আজ “ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী পদ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1)ভারতের প্রকৃত শাসক কাকে বলা হয়?
* Answer :- প্রধানমন্ত্রীকে।
2) সাধারণত ভারতের প্রধানমন্ত্রীর মেয়াদ কত?
* Answer :-5 বছর।
3) ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী নিয়োগ করেন?
* Answer :-75 নম্বর ধারা অনুযায়ী।
4)ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় প্রধানমন্ত্রীর গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে?
*Answer :-74,75, 78 ও 366 ধারায় ।
5)ভারতীয় প্রধানমন্ত্রী পদটি কার দ্বারা সৃষ্টি হয়েছে?
* Answer :-ভারতীয় সংবিধান দ্বারা।
6) ভারতীয় প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন?
* Answer :-30 বছর বয়স ।
7) দেশের প্রধান মুখ কাকে বলা হয়?
* Answer :-প্রধানমন্ত্রীকে।
8) ভারতীয় কেন্দ্রের সরকারের প্রধান কাকে বলা হয়?
*Answer :-প্রধানমন্ত্রীকে।
9) ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন?
* Answer : -রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
10) প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন?
* Answer :-দেশের জনগণ এবং প্রধানত ভারতের সংসদে।
11) কেন্দ্রীয় মন্ত্রিসভা কার সুপারিশে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান?
* Answer :-প্রধানমন্ত্রীর সুপারিশে।
12) কার সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রীসভা ভেঙে যেতে পারে?
* Answer :-প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির দ্বারা।
13) কোন ভোটের দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়?
* Answer :-লোকসভা নির্বাচন দ্বারা।
14) সাধারণত কাকে প্রধানমন্ত্রী করা হয়?
* Answer :-লোকসভা ভোটে নির্বাচিত দলের সংখ্যাগরিষ্ঠ প্রধান নেতা কে।
15) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি?
* Answer :-লোকসভা।
16) কোন ভারতীয় ব্যক্তি উভয় সংসদের সদস্য না হয়েও (অর্থাৎ ভোটে না জিতেও) প্রধানমন্ত্রী হতে পারেন কি?
* Answer :-হ্যাঁ, হতে পারেন।
17) সংসদের সদস্য না হয়েও কতদিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন?
* Answer :-সর্বোচ্চ ছয় (6) মাসের জন্য। পাঁচ বছর থাকতে হলে তাঁকে পরবর্তী সময়ে নির্বাচনে জিতে আসতে হবে।
18) লোকসভার নির্বাচনে জিতে কে মন্ত্রিসভা গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি পত্র পেশ করেন?
* Answer :-লোকসভা ভোটে নির্বাচিত দলের সংখ্যাগরিষ্ঠ প্রধান নেতা।
19) একবার প্রধানমন্ত্রী হয়ে গেলে তিনি কি 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন?
* Answer :- না, যতদিন তিনি সংসদে আস্থা বজায় রাখতে পারবেন ।
20) কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল বা বিস্তার বা সংকোচন কে করতে পারেন?
* Answer:-প্রধানমন্ত্রী।
21) ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
* Answer :-জহরলাল নেহেরু।
22) জহরলাল নেহেরু কত বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
* Answer :-টানা 17 বছর।
23)জহরলাল নেহেরু কত দিন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
* Answer :- আমৃত্যু পর্যন্ত।
24) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি?
* Answer :-গুলজারিলাল নন্দ।
25) গুলজারিলাল নন্দকে কেন ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল?
* Answer :-জহরলাল নেহেরুর মৃত্যুর পর 14 দিনের জন্য।
26) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
* Answer :-শ্রীমতি ইন্দিরা গান্ধী (24.01.1966)।
27) ভারতের সবথেকে বয়স্ক প্রধানমন্ত্রীর নাম কি?
* Answer :-মোরারাজী দেশাই (81 বছর বয়সে)।
28) ভারতের সবথেকে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী কে ছিলেন?
* Answer :-অটল বিহারী বাজপেয়ী(13 দিনের জন্য)।
29) কোন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছিলেন?
* Answer :-জহরলাল নেহেরু।
30) ভারতের সব থেকে যুবক প্রধানমন্ত্রী কে ছিলেন?
* Answer :-রাজীব গান্ধী (40 বছর বয়সে)।
31) প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগ পত্র দেবেন?
* Answer :-রাষ্ট্রপতির কাছে।
32) কোন বিদেশি নাগরিক ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন?
* Answer :-না।
33) কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করেন?
* Answer :-বিশ্বনাথ প্রতাপ সিং (07.11.1990)।
34) ভারতের কোন রাজ্য থেকে সব থেকে বেশি সংখ্যক প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন?
* Answer :-উত্তর প্রদেশ।
35) কোন প্রধানমন্ত্রীর সময়ে রাজস্থানের পোখরানে পরমাণু বোমার পরীক্ষণ হয়েছিল?
* Answer :-শ্রীমতি ইন্দিরা গান্ধী (1974 খ্রিস্টাব্দে)।
36) কোন প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়ে মারা যান?
* Answer :-লাল বাহাদুর শাস্ত্রী(1966 খ্রিস্টাব্দে)।
37) ভারত-পাক কার্গিল যুদ্ধ কার সময় হয়েছিল?
* Answer :-অটল বিহারী বাজপেয়ী (1999 খ্রিস্টাব্দে)।
38) ভারতের প্রথম অ-কংগ্রেসের প্রধানমন্ত্রী কে ছিলেন?
* Answer :-মোরারাজী দেশাই(1977 খ্রিস্টাব্দে)।
39) ভারতীয় সংবিধানে উপ-প্রধানমন্ত্রীর পদ কোন ধারায় আছে?
* Answer :-ভারতীয় সংবিধানে উপ-প্রধানমন্ত্রীর পদের কোন ধারা নেই।
40) ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রীর নাম কী?
* Answer :-সরদার বল্লভভাই প্যাটেল।
41) বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
* Answer :-নরেন্দ্র মোদী।
42) নরেন্দ্র মোদির পুরো নাম কি?
*Answer :-নরেন্দ্র দামোদর দাস মোদী।
43) নরেন্দ্র মোদী কোন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী?
* Answer :-ভারতীয় জনতা পার্টি (BJP)।
44)নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী?
* Answer :-19 তম।
45) নরেন্দ্র মোদী কবে থেকে ভারতের প্রধানমন্ত্রী আছেন?
* Answer :-26শে মে 2014।
46) নরেন্দ্র মোদী কোন রাজ্যের বাসিন্দা?
* Answer :-গুজরাট।
47) 2024 সালের লোকসভা নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন?
* Answer :-NDA জোট।
48)2024 সালে ভারতের প্রধানমন্ত্রী আবার কে নিয়োগ হচ্ছেন?
* Answer :-NDA জোটের নেতা নরেন্দ্র মোদী।
49)নরেন্দ্র মোদী কত বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন?
* Answer :-তৃতীয় বার।
50) নরেন্দ্র মোদী কার কাছে প্রধানমন্ত্রী পদের শপথের জন্য দাবি পত্র পেশ করেছেন?
* Answer :-ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী পদ pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE