লোকসভা নির্বাচন-2024:Lokshabha Elections-2024

আজ “লোকসভা নির্বাচন-2024:Lokshabha Elections-2024“থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) 2024 সালের লোকসভা নির্বাচন কত তম নির্বাচন?
* Answer :-18 তম।

2) 2024 সালের লোকসভা নির্বাচন কে পরিচালনা করেছেন?
* Answer :-ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)।

3) 2024 সালের লোকসভা ভোটে নির্বাচন কমিশনার কে কে ছিলেন?
* Answer :-শ্রী রাজীব কুমার(প্রধান), শ্রী  জ্ঞানেশ কুমার এবং ডক্টর সুখবির সিং সাধু।

4) 2024 সালে লোকসভা নির্বাচন কয়টি ধাপে সম্পন্ন হয়েছে?
*Answer :-7 টি – 19 শে এপ্রিল(102 টি আসনে), 26 শে এপ্রিল(88 টি আসনে), 7 ই মে(94টি আসনে) ,13 ই মে(96টি আসনে) , 20 শে মে(49টি আসনে), 25 ই মে(58টি আসনে) এবং 1 লা জুন(57 টি আসনে) ।

5) 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কবে ঘোষণা হয়েছিল?
* Answer :-4 ই জুন 2024।

6) 2024 সালে লোকসভা নির্বাচনে মোট কয়টি আসনে নির্বাচন হয়েছিল?
* Answer :-543 টি আসনে।

7) 2024 সালের লোকসভা নির্বাচন কিসের মাধ্যমে হয়েছিল?
* Answer :-EVM (Electronic Voting Machine) সহ VVPAT (Voter Verifiable Paper Audit Trail) এর মাধ্যমে।

8) 2024 সালের লোকসভা নির্বাচনের মোট কত ভোটার  ছিল?
*Answer :-96 কোটি 88 লক্ষ (মে 2024)।

9) 2024 সালে লোকসভা নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছেন?
* Answer : – প্রায় 64 কোটি জন।

10) 2024 সালে লোকসভা নির্বাচনে মোট 7 দফা  মিলিয়ে কত শতাংশ ভোট করেছে?
* Answer :-66 শতাংশ।

11) প্রধানমন্ত্রী গঠনের জন্য মোট কত আসন বা সিটের প্রয়োজন হয়?
* Answer :-272 টি।

12) 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ(NDA)জোট মোট কত আসন জয়লাভ করেছেন?
* Answer :-293 টি।

13)NDA এর পুরো নাম কী?
* Answer :-National Democratic Alliance ( ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স)।

14)National Democratic Alliance কে কবে স্থাপন করেন?
Answer :-অটল বিহারি বাজপেয়ি ও লাল কৃষ্ণ আদবানি মিলিত হয়ে 1998 খ্রিস্টাব্দে ।

15) 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) মোট কত আসনে জয়লাভ করেছেন?
* Answer :-240 টি।

16) 2024 লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) মোট কত ভোট পেয়েছেন?
* Answer :-23 কোটি 60 লক্ষ(36.56%)।

17) 2024 লোকসভা নির্বাচনে I.N.D.I.A. জোট কত আসনে জয়লাভ করেছেন ?
* Answer :-234 টি আসনে।

18) 2024 লোকসভা নির্বাচনে “ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস” মোট কয়টি আসনে জয়লাভ করেছেন?
* Answer :-99 টি আসনে।

19)2024 লোকসভা নির্বাচনে “ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস” মোট কত ভোট পেয়েছেন?
* Answer :-13 কোটি 68 লক্ষ(21.19%)।

20) 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী প্রধান প্রধান দলগুলির নাম কী কী?
* Answer:- BJP(240টি), INC(99 টি), SP(37 টি), AITC (29 টি), DMK (22 টি), TDP (16), JDU (12 টি) প্রভৃতি।

21)BJP, 2024 লোকসভা নির্বাচনে 2019 লোকসভা নির্বাচন থেকে কত আসন কম পেয়েছেন?
* Answer :-63 টি ।

22) BJP 2019 সালের লোকসভা নির্বাচনে মোট কয়টি আসনে জয়লাভ করেছিলেন?
* Answer :-303 টি (37.36%)।

23) কংগ্রেস(INC), 2024 লোকসভা নির্বাচনে 2019 লোকসভা নির্বাচন থেকে কত আসন বেশি পেয়েছেন?
* Answer :-47 টি। মোট – 99 টি।

24) কংগ্রেস (INC) 2019 সালের লোকসভা নির্বাচনে মোট কয়টি আসনে জয়লাভ করেছিলেন?
* Answer :-52 টি (19.49%)।

25) I.N.D.I.A. এর পুরো নাম কী?
* Answer :-Indian National Developmental Inclusive Alliance (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালাইন্স)।

26) কবে I.N.D.I.A. জোট গঠিত হয়?
* Answer :- 17 জুলাই 2023 ।

27) I.N.D.I.A. জোটের প্রধান দলগুলির নাম কী কী?
* Answer :- INC, APP, AITC, SP, CPI,RJD, PDP প্রভৃতি।

28) I.N.D.I.A. জোটের আগের নাম কী ছিল?
* Answer :- UPA (United Progressive Alliance)।

29) 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গে কয়টি আসনে নির্বাচন হয়েছিল?
* Answer :-42 টি।

30) 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের ফলাফল কী হয়েছে?
* Answer :- 42 টি আসনে – তৃণমূল কংগ্রেস(AITC) – 29 টি আসন, BJP – 12 টি আসন এবং কংগ্রেস ( INC) – 1 টি আসন।

31) 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গে তৃণমূল কংগ্রেস মোট কত ভোট পেয়েছেন?
* Answer :- 2 কোটি 75 লক্ষ 64 হাজার 561 টি (45.76%) ।

32) 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গে বিজেপি(BJP) মোট কত ভোট পেয়েছেন?
* Answer :-2 কোটি 33 লক্ষ 27 হাজার 349 টি (38.73%)।

33) 2024 সালের লোকসভা নির্বাচনে  তৃণমূল কংগ্রেস ভারতের মোট কত ভোট পেয়েছেন?
* Answer :-2 কোটি 82 লক্ষ (4.37%)।

34)পশ্চিম বঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচনে সর্বাধিক রেকর্ড ভোটে কে জিতেছেন?
* Answer :- 21-Diamond Harbour থেকে অভিজিৎ ব্যানার্জি, – 7,10,930 ভোটে ( প্রাপ্ত ভোট – 10,48,230 টি )।

35) 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে মোট কয়টি আসনে নির্বাচন হয়েছিল?
* Answer :-80 টি (মোট আসন)।

36) 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ফলাফল কেমন হয়েছে?
* Answer :- প্রধানত – সমাজবাদী পার্টি-37 টি, BJP- 33 টি, কংগ্রেস-6 টি প্রভৃতি।

37) 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তর  প্রদেশে বিজেপি (BJP) মোট কত ভোট পেয়েছেন?
* Answer :-3 কোটি 62 লক্ষ (41.37%)।

38)2024 সালের লোকসভা নির্বাচনে উত্তর  প্রদেশে সমাজবাদী পার্টি মোট কত ভোট পেয়েছেন?
* Answer :- 2 কোটি 94 লক্ষ (33.59%)।

39) 2024 সালের লোকসভা নির্বাচনে গুজরাট রাজ্যের ফলাফল কেমন হয়েছে ?
* Answer :-26 টি আসনের মধ্যে 25 টি BJP এবং 1 টি আসন কংগ্রেস পেয়েছেন।

40) 2024 সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশ রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
* Answer :-29 টি আসনে 29 টিই BJP জয়লাভ করেছেন।

41) 2024 সালের লোকসভা নির্বাচনে ওড়িশা রাজ্যের ফলাফল কেমন হয়েছে ?
* Answer :- 21 টি আসনে BJP 20 টি এবং কংগ্রেস 1 টি আসনে জয়লাভ করেছেন।

42) 2024 সালের লোকসভা নির্বাচনে হরিয়ানা রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
*Answer :- 10 টি আসনে 5 টি BJP এবং 5 টি আসনে কংগ্রেস জয়লাভ করেছেন।

43) 2024 সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
* Answer :-48 টি আসনে মধ্যে প্রধানত – INC-13 টি, BJP-9 টি, SHSUBT- 9 টি, NCPSP – 8 টি , SHS-7 টি প্রভৃতি ।

44) 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তরাখণ্ড রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
* Answer :-5 টি আসনে মধ্যে বিজেপি(BJP) 5  টিই আসনে জয়লাভ করেছেন ।

45) 2024 সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশ রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
* Answer :-4 টি আসনে মধ্যে বিজেপি(BJP) 4 টিই আসনে জয়লাভ করেছেন।

46) 2024 সালের লোকসভা দিল্লি NCR এর ফলাফল কেমন হয়েছে?
* Answer :-7 টি আসনে মধ্যে বিজেপি(BJP) 7 টিই আসনে জয়লাভ করেছেন।

47) 2024 সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
* Answer :-2 টি আসনে মধ্যে বিজেপি(BJP) 2 টিই জয়লাভ করেছেন।

48) 2024 সালের লোকসভা নির্বাচনে ছত্তিশগড় রাজ্যের ফলাফল কেমন হয়েছে?
* Answer :-11 টি আসনে মধ্যে বিজেপি(BJP) 10 টিই আসনে জয়লাভ করেছেন এবং 1 টি অন্য দল ।

49) NDA জোটের দলনেতা কাকে নির্বাচন করা হয়েছে?
* Answer :- নরেন্দ্র মোদীকে।

50) 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী  NDA জোটের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী কত বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে রাষ্ট্রপতি কাছে আবেদন করেছিলেন?
* Answer :- তৃতীয় বারের জন্য। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-লোকসভা নির্বাচন-2024pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!