আজ “ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় উল্লেখযোগ্য বিভিন্ন সংস্থা ও ব্যক্তিত্ব” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) বাংলায় প্রথম ছাপাখানা কে তৈরি করেন?
* Answer :-স্যার অ্যান্ড্রুজ সাহেব।
2) স্যার অ্যান্ড্রুজ সাহেব কবে প্রথম বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
* Answer :-1778 খ্রিস্টাব্দে।
3) “ছাপাখানার জনক” কাকে বলা হয়?
* Answer :-জার্মানির জোহানেস গুটেনবার্গকে।
4) ভারতে কবে কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল?
*Answer :-1556 খ্রিস্টাব্দে গোয়াতে।
5) ভারতের গোয়াতে প্রথম কারা ছাপাখানা স্থাপন করেন?
* Answer :- পোর্তুগিজরা।
6) “বাংলার গুটেনবার্গ” কাকে বলা হয়?
* Answer :-চার্লস উইলকিন্সকে।
7) ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?
* Answer :- হিকিজ বেঙ্গল গেজেট।
8) বাংলা অক্ষরের নকশা কে প্রস্তুত করেন?
*Answer :-পঞ্চানন কর্মকার।
9) বাংলায় কোথায় ছাপাখানা কেন্দ্রের বিকাশ ঘটে?
* Answer : -শ্রীরামপুরে।
10) “শ্রীরামপুর ত্রয়ী” কাদের বলা হয়?
* Answer :-উইলিয়াম কেরী,উইলিয়াম ওয়ার্ড ও মার্শম্যানকে।
11) “ক্যালকাটা স্কুল বুক সোসাইটি” কে তৈরি করেন?
* Answer :-ডেভিড হেয়ার।
12) “ক্যালকাটা স্কুল বুক সোসাইটি” কবে প্রতিষ্ঠিত হয়?
* Answer :-1817 খ্রিস্টাব্দে।
13) “বর্ণপরিচয়” কে রচনা করেন?
* Answer :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
14)”বাংলার বিশ্বকর্মা” কাকে বলা হয়?
* Answer :-রাজেন্দ্রনাথ মুখার্জীকে।
15) “প্রাচ্যের অক্সফোর্ড” কোন কলেজকে বলা হত?
* Answer :-ফোর্ট উইলিয়াম কলেজকে।
16) “সংস্কৃত যন্ত্র” নামে ছাপাখানা কে স্থাপন করেন?
* Answer :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
17) “ভারতের বেকন” কাকে বলা হয়?
* Answer :-অক্ষয়কুমার দত্তকে।
18) “বসু বিজ্ঞান মন্দির” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-জগদীশচন্দ্র বসু।
19)”বসু বিজ্ঞান মন্দির” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
* Answer :-1917 খ্রিস্টাব্দে কলকাতায়।
20) “রমন এফেক্ট’ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান?
* Answer:-চন্দ্রশেখর ভেঙ্কট রমন (সি ভি রমন)।
21) সি ভি রমন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
* Answer :-পদার্থবিদ্যায়।
22) সি ভি রমন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
* Answer :- 1930 খ্রিস্টাব্দে।
23) “জাতীয় শিক্ষা পরিষদ” কবে গঠিত হয়েছিল?
* Answer :-1906 খ্রিস্টাব্দে।
24) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট(BTI) কবে স্থাপিত হয়েছিল?
* Answer :-11 ই মার্চ 1906 খ্রিস্টাব্দে।
25) শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-কর্নেল রবার্ট কিড।
26) শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়?
* Answer :-1787 খ্রিস্টাব্দে।
27) “বেঙ্গল কেমিক্যালস” কে প্রতিষ্ঠা করেন?
* Answer :-আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
28) “বেঙ্গল কেমিক্যালস” কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-12 ই এপ্রিল 1901 খ্রিস্টাব্দে।
29) “ভারতীয় বিজ্ঞান চর্চার জনক” কাকে বলা হয়?
* Answer :-ডা. মহেন্দ্রলাল সরকারকে।
30) “গোলদিঘির গোলামখানা” বলে কাকে ব্যঙ্গ করা হত?
* Answer :-কলকাতা বিশ্ববিদ্যালয়কে।
31) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
* Answer :-কলকাতা বিশ্ববিদ্যালয়।
32) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
* Answer :-1857 খ্রিস্টাব্দে।
33) “হাফটোন ব্লক প্রিন্টিং পদ্ধতি” কে আবিষ্কার করেন?
* Answer :-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, 1895 খ্রিস্টাব্দে।
34) “ক্রেস্কোগ্রাফ” যন্ত্র কে আবিষ্কার করেন?
* Answer :-জগদীশচন্দ্র বসু।
35) বিখ্যাত গ্রন্থ “অব্যক্ত” কে রচনা করেন?
* Answer :-জগদীশচন্দ্র বসু।
36) শান্তিনিকেতন কে কবে প্রতিষ্ঠা করেন?
* Answer :-দেবেন্দ্রনাথ ঠাকুর, 1863 খ্রিস্টাব্দে ।
37) রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন?
* Answer :- ব্রহ্মচর্যাশ্রম।
38) রবীন্দ্রনাথ ঠাকুর “ব্রহ্মচর্যাশ্রম” কবে প্রতিষ্ঠা করেন?
* Answer :-22 শে ডিসেম্বর 1901 খ্রিস্টাব্দে ।
39) রবীন্দ্রনাথ ঠাকুর “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়” কবে প্রতিষ্ঠা করেন?
* Answer :-1921 খ্রিস্টাব্দে।
40) “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়”কে ইউনেস্কো কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন?
* Answer :- 2023 সালে।
41) “শিক্ষার হেরফের” প্রবন্ধ কে রচনা করেন?
* Answer :-রবীন্দ্রনাথ ঠাকুর।
42) রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল কবে পেয়েছিলেন?
*Answer :-1913 খ্রিস্টাব্দে।
43) রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন সাহিত্যে সৃষ্টির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল?
* Answer :-“গীতাঞ্জলি”।
44) বিশ্বভারতীকে কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়?
* Answer :-1951 খ্রিস্টাব্দে।
45) “গোরা” উপন্যাস কে রচনা করেন?
* Answer :-রবীন্দ্রনাথ ঠাকুর।
46) “আনন্দমঠ” উপন্যাস কে রচনা করেন?
* Answer :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
47)”ভারতমাতা” চিত্রটি কে অঙ্কন করেন?
* Answer :-অবনীন্দ্রনাথ ঠাকুর।
48)”বর্তমান ভারত” কে রচনা করেন?
* Answer :-স্বামী বিবেকানন্দ।
49) “হিন্দুমেলা” কে প্রতিষ্ঠিত করেন?
* Answer :-নবগোপাল মিত্র।
50) কে কবে প্রথম “শ্রীমদ্ভগবত গীতা” ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন?
* Answer :-চার্লস উইলকিন্স,1785 খ্রিস্টাব্দে ।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below -Download Now-Download Now-ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় উল্লেখযোগ্য বিভিন্ন সংস্থা ও ব্যক্তিত্ব pdf (1)
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE