ভারতের ভূ-প্রকৃতি – হিমালয় পর্বতমালা

আজ “ভারতের ভূ-প্রকৃতি – হিমালয় পর্বতমালা” নিয়ে আলোচনা করা হল –

1) ভারতের  ভূ-প্রকৃতিকে  প্রধানত  কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?

*Answer :- 5 টি ।

2) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম  শৃঙ্গের নাম  কি  ?
* Answer :- K2 বা King of Karakoram ।

3) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?
*Answer :-  সিয়াচেন ( 76 কিমি দীর্ঘ )।

4) সোডা সমভূমি কোথায় দেখা যায় ?
* Answer :-  লাদাখের উত্তর-পশ্চিমাংশে।

5) ‘The Little Tibet ‘ কাকে বলা হয় ?
* Answer :- লাদাখকে ।

6) ‘আকসাই চিন’ কত সালে চিনের নিয়ন্ত্রনে আসে ?
*Answer :- 1962 সালে।

7) পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি ?
* Answer :- উমালিংলা, লাদাখ।

8) ভারতের উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমির নাম কি ?
*Answer : –  লাদাখ মালভূমি ।

9) প্যাংগং  কি ?
* Answer :- লাদাখের একটি লবণাক্ত হ্রদ ।

10) ভারত ও চিনের সীমারেখাকে কি বলা হয় ?
* Answer :- LAC ( Line of Actual Control ) ।

11) ‘হিমালয়’ শব্দের অর্থ কি ?
* Answer :- বরফের দেশ বা বরফের বাসস্থান।

12) হিমালয় কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
* Answer :- পশ্চিমে জম্মু – কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুনাচল প্রদেশের নামচাবারওয়া পর্যন্ত।

13) পূর্ব-পশ্চিমে হিমালয়ের দীর্ঘ কত ?
* Answer :- প্রায় 2500 কিমি ।

14) উত্তর-দক্ষিনে হিমালয়ের বিস্তার/প্রশস্ত কত ?
* Answer :- সর্বাধিক 450 কিমি ও সর্বনিম্ন 140 কিমি।

15) হিমালয় পর্বতমালার মোট ক্ষেত্রফল কত ?
* Answer – প্রায় 7 লক্ষ বর্গকিমি ।

16) ভারতবর্ষে হিমালয়ের আয়তন কত ?
* Answer :- প্রায় 5 লক্ষ বর্গকিমি ।

17) হিমালয়কে  কয়টি  ভাগে ভাগ করা যায় ?
* Answer :- 2 টি ( প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর )।

18) প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
* Answer :- 4টি ( শিবালিক, হিমাচল, হিমাদ্রি ও টেথিস ) ।

19) পৃথিবীর উচ্চতম সড়ক সেতুর নাম কি ?
* Answer :- খরদুংলা ( জম্মু-কাশ্মীর )।

20) বহিঃ হিমালয় কাকে বলা হয় ?
* Answer :-  শিবালিক হিমালয়কে ।

21) হিমালয়ের  নতুন অংশের  নাম কি ?

* Answer :-শিবালিক হিমালয় (প্রায় 10 লক্ষ বছর আগে সৃষ্টি ) ।

22) সমগ্র ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- K2 (King of Karakoram) ।

23) K2 উচ্চতা কত মিটার ?
* Answer :- 8,661 মিটার ।

24) ভারতে অন্তর্গত (বর্তমানে) উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- কাঞ্চনজঙ্ঘা (8586 মিটার)।

25) ডাফলা, মিরি ও মিশমি কার অংশ ?
* Answer :- শিবলিক হিমালয়ের ( অরুনাচল প্রদেশ )।

26) হিমাচল  হিমালয়ের গড় উচ্চতা কত ?
* Answer :- 2, 000 থেকে 5,000 মিটার উঁচু ।

27) শিবালিক পর্বতের উচ্চতা কত ?
* Answer :- 500-1500 মিটার উঁচু ।

28) পীরপাঞ্জাল , ধওলাধর , নাগাটিব্বা , মুসৌরি , মহাভারত লেখ, দার্জিলিং পর্বতশ্রেণী গুলি কোথায় দেখা যায় ?
* Answer : – হিমাচল হিমালয়ে।

29) এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কি ?
* Answer :-  জহর টানেল ( প্রায় 2.5 কিমি ) ।

30) পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি ?
* Answer :- হিমাদ্রী  হিমালয় ।

31) পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- মাউন্ট এভারেস্ট।

32) মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার ?
* Answer :- 8,848 মিটার।

33) মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
* Answer :- নেপাল ।

34) মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কেদারনাথ, ধবলগিরি, নন্দাদেবী পর্বতশ্রেণিগুলি কোথায় দেখা যায় ?
* Answer :- হিমাদ্রী হিমালয়ে ।

35) হিমাদী হিমালয়ে অবস্থিত কয়েকটি গিরিপথের নাম কি ?
* Answer- জোজিলা, নাথুলা, জেলেপলা প্রভৃতি ।

36) প্রাচীনতম হিমালয়ের নাম কি ?
* Answer :- টেথিস হিমালয় ।

37) টেথিস হিমালয় কোন দেশে অবস্থিত ?
* Answer :- তিব্বত অর্থাৎ চিনদেশে ।

38) টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
* Answer :- লিওপারগেল ( 7420 মিটার ) ।

39) কার্গিল, লাদাখ, কারাকোরাম ও কৈলাস কোথায় দেখা যায় ?
* Answer :- টেথিস হিমালয়ে ।

40) কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত ?
* Answer :- সিকিম রাজ্যে ।

41) কাশ্মীরের কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত ?
* Answer :- জাফরান চাষ।

42) দৈর্ঘ্য বরাবর হিমালয় কয় প্রকার ?
* Answer :- 3 প্রকার ( পশ্চিম, মধ্য ও পূর্ব হিমালয় )।

43) হিমালয়ের পশ্চিম প্রান্তের নাম কি ?
* Answer :- নাঙ্গা পর্বত।

44) পশ্চিম হিমালয়ে প্রধান গিরিপথ গুলির নাম কি ?
* Answer :- পীরপাঞ্জাল, জোজিলা, বানিহাল প্রভৃতি।

45) অমরনাথ গুহা কোথায় অবস্থিত ?
* Answer :- কাশ্মীর হিমালয়ের জোজিলা গিরিপথের দক্ষিনে ।

46) কাশ্মীর উপত্যাকা কোথায় অবস্থিত ?
* Answer :- কাশ্মীর হিমালয়ের পীরপঞ্জাল ও হিমাদ্রি পর্বতের মধ্যস্থালে ।

47) হিমাচল হিমালয়ে বিখ্যাত পর্বতশ্রেণির নাম কি ?
* Answer :- নাগটিব্বা ও ধওলাধর পর্বতশ্রেণি ।

48) উত্তরাখন্ড রাজ্যের মধ্য অবস্থিত হিমালয়ের নাম কি ?
* Answer :- কুমায়ুন  হিমালয়

49) দুন উপত্যাকা কোথায় অবস্থিত ?
* Answer :- কুমায়ুন হিমালয়ে শিবালিক ও হিমাচলের মধ্যে ।

50) তাল কি ?
* Answer :- কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে ।

 

THE END

 

সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

ONLINE EXAM TEST-19,গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর, উত্তর সহ 50 জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর mcq, জেনারেল নলেজ কুইজ, বাংলা gk প্রশ্ন উত্তর pdf, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf, জিকে সাধারণ জ্ঞান, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, Gk bengali with answers, বাংলা gk প্রশ্ন উত্তর, Gk bengali pdf, Gk bengali 2024, Gk questions in bengali, বাংলা জিকে pdf, মজাদার বাংলা জিকে, Bengali gk mock test, বাংলা general knowledge class, ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, ভারতের প্রথম gk, ভারতের কুইজ, 50 question and answers, best bengali question and answers

ভারতের ভূ-প্রকৃতি - হিমালয় পর্বতমালা-1

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে কয়টি ভাগে ভাগ করা হয় ?

2 / 25

2. সোডা সমভূমি কোথায় দেখা যায় ?

3 / 25

3. 'The Little Tibet ' কাকে বলা হয় ?

4 / 25

4. হিমালয়কে  কয়টি  ভাগে ভাগ করা যায় ?

5 / 25

5. বহিঃ হিমালয় কাকে বলা হয় ?

6 / 25

6. পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি ?

7 / 25

7. উত্তর-দক্ষিনে হিমালয়ের বিস্তার/প্রশস্ত কত ?

8 / 25

8. ডাফলা, মিরি ও মিশমি কার অংশ ?

9 / 25

9. 'আকসাই চিন' কত সালে চিনের নিয়ন্ত্রনে আসে ?

10 / 25

10. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি ?

11 / 25

11. হিমালয় কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?

12 / 25

12. ভারত ও চিনের সীমারেখাকে কি বলা হয় ?

13 / 25

13. হিমালয় পর্বতমালার মোট ক্ষেত্রফল কত ?

14 / 25

14. 'হিমালয়' শব্দের অর্থ কি ?

15 / 25

15. K2 উচ্চতা কত মিটার ?

16 / 25

16. সমগ্র ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

17 / 25

17. পূর্ব-পশ্চিমে হিমালয়ের দীর্ঘ কত ?

18 / 25

18. হিমালয়ের  নতুন অংশের  নাম কি ?

19 / 25

19. ভারতের  ভূ-প্রকৃতিকে  প্রধানত  কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?

20 / 25

20. ভারতের উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমির নাম কি ?

21 / 25

21. ভারতে অন্তর্গত (বর্তমানে) উচ্চতম শৃঙ্গের নাম কি ?

22 / 25

22. ভারতবর্ষে হিমালয়ের আয়তন কত ?

23 / 25

23. পৃথিবীর উচ্চতম সড়ক সেতুর নাম কি ?

24 / 25

24. প্যাংগং  কি ?

25 / 25

25. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?

Your score is

The average score is 0%

0%

ONLINE EXAM TEST-20,গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর, উত্তর সহ 50 জিকে প্রশ্ন, বাংলা gk প্রশ্ন উত্তর mcq, জেনারেল নলেজ কুইজ, বাংলা gk প্রশ্ন উত্তর pdf, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf, জিকে সাধারণ জ্ঞান, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, Gk bengali with answers, বাংলা gk প্রশ্ন উত্তর, Gk bengali pdf, Gk bengali 2024, Gk questions in bengali, বাংলা জিকে pdf, মজাদার বাংলা জিকে, Bengali gk mock test, বাংলা general knowledge class, ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf, ভারতের প্রথম gk, ভারতের কুইজ, 50 question and answers, best bengali question and answers

ভারতের ভূ-প্রকৃতি - হিমালয় পর্বতমালা-2

25 টি প্রশ্ন নিয়ে ONLINE EXAM TEST

1 / 25

1. প্রাচীনতম হিমালয়ের নাম কি ?

2 / 25

2. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি ?

3 / 25

3. হিমালয়ের পশ্চিম প্রান্তের নাম কি ?

4 / 25

4. কার্গিল, লাদাখ, কারাকোরাম ও কৈলাস কোথায় দেখা যায় ?

5 / 25

5. কাশ্মীর উপত্যাকা কোথায় অবস্থিত ?

6 / 25

6. হিমাচল হিমালয়ে বিখ্যাত পর্বতশ্রেণির নাম কি ?

7 / 25

7. পীরপাঞ্জাল, ধওলাধর, নাগাটিব্বা, মুসৌরি, মহাভারত লেখ, দার্জিলিং পর্বতশ্রেণী গুলি কোথায় দেখা যায় ?

8 / 25

8. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

9 / 25

9. পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি ?

10 / 25

10. মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত ?

11 / 25

11. শিবালিক পর্বতের উচ্চতা কত ?

12 / 25

12. কাশ্মীরের কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত ?

13 / 25

13. কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত ?

14 / 25

14. হিমাদী হিমালয়ে অবস্থিত কয়েকটি গিরিপথের নাম কি ?

15 / 25

15. টেথিস হিমালয় কোন দেশে অবস্থিত ?

16 / 25

16. দুন উপত্যাকা কোথায় অবস্থিত ?

17 / 25

17. দৈর্ঘ্য বরাবর হিমালয় কয় প্রকার ?

18 / 25

18. অমরনাথ গুহা কোথায় অবস্থিত ?

19 / 25

19. তাল কি ?

20 / 25

20. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার ?

21 / 25

21. উত্তরাখন্ড রাজ্যের মধ্য অবস্থিত হিমালয়ের নাম কি ?

22 / 25

22. পশ্চিম হিমালয়ে প্রধান গিরিপথ গুলির নাম কি ?

23 / 25

23. হিমাচল  হিমালয়ের গড় উচ্চতা কত ?

24 / 25

24. এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কি ?

25 / 25

25. মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কেদারনাথ, ধবলগিরি, নন্দাদেবী পর্বতশ্রেণিগুলি কোথায় দেখা যায় ?

Your score is

The average score is 0%

0%

           হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 04
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1 mb
File Name – ভারতের ভূ-প্রকৃতি – হিমালয় পর্বতমালা
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-ভারতের ভূ-প্রকৃতি – হিমালয় পর্বতমালা

Leave a Comment

error: Content is protected !!