সাধারণ জ্ঞানের প্রথম অধ্যায়-BENGALI GK

1) মানুষের বিজ্ঞান সন্মত নাম কি ?
* উত্তর :- হোমো স্যাপিয়েন্স (Homo Sapiens)।

2) সালোকসংশ্লেষ করতে পারে এমন একটি প্রানীর নাম কি ?
* উত্তর :- ইউগ্নিনা  বা ক্রাইসিমিবা ।

3) সালোকসংশ্লেষ প্রক্রিয়া কাদের মধ্যে দেখা যায় ?
* উত্তর :- ক্লোরোফিল যুক্ত সমস্ত উদ্ভিদে 

4) আমাদের পৃথিবীতে সর্ববৃহৎ  স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?
* উত্তর :-  জলভাগে-নীলতিমি এবং স্থলভাগে- হাতি ।

5) কান প্রাণী নিজের রং পরিবর্তন করতে পারে ?
* উত্তর :-  গিরগিটি ।

6) শীতঘুম কোন প্রানীদের মধ্যে দেখা যায় ?
* উত্তর :-  ব্যাঙ।

7) বায়ুথলি কোন প্রাণীর মধ্যে দেখা যায় ?
* উত্তর :- পায়রা ( 9টি)।

8) অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যাম কোন প্রাণীতে ?
* উত্তর :- শিঙি মাছে।

9) মানুষের মস্তিষ্কের ওজন কত ?
* উত্তর :- 1.36 কিলোগ্রাম।

10) একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখ যারা উড়তে পাড়ে?
* উত্তর :- বাদুড়। এটি পাখি নয়।

11) পৃথিবীতে সব থেকে দ্রুতগামী প্রানীর নাম কি ?
* উত্তর :- চিতাবাঘ।

12) ড্রাগন কোন জাতীয় প্রানী ?
* উত্তর :- এক প্রকার মাছ ।

13) কোন প্রানী চোখ খুলে ঘুমায় ?
* উত্তর :- মাছ ।

14) কোন প্রানীর কান নেই ?
* উত্তর :- সাপ।

15) কোন গৃহপালিত জন্তুর চারটি পাকস্থলী আছে ?
* উত্তর :- গরুর।

16) মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা কত ?
* উত্তর :-  98.4°F বা 37°C ।

17) পৃথিবীতে কোন জীবের সংখ্যা সব থেকে বেশি ?
* উত্তর :-  পিঁপড়া বা পিপীলিকা।

18) কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ?
* উত্তর :- ঘোড়া।

19) মানুষের দেহে মোট অস্থি বা হাড়ের সংখ্যা কত ?
* উত্তর :- 206 টি।

20) পৃথিবীতে কোন প্রাণী সব থেকে দীর্ঘ বা লম্বা ?
* উত্তর :- জিরাফ ।

21) কোন জীব বা প্রানীর হাটুতে কান আছে ?
* উত্তর :- ফড়িং ।

22) কোন প্রাণী চোখ দিয়ে শুনতে পায় ?
* উত্তর :- সাপ।

23) জন্তুদের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী কে ?
* উত্তর :- শিম্পাঞ্জী।

24) মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলা হয় ?
* উত্তর :- উট ।

25) কোন প্রানীর আটটি চোখ আছে ?
* উত্তর :-  মাকড়সার।

26) কোন সামুদ্রিক প্রাণী খুব বেশি বুদ্ধিমান?
* উত্তর :- ডলফিন ।

27) বিশ্বে কোন প্রাণী খুব দ্রুত উড়তে পাড়ে ?
* উত্তর :- মাছি ।

28) কোন প্রাণী উভয় লিঙ্গ অর্থাৎ স্ত্রী ও পুরুষ ?
* উত্তর :- কেঁচো ।

29) পৃথিবীর  সব থেকে বড় পাখির নাম কি ?
* উত্তর :- উটপাখি।

30) পৃথিবীর সব থেকে ছোট পাখির  নাম কি ?
* উত্তর :- হর্মিংবার্ড ।

31) পাখিদের মধ্যে কারা উড়তে উড়তে ডিম পাড়ে ?
* উত্তর :- হোমাপাখি ।

32) ময়ূরের লেজে কয়টি পালক বা পাখনা থাকে ?
* উত্তর :- 18 টি পাখনা থাকে ।

33) কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় ?
* উত্তর :-  অস্ট্রেলিয়াকে ।

34) আমাদেরকে কোন জাতের মশা কামড়ায় ?
* উত্তর :- স্ত্রী মশা।

35) কোন স্তন্যপায়ী প্রানী ডিম পাড়ে ?
* উত্তর :-  হংসচঞ্চু।

36) প্রজপতি কতদিন বাঁচে ?
* উত্তর :- 60 দিন বা 2 মাস ।

37) কোন প্রাণী জল দেখে ভয় পায় ?
* উত্তর :- বিড়াল ।

38) দ্রুতগামী পাখির নাম কি ?
* উত্তর :- বাজ।

39) কোন প্রাণীর পেছনে আলো দেখা যায় ?
* উত্তর :- জোনাকী পোকা ।

40) কোন প্রাণী বহুদিন জল  না খেয়ে বাঁচতে পারে ?
* উত্তর :- উট ।

41) কোন প্রানী চোখ ও নাকা  দিয়ে নিঃশ্বাস নেয় ?
* উত্তর :- হরিণ।

42) ‘তাঁতি পাখি’ কাকে বলা হয় ?
* উত্তর :- বাবুই পাখিকে ।

43) কোন  পপ্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে ?
* উত্তর :- বাদুড় ।

44) টুনটুনি পাখিকে কি বলা হয় ?
* উত্তর :- দর্জিপাখি ।

45) কোন জন্তুর চামড়া সব থেকে বেশি পুরু ?
* উত্তর :- গন্ডার ।

46) কোন প্রাণীর চোখ সব থেকে বড় ?
* উত্তর :- ঘোড়া ।

47) কুমীর কতদিন বাঁচে ?
* উত্তর :- 400 বছর (প্রায়)।

48) কোন পাখিকে বসন্তের দূত বলা হয় ?
* উত্তর :- কোকিল

49) ভারতের সব চেয়ে বিষাক্ত সাপের নাম কি ?
* উত্তর :- গোখরো (King Kobra) ।

50) সবচেয়ে লম্বা সাপের নাম কি ?
* উত্তর :- পাইথন ( প্রায় 25-35 ফুট লম্বা হয় )।

 

THE END

 

FAQ

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর,
উত্তর সহ 50 জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর mcq,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
বাংলা gk প্রশ্ন উত্তর বড়দের,
ছোটদের জেনারেল নলেজ,
জেনারেল নলেজ কুইজ

Answer:-

সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য  ONLINE EXAM TEST  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি । ধন্যবাদ।

সাধারণ জ্ঞানের প্রথম অধ্যায়

সাধারণ জ্ঞানের প্রথম অধ্যায় -1

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. পৃথিবীতে কোন জীবের সংখ্যা সব থেকে বেশি ?

2 / 25

2. কোন প্রানীর কান নেই ?

3 / 25

3. কোন প্রাণী চোখ দিয়ে শুনতে পায় ?

4 / 25

4. মানুষের দেহে মোট অস্থি বা হাড়ের সংখ্যা কত ?

5 / 25

5. কোন প্রাণী বহুদিন জল  না খেয়ে বাঁচতে পারে ?

6 / 25

6. কোন জীব বা প্রানীর হাটুতে কান আছে ?

7 / 25

7. একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখ যারা উড়তে পাড়ে ?

8 / 25

8. পৃথিবীতে সব থেকে দ্রুতগামী প্রানীর নাম কি ?

9 / 25

9. অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যাম কোন প্রাণীতে ?

10 / 25

10. মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলা হয় ?

11 / 25

11. কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ?

12 / 25

12. কোন গৃহপালিত জন্তুর চারটি পাকস্থলী আছে ?

13 / 25

13. ড্রাগন কোন জাতীয় প্রানী ?

14 / 25

14. শীতঘুম কোন প্রানীদের মধ্যে দেখা যায় ?

15 / 25

15. কোন প্রাণী নিজের রং পরিবর্তন করতে পারে ?

16 / 25

16. মানুষের মস্তিষ্কের ওজন কত ?

17 / 25

17. মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা কত ?

18 / 25

18. আমাদের পৃথিবীতে সর্ববৃহৎ  স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?

19 / 25

19. কোন প্রানী চোখ খুলে ঘুমায় ?

20 / 25

20. বায়ুথলি কোন প্রাণীর মধ্যে দেখা যায় ?

21 / 25

21. মানুষের বিজ্ঞান সন্মত নাম কি ?

22 / 25

22. সালোকসংশ্লেষ করতে পারে এমন একটি প্রানীর নাম কি ?

23 / 25

23. পৃথিবীতে কোন প্রাণী সব থেকে দীর্ঘ বা লম্বা ?

24 / 25

24. সালোকসংশ্লেষ প্রক্রিয়া কাদের মধ্যে দেখা যায় ?

25 / 25

25. জন্তুদের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী কে ?

Your score is

The average score is 0%

0%

ONLINE EXAM TEST -14

সাধারণ জ্ঞানের প্রথম অধ্যায় - 2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. ভারতের সব চেয়ে বিষাক্ত সাপের নাম কি ?

2 / 25

2. প্রজপতি কতদিন বাঁচে ?

3 / 25

3. কোন স্তন্যপায়ী প্রানী ডিম পাড়ে ?

4 / 25

4. ময়ূরের লেজে কয়টি পালক বা পাখনা থাকে ?

5 / 25

5. দ্রুতগামী পাখির নাম কি ?

6 / 25

6. কোন প্রাণীর চোখ সব থেকে বড় ?

7 / 25

7. টুনটুনি পাখিকে কি বলা হয় ?

8 / 25

8. 'তাঁতি পাখি' কাকে বলা হয় ?

9 / 25

9. কোন সামুদ্রিক প্রাণী খুব বেশি বুদ্ধিমান ?

10 / 25

10. কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় ?

11 / 25

11. কোন প্রাণী জল দেখে ভয় পায় ?

12 / 25

12. পৃথিবীর  সব থেকে বড় পাখির নাম কি ?

13 / 25

13. বিশ্বে কোন প্রাণী খুব দ্রুত উড়তে পাড়ে ?

14 / 25

14. পাখিদের মধ্যে কারা উড়তে উড়তে ডিম পাড়ে ?

15 / 25

15. কোন প্রানী চোখ ও নাকা  দিয়ে নিঃশ্বাস নেয় ?

16 / 25

16. কোন  প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে ?

17 / 25

17. কোন জন্তুর চামড়া সব থেকে বেশি পুরু ?

18 / 25

18. আমাদেরকে কোন জাতের মশা কামড়ায় ?

19 / 25

19. কোন প্রাণী উভয় লিঙ্গ অর্থাৎ স্ত্রী ও পুরুষ ?

20 / 25

20. কোন প্রাণীর পেছনে আলো দেখা যায় ?

21 / 25

21. সবচেয়ে লম্বা সাপের নাম কি ?

22 / 25

22. কোন পাখিকে বসন্তের দূত বলা হয় ?

23 / 25

23. কুমীর কতদিন বাঁচে ?

24 / 25

24. কোন প্রানীর আটটি চোখ আছে ?

25 / 25

25. পৃথিবীর সব থেকে ছোট পাখির  নাম কি ?

Your score is

The average score is 0%

0%

           হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – সাধারণ জ্ঞানের প্রথম অধ্যায়

Total Questions and Answers – 50
Download link below –

সাধারণ জ্ঞানের প্রথম অধ্যায়

Leave a Comment

error: Content is protected !!