আজ ‘ভারতের অর্থনীতি – প্রথম থেকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ‘ বিষয়ে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে pdf সহ আলোচনা করা হল –
1) কাকে ভারতের অর্থনীতির রাজধানী বলা হয় ?
* Answer :- মুম্বাই শহরকে। সমস্ত ব্যাংকের সদর দপ্তরের জন্য।
2) কে কবে ‘আর্থিক কার্যক্রম সমিতি’ গঠন করেন ?
* Answer :- জওহরলাল নেহেরু 1947 সালে।
3) ‘প্ল্যান ইকনমি অফ ইন্ডিয়া’ বইয়ের লেখক কে ?
* Answer – স্যার এম বিশ্বেশ্বরায়া।
4) অর্থনীতির জনক কাকে বলা হয় ?
* Answer :- অ্যাডাম স্মিথকে।
5) ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে শুরু হয় ?
*Answer :- 1951 সালে। (গঠন হয় 1950 সালে ) ।
6) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ?
* Answer :- জওহরলাল নেহেরু।
7) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত টাকা বরাদ্ধ ছিল?
* Answer :- 2378 কোটি টাকা (44.6%)।
8) প্রথম পঞ্চবার্ষির্কী পরিকল্পনার প্রধান লক্ষ কি ছিল ?
* Answer :- খাদ্য সমস্যার সমাধান (20% বৃদ্ধি পেয়েছিল )।
9) প্রথম পঞ্চবার্ষির্কী পরিকল্পার পর কত শতাংশ আয় বৃদ্ধিপেয়েছিল ?
* Answer :- 18% আয় বৃদ্ধি পেয়েছিল ।
10) প্রথম পঞ্চবার্ষির্কী পরিকল্পানায় কোন কোন জলধারা প্রকল্প গ্রহণ করা হয়েছিল ?
* Answer :- ভাকরা নাঙ্গাল, দামোদর ভ্যালি ইত্যাদি।
11) পঞ্চবার্ষির্কী পরিকল্পনার অনুমোদন কে দিয়েছিলেন ?
* Answer – জাতীয় উন্নয়ন পরিষদ।
12) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পার সময় কাল কত ছিল ?
* Answer :-1951-1956 সাল পর্যন্ত।
13) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় ?
* Answer :- 1 এপ্রিল, 1956 সালে।
14) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল কে প্রস্তুত করেন ?
* Answer :- প্রশান্ত চন্দ্র মহলানবীশ ।
15) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল ?
* Answer :- 20%-25% ।
16) ভারতীয় অর্থনীতিকে কি বলা হয় ?
*Answer :- উন্নয়নশীল অর্থনীতির দেশ।
17) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ইস্পাত কারখানা (IISCO) তৈরী হয়েছিল ?
* Answer :- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
18) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষি কাজে উন্নতি লাভ করেছিল ?
* Answer :- তৃতীয়(3rd)।
19) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কাল কত ?
* Answer :-1961-1966 সাল পর্যন্ত।
20) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর নির্ভর করে প্রস্তুত করা হয়েছিল?
* Answer :- Harrod-Domar Model ।
21) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান বাধা কিছিল ?
* Answer :- ভারত-চীন এবং ভারত-পাকিস্তান যুদ্ধ ।
22) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময় ‘রোলিং প্ল্যান’ নামে একটি নতুন যোজনা আরম্ভ হয় ?
* Answer :- পঞ্চম পঞ্চবার্ষির্কী পরিকল্পনায় ( সময় কাল – 1978-80 সাল)।
23) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় মাথা পিছু বার্ষিক আয় সবথেকে কমে গিয়েছিল ?
* Answer :- তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ।
24) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন কত শতাংশ হ্রাস পেয়েছিল ?
* Answer :- 30% ।
25) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কাল কত ?
* Answer :-1969-1974 সাল পর্যন্ত ।
26) স্থিরতার সঙ্গে বৃদ্ধিলাভ কোন পরিকল্পনার প্রধান লক্ষ ছিল ?
* Answer :- চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
27) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া বা মডেল কে প্রস্তুত করেছিলেন ?
* Answer :- অধ্যাপক গ্যাডগিল ।
28) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ?
* Answer :- ইন্দিরা গান্ধী ।
29) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কাল কত ?
* Answer :- 1980-1985 সাল পর্যন্ত ।
30) কোন পরিকল্পনা সমাপ্তি হওয়ার এক বছর আগেই শেষ করে দেওয়া হয় ?
* Answer :- পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
31) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসরণ করা হয় ?
* Answer :- Harrod-Domar Model ।
32) প্রথম কে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেন ?
* Answer :- 1951 সালে জওহরলাল নেহেরু।
33) ভারী শিল্পের উন্নতির জন্য কোন পরিকল্পনায় গ্রহন করা হয়েছিল ?
* Answer :- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
34) ‘পরিবার কল্যাণ পরিকল্পনা’ কখন গ্রহন করা হয়ে ছিল ?
* Answer – চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
35) পঞ্চায়েত নির্বাচনের পরিকল্পনা কখন আনা হয়েছিল ?
* Answer :- তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ।
36) কোন প্রধান মন্ত্রী ‘রোলিং প্ল্যান’ যোজনা নিয়ে আসেন ?
* Answer :- মোরারজী দেসাই।
37) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি বড় সমস্যা কি ছিল ?
* Answer :-1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধ।
38) কোন পরিকল্পায় প্রধান 14টি ব্যাংক জাতীয় করণ করা হয় ?
* Answer :- চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (19 জলাই ,1969 সালে)।
39) কোন পরিকল্পনায় ভারতের জাতীয় সড়ক ব্যবস্থার উন্নতির পরিকল্পনা আনা হয় ?
* Answer :- পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
40) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কাল কত ?
* Answer :- 1980-1985 সাল পর্যন্ত।
41) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক অর্থনৈতিক বৃদ্ধির হার কত ছিল ?
* Answer :- 5.6% (প্রায়)।
42) সপ্তম পঞ্চবার্ষির্কী পরিকল্পার সময়কাল কত ?
* Answer :- 1985 -1990 সাল পর্যন্ত।
43) কোন পঞ্চবার্ষির্কী পরিকল্পনার মূল লক্ষ ছিল আত্মনির্ভরতা বাড়ানো ?
* Answer :- তৃতীয়(3rd)।
44) NREP ও RLEGP কখন চালু হয়ে ছিল ?
* Answer :- ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
45) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক অর্থনৈতিক বৃদ্ধির হার কত ছিল ?
* Answer :- 6.0% ।
46) ‘পরিকল্পনার বিরতিকাল’ কোন সময়কে বলা হয় ?
* Answer :- তৃতীয় ও চতুর্থ পরিকল্পনার মধ্যবর্তী সময়কে ।
47) ‘গরিবি হঠাও’ – শ্লোগানটি ইন্দিরা গান্ধী কোন পরিকল্পনার সময় বলেছিলেন ?
* Answer :- পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
48) ‘নেহেরু মডেল’ কখন অনুসরন করা হয়েছিল ?
* Answer :- রোলিং প্ল্যানের সময়।
49) শরণার্থী সমস্যা কখন দেখা দিয়ে ছিল ?
* Answer :- চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
50) ‘নাবার্ড’ কখন গঠন করা হয়ে ছিল?
* Answer :- ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ।
FAQ
গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর,
উত্তর সহ 50 জিকে প্রশ্ন,
বাংলা gk প্রশ্ন উত্তর mcq,
বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের,
বাংলা gk প্রশ্ন উত্তর বড়দের,
সহজ কুইজ প্রশ্ন ও উত্তর,
জিকে সাধারণ জ্ঞান,
ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf,
বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর pdf,
Gk bengali with answers,
বাংলা gk প্রশ্ন উত্তর,
Gk bengali pdf,
Gk bengali 2024,
Gk questions in bengali,
ভারত সম্পর্কে সাধারণ জ্ঞান pdf,
ভারতের প্রথম gk,
ভারতের কুইজ,
ছোটদের জেনারেল নলেজ,
জেনারেল নলেজ কুইজ,
Answer :-
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
সর্ব শেষে , আপনার পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করার জন্য ONLINE EXAM TEST দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
হাতে লেখা pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Handwriting
Language – Bengali
Pages – 05
Copy – Scan Copy
Copy type – PDF
File Size – 1.5 mb
File Name – প্রথম থেকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
Total Questions and Answers – 50
Download link below –
DOWNLOAD NOW-প্রথম থেকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা