আজ “ভারতের ভূ-প্রকৃতি: পর্বত, মালভূমি ও গিরিপথ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) বাঁগর কী ?
* Answer :- গাঙ্গেয় সমভূমিতে প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বাঁগর বলে।
2) গাঙ্গেয় সমভূমিতে পশ্চিমদিকে ছোট ছোট বালিয়াড়িকে কি বলা হয়?
* Answer :- ভুর।
3) স্যাঁতসেঁতে তরাই ভূমিতে কি গড়ে ওঠে?
* Answer :- অরণ্যভূমি ।
4) পশ্চিমে গাঙ্গেয় সমভূমি কোথা থেকে শুরু হয়েছে ?
*Answer :- যমুনা নদী।
5) অসম রাজ্যে কোন নদী উপত্যকা দেখা যায় ?
* Answer :- ব্রহ্মপুত্র উপত্যকা।
6) পৃথিবীর বৃহত্তম নদীচরের নাম কী ?
* Answer:- মাজুলি। ব্রহ্মপুত্র নদে দেখা যায়।
7) পৃথিবীর প্রাচীনতম একটি মালভূমির নাম কী ?
* Answer:- উপদ্বীপীয় মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমি।
8) পৃথিবী তথা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কী ?
*Answer:- আরাবল্লি পর্বত।
9) আরাবল্লি পর্বতের সর্বচ্চো শৃঙ্গের নাম কী ?
* Answer : – আবু পাহাড়ের গুরু শিখর (1722 মি.) ।
10) আরাবল্লি পর্বতের বিস্তার লেখ ?
* Answer:- 800 কিমি, গুজরাটের আমেদাবাদ থেকে দিল্লি পর্যন্ত ।
11) মধ্যভারতের মালভূমিকে কি বলা হয়?
* Answer :- পঠার।
12) মধ্যভারতের মালভূমিতে এবড়ো-খেবড়ো ভূমিকে কী বলা হয়?
* Answer:- বীহড়।
13) যমুনা নদীর দক্ষিনে ক্ষয়প্রাপ্ত উচ্চ ভূমিকে কী বলা হয়?
*Answer :- বুন্দেলখন্ড।
14) রাজস্থানের উচচ ভূমি থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত লাভা গঠিত মালভূমিকে কী বলা হয় ?
*Answer :- মালব মালভূমি ।
15) বিন্ধ্যপর্বতের পূর্বাংশকে কী বলা হয় ?
* Answer :- কাইমুর।
16) বিন্ধ্যপর্বত কোন ধরনের পর্বত ?
* Answer:- স্তূপ পর্বত।
17) বিন্ধ্যপর্বতের পূর্বদিকের উচ্চভূমিকে কী বলা হয় ?
*Answer :- রেওয়া বা রেয়া মালভূমি।
18) রাঁচি মালভূমি, হাজারিবাগ ও কোডার্মা মালভূমি নিয়ে কোন মালভূমি গঠিত ?
* Answer :- ছোটনাগপুর মালভূমি।
19) ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কী ?
* Answer :- পরেশনাথ পাহাড়।
20) হুড্রু, জোনা, দশম ও রাজরাপ্পা কী?
* Answer:- ছোটনাগপুরের প্রধান জলপ্রপাত।
21) শোন নদীর দক্ষিণের মালভূমিকে কী বলা হয় ?
* Answer:- বাঘেলখণ্ড মালভূমি।
22) ওড়িশা রাজ্যের মহানদীর পূর্বাংশের উচ্চভূমিকে কী বলা হয় ?
* Answer:- গড়জাত পাহাড়।
23) ছত্তিশগড় রাজ্যের দক্ষিণের সমভূমিকে কী বলা হয় ?
* Answer :- দণ্ডকারণ্য অঞ্চল।
24) দক্ষিণাত্য মালভূমির আকার কেমন ?
* Answer :- ত্রিভুজাকার।
25) ভারতের একটি অন্যতম স্তূপ পর্বতের নাম কী ?
* Answer :-সাতপুরা পর্বত।
26) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
* Answer :- ধূপগড়।
27) মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
* Answer :- পাঁচমারি (প্রায় 1,067 মিটার)।
28) মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
* Answer :- অমরকন্টক (প্রায় 1048 মিটার)।
29) অজন্তা পাহাড় কোথায় রয়েছে ?
* Answer :- মহারাষ্ট্রে রাজ্যের সাতপুরা পর্বতে দক্ষিণ-পশ্চিমে।
30) পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী ?
* Answer :- সহ্যাদ্রি পর্বতমালা।
31) পশ্চিমঘাট পর্বতমালা কোন প্রকার পর্বত ?
* Answer :- তির্যক স্তূপ পর্বত।
32) পশ্চিমঘাট পর্বতমালার বিস্তার কত ?
* Answer :- প্রায় 1600 কিমি।
33) পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
* Answer :- আনাইমুদি (প্রায় 2695 মিটার)।
34) অগস্তুকটম ও কলসুবাই শৃঙ্গ কোথায় দেখা যায় ?
* Answer :- পশ্চিমঘাট পবর্তে ।
35) ‘ঘাট’ শব্দের অর্থ কী ?
* Answer :- গ্যাপ বা গিরিপথ ।
36) পশ্চিমঘাট পর্বতে প্রধান তিনটি গিরিপথের নাম কী ?
* Answer :- A) থলঘাট, B) ভোলঘাট ও C)পালঘাট ।
37) থলঘাট কোথায় অবস্থিত ?
* Answer :- মহারাষ্ট্র রাজ্যে নাসিকের কাসারা শহরে।
38) “থলঘাট” পাসের অপর নাম কী ?
* Answer :- কাসারা ঘাট (Kasaraghat) ।
39) থলঘাট কার সঙ্গে সংযোগ স্থাপন করে ?
* Answer :- মহারাষ্ট্রের মুম্বাই-নাসিকের সঙ্গে।
40) “ভোলঘাট” কোন দুটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করে ?
* Answer :- মহারাষ্ট্রের মুম্বাই-পুনের সঙ্গে।
41) ভোলঘাট পাসের মধ্য দিয়ে কি ভাবে যোগযোগ করা হয় ?
* Answer :- সরক পথ ও রেলপথ (পলাসদারি-খান্ডালার মধ্য )।
42) পালঘাট (পলঘাট ) কার মধ্যে সংযোগ স্থাপন করেছে ?
*Answer :- নীলগিরির কাছে পালক্কাড় শহরে তামিলনাড়ু ও কেরল রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
43) পশ্চিমঘাট পর্বতের পূর্বদিকে যে সিঁড়ির ন্যায় ধাপ সৃষ্টি হয়েছে তাকে কি বলা হয় ?
* Answer :- ডেকান ট্রাপ।
44) “ডেকান ট্রাপ” কোন শিলা দ্বারা গঠিত ?
* Answer :- ব্যাসল্ট শিলা দ্বারা।
45) ভারতের মূল ভূ-খন্ডের দক্ষিণতম পর্বতের নাম কী ?
* Answer :- অগস্তুমালা বা Cardamom Hill ।
46) “কার্ডমম হিল” কোথায় দেখা যায় ?
* Answer :- তামিলনাড়ু ও কেরল রাজ্যের সীমান্তে।
47) দক্ষিণ ভারতে বঙ্গোপসাগর বরাবর পর্বতমালার নাম কী ?
* Answer :- পূর্বঘাট বা মলয়াদ্রি।
48) কোন পর্বত মালার উচ্চতা বেশী ?
* Answer :- পশ্চিমঘাট,গড় উচ্চতা – 910 মিটার (পূর্বঘাটের গড় উচ্চতা 610 মি.)।
49) পূর্বঘাট পর্বতমালার প্রকৃতি কেমন ?
* Answer :- কতগুলি বিচ্ছিন্ন পাহাড়ের সমন্বয় ।
50) পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে ? অথবা পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মিলন স্থলের নাম কী ?
* Answer:- নীলগিরি পর্বত।
Cont….
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name – Download Now-ভারতের ভূ-প্রকৃতি পর্বত, মালভূমি ও গিরিপথ pdf
Total Questions and Answers – 50
Download link below –
Download Now-ভারতের ভূ-প্রকৃতি পর্বত, মালভূমি ও গিরিপথ pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE