স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন সংবাদপত্র-গ্রন্থ ও সংগঠনের ভূমিকা

আজ “স্বাধীনতা আন্দোলনে সময় বিভিন্ন সংবাদপত্র-গ্রন্থ ও সংগঠনের ভূমিকা” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) ভারতের প্রথম পত্রিকা বা সংবাদপত্রের নাম কি?
* Answer :-“বেঙ্গল গেজেট”। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা।

2) “বেঙ্গল গেজেট” কবে প্রকাশিত হয়?
* Answer :-29 শে জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে।

3) “বেঙ্গল গেজেট” কে প্রকাশ করেন?
* Answer :-জেমস অগাস্টাস হিকি।

4) হিকিজ বেঙ্গল গেজেট কোন ভাষায় প্রকাশিত হয়েছিল?
*Answer :-দুই পাতা বিশিষ্ট ইংরেজি ভাষায়।

5) বাংলা ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কি ছিল?
* Answer :-দিকদর্শন।

6) “দিকদর্শন” কেমন পত্রিকা ছিল?
* Answer:-মাসিক পত্রিকা।

7) দিকদর্শন কে কবে প্রথম প্রকাশ করেন?
* Answer :-1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যান।

8) কোন বাঙালি প্রথম কবে কী নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত করেন?
*Answer :-গঙ্গাকিশোর ভট্টাচার্য 1818 খ্রিস্টাব্দে “বাঙ্গাল গেজেটি”নামে ।

9) “সমাচার দর্পণ” কে কবে প্রথম প্রকাশ করেন?
* Answer : -1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যান।

10) “সম্বাদ কৌমুদী” কে কবে প্রকাশ করেন?
* Answer :-1821 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়, এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

11) বাংলায় প্রথম কে কবে দৈনিক পত্রিকা প্রকাশ করেন?
* Answer :-“সমাচার চন্দ্রিকা” নামে 1822 খ্রিস্টাব্দে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়l

12) “মিরাৎ-উল-আকবর” কে কবে প্রকাশ করেন?
* Answer :-1822 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।

13) “সংবাদ প্রভাকর” কে কবে প্রকাশ করেন?
* Answer :-1831 খ্রিস্টাব্দে ইশ্বরচন্দ্র গুপ্ত।

14) “তত্ত্ববোধিনী পত্রিকা” কে কবে প্রকাশ করেন?
* Answer :-1843 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত।

15)”হিন্দু প্যাট্রিয়ট” পত্রিকা কে কবে প্রকাশ করেন?
* Answer :-1853 খ্রিস্টাব্দে গিরীশচন্দ্র ঘোষ।

16) “গ্রামবার্ত্তা প্রকাশিকা” কে কবে প্রকাশ করেন?
* Answer :-1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার।

17) “বামাবোধিনী পত্রিকা” কে কবে প্রকাশ করেন?
* Answer :-1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত।

18) “অমৃতবাজার” পত্রিকার কে কবে প্রকাশ করেন?
* Answer :-1868 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ।

19) “বঙ্গদর্পণ” পত্রিকা কে কবে প্রকাশ করেন?
* Answer :-1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

20) “ভারতী” পত্রিকা কে কবে প্রকাশ করেন?
* Answer:-1877 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

21) “নীলদর্পণ” নাটক কে রচনা করেন?
* Answer :- দীনবন্ধু মিত্র।

22) “নীলদর্পণ” নাটক কবে প্রকাশিত হয় ?
* Answer :-1860 খ্রিস্টাব্দে।

23) “নীলদর্পণ” নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন?
* Answer :-মাইকেল মধুসূদন দত্ত।

24) তৎকালীন ইংরেজ সরকার কাকে ইংরেজি ভাষায় অনুবাদিত “নীলদর্পণ” নাটকের প্রচারের জন্য দোষী সাব্যস্ত করেন?
* Answer :-জেমস লং সাহেবকে।

25)”হুতুম প্যাঁচার নকশা” কে রচনা করেন?
* Answer :- কালীপ্রসন্ন সিংহ (1861 খ্রিস্টাব্দে)।

26) কলকাতায় মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন?
* Answer :-1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস।

27) “এশিয়াটিক সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-স্যার উইলিয়াম জোনস।

28) “এশিয়াটিক সোসাইটি” কবে প্রতিষ্ঠিত হয়?
* Answer :-1784 খ্রিস্টাব্দে।

29) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
* Answer :-1817 খ্রিস্টাব্দে।

30) হিন্দু কলেজের বর্তমান নাম কি?
* Answer :-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

31) “স্কুল বুক সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-স্যার ডেভিড হেয়ার।

32) “উডের ডেসপ্যাচ” কবে প্রকাশিত হয়?
* Answer :-1854 খ্রিস্টাব্দে।

33) “উডের ডেসপ্যাচ” কে কি বলে ডাকা হত?
* Answer :-ম্যাগনাকার্টা।

35) ভারতের প্রথম কলেজের নাম কি?
* Answer :-ফোর্ট উইলিয়াম কলেজ ,1800 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলি দ্বারা।

34) ভারতের প্রথম মহিলা কলেজের নাম কী?
* Answer :-বেথুন কলেজ।

36) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
* Answer :-কলকাতা বিশ্ববিদ্যালয়।

37) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে তৈরি হয়েছিল?
* Answer :-24 শে জানুয়ারি 1857 খ্রিস্টাব্দে।

38) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
* Answer :-লর্ড ক্যানিং।

39) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
* Answer :-গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

40) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কারা প্রথম স্নাতক পাস করেন?
* Answer :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস।

41) বাংলার প্রথম মহিলা ডাক্তারের নাম কী?
* Answer :-কাদম্বিনী গাঙ্গুলী।

42) বাংলার প্রথম মহিলা স্নাতক এর নাম কী?
*Answer :- কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু ।

43) কাকে “ভারতের আধুনিক মানুষ” বা “আধুনিক ভারতের জনক” বলা হয়?
* Answer :- রাজা রামমোহন রায়কে।

44) ব্রাহ্মসমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
* Answer :-1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।

45) “ইয়াং বেঙ্গল” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-ডিরোজিও।

46) “রামকৃষ্ণ মিশন” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-1897  খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ।

47) ব্রিটিশ ভারতে কে  কবে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন?
* Answer :-1936 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত।

48) “সতীদাহ প্রথা” কে কার সাহায্যে নিবারণ করেন?
* Answer :-1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধির দ্বারা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সাহায্যে রাজা রামমোহন রায়।

49) কে কার সাহায্যে বিধবা বিবাহ আইন চালু করেন?
* Answer :-1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সাহায্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

50) বাংলা তথা ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
* Answer :-রাজা রামমোহন রায় কে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-স্বাধীনতা আন্দোলনে সময় বিভিন্ন সংবাদপত্র-গ্রন্থ ও সংগঠনের ভূমিকা pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!