer :- প্রাচীন ভারতবর্ষে ।
2) হিন্দুধর্ম কি প্রকৃতির ধর্ম ?
* Answer :- জাতিগত ধর্ম ।
3) ভারতের প্রাচীন নাম কী ?
* Answer :- জম্বুদ্বীপ ,আর্যবত ।
4) হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ গুলির নাম কী কী ?
* Answer :- ঋগবেদ, উপনিষদ, মহাভারত ও রামায়ণ ।
5) হিন্দুধর্মের ধর্মগ্রন্থ গুলি কোন ভাষায় রচিত ?
* Answer :- সংস্কৃত ভাষায় ।
6) হিন্দুধর্মের উপাসনা স্থল কোথায় ?
* Answer :- মন্দিরে । অবশ্য প্রতিটি বাড়ির এক কোণে দেব – দেবীর উপাসনার জন্য জায়গা থাকে।
7) বিশ্বের কত শতাংশ মানুষ হিন্দুধর্ম পালন করেন ?
* Answer :- প্রায় 15 % মানুষ , প্রায় 120 কোটি ।
8) বিশ্বের কত শতাংশ হিন্দুধর্মের মানুষ ভারতে বসবাস করেন ?
* Answer :- প্রায় 95% ।
9) বিশ্বের হিন্দুধর্মের মানুষজন প্রধানত কোন কোন দেশে বসবাস করেন ?
* Answer :- ভারত,নেপাল, বাংলাদেশ,ইন্দোনেশিয়া,পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা প্রভৃতি ।
10) হিন্দুধর্মের লালন-পালন কোথায় হয়েছে ?
* Answer :- সিন্ধু নদী- গঙ্গা নদী – ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী পবিত্র উপত্যকায় ।
11) হিন্দুধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম বলা হয় কেন ?
* Answer :- হিন্দুধর্ম সিন্ধু সভ্যতার থেকেও পুরোনো তাঁর নিদর্শন পাওয়া গিয়েছে । এই কারণে হিন্দুধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম বলা হয়।
12) হিন্দুধর্মকে প্রকৃতি ধর্ম বলা হয় কেন ?
* Answer :- হিন্দুধর্মে প্রকৃতি, গাছ, সূর্য, জল, মাটি, পশু-পাখি পূজো করা হয় , তাই একে প্রকৃতি ধর্ম বা সনাতন ধর্ম বলা হয় ।
13) পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি ?
* Answer :- বেদ , এটি হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ।
14) বেদ কয় প্রকার ও কী কী ?
* Answer :- চার প্রকার , A) ঋগবেদ, B) সামবেদ, C) যজুবেদ এবং D) অথর্ববেদ।
15) প্রাচীনতম বেদের নাম কী ?
* Answer :- ঋগবেদ ।
16) বেদের অপর নাম কী ?
* Answer :- শ্রুতি । শুনে শুনে মনে রাখা হত , সেই কারণে এই নাম হয়েছে ।
17) ঋগবেদের প্রধান বিষয় কী ?
*Answer :-দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে বৈদিক মন্ত্র ও গায়ত্রী মন্ত্র ।
18) ‘সামবেদ ‘ এর বিষয় কী ?
* Answer :- সংগীতাকারে বৈদিক মন্ত্র ।
19) যজুবেদের প্রধান বিষয় কী ?
* Answer :- যাগযজ্ঞের বৈদিক মন্ত্র ।
20) অথর্ববেদে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
* Answer :- চিকিৎসা শাস্ত্র, রহস্য বিদ্যা, যাদুবিদ্যা প্রভৃতি ।
21) বেদের কয়টি অংশ ও কী কী ?
* Answer :- চারটি অংশ , a) সংহিতা, b) ব্রাহ্মণ, c) আরণ্যক এবং d) উপনিষদ ।
22)’ বেদান্ত ‘ কাকে বলা হয় ?
* Answer :- উপনিষাদকে বেদান্ত বলা হয় ।
23) বেদের ‘আরণ্যক’ অংশে কী বর্ণিত আছে ?
* Answer :- সন্ন্যাসধর্ম ।
24) মহাভারত মহাকাব্যটি কোন ভাষায় রচিত হয় ?
* Answer :- সংস্কৃত ভাষায় ।
25) মহাভারত মহাকাব্যটি কে রচনা করেন ?
* Answer :- কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ।
26) মহাভারত মহাকাব্যটিতে শ্লোক সংখ্যা কত ?
* Answer :- 1,00,000 ।
27) ‘মহাভারত ‘ কে কাকে পাঠ করে শ্রবণ শোনান ?
*Answer :- পরীক্ষিৎপুত্র জনমেজয়কে ঋষি বৈশম্পায়ন ।
28) মহাভারতের মহাকাব্যটি অপর নাম কী ?
*Answer :- ‘ পঞ্চম বেদ ‘ ।
29) মহাভারত কাব্যগ্রন্থটিতে মোট কয়টি অধ্যায় আছে ?
* Answer :- 18 টি ।
30) মহাভারত কাব্যগ্রন্থটিতে মোট কয়টি উপপর্ব আছে ?
* Answer :- 100 টি ।
31) মহাভারত কাব্যগ্রন্থটিতে মোট কয়টি পর্ব আছে ?
* Answer :- তিনটি , a)হরিবংশপর্ব, b) বিষ্ণুপর্ব এবং c) ভবিষ্যপর্ব ।
32) মহাভারত কাব্যগ্রন্থটিতে মোট শব্দসংখ্যা কত?
* Answer :- প্রায় আঠারো লক্ষ ।
33) কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায় হয়েছিল ?
* Answer :- হরিয়ানার কুরুক্ষেত্রে ।
34) কুরুক্ষেত্রের যুদ্ধ কত দিন হয়েছিল ?
* Answer :- 18 দিন ।
35) মহাভারত মহাকাব্যটির আয়তন ‘ইলিয়াড ও ওডিসি ‘ থেকে কত গুণ বড় ?
* Answer :- দশগুণ ।
36) কুরুক্ষেত্রের যুদ্ধ আনুমানিক কবে সংঘটিত হয়েছিল ?
* Answer :- কুরুক্ষেত্রের যুদ্ধ আনুমানিক 5600-3100 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল ।
37) ভারতে কয়টি মহাকাব্য আছে ?
* Answer :- দুই টি , A) রামায়ণ ও B) মহাভারত ।
38) রামায়ণ মহাকাব্য কোন ভাষায় রচিত ?
* Answer :- সংস্কৃত ভাষায় ।
39) রামায়ণ মহাকাব্য কে রচনা করেন ?
*Answer :- ঋষি বাল্মীকি ।
40) রামায়ণের প্রধান বিষয় বস্তু কী ?
*Answer :- বিষ্ণুর অবতার রামের জীবনকাহিনী ।
41) ‘রামায়ণ মহাকাব্য ‘ টিতে কয়টি পর্ব বা কাণ্ড আছে ?
* Answer :- 7 টি ।
42) রামায়ণ মহাকাব্য কোন যুগে রচনা হয় ?
* Answer :- ত্রেতাযুগে ( চার যুগের দ্বিতীয় যুগ ) ।
43) চারটি যুগের নাম গুলি কী কী ?
* Answer :- A) সত্যযুগ, B) ত্রেতাযুগ, C) দ্বাপরযুগ ও D) কলিযুগ।
44) বাংলা ভাষায় ‘ রামায়ণ ‘ কে রচনা করেন ?
* Answer :- কৃত্তিবাস ওঝা ।
45) বাংলা ভাষায় ‘ মহাভারত ‘ কে রচনা করেন ?
*Answer :- কাশীরাম দাস ।
46) ‘গীতা বা শ্রীমদ্ভগবদ্গীতা’ কী মহাকাব্য ?
* Answer :- না , মহাভারতের ‘ভীষ্মপর্ব ‘ থেকে নেওয়া হয়েছে ।
47) গীতার জ্ঞান প্রথম কাকে দেওয়া হয়েছিল ?
* Answer :- সূর্যদেবকে ।
48) গীতায় কয়টি অধ্যায় আছে ?
* Answer :- 18 টি ।
49) গীতায় কয়টি শ্লোক আছে ?
* Answer :-700 টি ।
50) মহাভারতে কে কোথায় কাকে গীতার জ্ঞান বা বাণী দিয়েছিলেন ?
* Answer :- কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে ।
Cont…..
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ।
প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।
*Thank you, Visit Again*
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – 1 mb
File Name –হিন্দুধর্ম-ও-হিন্দুধর্মের-ধর্মগ্রন্থ-pdf
Total Questions and Answers – 50
Download link below –