আজ ‘মোবাইলের ইতিহাস-History of Mobile‘ নিয়ে 50 টি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল –
1) মোবাইল ফোন কে আবিষ্কার করেন ?
* Answer:- মার্টিন কুপার (Martin Cooper)।
2) কবে কোথায় মোবাইল ফোন আবিষ্কৃত হয় ?
* Answer :- 3 রা এপ্রিল 1973 সালে আমেরিকার নিউইয়র্ক শহরে ।
3) কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন তৈরী করেছেন ?
* Answer :- মটোরোলা (Motorola) ।
4) SIM এর পুরো নাম কী ?
* Answer :- SUSCRIBER IDENTITY MODULE ( সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল ) ।
5) SIM কারা ও কবে আবিষ্কার করেন ?
* Answer :- রেডিওলিঞ্জা কোম্পানি , 1991 সালে ।
6) কে কবে টেলিফোন আবিস্কার করেন ?
* Answer :- আলেকজান্ডার গ্রাহাম বেল 1876-77 সালে ।
7) SMS এর পুরো নাম কি ?
* Answer :- SHORT MESSAGE SERVICE ( শর্ট ম্যাসেজ সার্ভিস )।
8) বিশ্বের প্রথম মোবাইল ফোনের নাম কি ?
* Answer :- Motorola Dyna TAC 8000X ।
9) মোবাইল ফোনের জনক কাকে বলা হয় ?
* Answer :- মার্টিন কুপার (Martin Cooper)।
10) ভারতে কে কবে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন ?
* Answer :- 21 শে জুলাই 1995 সালে , পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ।
11) ভারতের প্রথম মোবাইল ফোন কোনটি ?
* Answer :- Nokia Ringo ( নোকিয়া রিঙ্গো ) , 1995 সালে ।
12) IMEI এর পুরো নাম কি ?
* Answer :- International Mobile Equipment Identity ( ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ) ।
13) মোবাইল ফোনের ব্যাটারি কি দিয়ে তৈরী করা হয় ?
* Answer :- Lithium-ion ( লিথিয়ম-আয়ন ) এর ব্যাটারি দিয়ে ।
14) কবে কোথায় প্রথম এক ব্যক্তি থেকে অন্য এক ব্যক্তিকে SMS পাঠানো হয় ?
* Answer :- 1993 সালে ফিনল্যান্ডে ।
15) LTE এর পুরো নাম কি ?
* Answer :- Long Term Evolution ( লং টার্ম ইভোল্যুশন )।
16) GSM পুরো নাম কি ?
* Answer :-Global System for Mobile Communication ( গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন )।
17) USB এর পুরো নাম কি ?
* Answer :-Universal Serial Bus ( ইউনিভার্সাল সিরিয়াল বাস )।
18) APN এর পুরো নাম কি ?
* Answer :- Access Point Name ( এক্সেস পয়েন্ট নেম ) ।
19) 1G কি ?
* Answer :- মোবাইল ফোনের প্রথম প্রজন্মকে 1G ( First Generation) বলা হয় । শুধু মাত্র কল ( Call ) বা ফোন করা যেত ।
20) প্রথম প্রজন্মের মোবাইল ফোন ব্যবসায়িক ভাবে কোন দেশে চালু হয় ?
* Answer :- জাপানে Nippon Telephone and Telegraph Company ( নিপ্পন টেলিফোন এন্ড টেলিগ্রাফ কোম্পানি ) দ্বারা (1979 সালে ) ।
21) 2G কি ?
* Answer :- Second Generation of Mobile Communication System (সেকেন্ড জেনারেশন অফ মোবাইল কমিউনিকেশন সিস্টেম), যেটি 1990 পরে আসে ।
22) CDMA পুরো নাম কি ?
* Answer :- Code Division Multiple Access ( কোড ডিভিশন মাল্টিপল এক্সেস ) ।
23) 2G কাজ কি ভাবে করে ?
* Answer :- কল (Call ) সহ SMS ও EMAIL পাঠনোর মাধ্যমে ।
24) 3G কি ?
* Answer :- Third Generation of Mobile Communication System ( থার্ড জেনারেশন অফ মোবাইল কমিউনিকেশন সিস্টেম), 2001 সালে শুরু হয় ।
25) 3G তে কোন কোন নতুন সুবিধা পাওয়া গিয়েছিল ?
* Answer :- Multimedia Chat(মাল্টিপল চার্ট), Email(ইমেল), Video Calling (ভিডিও কলিং), Games(গেমস), Social Media (সোশাল মিডিয়া), Healthcare(হেল্থ কেয়ার), Security ( সিক্যুরিটি ) , More Users(মোর ইউজার),Mobile App Support(মোবাইল অ্যাপ সাপোর্ট),Location Tracking and Maps(লোকেশন ট্র্যাকিং এন্ড ম্যাপস) প্রভৃতি ।
26) 4G কি ?
* Answer – Fourth Generation of Mobile Communication System ( ফোর্থ জেনারেশন অফ মোবাইল কমিউনিকেশন সিস্টেম ), 2010 সাল থেকে শুরু হয় ।
27) 4G তে আর কোন কোন সুবিধা যুক্ত করা হয় ?
* Answer :- 3G এর সমস্ত সুবিধা সহ Higher data rate up to 1 Gbps , High-Definition Video Streaming and Gaming, Voice over LTE network VoLTE , আরো বেশি Speed , আরো বেশি ডাটা ফিকোয়েন্সি প্রভৃতি ।
28) 5G কি ?
* Answer :- Fifth Generation of Mobile Communication System ( ফিফথ জেনারেশন অফ মোবাইল কমিউনিকেশন সিস্টেম ) , 2019 সালে শুরু হয় ।
29) 5G কি ভাবে কাজ করে ?
* Answer :- 3G ও 4G থেকে আরো উন্নত মানের পরিষেবা , Ultra-fast Mobile internet up to 10 Gbps , Low latency in Milliseconds , Total Cost Deduction for Data Higher Security , Reliable Network ,Uses Technologies , Improve Efficiency সহ আরো প্রভৃতি ।
30) ‘5G’কে কি বলা হয় ?
* Answer :- HSDPA (High-Speed Downlink Packet Access) ।
31) ভারতে কোন কোন নেটওয়ার্ক বর্তমানের চালু আছে ?
* Answer :- 2G, 3G, 4G এবং 5G ।
32) কবে ভারতে 5G পরিষেবা চালু হয় ?
* Answer :- October 2022 সালে ,ভারতী Airtel এর মাধ্যমে ।
34) কোন কোন দেশ 6G ( Six Generation ) মতো পরিষেবা দিতে প্রস্তুত আছে ?
* Answer :- জাপান, আমেরিকা ( USA), দক্ষিণ কোরিয়া, চিন, জার্মানি, ভারত প্রভৃতি দেশে ।
35) G অর্থাৎ Generation (প্রজন্ম) কত বছর পর পর পরিবর্তন হচ্ছে ?
* Answer :- 10 বছর পর পর ।
36) 6G পরিষেবা কবে আসতে পারে ?
* Answer :- 2029-2030 সালে ।
37) 7G বা 8G মোবাইল নেটওয়ার্ক পরিষেবা এখন কি কোন দেশে চালু আছে ?
* Answer:- না । নরওয়ে, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড , USA প্রভৃতি দেশে G ফ্যাক্টর করে না , তাদের নেটওয়ার্কে স্পিড বেশ ভালো ।
38) 7G বা 8G কেমন হবে ?
* Answer :- কল্পনার বাইরে, আরো উন্নত মানের পরিষেবা যা 2039-40 সালে 7G এবং 2049-50 সালে 8G আসতে পারে ।
39) বর্তমানে কোন কোন সংস্থা ভারতে 5G পরিষেবা দিচ্ছে ?
* Answer :- Airtel , Vodafone, Jio প্রভৃতি ।
40) ‘G অর্থাৎ Generation (প্রজন্ম)’ এর কোন বছরকে প্রথমিক বেস ধরা হয় ?
* Answer :- 1979 -1980 সালকে ।
41) VoLTE এর পুরো নাম কি ?
* Answer :- Voice over Long Term Evolution ( ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন ) ।
42) ভারতে কোন সংস্থা প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করেন ?
* Answer :- 1995 সালে 15 আগস্ট VSNL ( Videsh Sanchar Nigam Limited) সংস্থা ।
43) ভারতের ইন্টারনেটের জনক কাকে বলা হয় ?
* Answer :- ব্রজেন্দ্র কুমার সাঙ্গল (Brijendra Kumar Syngal) কে ।
44) MNP পুরো নাম কি ?
* Answer :- Mobile Number Portability ( মোবাইল নম্বর পোর্টেবিলিটি ) ।
45) কোন সংস্থা ভারতে মোবাইল নেটওয়ার্ক পরিষেবায় বিপ্লব বা ব্যাপক পরিবর্তন এনেছে ?
* Answer – 2016 সালে Jio (Reliance Communications) ।
46) কবে Landline Telephone ভারতে আসে ?
* Answer :- ব্রিটিশ আমলের ভারতে 28 শে জানুয়ারি 1882 সালে ।
47) ভরতের প্রথম ক্যামেরা ফোন কোনটি ?
* Answer :- Nokia 7650 ।
48) নোকিয়ার প্রথম স্মার্টফোন বা মোবাইলফোন কোন টি ছিল ?
* Answer :- Nokia 9000 (1996 সালে ) ।
49) ভরতের প্রথম Touch Screen Mobile Phone কোনটি ?
* Answer :- Nokia 7710 ( 2002 সালে ) ।
50) ভারতের প্রথম গুগল Android Smartphone কোন টি ?
* Answer :- HTC Dream ( 2008 সালে ) ।
Cont…..
প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।
* Thank you , Visit Again *
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – 1 mb
File Name – মোবাইলের ইতিহাস-History of Mobile
Total Questions and Answers – 50
Download link below –