আজ “সাম্প্রতিক ঘটনাবলী-এপ্রিল-2024″ বাছাই করা 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল –
01.04.2024-15.04.2024
01.04.2024
1) বিশ্বের প্রথম Nuclear Energy Summit কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
*Answer :- বেলজিয়ামের ব্রাসেলস শহরের ।
2) Times Power Icon 2024 Award কে পেলেন ?
* Answer :- বিজয় জৈন ।
3) ‘Bureau of Police Research and Development ‘ এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন ?
*Answer :- রাজীব কুমার শর্মা ।
02.04.2024
4) কোন রাজ্য সব থেকে বেশি GI Tag পেয়েছেন ?
* Answer :- উত্তর প্রদেশ ।
5) ‘ International Culture Award 2024’ কে পেয়েছেন ?
* Answer :- মীনা চরণদা ।
6) এশিয়ার মধ্যে কোন দেশ সবথেকে বেশি বিদেশী ফান্ড অর্জন করেছে ?
*Answer : – ভারত।
7) সংযুক্ত আরব আমিরাতে (UAE) কোন ভারতীয় UPI সিস্টেম চালু হল ?
* Answer :- PhonePe ( ফোনপে)।
03.04.2024
8) ভারতে 2024 অর্থবর্ষে মার্চ মাসে GST’র মাধ্যমে প্রাপ্ত করের পরিমান কত ?
*Answer : – 1.78 লক্ষ কোটি টাকা ।
9) আফ্রিকার কঙ্গো দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহন করলেন ?
* Answer :- জুডিথ সুমিনওয়া তালুকা।
10) কোন ভারতীয় প্যারিস অলিম্পিকে ওয়েটলিফটার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন ?
* Answer :- মীরাবাই চানু।
11) “Dosti -16” কোন কোন দেশ মিলে ত্রিপাক্ষিক চুক্তি অনুশীলন করছেন ?
* Answer :- ভারত , মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
04.04.2024
12) ASSOCHAM এর নতুন প্রেসিডেন্ট কে নিয়োগ হলেন ?
* Answer :- সঞ্জয় নায়ার ।
13) Tata International এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিয়োগ হলেন ?
* Answer :- রাজীব সিঙ্গাল।
14) পুরুষ ও মহিলা বিভাগে National Kho Kho Championship -2023-24 ( 56th) কে জিতলেন ?
* Answer :- মহারাষ্ট্র।
15) কবে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় ?
* Answer – 4 ঠা এপ্রিল ।
05.04.2024
16) মিশরের রাষ্ট্রপতি হিসেব তৃতীয়বার কে শপথ গ্রহন করলেন ?
* Answer :- আব্দেল ফাত্তাহ আল-সিসি।
17) Indian National Fame Award-2024 কাকে দেওয়া হল?
* Answer :- কার্থিক কুম্মুরিকে।
18) ভারতে জাতীয় সমুদ্র দিবস কবে পালন করা হয়?
* Answer :- প্রতি বছর 5 ই এপ্রিল ।
06.04.2024
19) কোন দেশ কমনওয়েলথ গেমস -2026 হোস্ট করতে অস্বীকার করলেন ?
* Answer :- সিঙ্গাপুর।
20) কোন দেশ ভারতীদের পর্যটকদের জন্য e-visa চালু করলেন ?
* Answer :- জাপান।
21) বর্তমানের ভারতের 1 নং দাবা খেলোয়াড় কে?
* Answer :- অর্জুন এরিগাইশি ( FIDE রেটিং অনুযায়ী) ।
07.04.2024
22) বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের এই বছর থিম কী ছিল ?
* Answer :- “My Health,My Right”, 7 ই এপ্রিল পালিত হল।
23) গুজরাটে প্রায় 52 হাজার বসতি আবিস্কার হল কোন সভাতার ?
* Answer :- হরপ্পা সভ্যতার।
24) প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় মহিলা জুরি মেম্বার হিসেবে নিযুক্ত হলেন?
* Answer :- বিলকিস মির।
25) বিশ্বের কোন দেশ “কৃত্রিম সূর্য ” তৈরি করে পরীক্ষা করলেন?
* Answer :- দক্ষিণ কোরিয়া ।
08.04.2024
26) EIU রিপোর্ট অনুযায়ী কোন দেশ ব্যবসা করার জন্য সেরা ?
* Answer :- সিঙ্গাপুর ।
27)Wipro কোম্পানির নতুন CEO কে নিযুক্ত হলেন?
* Answer :- শ্রীনিবাস পল্লিয়া।
28) SPG এর নতুন ইন্সপেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন ?
* Answer : – লাভ কুমার।
09.04.2024
29) 9th NEZ International Film Festival-এ গোল্ডেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড কে লাভ করেছেন?
* Answer :- গৌতম ঘোষ ।
30) কোথায় “সাগর কবচ” নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে?
* Answer :- লাক্ষাদ্বীপে ।
31) I-League 2023-24 শিরোপা জিতলো কোন ক্লাব ?
* Answer :- মহামেডান স্পোর্টিং ক্লাব ।
10.04.2024
32) বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় ?
* Answer :- 09 ই এপ্রিল।
33) আফ্রিকার কোন দেশ “ZiG” নামে নতুন মুদ্রা লঞ্চ করলেন ?
* Answer :- জিম্বাবোয় ।
34) ভারতের নতুন অর্থ কমিশনের সদস্য হিসাবে কে নিযুক্ত হলেন ?
* Answer :- মনোজ পান্ডা।
11.04.2024
35) কে WOW World Literary Prize জয় লাভ করেছেন?
* Answer- কন্নড় ভাষার লেখিকা মমতা জি. সাগর।
36) প্রথম National Women’s Hockey League ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে ?
* Answer :- ঝাড়খণ্ডের রাঁচিতে।
37) অসমের কোন বিষয়ে GI Tag পেলেন ?
* Answer :- বিহু ঢোল এবং জাপি ।
38) কত বছর বয়েসে মারা গেলেন “ঈশ্বর কণা”-র আবিষ্কর্তা ব্রিটিশ পদার্থবিদ Peter Higgs ?
* Answer :- 94 বছর বয়সে ।
12.40.2024
39) কোথায় Clean Economy Investor Forum আয়োজিত হয়েছে ?
* Answer :- সিঙ্গাপুরে ।
40) কোন দেশে UPI প্রোমোট করার জন্য eSewa-র সাথে চুক্তি করলেন PhonePe কোম্পানি ?
* Answer :- নেপালে ।
41) কে Air India-র গ্লোবাল এয়ারপোর্ট অপারেশনের প্রধান পদে নিযুক্ত হলেন ?
* Answer :- জয়রাম শানমুগম ।
42) কাকে 2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসাবে নিযুক্ত করলেন ?
* Answer :- হরেন্দ্র সিংকে ।
13.04.2024
43) বিশ্বের কোন দেশে C-Dome নামে ডিফেন্স সিস্টেম চালু করলেন ?
* Answer :- ইজরায়েল।
44) কাকে US-India Tax Forum-এর প্রধান হিসেবে নিযুক্ত করলেন ?
* Answer :- তরুণ বাজাজ ।
45) কবে সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে বলে জানাল ভারতের বিজ্ঞানীরা ?
* Answer :- 2040 সালে ।
46) কে 51তম National Carrom Championship জিতলেন ?
* Answer :- রশ্মি কুমারী ।
14.04.2024
47) গুজরাটে বিশ্বের বৃহত্তম Renewable Energy Park কে তৈরী করেছেন ?
* Answer :- আদানি গ্রুপ।
48) 2023 সালে Digital Services Exports এর তালিকায় ভারতের স্থান কত?
* Answer :- চতুর্থ ।
15.04.2024
49) আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন?
* Answer :- বিজার্নি বেনেডিকটসন।
50) কে American President’s Volunteer Award-2024 পেলেন ?
* Answer :- লোকেশ মুনি ।
Cont….
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name –
Total Questions and Answers – 50
Download link below –সাম্প্রতিক ঘটনাবলী-এপ্রিল-2024