ব্রিটিশ আমলে উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ ও কৃষক আন্দোলন

আজ “ব্রিটিশ আমলে উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ ও কৃষক আন্দোলন” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) ব্রিটিশ শাসনের শুরুতে কোন বিদ্রোহ হয়েছিল?
* Answer :-সন্ন্যাসী ফকির বিদ্রোহ।

2) সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় কবে শুরু হয়েছিল?
* Answer :-1760 খ্রিস্টাব্দের পর উত্তরবঙ্গে।

3) সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কে কে ছিলেন?
* Answer :-ভবানী পাঠক, দেবী চৌধুরানী, চিরাগ আলী, মজনু শাহ প্রভৃতি।

4)রংপুর বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?
* Answer :-নুরুদ্দিনের নেতৃত্বে 1783 খ্রিস্টাব্দে দিনাজপুরে।

5) চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল?
*Answer :-1798 খ্রিস্টাব্দে।

6) চুয়াড় বিদ্রোহ কোথায় হয়েছিল?
* Answer :-বাংলার বাঁকুড়া, মেদিনীপুর ও জঙ্গল মহলে।

7) চুয়াড় বিদ্রোহের কয়েকজন নেতার নাম কী?
* Answer :-দুর্জন সিং,  মোহনলাল,গোবর্ধন দিকপাল প্রভৃতি।

8) পালিগার বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?
* Answer :-তামিলনাড়ু রাজ্যে 1799 খ্রিস্টাব্দে।

9) বেরেলি বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?
* Answer :-উত্তরপ্রদেশের বেরিলিতে 1816 খ্রিস্টাব্দে।

10) পাইক বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?
* Answer :-1817-18 খ্রিস্টাব্দে উড়িষ্যা রাজ্যে।

11) পাইক বিদ্রোহের একজন নেতার নাম কী?
* Answer :-বিদ্যাধর মহাপাত্র।

12) ফরাজি আন্দোলন কোথায় কবে শুরু হয়েছিল?
* Answer :-1818 খ্রিস্টাব্দে বাংলার বাহাদুরপুর, খুলনা, ময়মনসিংহ , 24 পরগনা, ঢাকা প্রভৃতি স্থানে।

13) ফরাজি আন্দোলনের নেতার নাম কি ছিল?
* Answer :-হাজী শরিয়ৎউল্লাহ,মোহাম্মদ মহসিন প্রভৃতি।

14) ভিল বিদ্রোহ কবে কোথায় শুরু হয়েছিল?
* Answer :-1819  খ্রিস্টাব্দে খান্দেশ ,ধার, মালাব প্রভৃতি অঞ্চলে।

15) ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখ?
* Answer :-শিউরাম।

16) “ওয়াহাবি” শব্দের অর্থ কী এবং ওয়াহাবি আন্দোলন কবে হয়েছিল?
* Answer :-‘নবজাগরণ’, 1820 খ্রিস্টাব্দে।

17) ওয়াহাবি আন্দোলনের নেতার নাম কী ছিল?
* Answer :- শাহ ওয়ালিউল্লাহ, আজিজ প্রভৃতি।

18) বাংলায় ওয়াহাবি আন্দোলন কে করেছিলেন?
* Answer :- তিতুমীর ( আসল নাম-মীর নিশার আলি)।

19) ওয়াহাবি আন্দোলন বাংলায় কি নামে পরিচিত?
* Answer :-বারাসাত বিদ্রোহ।

20) বাংলার কবে কোথায় ওয়াহাবি আন্দোলন হয়েছিল?
* Answer :-1831 খ্রিস্টাব্দে বারাসাতের নারকেলবেরিয়া গ্রামে।

21) বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন?
* Answer :- তিতুমীর।

22) তিতুমীরের সেনাপতির নাম কি ছিল?
* Answer :-গোলাম মাসুম।

23) পাগলাপন্থী বিদ্রোহ কে কবে শুরু করেছিলেন?
* Answer :- টিপু শাহ 1824 খ্রিস্টাব্দে।

24) কোল বিদ্রোহ কবে শুরু হয়েছিল?
* Answer :-1931-1932 খ্রিস্টাব্দে।

25) কোল বিদ্রোহ কোথায় হয়েছিল?
*Answer :-ছোটনাগপুর অঞ্চলে সিংভূম, মালভূম, হাজারীবাগ প্রভৃতি এলাকায়।

26) কোল বিদ্রোহের কয়েকটি নেতার নাম লেখ?
* Answer : – বুদ্ধ ভকত, জোয়া ভকত, সুই মুন্ডা প্রভৃতি।

27) “হুল”শব্দের অর্থ কি?
* Answer :-প্রতিবাদ বা বিদ্রোহ।

28) সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?
* Answer :-1855-56 খ্রিস্টাব্দে।

29) সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল?
* Answer :-এই বিদ্রোহ রাজমহল,বীরভূম, বাঁকুড়া মেদিনীপুর , মানভূম প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল।

30) সাঁওতাল বিদ্রোহের নেতা কে কে ছিলেন?
* Answer :-সিধু, কানু, চাঁদ ,ভৈরব প্রভৃতি।

31) “উলগুলান” শব্দের অর্থ কি?
* Answer :-চরম বিশৃঙ্খলা।

32) “দামিন-ই-কোহ” কথাটির অর্থ কি?
* Answer :-পাহাড়ের প্রান্ত দেশ।

33) “দিকু” কাদের বলা হত?
* Answer :-সাঁওতালদের বসবাসকারী এলাকায় অন্য জায়গা থেকে আগত মানুষদেরকে।

34) সাঁওতাল বিদ্রোহের অপর নাম কি?
* Answer :-হুল বিদ্রোহ।

35) নীল বিদ্রোহ কোথায় সূচনা হয়েছিল?
* Answer :-নদীয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে।

36) নীল বিদ্রোহ কবে শুরু হয়েছিল?
* Answer :-1859 খ্রিস্টাব্দে।

37) নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি?
* Answer :-বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।

38) কে কবে নীল কমিশন গঠন করেন?
* Answer :-1860 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার।

39) পাবনা বিদ্রোহ কোথায় হয়েছিল?
* Answer :-বাংলার পাবনা ,ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ প্রভৃতি স্থানে।

40) পাবনা বিদ্রোহ কবে হয়েছিল?
* Answer :-1870 খ্রিস্টাব্দে।

41) পাবনা বিদ্রোহের নেতার নাম কী?
* Answer :-ঈশ্বরচন্দ্র রায় ,শম্ভু পাল , খুদি মোল্লা প্রভৃতি।

42) মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল?
*Answer :-1899-1900 খ্রিস্টাব্দে।

43) মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল?
* Answer :-ছোটনাগপুর অঞ্চলের রাঁচি, সিংভূম, হাজারিবাগ প্রভৃতি অঞ্চলে।

44)মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম কি?
* Answer :-বিরসা মুন্ডা ও গয়া মুন্ড।

45) “উলগুলান” শব্দ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?
* Answer :-মুন্ডা বিদ্রোহ।

46) চম্পারণ আন্দোলন কে কবে শুরু করেন?
* Answer :-মহাত্মা গান্ধী 1917 খ্রিস্টাব্দে।

47) চম্পারণ আন্দোলন কোথায় হয়েছিল?
* Answer :-বিহারের চম্পারণে।

48) মোপলা বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?
* Answer :-1921 খ্রিস্টাব্দে কেরলের মালাবার উপকূলে।

49)”বারদৌলি সত্যাগ্রহ” কে কোথায় করেছিলেন?
* Answer :-সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটে 1928 খ্রিস্টাব্দে।

50) তেভাগা আন্দোলন কবে কোথায় হয়েছিল?
* Answer :-1946 খ্রিস্টাব্দে বাংলায়। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below – Download Now-ব্রিটিশ আমলে উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ ও কৃষক আন্দোলন pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!