ভারতের ভূ-প্রকৃতি : উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ

আজ “ভারতের ভূ-প্রকৃতি : উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) পূর্বঘাট পর্বতমালার অপর নাম কী?
* Answer :-মলয়াদ্রি।

2) পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
* Answer :- জিন্দাগাদা বা আর্মাকোন্ডা ।

3) জিন্দাগাদা’র উচ্চতা কত?
* Answer :-1690 মিটার।

4) মহেন্দ্রগিরি শৃঙ্গ কোথায় অবস্থিত?
*Answer :-পূর্বঘাট পর্বতমালায়।

5) পূর্বঘাট পর্বতমালা কোন কোন বিচ্ছিন্ন পাহাড় নিয়ে গঠিত?
* Answer :-আন্নামালাই, ভেলিকোন্ডা, পলকোন্ডা, জাভাদি , আর্মাকোন্ডা প্রভৃতি।

6) পূর্বঘাট ও পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে?
* Answer :-নীলগিরি পর্বতমালায়।

7) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
* Answer :-দোদাবেতা।

8) দোদাবেতা’র উচ্চতা কত?
*Answer :-2637 মিটার।

9) কাকে নীলগিরি পর্বতের রানী বলা হয়?
* Answer : -উটি শহরকে ।

10) সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
* Answer :- আনাইমুদি।

11) আনাইমুদি’র উচ্চতা কত?
* Answer :-2695 মিটার।

12) “মালনাদ” শব্দটির অর্থ কী?
* Answer :-পাহাড়ি দেশ।

13) “ময়দান” শব্দটির অর্থ কি?
* Answer :- অনুচ্চ ভূমিভাগ।

14) মালনাদ ও ময়দান কোথায় দেখা যায়?
* Answer :-কর্ণাটক মালভূমিতে।

15) মালনাদ কোন শিলার দ্বারা গঠিত?
* Answer :-গ্রানাইট ও নিস শিলা দ্বারা।

16) সাতমালা পাহাড় কোথায় দেখা যায়?
* Answer :-তেলেঙ্গানা মালভূমিতে।

17) পশ্চিম উপকূলীয় সমভূমির দৈর্ঘ্য কত?
* Answer :-1600 কিলোমিটার।

18) ভারতের পশ্চিম উপকূলের সমভূমি কয় প্রকার ও কী কী?
* Answer :-চার প্রকার, A)গুজরাট উপকূল, B)কঙ্কন উপকূল, C) কর্ণাটক উপকূল এবং D)মালাবার উপকূল।

19) “কচ্ছ” শব্দের অর্থ কি?
* Answer :-জলময় দেশ।

20) “কচ্ছের রণ” কোথায় দেখা যায়?
* Answer:-গুজরাট রাজ্যের পশ্চিমাংশে।

21) কাথিয়াবারের  সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
* Answer :- গোরক্ষনাথ।

22) গোরক্ষনাথের উচ্চতা কত?
* Answer :-1117 মিটার।

23) গেরসসোপ্পা জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে?
* Answer :- সরাবতী নদীর উপরে।

24) টেরী বা কয়াল বা লেগুন কোথায় দেখা যায়?
* Answer :-কেরল রাজ্যের মালাবার উপকূলে।

25) ভারতের বৃহত্তম লেগুনের নাম কি?
* Answer :- ভেম্বানাদ।

26) পশ্চিম উপকূলীয় সমভূমির গড় উচ্চতা কত?
* Answer :- প্রায় 1,000 মিটার।

27) পশ্চিম উপকূলীয় সমভূমির বিস্তার কত কিলোমিটার?
* Answer :-10-65 কিলোমিটার।

28) পূর্ব উপকূলীয় সমভূমির বিস্তার কত?
* Answer :-80-120 কিলোমিটার।

29)পূর্ব উপকূলীয় সমভূমির দৈর্ঘ্য কত?
* Answer :- প্রায় 2500 কিলোমিটার।

30) পূর্ব উপকূলীয় সমভূমির গড় উচ্চতা কত?
* Answer :-600 মিটার।

31) পূর্ব উপকূলে নদীগুলি কোন কোন বদ্বীপ সৃষ্টি করেছে?
* Answer :-গোদাবরী বদ্বীপ, কৃষ্ণা বদ্বীপ, কাবেরী বদ্বীপ প্রভৃতি।

32) পশ্চিম উপকূলীয় সমভূমিতে মিলিত হওয়া নদীগুলি কি বদ্বীপ সৃষ্টি করেছে?
* Answer :- না, নর্মদা,তাপ্তি,সবরমতী নদীগুলি কোন বদ্বীপ সৃষ্টি করেনি ।

33) পূর্ব উপকূলীয় সমভূমি কয় প্রকার ?
* Answer :-তিন প্রকার ।

34)পূর্ব উপকূলীয় সমভূমি গুলির  নাম কী কী?
* Answer :-A)করমন্ডল উপকূল, B) অন্ধ্র উপকূল বা উত্তর সরকার উপকূল, এবং C) উৎকল উপকূল।

35) পুলিকট হ্রদ কোথায় দেখা যায়?
* Answer :-তামিলনাড়ু রাজ্যের করমন্ডল উপকূলে।

36) কোলেরু উপহ্রদ কোথায় দেখা যায়?
* Answer :-অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্ধ্র উপকূলে।

37) ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?
* Answer :- চিল্কা।

38) চিল্কা উপহ্রদ কোথায় দেখা যায়?
* Answer :-উড়িষ্যা রাজ্যের উৎকল উপকূলে।

39) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গুলি মিলে মোট কতগুলি দ্বীপ আছে?
* Answer :-572 টি।

40)10° চ্যানেল কোথায় অবস্থিত?
* Answer :-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে।

41) “ডানকান প্যাসেজ” কোথায় অবস্থিত?
* Answer :-বৃহৎ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে।

42) আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
*Answer :- স্যাডল পিক ।

43)স্যাডল পিকের উচ্চতা কত?
* Answer :-737 মিটার।

44) ভারতে একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
* Answer :-ব্যারেন দ্বীপ।

45) ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কী?
* Answer :-নরকোন্ডাম।

46) সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী?
* Answer :-ইন্দিরা পয়েন্ট।

47) লাক্ষাদ্বীপে মোট কতগুলি দ্বীপ রয়েছে?
* Answer :-36 টি।

48) লাক্ষাদ্বীপ ও মিনিকয় কোন চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে?
* Answer :-8° চ্যানেল দ্বারা।

49) লাক্ষা দ্বীপপুঞ্জ কী দ্বারা গঠিত?
* Answer :- চুনময় মৃত প্রবালকীট দ্বারা।

50) মোট কতগুলি দ্বীপপুঞ্জে মনুষ্যজাতি বসবাস করেন?
* Answer :-আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে – 37 টি এবং লাক্ষা দ্বীপপুঞ্জে – 25 টি। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের  ভিডিও(VIDEO নিচে দেওয়া হল –

        আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again . বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf  নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now- ভারতের ভূ-প্রকৃতি উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!