রামায়ণ মহাকাব্য

আজ “রামায়ণ মহাকাব্য” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) “রামায়ণ” মহাকাব্যটি কে রচনা করেন?
* Answer :-মহাকবি বাল্মিকী।

2) রামায়ণ মহাকাব্যটিতে কয়টি কান্ড বা অধ্যায় আছে?
* Answer :-সাতটি কান্ড আছে।

3) রামায়ণের সাতটি কাণ্ডের নাম কী কী?
* Answer :- ১)আদিকাণ্ড, ২)অযোধ্যাকান্ড ৩)অরণ্যকাণ্ড , ৪) কিস্কিন্ধাকান্ড , ৫)সুন্দরকান্ড, ৬)লঙ্কাকান্ড এবং ৭) উত্তরকান্ড।

4) শ্রীরামচন্দ্রকে কার অবতার বলে ধরা হয়?
*Answer :-শ্রীবিষ্ণুর অবতার।

5) মহর্ষি বাল্মিকীর প্রকৃত নাম কী ছিল?
* Answer :-রত্নাকর।

6) মহর্ষি বাল্মিকি প্রথম জীবনের পেশা কি ছিল?
* Answer :-দস্যু অর্থাৎ চুরি-ডাকাতি করা।

7) কে মহর্ষি বাল্মিকীর জীবনে পরিবর্তন আনেন?
* Answer :-  ঋষি নারদ মনি।

8) রামায়ণ মহাকাব্যটিতে মোট কয়টি সর্গ আছে?
*Answer :-661 টি।

9) রামায়ণ মহাকাব্যটিতে মোট কয়টি শ্লোক আছে?
* Answer : -24,000 শ্লোক আছে।

10) রামায়ণ মহাকাব্যটিতে প্রায় কয়টি শব্দ আছে?
* Answer :- প্রায় 4,80,000 শব্দ।

11) বালকাণ্ড কাকে বলা হয়?
* Answer :-রামায়ণের প্রথম কান্ড আদিকাণ্ডকেই বালকাণ্ড বলা হয়।

12) শ্রীরামচন্দ্রের পিতার নাম কি ছিল?
* Answer :-অযোধ্যার রাজা দশরথ।

13) রাজা দশরথের কয়টি রানী ছিল ও কে কে?
* Answer :- তিনটি, যথা- রানি কৌশল্যা দেবী, রানী কৈকেয়ী দেবী ও রানী সুমিত্রা দেবী।

14) রামচন্দ্রের মায়ের নাম কি ছিল?
* Answer :- রাজা দশরথের বড় রানী কৌশল্যা দেবী।

15) রানী কৈকেয়ীর পুত্রের নাম কি?
* Answer :- একমাত্র পুত্র ভরত।

16) ছোট রানী সুমিত্রার পুত্রের নাম কী  কী ছিল?
* Answer :-দুটি পুত্র , লক্ষণ ও শত্রুঘ্ন।

17) শ্রীরামচন্দ্র ও লক্ষণ কার আশ্রম রক্ষার জন্য গিয়েছিলেন?
* Answer :- ঋষি বিশ্বামিত্র।

18) ঋষি বিশ্বমিত্রর আশ্রমে শ্রীরামচন্দ্র ও লক্ষণ কোন কোন রাক্ষস বধ করেন?
* Answer :-শ্রীরামচন্দ্র তাড়কা রাক্ষস বধ করেন এবং শ্রী লক্ষণ সুবাহু রাক্ষস কে বধ করেন।

19) মাতা সীতা কে ছিলেন?
* Answer :-মিথিলার রাজা জনকের কন্যা।

20) কোন শর্তে শ্রীরামচন্দ্রের সঙ্গে মাতা সীতার বিবাহ হয়েছিল?
* Answer:- মিথিলায় অবস্থিত হরধনু ভঙ্গের ক্ষমতা ও বলের জন্য।

21) কে মিথিলার হরধনুভঙ্গের অনুষ্ঠানে শ্রীরামচন্দ্র ও লক্ষণকে নিয়ে গিয়েছিলেন?
* Answer :-ঋষি বিশ্বমিত্র।

22) রাজা দশরথের চার পুত্রের কার কার সঙ্গে বিবাহ হয়েছিল?
* Answer :-শ্রী রামচন্দ্র সঙ্গে মাতা সীতার, লক্ষণের সঙ্গে তার বোন উর্মিলার, ভারতের সঙ্গে মান্ডবী এবং  শত্রুঘ্ন সঙ্গে শ্রুতকীর্তির।

23) সীতা মাতার মায়ের নাম কি ছিল?
* Answer :-মায়ের নাম ভূমি ও পালিত মাতার নাম সুনয়ন।

24) গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে কে উদ্ধার করেন?
* Answer :-শ্রী রামচন্দ্র।

25) মেজরানী কৈকেয়ী রাজা দশরথের কাছ থেকে কি বর বা আশীর্বাদ বা প্রতিশ্রুতি দাবী করেছিলেন?
* Answer :-দুটি, প্রথমত:- শ্রীরামচন্দ্রের 14 বছরে বনবাস এবং দ্বিতীয়ত:-অযোধ্যার রাজা হিসেবে  ভরতের সিংহাসনে আরোহন।

26) শ্রীরামচন্দ্র বনবাসের সময় কে কে সঙ্গে ছিলেন?
* Answer :-শ্রীরামচন্দ্রের  স্ত্রী মাতা সীতা এবং তার ভাই লক্ষণ।

27) অযোধ্যার রাজা দশরথের কেন মৃত্যু হয়েছিল?
* Answer :- পুত্র শ্রীরামচন্দ্রের বনবাসের  পুত্রশোকে।

28) পঞ্চবটি বনে লক্ষণ সূর্পণখার নাক কেটেছিল কেন?
* Answer :-লক্ষণকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য।

29) রামায়ণে অরণ্যকাণ্ডে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কোনটি?
* Answer :-পঞ্চবটি বনে ভিক্ষুক বেশে লঙ্কাপতি রাবণ দ্বারা সীতাকে  হরণ করা।

30) পঞ্চবটি বনে রাবণ কাকে স্বর্ণমৃগ সাজিয়ে পাঠিয়েছিলেন ?
* Answer :- মারীচকে।

31) সীতা মাতা যে হরণ হয়েছিল রাবণের দ্বারা সেটি শ্রীরামচন্দ্র কিভাবে জানতে পেরেছেন?
* Answer :-জটায়ু পাখির দ্বারা।

32) শ্রীরামচন্দ্র বালিকে বধ করে কাকে কিস্কিন্ধার রাজা করেছিলেন?
* Answer :- সুগ্রীবকে।

33) শ্রী রামচন্দ্র বালিকে বধ করেছেন কেন?
* Answer :-সমগ্র বানরকূল কে রক্ষা করার জন্য।

34) কিস্কিন্ধাকান্ডের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কী?
* Answer :-কিস্কিন্ধায়  শ্রীরামচন্দ্রের সঙ্গে  হনুমানের সাক্ষাৎ।

35) সুন্দরকাণ্ডে উল্লেখযোগ্য ঘটনা কোনটি ?
* Answer :-হনুমান দ্বারা অশোকবনে সীতা মায়ের দর্শন , শ্রীরামচন্দ্রের অঙ্গুরী প্রদান এবং ফিরে আসার সময় লেজের দ্বারা লঙ্কায় আগুন লাগানো।

36) শ্রীরামচন্দ্র কার সাহায্যে রাম সেতু তৈরি করেছিলেন?
* Answer :-বিশ্বকর্মার পুত্র নল, অগ্নিদেবের পুত্র নীল, অঙ্গদ, জাম্বুবান ও বানর সেনার সাহায্যে।

37) শ্রীরামচন্দ্র এর দূত হয়ে রাজা রাবণ এর কাছে কে গিয়েছিলেন?
* Answer :- অঙ্গদ।

38) অঙ্গদ কে ছিলেন?
* Answer :-কিস্কিন্ধার রাজা বালির পুত্র।

39) রাবণের স্ত্রীর নাম কী ছিল?
* Answer :-মন্দোদরী।

40) রাবণের আর দুই ভাইয়ের নাম কি ছিল?
* Answer :-কুম্ভকর্ণ ও বিভীষণ।

41) বিভীষণ কোন পক্ষ নিয়েছিল?
* Answer :-সত্য,ন্যায় ও ধর্ম স্থাপনকারী শ্রীরামচন্দ্রের পক্ষে।

42) লক্ষণকে কে শক্তিশেল মেরেছিলেন?
*Answer :-রাবণ পুত্র মেঘনাথ।

43) হনুমান হিমালয় থেকে কোন পর্বত লঙ্কায় নিয়ে গিয়েছিলেন?
* Answer :-গন্ধমাদন পর্বত।

44) কুম্ভকর্ণকে কে বধ করেছেন?
* Answer :-শ্রী রামচন্দ্র।

45) দশানন কাকে বলা হয়?
* Answer :-রাবণকে। দশটি মুখমন্ডল থাকার জন্য।

46) রাবণকে কে বধ করেছিলেন?
* Answer :- ঘোরতর যুদ্ধের শেষে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন।

47) শ্রীরামচন্দ্র লঙ্কায় নতুন রাজা কাকে  করেছিলেন?
* Answer :- রাবণের ভাই বিভীষণকে।

48) শ্রীরাম ও মাতা সীতা কত বছর পর কিসের মাধ্যমে অযোধ্যায় আছেন?
* Answer :-14 বছর পর পুষ্পক রথে।

49) শ্রীরামচন্দ্রের পুত্রের নাম কী?
* Answer :- লব ও কুশ।

50) শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কে ধরেছিলেন?
* Answer :-লব ও কুশ। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-রামায়ণ মহাকাব্য

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!