ভারতের রাজ্য ও রাজধানী-INDIAN STATES AND CAPITALS

আজ ‘ভারতের রাজ্য ও রাজধানী-INDIAN STATES AND CAPITALS ‘ বিষয়ে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে pdf সহ আলোচনা করা হল –

1) 1956 সাল থেকে 2014 সাল পর্যন্ত কত বার রাজ্য পুনর্গঠন আইন প্রণয়ন করা হয় ?
* Answer : -13 বার।

2) হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী ?
* Answer :-  তেলেঙ্গানা ।

3) জম্মু ও কাশ্মীর কবে থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ?
* Answer :- 2019 সালে 31শে অক্টোবর থেকে।

4) ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত ?
* Answer : –  উত্তর গোলার্ধে।

5) কন্যাকুমারী থেকে নিরক্ষরেখার দূরত্ব কত কিমি ?
* Answer :- 899 কিমি ( প্রায় )।

6) পাঞ্জাব রাজ্য ভেঙে কাব হরিয়ানা রাজ্য তৈরী হয় ?
* Answer :- 1966 সালে।

7) অসম রাজ্যের রাজধানীর নাম কি ?
* Answer :-  দিসপুর ।

8) সিকিম কে কবে রাজ্যের মর্যদা দেওয়া হয় ?
* Answer :- 1975 সালে ।

9) সিকিমের রাজধানীর নাম কি ?
* Answer :- গ্যাংটক।

10) কবে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (NCR) গঠন করা হয় ?
*Answer :- 1993 সালে ।

11) ইম্ফল কোন রাজ্যের রাজধানী ?
* Answer :- মনিপুর।

12) বঙ্গোপসাগরে ভেসে ওঠা নতুন দ্বীপের নাম কি ?
* Answer :-  নিউমুর (পূর্বাশা)।

13) মধ্য প্রদেশ রাজ্যকে ভেঙে কবে কোন রাজ্য তৈরী করা হয় ?
* Answer :- 2000 সালে, ছত্তিশগড়।

14) আন্দামান ও নিকোবরের রাজধানীর নাম কি ?
* Answer :- পোর্টব্লেয়ার।

15) সলসেট দ্বীপটি কোথায় অবস্থিত ?
* Answer :- আরব সাগরে মুম্বাই-এর নিকট।

16) কর্নাটকের রাজধানীর নাম কি ?
* Answer :- বেঙ্গালুরু।

17) হিমাচল প্রদেশ কবে গঠন করা হয় ?
* Answer :-1970 সালে।

18) ভারত উপকূলরেখার কত কিমি পর্যন্ত নিয়ন্ত্রণ করে ?
* Answer :- 12 নটিক্যাল মাইল বা 22 কিমি পর্যন্ত।

19) কবে বোম্বাই রাজ্য ভেঙে গুজরাট রাজ্য গঠন করা হয় ?
* Answer :-1960 সালে।

20) ভূপাল কোন রাজ্যের রাজধানী ?
* Answer :- মধ্য প্রদেশ।

21) গোয়া রাজ্যের রাজধানীর নাম কি ?
* Answer :- পানাজি।

22) অরুণাচল প্রদেশ রাজ্য কবে গঠন করা হয় ?
* Answer :-1987 সালে।

23) অরুনাচল প্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি ?
* Answer :- ইটানগর।

24) মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি ?
* Answer :- শিলং।

25) ছত্তিশগড রাজ্যের রাজধানীর নাম কি ?
* Answer :- রায়পুর।

26) লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
* Answer :- কাভারাও।

27) ডলফিন নোস কোন রাজ্যে দেখা যায় ?
* Answer :- অন্ধ্রপ্রদেশ রাজ্যে।

28) নাগাল্যান্ডের রাজধানীর নাম কি ?
* Answer :- কোহিমা ।

29) 2000 সালে কয়টি নতুন রাজ্য গঠন করা হয়েছিল ?
* Answer :- তিনটি। ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়।

30) ভারত সরকার স্বীকৃত ভাষ কয়টি আছে ?
* Answer :- 23টি। তবে ভারতে 700 অধিক ভাষায় কথা বলা হয়।

31) উত্তর প্রদেশের রাজধানীর নাম কি ?
* Answer :- লখনউ।

32) গুজরাটের রাজধানীর নাম কি ?
* Answer- গান্ধিনগর।

33) 10° চ্যানেল কোথায় দেখাযায় ?
* Answer :- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে।

34) বিহারের রাজধানীর নাম কি ?
* Answer :- পাটনা।

35) ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি ?
* Answer :- নারকোন্ডাম / ব্যারেন।

36) রাঁচি কোন রাজ্যের রাজধানী ?
* Answer :- ঝাড়খণ্ড।

37) পাম্বান দ্বীপ কোথায় রয়েছে ?
* Answer :- ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।

38) রাজস্থানের রাজধানীর নাম কি ?
*Answer :- জয়পুর।

39) ওড়িশা রাজ্যের রাজধানীর নাম কি?

* Answer :- ভুবনেশ্বর।

40) পুদুচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে গঠন করা হয় ?
* Answer :-1961 সালে।

41) জম্মু ও কাশ্মীরের যে অংশ পাকিস্তানে রয়েছে তার নাম কি ?
* Answer :- গিলগিট বালচিস্তান (POK)।

42) মহারাষ্ট্রের রাজধানীর  নাম কি?
* Answer :- মুম্বাই।

43) লাদাখের যে অংশ চিনের দখলে রয়েছে তার নাম কি ?
* Answer :- আকসাই চিন।

44) তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম কি ?

* Answer :- চেন্নাই।

45) ভারতের একটি হিমবাহের নাম কি ?
* Answer :- সিয়াচেন ।

46) পশ্চিম বঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি ?
* Answer :- কলকাতা।

47) উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি ?
* Answer :- দেরাদুন।

48)’ ভূ-স্বর্গ ‘কাকে বলা হয় ?
* Answer :- জম্মু ও কাশ্মীরকে।

49) মিজোরমের রাজধানীর নাম কি ?
* Answer :- আইজল।

50) ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি
* Answer :- আগরতলা।

The End

 

FAQ

বাংলা gk প্রশ্ন উত্তর,
Gk bengali pdf,
Gk bengali 2024,
Gk questions in bengali,
বাংলা জিকে pdf,
ভারতের জেনারেল নলেজ,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
মজাদার বাংলা জিকে,
Bengali gk mock test,
বাংলা general knowledge class,
ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,
ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf,
ভারতের প্রথম gk,
ভারতের কুইজ,
ছোটদের জেনারেল নলেজ,
জেনারেল নলেজ কুইজ,

        সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য  ONLINE EXAM TEST  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

ভারতের রাজ্য ও রাজধানী

ভারতের রাজ্য ও রাজধানী

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. কবে বোম্বাই রাজ্য ভেঙে গুজরাট রাজ্য গঠন করা হয় ?

2 / 25

2. আন্দামান ও নিকোবরের রাজধানীর নাম কি ?

3 / 25

3. অসম রাজ্যের রাজধানীর নাম কি ?

4 / 25

4. সিকিম কে কবে রাজ্যের মর্যদা দেওয়া হয় ?

5 / 25

5. কন্যাকুমারী থেকে নিরক্ষরেখার দূরত্ব কত কিমি ?

6 / 25

6. জম্মু ও কাশ্মীর কবে থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ?

7 / 25

7. ইম্ফল কোন রাজ্যের রাজধানী ?

8 / 25

8. ভূপাল কোন রাজ্যের রাজধানী ?

9 / 25

9. মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি ?

10 / 25

10. ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত ?

11 / 25

11. গোয়া রাজ্যের রাজধানীর নাম কি ?

12 / 25

12. অরুণাচল প্রদেশ রাজ্য কবে গঠন করা হয় ?

13 / 25

13. মধ্য প্রদেশ রাজ্যকে ভেঙে কবে কোন রাজ্য তৈরী করা হয় ?

14 / 25

14. বঙ্গোপসাগরে ভেসে ওঠা নতুন দ্বীপের নাম কি ?

15 / 25

15. কর্নাটকের রাজধানীর নাম কি ?

16 / 25

16. হিমাচল প্রদেশ কবে গঠন করা হয় ?

17 / 25

17. ভারত উপকূলরেখার কত কিমি পর্যন্ত নিয়ন্ত্রণ করে ?

18 / 25

18. হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী ?

19 / 25

19. পাঞ্জাব রাজ্য ভেঙে কাব হরিয়ানা রাজ্য তৈরী হয় ?

20 / 25

20. সলসেট দ্বীপটি কোথায় অবস্থিত ?

21 / 25

21. সিকিমের রাজধানীর নাম কি ?

22 / 25

22. অরুনাচল প্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি ?

23 / 25

23. কবে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল গঠন করা হয় ?

24 / 25

24. ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ?

25 / 25

25. 1956 সাল থেকে 2014 সাল পর্যন্ত কত বার রাজ্য পুনর্গঠন আইন প্রণয়ন করা হয় ?

Your score is

The average score is 0%

0%

ভারতের রাজ্য ও রাজধানী-2

ভারতের রাজ্য ও রাজধানী - 2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. রাজস্থানের রাজধানীর নাম কি ?

2 / 25

2. ' ভূ-স্বর্গ 'কাকে বলা হয় ?

3 / 25

3. 2000 সালে কয়টি নতুন রাজ্য গঠন করা হয়েছিল ?

4 / 25

4. মহারাষ্ট্রের রাজধানীর  নাম কি ?

5 / 25

5. 10° চ্যানেল কোথায় দেখাযায় ?

6 / 25

6. লাদাখের যে অংশ চিনের দখলে রয়েছে তার নাম কি ?

7 / 25

7. মিজোরমের রাজধানীর নাম কি ?

8 / 25

8. পাম্বান দ্বীপ কোথায় রয়েছে ?

9 / 25

9. ওড়িশা রাজ্যের রাজধানীর নাম কি ?

10 / 25

10. নাগাল্যান্ডের রাজধানীর নাম কি ?

11 / 25

11. ভারত সরকার স্বীকৃত ভাষ কয়টি আছে ?

12 / 25

12. জম্মু ও কাশ্মীরের যে অংশ পাকিস্তানে রয়েছে তার নাম কি ?

13 / 25

13. ভারতের একটি হিমবাহের নাম কি ?

14 / 25

14. তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম কি ?

15 / 25

15. উত্তর প্রদেশের রাজধানীর নাম কি ?

16 / 25

16. রাঁচি কোন রাজ্যের রাজধানী ?

17 / 25

17. উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি ?

18 / 25

18. ডলফিন নোস কোন রাজ্যে দেখা যায় ?

19 / 25

19. ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি ?

20 / 25

20. পুদুচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে গঠন করা হয় ?

21 / 25

21. ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি ?

22 / 25

22. বিহারের রাজধানীর নাম কি ?

23 / 25

23. পশ্চিম বঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি ?

24 / 25

24. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?

 

25 / 25

25. গুজরাটের রাজধানীর নাম কি ?

Your score is

The average score is 84%

0%

 

                         হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS

Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – ভারতের রাজ্য ও রাজধানী
Total Questions and Answers – 50
Download link below – 

DOWNLOAD NOW – ভারতের রাজ্য ও রাজধানী pdf

Leave a Comment

error: Content is protected !!