সাধারন জ্ঞান – ভারতের প্রথম ব্যক্তি

আজ  ‘সাধারন জ্ঞান – ভারতের  প্রথম  ব্যক্তি ‘ বিষয়ে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে pdf সহ আলোচনা করা হল –

                         ভারতের  পুরুষ

1) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি  ?
* Answer :- জহরলাল নেহেরু (1947 খ্রিস্টাব্দে) ।

2)ব্রিটিশ ভারতে প্রথম গভর্নর জেনারেলের নাম কি  ?
* Answer :- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (1833খ্রিস্টাব্দে ) ।

3) ‘ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় -এর নাম কি ?
* Answer :- লর্ড কানিং (1858 খ্রিস্টাব্দে ) ।

4) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি ?
* Answer :- সুকুমার সেন (1950 খ্রিস্টাব্দে)।

5) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
* Answer :- ড: রাজেন্দ্র প্রসাদ (1950 খ্রিস্টাব্দে ) ।

6) স্বাধীন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতির নাম কি ?
* Answer :- সর্বপল্লী রাধাকৃষ্ণণ (1952 খ্রিস্টাব্দে)।

7)  স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন  ?
* Answer :-  চক্রবর্তী রাজগোপালাচারী ( 1948 খ্রিস্টাব্দে)।

8)  স্বাধীন ভারতের প্রথম বায়ুসেনার প্রধান কে ছিলেন ?
* Answer :- সুব্রত মুখোপাধ্যায় (1954 খ্রিস্টাব্দে) ।

9) স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকার (অধ্যক্ষ ) কে ছিলেন ?
* Answer :-  গণেশ বাসুদেব মভলাঙ্কার (1952 খ্রিস্টাব্দে )।

10) স্বাধীন ভারতের প্রথম সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন ?
*Answer :- হীরালাল জে কানিয়া (1947 খ্রিস্টাব্দে)।

11)  জাতীয় কংগ্রেস দলের প্রথম সভাপতি কে ছিলেন ?
* Answer :- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (1885 খ্রিস্টাব্দে )।

12) ভারতের প্রথম নোবেল পুরষ্কার বিজয়ী কে ছিলেন ?
* Answer :-  ‘গীতাঞ্জলি ‘  এর জন্য  রবীন্দ্রনাথ ঠাকুর ( 1913 খ্রিস্টাব্দে ) ।

13) ব্রিটিশ ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ কে করেছিলেন ?
* Answer :-  মধুসূদন গুপ্ত (1836 খ্রিস্টাব্দে ) ।

14) প্রথম ভারতীয় ICS অফিসার কে হয়ে ছিলেন  ?
* Answer :- সত্যেন্দ্রনাথ ঠাকুর(1863 খ্রিস্টাব্দে ) ।

15) প্রথম ভারতীয় যিনি অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করেন  ?
* Answer  :- দোরজি ফু (1984 খ্রিস্টাব্দে ) ।

16) প্রথম সাহিত্যে জ্ঞানপীঠ  পুরস্কার কে পান ?
* Answer :- গোবিন্দ শঙ্কর স্বরুপ (1965 খ্রিস্টাব্দে )।

17) প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল সাঁতরে পার করছেন ?
* Answer :- মিহির সেন (1958 খ্রিস্টাব্দে ) ।

18)  প্রথম কোন ভারতীয় দক্ষিণ মেরুতে পৌঁছান ?
* Answer :-  যতীন্দ্র কুমার বাজাজ (1989 খ্রিস্টাব্দে) ।

19) কোন ভারতীয় প্রথম মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ছিলেন  ?
* Answer :- মনোতোষ রায় (1951 খ্রিস্টাব্দে )।

20)   কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য  হয়েছিলেন ?
* Answer :- দাদাভাই  নৌরজি (1862 খ্রিস্টাব্দে ) ।

21) ভারতের প্রথম ব্যারিস্টার কে ছিলেন   ?
* Answer :- মনমোহন ঘোষ ( 1844 খ্রিস্টাব্দে ) ।

22) ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে জয় করেছেন ?
* Answer :-  বিশ্বনাথ আনন্দ ( 2000 খ্রিস্টাব্দে )  ।

23)  স্বাধীন ভারতের প্রথম রিজার্ভ  ব্যাংকের গভর্নর কে ছিলেন ?
* Answer :- সি ডি দেশমুখ  (1948 খ্রিস্টাব্দে )।

24) ভারতের প্রথম ইঞ্জিনিয়ার  কে ছিলেন  ?
* Answer :- এম . বিশ্বেশ্বরায় (1881 খ্রিস্টাব্দে ) ।

25) অলিম্পিকে ব্যক্তিগত কে সোনা জয় লাভ করেছেন  ?
* Answer :- অভিনব বিন্দ্রা (2008 খ্রিস্টাব্দে )।

 

                              ভারতের  মহিলা

26) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
* Answer – শ্রীমতি ইন্দিরা গান্ধী (1966 খ্রিস্টাব্দে ) ।

27)  ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
* Answer :-  শ্রীমতি  প্রতিভা পাটিল (2007 খ্রিস্টাব্দে )।

28)  ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন ?
* Answer :-  মীরা কুমার (2009 খ্রিস্টাব্দে ) ।

29)  ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
* Answer :- সরোজিনী নাইডু (1947 খ্রিস্টাব্দে ), উত্তর প্রদেশ ।

30) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ?
* Answer :- মমতা বন্দ্যোপাধ্যায় (2009 খ্রিস্টাব্দে ) ।

31)ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
*Answer :-  ভি এস রোমাদেবী (1990 খ্রিস্টাব্দে) ।

32)  ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন  ?
* Answer :- আনন্দ বাঈ জোসি (1865 খ্রিস্টাব্দে ) ।

34)   ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন   ?
* Answer :-  ফাতেমা বিবি (1989 খ্রিস্টাব্দে )।

35)  ভারতের  প্রথম প্রধান মহিলা হাই কোর্টের বিচারপতি কে ছিলেন ?
* Answer :-  লীলা শেঠ , হিমাচল প্রদেশ (1991 খ্রিস্টাব্দে ) ।

36) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
*Answer :- সুচেতা কৃপালিনী (1963 খ্রিস্টাব্দে ), উত্তর প্রদেশ।

37) ভারতের প্রথম মহিলা মহাকাশচারিনী কে ছিলেন ?
* Answer :- কল্পনা চাউলা( 2003 খ্রিস্টাব্দে ) ।

38) ভারতের প্রথম মহিলা সিনেমা পরিচালকের নাম কী  ?
* Answer :- ফাতিমা বেগম(1926 খ্রিস্টাব্দে ) ।

39) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়ে ছিলেন  ?
* Answer :- রিতা ফারিয়া(1966 খ্রিস্টাব্দে )।

40) ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়ে ছিলেন ?
* Answer :- সুস্মিতা সেন (1994 খ্রিস্টাব্দে )।

41) ভারতের প্রথম মহিলা আইপিএস (IPS) কে ছিলেন ?
* Answer :-  কিরণ বেদী (1972 খ্রিস্টাব্দে ) ।

42) কোন প্রথম মহিলা জ্ঞানপীঠ  পুরষ্কার পান ?
* Answer :- আশাপূর্ণা দেবী (1976 খ্রিস্টাব্দে ) ।

43) প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার

করেছেন ?
* Answer :- আরতি সাহা (1959 খ্রিস্টাব্দে )।

44) প্রথম কোলকাতা বিশ্ববিদ্যলয়ের স্নাতক মহিলা কে ছিলেন  ?
* Answer :- কাদাম্বিনী বন্দ্যোপাধ্যায় (1863 খ্রিস্টাব্দে )।

45) ভরতের প্রথম বিমান চালিকা কে ছিলেন  ?
* Answer – দুর্বা বন্দ্যোপাধ্যায়(1966 খ্রিস্টাব্দে )।

46) প্রথম কোন ভারতীয়  মহিলা সাত সমুদ্র সাঁতরে পার করেছেন ?
* Answer – বুলা চৌধরী (1991 খ্রিস্টাব্দে থেকে শুরু )।

47) ভারতের প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরষ্কার পান ?
* Answer :- ইন্দিরা গান্ধী (1971 খ্রিস্টাব্দে )।

48) দিল্লির প্রথম সুলতানা কে ছিলেন ?
* Answer – সুলতানা রাজিয়া (1236 খ্রিস্টাব্দে )।

49) ভারতের কোন মহিলা প্রথম জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার করেছেন  ?
 * Answer :- আরতি প্রধান (1988 খ্রিস্টাব্দে) ।

50) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ?
* Answer :- বিজয়লক্ষী পণ্ডিত(1947 খ্রিস্টাব্দে), USR ।

 

The End

 

           সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

 

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name – সাধারন-জ্ঞান-ভারতের-প্রথম-ব্যাক্তি
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-সাধারন জ্ঞান – ভারতের প্রথম ব্যাক্তি pdf

 

 

Leave a Comment

error: Content is protected !!