শ্রীমদ্ভাগবত গীতা:পার্ট-2

আজ “শ্রীমদ্ভাগবত গীতা:পার্ট-2″ থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) গীতার দশম অধ্যায়ের নাম কী?
* Answer :-বিভূতি যোগ।

2) গীতার দশম অধ্যায় “বিভূতি যোগে” মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-42 টি শ্লোক রয়েছে।

3) গীতার বিভূতি যোগের মূল বিষয় কী?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন তত্ত্ব ও আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন।

4) গীতার একাদশ অধ্যায়ের নাম কী?
*Answer :-বিশ্বরূপ দর্শন যোগ।

5) বিশ্বরূপ দর্শন যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-55 টি শ্লোক রয়েছে।

6) বিশ্বরূপ দর্শন যোগের মূল বিষয় কী?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন লাভ করান।

7) গীতার দ্বাদশ অধ্যায়ের নাম কী ?
* Answer :-ভক্তিযোগ।

8) গীতার ভক্তি যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
*Answer :-20 টি শ্লোক রয়েছে।

9) ভক্তি যোগের মূল বিষয়বস্তু কী?
* Answer : -শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তির মহিমা সম্পর্কে জ্ঞান দেন।

10) গীতার ত্রয়োদশ অধ্যায়ের নাম কি?
* Answer :-প্রকৃতি পুরুষ বিবেক যোগ।

11) প্রকৃতি পুরুষ  বিবেক যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-35 টি শ্লোক রয়েছে।

12)প্রকৃতি পুরুষ  বিবেক যোগের মূল বিষয় কী?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র,সত্ত্ব, রজ  ও জন্ম রহস্য সম্পর্কে জ্ঞান প্রদান করেন।

13) গীতার চতুর্দশ অধ্যায়ের নাম কী?
* Answer :-গুণত্রয় বিভাগ যোগ।

14)গুণত্রয় বিভাগ যোগে মোট কয়টি শ্লোক আছে?
* Answer :-27 টি শ্লোক আছে।

15)গুণত্রয় বিভাগ যোগের মূল বিষয় কী আলোচনা করা হয়েছে?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন গুণ নিয়ে মানুষকে কিভাবে বাঁচা উচিত এবং চলা উচিত – সে সম্পর্কে জ্ঞান দিয়েছেন।

16) গীতার পঞ্চদশ অধ্যায়ের নাম কী?
* Answer :-পুরুষোত্তম যোগ।

17) পুরুষোত্তম যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-20 টি শ্লোক রয়েছে।

18)পুরুষোত্তম যোগের মূল বিষয়বস্তু কী?
* Answer :- শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছেন যে, যারা জানে তারা শ্রীকৃষ্ণকে  ঈশ্বর রূপে ভজন করেন ।আর, যারা অসুর তারা উপহাস করেন।

19) গীতার ষোড়শ অধ্যায়ের নাম কী?
* Answer :-দৈবসুর সম্পদ বিভাগ যোগ।

20)দৈবসুর সম্পদ বিভাগ যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer:- 24 টি শ্লোক রয়েছে।

21)দৈবসুর সম্পদ বিভাগ যোগের মূল বিষয়বস্তু কী?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অধ্যায়ের জ্ঞানী  মানুষ এবং অসুর মানুষ কিরূপ হয় – তার সম্পর্কে আলোচনা করেছেন।

22) গীতার সপ্তদশ অধ্যায়ের নাম কী?
* Answer :-শ্রদ্ধত্রয় বিভাগ যোগ।

23)শ্রদ্ধত্রয় বিভাগ যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-28 টি শ্লোক রয়েছে।

24) শ্রদ্ধত্রয় বিভাগ যোগের মূল বিষয় কী?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মানুষ তার জীবনের সত্য পথে চলা উচিত। জগতের সকল মোহ-মায়া ত্যাগ করে ঈশ্বরের উপাসনা করা উচিত।

25) গীতার অষ্টাদশ অধ্যায়ের নাম কী?
* Answer :- মোক্ষ যোগ।

26) মোক্ষ যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-78 টি শ্লোক রয়েছে।

27) মোক্ষ যোগের বিষয়বস্তু কি রয়েছে?
* Answer :-এই অধ্যায় সমস্ত অধ্যায়ের সারাংশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মুক্তি লাভের জন্য  ধর্মযুদ্ধ করতে। বিধির বিধান ঘটবেই – সে যুদ্ধ না করলে অন্য কেউ যুদ্ধ করবে।

28) গীতার কোন অধ্যায়ে সর্বাধিক শ্লোক রয়েছেন?
* Answer :-মোক্ষ যোগে,78 টি শ্লোক।

29) শ্রীকৃষ্ণ কোন অধ্যায়ে “আমি ব্রহ্ম” – এ কথা বলেছেন?
* Answer :-অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগে।

30) শ্রীকৃষ্ণ গীতায় ভালো গুণ বলতে কোন গুলিকে বুঝিয়েছেন?
* Answer :-সেবা, সংযম, সততা, সত্য, পরিছন্নতা, শান্তি প্রভৃতি।

31) শ্রীকৃষ্ণ অসুর প্রবৃত্তি কোন গুলিকে বুঝিয়েছেন?
* Answer :-অহংকার, ক্রোধ, কাম-বাসনা, হিংসা, লালসা ইত্যাদি।

32) গুণত্রয় বিভাগ যোগ অধ্যায়ে কোন তিনটি গুণের কথা শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন?
* Answer :-সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক।

33) বেদ ও পুরান ছাড়া যারা নিজ ইচ্ছায় উপাসনা করতে চান তাদের কোন পথ অবলম্বন করা উচিত?
* Answer :-শ্রীকৃষ্ণ তাদেরকে “ওম তত সত” পথ অবলম্বন করতে বলেছেন।

34) গীতার কোন অধ্যায়ে সব থেকে কম শ্লোক রয়েছে?
* Answer :-পুরুষোত্তম যোগ অধ্যায়ে, মাত্র 20 টি শ্লোক।

35) গীতায় শ্রীকৃষ্ণ অজ্ঞানীদের কাদের সঙ্গে তুলনা করেছেন?
* Answer :- অসুরদের সঙ্গে।

36) গীতায় শ্রীকৃষ্ণ “সাত্ত্বিক ব্যক্তি” বলতে কাদের বুঝিয়েছেন?
* Answer :-যারা নিরামিষ খাবার গ্রহণ করেন, সঠিক পোশাক পরিধান করেন, সত্য কথা বলেন এবং ভগবানের প্রতি সম্মান ও বিশ্বাস রাখেন।

37) গীতায় শ্রীকৃষ্ণ “তামসিক প্রবৃত্তি”র লোক বলতে কাদের বুঝিয়েছেন?
* Answer :- যারা আমিষ গ্রহণ করেন, নোংরা পোশাক পড়েন, সমাজে হিংসা করেন, ঈশ্বরের প্রতি অবিশ্বাস করেন ইত্যাদি।

38)গীতায় শ্রীকৃষ্ণ “রাজসিক লোক” বলতে কাদের বুঝিয়েছেন?
* Answer :-যারা সারা জীবন ভোগ-বিলাস নিয়েই ব্যস্ত। ঈশ্বর চিন্তা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই – তাদেরকে বুঝিয়েছে।

39) গীতায় শ্রীকৃষ্ণ কোন দুই ধরনের প্রবৃত্তির কথা বলেছেন?
* Answer :-দেব ও দানব।

40) গীতায় শ্রীকৃষ্ণ কাদেরকে দেব প্রবৃত্তি-যুক্ত ব্যাক্তি বলেছেন?
* Answer :-যে সমস্ত ব্যক্তির ভালো গুণ রয়েছে।

41) শ্রীকৃষ্ণ কাদেরকে দানব বলেছেন ?
* Answer :-যাদের মধ্যে অসুর-গুন রয়েছে।

42) শ্রীকৃষ্ণ গীতায় কিভাবে জগতের বন্ধন থেকে মুক্তি লাভের উপায় এর কথা বলেছেন?
*Answer :-যদি কোন মানুষ দেহ, মন, আত্মা ও পরমাত্মা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন।

43) যে সমস্ত ব্যক্তি অন্য দেব-দেবী পূজা করেন তাঁদের কি হবে?
* Answer :-গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ,অন্য দেব-দেবী তারই রূপ। তিনি হলেন পরম-ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। অন্য দেব-দেবীর পূজা করলে  তাঁর’ই পূজা করা হবে।

44) গীতায় শ্রীকৃষ্ণ মোক্ষলাভের উপায়ের কথা কি বলেছেন?
* Answer :-সজ্ঞানে শ্রীকৃষ্ণের আরাধনা করলেই মুক্তি লাভ পাওয়া যাবে।

45) শ্রীকৃষ্ণের অস্তিত্বের কথা কিভাবে বলা হয়েছে?
* Answer :-বিশ্বের সর্বত্র শ্রীকৃষ্ণের অস্তিত্ব বর্তমান। প্রতিটি কণা থেকে মহাবিশ্ব সৃষ্টিতে তাঁর’ই হাত রয়েছে।

46) শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন কেন করিয়ে ছিলেন?
* Answer :-বিশ্বের প্রতিটি কণা, গ্রহ, উপগ্রহ ও বিশ্বব্রহ্মাণ্ড তাঁরই অংশ।

47) বিশ্বরূপ দর্শনে অর্জুন শ্রীকৃষ্ণের কেমন রূপ দেখেছিলেন?
* Answer :-অসংখ্য হাত,অসংখ্য মাথা, বীভৎস চেহারা, মুখ থেকে আগুন ও জল বেরোচ্ছে, যার শুরু বা শেষ নেই ইত্যাদি।

48) অর্জুনকে বিশ্বরূপ দর্শন এর গুরুত্ব কি?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তাঁর সমগ্র ব্রহ্মাণ্ডের সম্পর্কে জ্ঞান লাভ করানো।

49) সমগ্র মহাভারতের কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন?
* Answer :-শ্রীকৃষ্ণ

50) শ্রীমদ্ভাগবত গীতা কাদের জন্য রচিত হয়েছে?
* Answer :-সমগ্র বিশ্বের মানুষের উন্নতিকল্পের জন্য। সকল মানুষের উচিত একবার গীতা পাঠ করে তার জ্ঞান লাভ করা। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-শ্রীমদ্ভাগবত গীতাপর্ব-2 pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!