আজ “ভৌত বিজ্ঞান – রসায়ন বিভাগ,পর্ব – প্রথম ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল –
1) বিশ্বের মধ্যে সবচেয়ে সাধারণ মৌল কোনটি ?
* Answer :- হাইড্রোজেন ।
2) বিশ্বে সবথেকে বিরল মৌল উপাদান কোনটি ?
* Answer :- রেডন।
3) প্রকৃতিতে পাওয়া যায় এমন সবথেকে হাল্কা মৌল কোনটি ?
* Answer :- হাইড্রোজেন ।
4) প্রকৃতিতে পাওয়া যায় এমন সবথেকে জটিল মৌল কোনটি ?
* Answer :- ইউরেনিয়াম ।
5) বিশ্বে কোন গ্যাসকে ভারী গ্যাস বলা হয় ?
* Answer :- রেডন কে ।
6) পৃথিবীতে সবচেয়ে হাল্কা গ্যাসের নাম কী ?
* Answer :- হাইড্রোজেন।
7) সাধারনত অবস্থায় তরল থাকে এমন অধাতু পদার্থের নাম কী?
* Answer :- ব্রোমিন ।
8) প্রেসার কুকার তৈরী করতে কোন ধাতু ব্যবহৃত হয় ?
* Answer :- মাগনালিয়াম।
9) গ্রীন ভিক্ট্রিওয়েলের রাসায়নিক নাম কী?
* Answer :- আয়রন সালফেট বা ফেরাস সালফেট ।
10) ভিটামিন সি (C) তে কোন অ্যাসিড পাওয়া যায় ?
* Answer :-অ্যাসকরবিক অ্যাসিড।
11) অল্প অজ্ঞান করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
* Answer :- লাফিং গ্যাস ।
12) একটি তরল ধাতুর নাম কী ?
* Answer :- পারদ ।
13) কোন পদার্থটি একটি নির্দিষ্ট আকারে পাওয়া যায় না?
* Answer :- নেপচুনিয়াম।
14) সবচেয়ে নমনীয়(নরম) ধাতু কোনটি ?
* Answer :- সোনা ।
15) পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু করে কোনটি ?
* Answer – ইউরেনিয়াম ।
16) সবচেয়ে হালকা বিশুদ্ধ ধাতু কোনটি ?
* Answer :- লিথিয়াম।
17) আমাদের পৃথিবীতে কোন ধাতু সবচেয়ে বেশি বিক্রিয়াশীল?
* Answer :- ক্ষার ধাতু , যেমন-লিথিয়াম , সোডিয়াম প্রভৃতি ।
18) পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থের নাম কী ?
* Answer :- হীরা ।
19) হীরা কী দ্বারা গঠিত এবং কী জাতীয় পদার্থ ?
* Answer :- কার্বন দ্বারা গঠিত এবং অধাতু পদার্থ ।
20 ) পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
* Answer :- A) ক্যালিফর্নিয়াম, B )প্লাটিনাম ।
21) পৃথিবীর সবচেয়ে কঠিন ধাতুর নাম কি?
* Answer :- টাংস্টেন ।
22) বিশ্বের একটি উজ্জ্বল অ-ধাতু নাম কী ?
* Answer :- আয়োডিন।
23) একটি ধাতুকল্পের নাম কী ?
* Answer :- আর্সেনিক ।
24) ) মার্শ গ্যাসের প্রধান উপাদান কী?
* Answer :- মিথেন ।
25) লোহায় মরিচা পরলে কী তৈরী হয় ?
* Answer :- ফেরিক অক্সাইড ।
26) বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
* Answer :- নাইট্রোজেন গ্যাস ।
27) ধাতু সাধারনত কোন ধর্মের হয় ?
* Answer :- ক্ষারীয় ধর্মের।
28) কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম কী কী ?
* Answer :- রেডন, রেডিয়াম, ইউরেনিয়াম প্রভৃতি ।
29) রাতের অন্ধকারে কোন মৌলটি উজ্জ্বল ভাবে জ্বলে ওঠে?
* Answer :- রেডিয়াম।
30) ক্যান্সার চিকিৎসা কোন মৌলটি ব্যবহার করা হয় ?
* Answer :- তেজস্ক্রিয় কোবাল্ট ।
31) মুদ্রা অর্থাৎ কয়েন তৈরী করতে কোন ধাতুর ব্যবহার করা হয় ?
* Answer :- তামা (Cu)।
32) কে হাইড্রোজেন “দুষ্ট মৌল” বলেছেন ?
* Answer :- মেন্ডেলিভ ।
33) আধুনিক পার্যায় সরণি কে কবে প্রস্তুত করেন ?
* Answer :- বিজ্ঞানী বোর 1926 খ্রিষ্টাব্দে।
34) পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?
* Answer :- 7 টি পর্যায় এবং 18 টি শ্রেণি আছে ।
35) হ্যালোজেন মৌল কাদের বলা হয় ?
* Answer :- ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও অ্যাস্টাটিন – এই পাঁচটি মৌলকে হ্যালোজেন মৌল বলা হয়।
36) সন্ধিগত মৌল কাকে বলে ?
* Answer :- একাধিক যোগ্যতা যুক্ত মৌল গুলিকে সন্ধিগত মৌল বলা হয় । যেমন – পঞ্চম পর্যায়ের মৌল।
37) কাকে সুপার হ্যালোজেন মৌল বলা হয় ?
* Answer :- ফ্লোরিন কে ।
38) নোবেল গ্যাস কাদের বলা হয় ?
* Answer :- হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন প্রভৃতি গ্যাসকে নোবেল গ্যাস বলা হয় ।
39) দ্বৈত সূত্র কোন গ্যাস নির্ণয়ে ব্যবহার করা হয়?
* Answer :- হিলিয়াম ।
40) অষ্টক সূত্র কোন গ্যাসের ক্ষেত্র বিন্যাস লাভ করে ?
* Answer :- নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস ।
41) আধুনিক অণুর গঠন মডেল কে প্রকাশ করেন ?
* Answer :- জি এন লুইস (G.N. Lewis) ।
42) অণুর গঠন কী ভাবে প্রকাশ করা হয় ?
* Answer :- ইলেকট্রন গুলিকে Dot বিন্দু ও Cross চিহ্ন দ্বারা এবং মৌলের চিহ্নের দ্বারা নিউক্লিয়াসকে।
43) হাইড্রোজেন (H2) অণুর গঠন কী ভাবে প্রকাশ করা হয় ?
* Answer :- দুটি H – পরমাণুর প্রত্যেকটি 1 করে ইলেকট্রন দ্বারা গঠিত হয়ে 1 জোড়া ইলেকট্রন গঠন করে ।
44) ইউরেনিয়ামের প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত ?
* Answer :- প্রোটন সংখ্যা – 92টি, ইলেকট্রন সংখ্যা – 92 টি এবং নিউট্রন সংখ্যা – 146 টি ।
45) অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ?
* Answer :- 8 ।
46) অক্সিজেনের যোজ্যতা কত ?
* Answer :- 2 ।
47) অক্সিজেনের আপেক্ষিক পারমানবিক ভর কত ?
* Answer :- 15.999 ।
48) ভর হিসেব জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত ?
* Answer :- 1:8 ।
49) নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা কত ?
* Answer :- 7 ।
50) হাইড্রোজেনের আপেক্ষিক পারমানবিক ভর কত ?
* Answer :- 1.008 ।
Cont….
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ।
প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন ।
*Thank you, Visit Again*
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name –
Total Questions and Answers – 50
Download link below –
Download Now-ভৌত বিজ্ঞান – রসায়ন বিভাগ,পর্ব – প্রথম pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE