বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু উপনাম

আজ “বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু উপনাম” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) “রাজপ্রাসাদ নাগরী” কাকে বলা হয়?
* Answer :-নিউইয়র্ক শহরকে।

2) “সোনালী শহর” কাকে বলা হয়?
* Answer :-জোহান্সবার্গ শহরকে।

3) “উদ্যান নগরী” কাকে বলা হয়?
* Answer :-আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহরকে।

4)” অন্ধকারাচ্ছন্ন মহাদেশ” কাকে বলা হয়?
*Answer :-আফ্রিকা মহাদেশকে।

5) “সাত পাহাড়ের দেশ” কাকে বলা হয়?
* Answer :-ইতালির রোম শহরকে।

6) “নিষিদ্ধ নগরী” কাকে বলা হয়?
* Answer :-তিব্বতের লাসা শহরকে।

7) “অট্টালিকার শহর” কাকে বলা হয়?
* Answer :-আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরকে।

8) “হেরিং পুকুর” বা “হেরিং মহাসাগর” কাকে বলা হয়?
*Answer :-আটলান্টিক মহাসাগরকে।

9) “হলুদ নদী” কাকে বলা হয়?
* Answer : -চীনের হোয়াং-হো নদীকে।

10)”লিলির দেশ” কাকে বলা হয়?
* Answer :-কানাডা দেশকে।

11) “পৃথিবীর ছাদ” কাকে বলা হয়?
* Answer :-পামির মালভূমিকে।

12) “নীলনদের দান” কাকে বলা হয় ?
* Answer :-মিশর(ইজিপ্ট) দেশকে।

13) “সাদা হাতির দেশ” কাকে বলা হয়?
* Answer :-থাইল্যান্ড দেশকে।

14) “হিমালয়ের দেশ” কাকে বলা হয়?
* Answer :- নেপাল দেশকে।

15) “বজ্রপাতের দেশ” কাকে বলা হয়?
* Answer :-ভুটান দেশকে।

16) “সূর্য উদয়ের দেশ” কাকে বলা হয়?
* Answer :-জাপান দেশকে।

17) “ঝড়ের শহর” কাকে বলা হয়?
* Answer :-মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরকে।

18) “বৌদ্ধ মন্দিরের ভূমি” কাকে বলা হয়?
* Answer :-মায়ানমার দেশকে।

19) “স্বর্ণদ্বারের শহর” কাকে বলা হয়?
* Answer :-মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরকে।

20) “পৃথিবীর ফুসফুস” কাকে বলা হয়?
* Answer:-আমাজন জঙ্গলকে।

21) “পাপের শহর” কাকে বলা হয়?
* Answer :-লাস ভেগাস শহরকে।

22) “চিরস্থায়ী শহর” কাকে বলা হয়?
* Answer :-ইতালির রোম শহরকে।

23) “পান্নার দ্বীপ” কাকে বলা হয়?
* Answer :-আয়ারল্যান্ড দেশকে।

24) “চিনির পাত্র বা বাটি” কাকে বলা হয়?
* Answer :-কিউবা দেশকে।

25) “কফির শহর” কাকে বলা হয়?
* Answer :-ব্রাজিলের রিও-ডি-জেনারিও শহরকে।

26) ‘ইউরোপের ককপিট” কাকে বলা হয়?
* Answer :-বেলজিয়াম দেশকে।

27) “পবিত্র ভূমি” কাকে বলা হয়?
* Answer :- প্যালেস্টাইন দেশকে।

28) “ইউরোপের খেলার মাঠ” কাকে বলা হয়?
* Answer :-সুইজারল্যান্ড দেশকে।

29) “গগনচুম্বীর শহর” কাকে বলা হয়?
* Answer :-মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে।

30) “শীতল মরুভূমি” কাকে বলা হয়?
* Answer :-গোবি মরুভূমিকে।

31) “নিশীথ সূর্যের দেশ” কাকে বলা হয়?
* Answer :-নরওয়ে দেশকে।

32) “হাজার হাতির দেশ” কাকে বলা হয়?
* Answer :- লাওস দেশকে।

33) “হাজার হ্রদের দেশ” কাকে বলা হয়?
* Answer :-ফিনল্যান্ড দেশকে।

34) “ক্যাঙ্গারুর দেশ” কাকে বলা হয়?
* Answer :-অস্ট্রেলিয়া দেশকে।

35) “সাদা শহর” কাকে বলা হয়?
* Answer :- বেলগ্রেড শহরকে।

36) “ইউরোপের কর্মশালা” কাকে বলা হয়?
* Answer :-বেলজিয়াম দেশকে।

37) “ম্যাপল ভূমি বা দেশ” কাকে বলা হয়?
* Answer :-কানাডা দেশকে।

38) “ভূমধ্যসাগরের চাবিকাঠি” কাকে বলা হয়?
* Answer :-জিব্রাল্টার প্রণালীকে।

39) “পৃথিবীর গুদামঘর” কাকে বলা হয়?
* Answer :-উত্তর আমেরিকার মেক্সিকো দেশকে।

40) “দারুচিনির দেশ” কাকে বলা হয়?
* Answer :-শ্রীলঙ্কা দেশকে।

41)”ইউরোপের রুগ্ন মানুষের” দেশ কাকে বলা হয়?
* Answer :-তুরস্ক দেশকে।

42) “দেবদূতের শহর” কাকে বলা হয়?
*Answer :-ব্যাংকক শহরকে।

43) “কেকের দেশ” কাকে বলা হয়?
* Answer :-স্কটল্যান্ড দেশকে।

44) “কালো হীরার দেশ বা মহাদেশে” কাকে বলা হয়?
* Answer :-আফ্রিকা মহাদেশকে।

45) “আগুন ও বরফের দেশ” কাকে বলা হয়?
* Answer :-আইসল্যান্ড দেশকে।

46) ‘অশ্রুদ্বার” কাকে বলা হয়?
* Answer :-ইজরায়েলের রাজধানী জেরুজালেম শহরকে।

47) “সকালের শান্ত ভূমি” কাকে বলা হয়?
* Answer :-কোরিয়া দেশকে।

48) “চীনের দুঃখ”  কাকে বলা হয়?
* Answer :-হোয়াংহো নদীকে।

49) “বসন্তের দ্বীপ” কাকে বলা হয়?
* Answer :-জামাইকা দেশকে।

50) “সাদা হাতির দেশ” কাকে বলা হয়?
* Answer :-থাইল্যান্ড দেশকে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below – Download Now-বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু উপনাম

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

 

Leave a Comment

error: Content is protected !!