আজ “ভারতের গুরুত্বপূর্ণ শহরের উপনাম” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1) “এশিয়ার রোম” কাকে বলা হয়?
* Answer :-দিল্লিকে।
2) “আনন্দ নগরী” কাকে বলা হয়?
* Answer :- পশ্চিমবঙ্গের কলকাতাকে।
3)” অসমের দুঃখ” কাকে বলা হয়?
* Answer :-ব্রহ্মপুত্র নদকে।
4) “অর্কিডের শহর” কাকে বলা হয়?
*Answer :- পশ্চিমবঙ্গের কার্শিয়াং-কে।
5) “গোলাপি শহর” কাকে বলা হয়?
* Answer :-রাজস্থানের জয়পুরকে।
6)” উৎসবের শহর” কাকে বলা হয়?
* Answer :-তামিলনাড়ুর মাদুরাইকে।
7) “সিটি অফ লেক” কাকে বলা হয়?
* Answer :- তেলেঙ্গানার হায়দ্রাবাদকে।
8) “সিটি অফ সেভেন আইল্যান্ড” বা “বলিউডের শহর” কাকে বলা হয়?
*Answer :- মহারাষ্ট্রের মুম্বাইকে।
9) “সবুজ নগরী” কাকে বলা হয়?
* Answer : – তামিলনাড়ুর চেন্নাইকে।
10) “স্বর্ণ মন্দিরের শহর” কাকে বলা হয়?
* Answer :- পাঞ্জাবের অমৃতসরকে।
11) “ভারতের ইলেকট্রনিক সিটি” কাকে বলা হয়?
* Answer :-কর্নাটকের বেঙ্গালুরুকে।
12) “মিল্ক সিটি” কাকে বলা হয়?
* Answer :-গুজরাটের আনন্দকে।
13) “লেক সিটি” কাকে বলা হয়?
* Answer :-মধ্যপ্রদেশের ভূপালকে।
14) “মেঘের রাজ্য” কাকে বলা হয়?
* Answer :-মেঘালয়কে।
15) “ভূ-স্বর্গ” কাকে বলা হয়?
* Answer :-কাশ্মীরকে।
16) “মহাকাশের শহর” কাকে বলা হয়?
* Answer :-কেরলের ত্রিবান্দ্রমকে।
17) “ভারতের গ্লাসগো” কাকে বলা হয়?
* Answer :-পশ্চিমবঙ্গের হাওড়াকে।
18) “তালা-চাবির” শহর কাকে বলা হয়?
* Answer :-উত্তর প্রদেশের আলিগড়কে।
19) “হ্রদ নগরী” কাকে বলা হয়?
* Answer :-রাজস্থানের উদয়পুরকে।
20)”মশলার বাগান” কাকে বলা হয়?
* Answer:-কেরলকে।
21) “ভারতের ম্যানচেস্টার” কাকে বলা হয়?
* Answer :-গুজরাটের আমেদাবাদকে।
22) “মন্দিরের নগরী” কাকে বলা হয়?
* Answer :-উড়িষ্যার ভুবনেশ্বরকে/উত্তরপ্রদেশের বারাণসীকে।
23) “ভারতের প্রবেশদ্বার” কাকে বলা হয়?
* Answer :-মহারাষ্ট্রের মুম্বাইকে।
24) “সংস্কৃতির নগরী” কাকে বলা হয়?
* Answer :-পশ্চিমবঙ্গের কলকাতাকে।
25) “ভারতের খনিজ শহর” কাকে বলা হয়?
* Answer :-ঝাড়খণ্ডের ধানবাদকে।
26) “বিজ্ঞান নগরী” কাকে বলা হয়?
* Answer :-কর্নাটকের বেঙ্গালুরুকে।
27) “বাংলার দুঃখ” কাকে বলা হয়?
* Answer :-দামোদর নদকে।
28) “বিহারের দুঃখ” কাকে বলা হয়?
* Answer :- কোশি নদীকে।
29) ‘শিল্প শহর” কাকে বলা হয়?
* Answer :-বিহারের ভাগলপুরকে।
30) “ভ্রমণ শহর” কাকে বলা হয়?
* Answer :-রাজস্থানের উদয়পুরকে।
31) “ভারতের বোস্টন” কাকে বলা হয়?
* Answer :-গুজরাটের আমেদাবাদকে।
32) “ভারতের হীরের নগরী” কাকে বলা হয়?
* Answer :-গুজরাটের সুরাটকে।
33) “ভারতে আপেলের রাজ্য” কাকে বলা হয়?
* Answer :- হিমাচল প্রদেশকে।
34) “ভারতের অর্থনীতি বা মূলধনের শহর” কাকে বলা হয়?
* Answer :-মহারাষ্ট্র মুম্বাইকে।
35) “পঞ্চ-নদীর দেশ” কাকে বলা হয়?
* Answer :-পাঞ্জাবকে।
36) “ফুটবলের শহর” কাকে বলা হয়?
* Answer :-পশ্চিমবঙ্গের কলকাতাকে।
37)” থর মরুভূমি প্রবেশদ্বার” কাকে বলা হয়?
* Answer :-রাজস্থানের যোধপুরকে।
38) “ভারতের পাহাড়ি রাজ্য” কাকে বলা হয়?
* Answer :- মিজোরামকে।
39) “ভারতের প্রশাসনিক শহর” কাকে বলা হয়?
* Answer :-দিল্লিকে।
40) “সান সিটি বা নীল শহর” কাকে বলা হয়?
* Answer :-রাজস্থানের যোধপুরকে।
41) “বাংলার অক্সফোর্ড” কাকে বলা হয়?
* Answer :-নবদ্বীপকে।
42) “জমজ শহর” কাকে বলা হয়?
*Answer :-হায়দ্রাবাদ – সেকেন্দ্রাবাদকে।
43) “পঞ্চ পাহাড়ের” দেশ কাকে বলা হয়?
* Answer :-ত্রিপুরাকে।
44) “ভারতের রূঢ়” কাকে বলা হয়?
* Answer :-পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে।
45) “পর্বতের রানী” কাকে বলা হয়?
* Answer :-উত্তরাখণ্ডের মুসৌরীকে।
46) “যুদ্ধের শহর” কাকে বলা হয়?
* Answer :-হরিয়ানার পানিপথকে।
47) “দুধের বালতি “কোন রাজ্যকে বলা হয়?
* Answer :-হরিয়ানাকে।
48) “শ্বেত শহর” কাকে বলা হয়?
* Answer :-রাজস্থানের উদয়পুরকে।
49) “সংগীতের শহর” কাকে বলা হয়?
* Answer :-উত্তরপ্রদেশের লক্ষনৌকে।
50) “কমলালেবুর শহর” কাকে বলা হয়?
* Answer :-মহারাষ্ট্রের নাগপুরকে।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-ভারতের গুরুত্বপূর্ণ শহরের উপনাম
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE