ভারতের জাতীয় প্রতীক ও  পশ্চিমবঙ্গের প্রতীক

আজ “ভারতের জাতীয় প্রতীক ও  পশ্চিমবঙ্গের প্রতীক” নিয়ে 50 টি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল –

1) ভারতের জাতীয় ফলের নাম কী  ?
* উত্তর :- আম ( Mango)।

2) ভারতের জাতীয় সবজির নাম কী ?
* উত্তর :- কুমড়া (Pumpkin )।

3) ভারতের জাতীয়  পাখির নাম কী ?
* উত্তর :- ময়ূর(Peacock) ।

4) ভারতের জাতীয় পশুর নাম কী  ?
* উত্তর :- বাঘ (Royel Bengal Tiger )।

5) ভারতের জাতীয় ফুলের নাম কী ?
* উত্তর :- পদ্ম(Lotus )।

6) ভারতের জাতীয়  সঙ্গীতের নাম কী ?
* উত্তর :-  ” জন গণ মন”।

7) ভারতের জাতীয় গানের নাম কী ?
* উত্তর :-  “বন্দে মাতরম” ।

8) ভারতের  জাতীয় পতাকার নাম কী ?
* উত্তর :- তিরঙ্গা ।

9) ভারতের  জাতীয় মুদ্রার নাম কী ?
* উত্তর :- ভারতীয় রুপি ।

10) ভারতের  জাতীয় ক্যালেন্ডারের নাম কী ?
* উত্তর :- শাকা বা সাকা ক্যালেন্ডার ।

11) ভারতের জাতীয় নদীর নাম কী ?
* উত্তর :- গঙ্গা ।

12) ভারতের  জাতীয় প্রতীকের নাম কী?
* উত্তর :- অশোক স্তম্ভ।

13)  ভারতের  জাতীয় খেলার নাম কী ?
* উত্তর :- হকি ।

14) ভারতের  জাতীয় ঐতিহ্যবাহী প্রাণীর নাম কী ?
* উত্তর :- ভারতীয় হাতি ।

15) ভারতের  জাতীয় জলজ প্রাণীর নাম কী ?
* উত্তর :- গঙ্গা নদীর ডলফিন ।

16) ভারতের  জাতীয় ভাষার নাম কী ?
* উত্তর :- হিন্দি ।

17)  ভারতের  জাতীয় বিধি-গ্রন্থের নাম কী ?
* উত্তর :- ভারতীয় সংবিধান ।

18) ভারতের জাতীয় প্রধান বিচারালয়ের নাম কী ?
* উত্তর :- সুপ্রিম কোর্ট ।

19) ভারতের  জাতীয় গাছের নাম কী ?
* উত্তর :- বটগাছ বা ভারতীয় ডুমুর গাছ।

20) আম কবে থেকে ভারতের জাতীয় ফল হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 1950 খ্রিস্টাব্দ থেকে ।

21) ময়ূর কবে থেকে ভারতের জাতীয় পাখি হিসেবে গৃহীত হয়  ?
* উত্তর :-  1963 খ্রিস্টাব্দ থেকে ।

22) ” জন গণ মন” কবে থেকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়  ?
* উত্তর :- 24 শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে ।

23) সাকা কবে থেকে ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে গৃহীত হয়  ?
* উত্তর :- 22 শে  মার্চ 1957 খ্রিস্টাব্দ থেকে ।

24) গাঙ্গেয়  ডলফিন কবে থেকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 22 শে অক্টোবর 2010 খ্রিস্টাব্দ থেকে ।

25) অশোক স্তম্ভ কবে থেকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 26 শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে ।

26) রয়েল বেঙ্গল টাইগার কবে থেকে ভারতের জাতীয় পশু বা প্রাণী হিসেবে গৃহীত হয়?
* উত্তর :- এপ্রিল 1973 খ্রিস্টাব্দ থেকে ।

27) রুপি প্রতীক কবে থেকে ভারতের জাতীয় রুপির হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 15 ই জুলাই 2010 খ্রিস্টাব্দ থেকে ।

28) “বন্দেমাতরম ” কবে থেকে ভারতের জাতীয় গান হিসেবে গৃহীত হয়?
* উত্তর :-15 ই আগস্ট 1947 খ্রিস্টাব্দ থেকে ।

29)  তিরঙ্গা কবে থেকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 15 ই আগস্ট 1947 খ্রিস্টাব্দ থেকে ।

30) হকি কবে থেকে ভারতের জাতীয় খেলা হিসেবে গৃহীত হয়  ?
* উত্তর :- জুলাই 2018 খ্রিস্টাব্দ থেকে ঘোষণা হয়।

31) হাতি কবে থেকে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী  হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 22 শে অক্টোবর 2010 খ্রিস্টাব্দ থেকে ।

32) পদ্ম কবে থেকে ভারতের জাতীয় ফুল হিসেবে গৃহীত হয় ?
* উত্তর :- 26 শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে ।

33) জাতীয় প্রতীক কেন ব্যবহার করা হয় ?
* উত্তর :- দেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনের জন্য।

34) জাতীয় প্রতীক কোথায় কোথায় ব্যবহার করা হয়?
* উত্তর :- দেশের বা রাষ্ট্রের বিভিন্ন পুরস্কারে , বিভিন্ন অনুষ্ঠানে , দেশের বাইরে দেশের পরিচিতি প্রদর্শনের , জনগণের দেশের প্রতি জাতীয় বোধ জাগাতে প্রভৃতি ।

35) বিভিন্ন প্রাণীকে কেন জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে  ?
* উত্তর :- বিভিন্ন প্রাণীকে রক্ষা করার উদ্দশ্যে, সন্মান প্রদর্শন, দেশের প্রাকৃতিক ঐতিহ্য প্রদর্শন প্রভৃতি ।

              পশ্চিমবঙ্গের প্রতীক

36) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা কী  ?
* উত্তর :- বাংলা ।

37) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক পাখির নাম কী?
* উত্তর :- সাদা বুক যুক্ত মাছরাঙা ।

38) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক গাছের নাম কী ?
* উত্তর :- ছাতিম গাছ  ।

39)পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ফলের নাম কী?
* উত্তর :- হিমসাগর আম।

40) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ফুলের নাম কী?
* উত্তর :- শিউলি ফুল।

41) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক  নৃত্যের নাম কী?
* উত্তর :- গৌড়ীয় নৃত্য।

42) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক নদীর নাম কী ?
* উত্তর :- ভাগরথী নদী  ।

43) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক খেলার নাম কী? ?
* উত্তর :- ফুটবল ।

44) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক সংগীতের নাম কী?
* উত্তর :- “বাংলার  মাটি বাংলার জল”।

45) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
* উত্তর :- সুন্দরবন  ।

46) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক চিহ্নের নাম কী?
* উত্তর :- বিশ্ব বাংলা প্রতীক।

47) পশ্চিমবঙ্গ রাজ্যের  প্রতীক খাবারে নাম কী?
* উত্তর :- মাছ – ভাত- ডাল।

48)  পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক উৎসবের নাম কী?
* উত্তর :- দুর্গাপূজা উপলক্ষে উৎসব  ।

49) পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচিতি প্রদর্শিত প্রতীক ব্রিজের নাম কী?
* উত্তর :- হাওড়া ব্রিজ।

50) পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচিতি প্রদর্শিত প্রতীক হ্যাপি ভ্যালি বা পর্বতের নাম কী?
* উত্তর :- দার্জিলিং এবং  এর চা বাগান ।

    এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –    

                                                      

Cont….

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name – ভারতের জাতীয় প্রতীক ও পশ্চিমবঙ্গের প্রতীক pdf
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-ভারতের জাতীয় প্রতীক ও পশ্চিমবঙ্গের প্রতীক pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

Leave a Comment

error: Content is protected !!