আজ ‘ভারতের ভূ প্রকৃতির বিভিন্ন রূপ ‘ বিষয়ে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে pdf সহ আলোচনা করা হল –
1) কুলু ও কাংড়া উপত্যকা কোন রাজ্যে অবস্থিত ?
* Answer :- হিমাচল প্রদেশে।
2) মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ে অবস্থিত ?
* Answer :- মধ্য হিমালয়, নেপালে।
3) সিঙ্গালিলা পর্বত কোথায় অবস্থিত ?
* Answer :- পূর্ব হিমালয়ে ভারত ও নেপালের সীমানা বরাবর।
4) হিমালয়ের পূর্ব প্রান্ত বা সীমার নাম কি ?
* Answer :- নামচাবারওয়া (অরুণাচল প্রদেশ )।
5) পশ্চিম বঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
* Answer :- সান্দাকফু (3636 মিটার)।
6) পূর্ব হিমালয়ের কয়েকটি বিখ্যাত গিরিপথর নাম কি ?
* Answer :- নাথুলা ও জেলেপলা।
7) সান্দাকফু, সবরগ্রাম, কাঞ্চনজঙ্ঘা ও ফাটলু কোন হিমালয়ে দেখা যায় ?
* Answer :- সিকিম-দার্জিলিং হিমালয়ে।
৪) ডাফলা, মিরি, কৃষ্ণ পাহাড় কোথায় দেখা যায় ?
* Answer :- অরুণাচল হিমালয়ে।
9) হিমালয়ে দঃ পঃ মৌসুমি বায়ুর প্রভাবে কোন বৃষ্টিপাত হয় ?
* Answer :- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ।
10) পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
* Answer :- নামচাবারওয়া (7,756 মিটার)।
11) মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
* Answer :- মাউন্ট ডাফা (4578 মিটার) অথবা দাফাবুম।
12) লোকটক হ্রদ কোথায় রয়েছে ?
* Answer :- মণিপুর রাজ্যে ।
13) মেঘালয় মালভূমি কোন প্রকার মালভূমির উদাহরণ ?
* Answer :- ব্যবচ্ছিন্ন মালভূমি ।
14) মেঘালয় মালভূমিতে কোন কোন পাহাড় দেখা যায় ?
* Answer :- গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়।
15) শিলং মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
* Answer :- শিলং (1961 মিটার)।
16) আরাবল্লি পর্বতের পশ্চিমের পাদদেশে মরুপ্রায় ভূমিকে কি বলা হয় ?
* Answer :- বাগার অঞ্চল।
17) লাদাখ ও জম্মু-কাশ্মীরে সংযোগ রক্ষা করে কোন গিরিপথ ?
* Answer :- জোজিলা ।
18) গঙ্গোত্রী ও যমুনোত্রী কোন হিমালয়ে দেখা যায় ?
* Answer :- কুমায়ূন হিমালয়ে।
19) বাসুকি তাল কোথায় দেখা যায় ?
* Answer :- কেদারনাথ ( কুমায়ুন হিমালয় )।
20) সিকিমে কালিংপং ও লাসা সংযোগকারী গিরিপথের নাম কি ?
* Answer :- জেলেপলা গিরিপথ ।
21) রুপকুন্ড হ্রদ বা তাল কোথায় দেখা যায় ?
* Answer :- নন্দাঘুন্টিতে ।
22) সিজু চুনাপাথরের গুহা কোথায় দেখা যায় ?
* Answer :- মেঘালয় মালভূমিতে ।
23) নাথুলা গিরিপথ কোথায় দেখা যায় ?
* Answer :- সিকিম রাজ্যে ।
24) তুলাংলা ও ডোমলা কোথায় দেখা যায়?
* Answer :- অরুণাচল প্রদেশে ।
25) প্যাংগং হ্রদ কোথায় দেখা যায় ?
* Answer :- লাদাখ। এটি লবণাক্ত হ্রদ ।
26) ভারতের উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমির নাম কি ?
* Answer :- লাদাখ মালভূমি।
27) ভারত ও চিনের নিয়ন্ত্রণরেখা লাদাখে কি নামে পরিচিত ?
* Answer :- LAC ( Line of Actual Control )।
28) সোডা সমভূমি কোথায় দেখা যায় ?
* Answer :- লাদাখের উত্তর-পশ্চিম অংশে।
29) আরাবল্লি পর্বতের পশ্চিমে ছোট ছোট নদীর পলি সঞ্চিত সংকীর্ণ প্লাবন ভূমিকে কি বলা হয় ?
* Answer :- রোহি ।
30) রোহি কি প্রকৃতির মৃত্তিকা ?
* Answer :- খুব উর্বর প্রকৃতির মৃত্তিকা ।
31) মরু অঞ্চলে শিলাময় ভূমি বা অংশকে কি বলা হয় ?
* Answer :- হামাদা ।
32) মরু অঞ্চলে বালিময় ভূমিকে কি বলা হয় ?
* Answer :- আর্গ ।
33) মরু অঞ্চলে পাথরময় ভূমিকে কি বলা হয় ?
* Answer :- রেগ ।
34) ভারতীয় মরুভূমির নাম কি ?
* Answer :- থর মরুভূমি ।
35) ভারতীয় মরুভূমির পশ্চিমে উদ্ভিদহীন বালুকাময় অংশকে কি বলা হয় ?
* Answer :- মরুস্থলী।
36) পাঞ্জাব সমভূমি কোন কোন নদী দ্বারা গঠিত ?
* Answer :- শতদ্রু, বিপাশা ,ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। এই পাঁচটি নদী সিন্ধু নদীর বাঁদিকের প্রধান উপনদী ।
37) দোয়াব কাকে বলে ?
* Answer :- পাঞ্জাব সমভূমিতে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে ।
38) ধায়া কি ?
* Answer :- পাঞ্জাব সমভূমিতে প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় ধায়া বলে ।
39) পাঞ্জাব সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত ভূমিরূপকে কি বলা হয় ?
* Answer :- চোস বা খোশ (Chos)।
40) ভারতের বৃহত্তম সমভূমির নাম কি ?
* Answer :- গাঙ্গেয় সমভূমি ।
41) গাঙ্গেয় সমভূমিতে নদী দ্বারা সৃষ্ট জলাভূমিকে কি বলা হয় ?
* Answer :- কৌর বা দহ বা বিল বা তাল।
42) হিমালয়ের পাদদেশে পলি সঞ্চিত সামান্য ঢেউ খেলানো ভূমিরুপকে কি বলা হয় ?
* Answer :- ভাবর।
43) ডুয়ার্স বলতে কি বোঝ ?
* Answer :- পশ্চিমবঙ্গ ও অসমে হিমালয়ের পাদদেশে পলি সঞ্চিত সামান্য ঢেউ খেলানো ভূমিরুপকে ডুয়ার্স বলে ।
44) তরাই কি ?
* Answer :- ভাবরের দক্ষিনে নদী সৃষ্ট নুড়ি, কাঁকড়, বালি গঠিত স্যাঁতসেঁতে ভূমিকে তরাই বলে।
45) খাদার কেমন মাটি ?
* Answer :- উচ্চ গাঙ্গেয় সমভূমিতে নবীন উর্বর মাটি ।
46) খাদার মাটি পাঞ্জাবে কি নাম পরিচিত ?
* Answer :- বেট।
47) কোন মাটিতে চাষ খুব ভাল হয় ?
* Answer :- খাদার মাটিতে ।
48) খাদার মাটিতে কি বেশি থাকে ?
* Answer :- বালি।
49) ‘ডুয়ার্স ‘ শব্দের অর্থ কী ?
* Answer :- দরজা বা পথ।
50) ডুয়ার্স পথ দিয়ে কোন দেশের সঙ্গে যোগাযোগ করা হয় ?
* Answer :- ভারত – ভুটান (পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ) ।
The End
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name – ভারতের ভূ প্রকৃতির বিভিন্ন রূপ pdf
Total Questions and Answers – 50
Download link below –