আজ “শ্রীমদ্ভাগবত গীতা:পর্ব-1” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) বিশ্বের একমাত্র জীবিত প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি কোনটি?
* Answer :-হিন্দুধর্মের সভ্যতা ও সংস্কৃতি।
2) “শ্রীমদ্ভাগবত গীতা” কে রচনা করেন?
* Answer :-ঋষি দ্বৈপায়ন বেদব্যাস।
3)ঋষি দ্বৈপায়ন বেদব্যাস – সংক্ষিপ্ত কী নামে পরিচিত?
* Answer :-ব্যাসদেব।
4) “শ্রীমদ্ভাগবত গীতার” প্রধান উৎস কি?
*Answer :- মহাভারত।
5) কে কাকে গীতার জ্ঞান দিয়েছিলেন?
* Answer :-শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন।
6) সহজ কথায় শ্রীমদ্ভাগবত গীতা কী?
* Answer :- কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব রাজবংশের বিপক্ষে অর্জুনকে যুদ্ধে রাজি করার জন্য – শ্রীকৃষ্ণের মুখ থেকে নির্গত বাণী।
7) শ্রীমদ্ভাগবত গীতার মূল কথা কী?
* Answer :- যে কর্ম করবে সে অবশ্যই একদিন তার ফল লাভ করবে অর্থাৎ নিজের কর্ম কর – ফলের চিন্তা করো না।
8) শ্রীমদ্ভাগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত?
*Answer :-ভীষ্ম পর্বের।
9) শ্রীমদ্ভাগবত গীতাকে সংক্ষেপে কি বলে ডাকা হয়?
* Answer : -গীতা।
10) গীতার জ্ঞান – সর্বপ্রথম কাকে প্রদান করা হয়েছিল?
* Answer :-সূর্য দেবকে।
11) গীতার মোট কয়টি শ্লোক আছে?
* Answer :-700 টি।
12) কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল?
* Answer :- কৌরব রাজপুত্র দুর্যোধন-পান্ডবদের প্রাপ্য সম্পত্তি দিতে না চাইলে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল।
13) কাদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল?
* Answer :-কৌরব ও পাণ্ডব ভ্রাতৃবংশের মধ্যে।
14) ধৃতরাষ্ট্র-এর জন্ম থেকেই দৃষ্টি কেমন ছিল?
* Answer :- অন্ধ।
15) ধৃতরাষ্ট্র কার সাহায্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে জানতে পারেন?
* Answer :-সঞ্জয়ের দিব্যদৃষ্টির সাহায্যে।
16) সঞ্জয় কত দূর থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত তথ্য ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন?
* Answer :-500 মাইল দূর থেকে।
17) কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের সেনা কত ছিল?
* Answer :-11 অক্ষৌহিণী সেনা ।
18) কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের মোট সেনাপতি ছিল?
* Answer :-7 অক্ষৌহিণী সেনা।
19) এক অক্ষৌহিণী সেনা বলতে কী বোঝায়?
* Answer :-1 অক্ষৌহিণী সেনা অর্থ হলো – 21870 টি হাতি, 21870 টি রথ, 65610 টি ঘোড়া ও 10935 জন নিয়ে গঠিত একটি সেনাদল।
20) অর্জুন কোন রথে চেপে কুরুক্ষেত্র যুদ্ধ করতে গিয়েছিলেন?
* Answer:-কপিধ্বজ।
21) কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী কে ছিলেন?
* Answer :-শ্রীকৃষ্ণ।
22) শ্রীমদ্ভাগবত গীতা অর্থাৎ গীতার কয়টি অধ্যায় আছে?
* Answer :-18 টি।
23) গীতার প্রথম অধ্যায়ের নাম কী?
* Answer :- বিষাদ যোগ।
24) প্রথম অধ্যায় বিষাদ যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-46 টি।
25) বিষাদ যোগে কি আলোচনা করা হয়েছে?
* Answer :-অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে রাজি নয়।
26) গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কি?
* Answer :-সংখ্যা যোগ।
27) সংখ্যা যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-72 টি শ্লোক ।
28) সংখ্যা যোগের মূল বিষয়বস্তু কি?
* Answer :-শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, সংখ্যাযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান প্রদান করেন।
29) গীতার সারাংশ বা সংক্ষিপ্ত রূপ কাকে বলা হয়?
* Answer :-সংখ্যাযোগ অধ্যায়কে।
30) গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি?
* Answer :-কর্মযোগ।
31) তৃতীয় অধ্যায় কর্মযোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-43 টি শ্লোক রয়েছে।
32) কর্মযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন জ্ঞান প্রদান করেন?
* Answer :-ফলাফলের চিন্তা না করে কর্ম করা উচিত।
33) গীতার চতুর্থ অধ্যায়ের নাম কী?
* Answer :-জ্ঞানযোগ।
34) গীতার চতুর্থ অধ্যায়ে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :- 42 টি শ্লোক।
35) জ্ঞানযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন বিষয়ে অভিহিত করেন?
* Answer :-ধর্মপরায়ণদের রক্ষা করা এবং অধর্মীয়দের বিনাশ করতে গুরুর প্রয়োজনীয়তা।
36)গীতার পঞ্চম অধ্যায়ের নাম কী?
* Answer :-কর্ম সন্ন্যাস যোগ।
37) কর্ম সন্ন্যাস যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-29 টি শ্লোক।
38) কর্ম সন্ন্যাসযোগের মূল কথা কী?
* Answer :-কর্মযোগ ও জ্ঞানযোগ এর মধ্যে অর্জুনকে শ্রীকৃষ্ণ “কর্মযোগ”কেই উৎকৃষ্ট বলেন।
39) গীতার ষষ্ঠ অধ্যায়ের নাম কি?
* Answer :- ধ্যান যোগ।
40) ধ্যান যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-47 টি শ্লোক রয়েছে।
41) ধ্যান যোগের মূল কথা কী?
* Answer :-অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনের ভ্রান্তি দূর করা।
42) গীতার সপ্তম অধ্যায়ের নাম কি?
*Answer :-বিজ্ঞান যোগ।
43) বিজ্ঞান যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-30 টি শ্লোক রয়েছে।
44) বিজ্ঞান যোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন সম্পর্কে জ্ঞান প্রদান করে?
* Answer :-অর্জুনকে বাস্তব ও মায়া সম্পর্কে জ্ঞান প্রদান করেন।
45) গীতার অষ্টম অধ্যায়ের নাম কী?
* Answer :-অক্ষর ব্রহ্মযোগ।
46) অক্ষর ব্রহ্মযোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-28 টি শ্লোক রয়েছে।
47) অক্ষর ব্রহ্মযোগের মূল বিষয় কী?
* Answer :-অর্জুনকে আধ্যাত্বিক সংসার জ্ঞান এবং স্বর্গ ও নরক সম্পর্কে জ্ঞান-প্রদান।
48) গীতার নবম অধ্যায়ের নাম কী?
* Answer :-রাজগৃহ্য যোগ।
49) রাজগৃহ্য যোগে মোট কয়টি শ্লোক রয়েছে?
* Answer :-34 টি শ্লোক রয়েছে।
50) রাজগৃহ্য যোগের মূল বিষয় কী?
* Answer :-কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি – সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দিতে পারে – সে সম্পর্কে অর্জুনকে জ্ঞান প্রদান।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-শ্রীমদ্ভাগবত গীতাপর্ব-1pdf
Related