ভারতীয় সংবিধান-বিদেশ থেকে গৃহীত বিভিন্ন ব্যবস্থা ও মূল ধারা-সংশোধন

আজ ‘ ভারতীয় সংবিধান-বিদেশ থেকে গৃহীত বিভিন্ন ব্যবস্থা ও মূল ধারা- সংশোধন ‘ নিয়ে ধারাবাহিক 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) ভারতীয় সংবিধানে “মৌলিক কর্তব্য” বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- রাশিয়ার সংবিধান থেকে ।

2) ভারতীয় সংবিধানে “সুপ্রীম কোর্টের গঠন” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে  ?
* Answer :- জাপানের সংবিধান থেকে ।

3) ভারতীয় সংবিধানে “জরুরি অবস্থা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- জার্মানির সংবিধান থেকে ।

4) ভারতীয় সংবিধানে “সংবিধান সংশোধন” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 
* Answer :- দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ।

5)  ভারতীয় সংবিধানে “লোকপাল” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- সুইডেনের সংবিধান থেকে ।

6) ভারতীয় সংবিধানে “যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- কানাডার সংবিধান থেকে ।

7) ভারতীয় সংবিধানে “মৌলিক অধিকার ” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
* Answer :- আমেরিকার ( USA) সংবিধান থেকে  ।

8) ভারতীয় সংবিধানে “নির্দেশমূলক নীতি” বিষয়টি  কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- আয়ারল্যান্ডের সংবিধান থেকে  ।

9) ভারতীয় সংবিধানে “এক নাগরিকত্ব ” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
* Answer :- ব্রিটেনের সংবিধান থেকে  ।

10) ভারতীয় সংবিধানে “প্রস্তাবনা” বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- আমেরিকার ( USA ) সংবিধান থেকে ।

11) ভারতীয় সংবিধানে “লোক সভা ও বিধান সভার স্পিকার” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- ব্রিটেনের সংবিধান থেকে ।

12) ভারতীয় সংবিধানে “পঞ্চবার্ষিকী পরিকল্পনা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- রাশিয়ার সংবিধান থেকে ।

13) ভারতীয় সংবিধানে “রিপাবলিক” কথাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- ফ্রান্সের সংবিধান থেকে ।

14) ভারতীয় সংবিধানে “যুগ্ম তালিকা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- অস্ট্রেলিয়ার সংবিধান থেকে ।

15) ভারতীয় সংবিধানে “বিচার ব্যবস্থা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- আমেরিকার (USA) সংবিধান থেকে ।

16) ভারতীয় সংবিধানে “প্রজাতন্ত্র ব্যবস্থা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- ফ্রান্সের সংবিধান থেকে ।

17) ভারতীয় সংবিধানে “কেবিনেট গঠন” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
* Answer :- ব্রিটেনের সংবিধান থেকে  ।

18) ‘ভারতীয় সংবিধানে “কেন্দ্রীয় অবশিষ্ট ক্ষমতা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে  ?
* Answer :- কানাডার সংবিধান থেকে  ।

19) ভারতীয় সংবিধানে “রাজস্ব ব্যবস্থা” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ?
* Answer :- আমেরিকার (মার্কিন যুক্তরাষ্ট্র) সংবিধান থেকে ।

20) ভারতীয় সংবিধানে “রাজ্যসভার প্রতিনিধি নির্বাচন” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :-আয়ারল্যান্ডের সংবিধান থেকে ।

21) ভারতীয় সংবিধানে “কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন” পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- কানাডার সংবিধান থেকে ।

22) ভারতীয় সংবিধানে “নির্বাচন প্রক্রিয়া”পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- কানাডার সংবিধান থেকে ।

23) ভারতীয় সংবিধানে “প্রস্তাবনার- স্বাধীনতা, সাম্য ও মৌত্রী” কথাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
* Answer :- ফ্রান্স থেকে ।

24) ভারতীয় সংবিধানে “দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা”পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে  ?
* Answer :- ব্রিটেনের সংবিধান থেকে ।

25) ভারতীয় সংবিধানে “প্রধানমন্ত্রী গঠন”পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে    ?
* Answer :- ব্রিটিশ সংবিধান থেকে ।

26) পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের রয়েছে  ?
* Answer :-  ভারতের সংবিধান ।

27) ভারতের সংবিধানে “মৌলিক অধিকার” কয়টি আছে ?
*Answer :- ছয়টি (6 টি) ।

28) ভারতের সংবিধান ” সংশোধন” করা যায় কত নম্বর ধারা অনুযায়ী  ?
*Answer :-  368 ধারা অনুযায়ী ।

29) ভারতীয় সংবিধানে “মৌলিক কর্তব্য”  কয়টি আছে ?
* Answer :- 11 টি ।

30)  ভারতীয় সংবিধানে ‘মৌলিক কর্তব্য” গুলি আদালত দ্বারা প্রয়োগ করা যায় ?
* Answer :- না, আদালত দ্বারা প্রয়োগ বা  বলবৎ করা যায় না।

31) “মৌলিক অধিকার”  ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে ?
* Answer :- 12-35 নম্বর ধারায় ।

32) ভারতীয় সংবিধানে “নির্দেশমূলক নীতি” কেন অন্তর্ভুক্ত করা হয়েছে ?
* Answer :- রাষ্ট্র পরিচালনার সুবিদার্থে ।

33) ভারতীয় সংবিধানে” অস্পৃশ্যতা” নিয়ে আলোচনা কোন ধারায় করা হয়েছে ?
* Answer :- 17 নং ধারায়  ।

34) “বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার” ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে ?
* Answer :- 19 নং ধারায় ।

35) “দেহ ও প্রাণ রক্ষার  স্বাধীনতার অধিকার” ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে ?
* Answer :- 21 নং ধারায় ।

36) “শোষণের বিরুদ্ধে  অধিকার” ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে ?
* Answer :- 23-24 নং ধারায়।

37) “14 বছরের নিচে  শিশুদের বিপজ্জনক কাজে নিষিদ্ধকরণ ” বিষয়ে  ভারতীয় সংবিধানের কোন ধারায় আলোচনা করা হয়েছে  ?
* Answer :-  24 নং ধারায় ।

38) “ধর্মীয় স্বাধীনতার অধিকার” ভারতীয় সংবিধানের কোন কোন ধারায়  করা হয়েছে ?
* Answer :- 25-28 নং ধারায় ।

39)  “সংস্কৃতি ও শিক্ষার স্বাধীনতার অধিকার” ভারতীয় সংবিধানের কোন কোন ধারায়  করা হয়েছে ?
*Answer :- 29-30 নং ধারায় ।

40) সুপ্রিম কোর্টের দ্বারা 2017 সালে Right to Privacy (গোপনীয়তার আধিকার) কত নং ধারায় যুক্ত করা হয়েছে ?
*Answer :- 21 নং ধারায় ।

41) 370 নং ধারা জম্মু ও কাশ্মীর থেকে কবে অবলুপ্ত করা হয় ?
* Answer :- 5 ই আগস্ট 2019 ।

42) “মিনি সংবিধান” কাকে বলা হয় ?
* Answer :- 1976 খ্রিষ্টাব্দে 42 তম সংবিধান সংশোধনকে ।

43) 11 নং মৌলিক কর্তব্য কবে কোন সংশোধন দ্বারা যুক্ত করা হয়েছে ?
* Answer :- 2002 খ্রিস্টাব্দে 86 তম সংবিধান সংশোধনে । 

44) মূল সংবিধানে কয়টি তফসিল ছিল ?
* Answer :- 8 টি ।

45) বর্তমান ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে  ?
*Answer :- 12 টি।

46) ভারতীয় সংবিধানে কবে “প্রথম সংশোধন” করা হয় ?
* Answer :-1951 খ্রিষ্টাব্দে ।

47)  মূল সংবিধানে কয়টি ভাষা ছিল  ?
* Answer :-14 টি ।

48) 1992 খ্রিষ্টাব্দে 71 তম সংবিধান সংশোধনে কয়টি  ভাষা যুক্ত করা হয়েছে ?
* Answer :- 3 টি – কোঙ্কনি, মণিপুরি ও নেপালি ।

49) বর্তমান ভারতে সংবিধান স্বীকৃত মোট কয়টি ভাষা আছে ?
* Answer :- 22 টি ।

50) 22 টি ভাষা ভারতীয় সংবিধানে কবে কোন সংশোধনে যুক্ত করা হয়েছে ?
* Answer :- 2003 খ্রিষ্টাব্দে 92 তম সংবিধান সংশোধনে  ।

      Cont…..

     আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ।
  প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।

                                                          * Thank you, Visit Again * 

         সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name – 
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-ভারতীয় সংবিধান-বিদেশ থেকে গৃহীত বিভিন্ন ব্যবস্থা ও মূল ধারা- সংশোধন pdf

Leave a Comment

error: Content is protected !!