বিংশ শতকে ইউরোপের ইতিহাস

আজ “বিংশ শতকে ইউরোপের ইতিহাস” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
* Answer :- 28 শে জুলাই 1914 খ্রিস্টাব্দে।

2) প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোন ঘটনাকে ধরা হয়?
* Answer :-সেরাজোভো হত্যাকাণ্ডকে।

3) 1919 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর কোথায় বিশ্ব শান্তি সম্মেলন হয়েছিল?
* Answer :-ফ্রান্সের রাজধানীর প্যারিস শহরে।

4)1919 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন?
*Answer :-উড্রো উইলসন।

5) 14 দফা নীতি কে ঘোষণা করেন?
* Answer :-মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

6) “মুক্তিদাতা জার”কাকে বলা হয়?
* Answer :-রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে।

7) রাশিয়ায় “মার্চ বিপ্লব” কবে হয়েছিল?
* Answer :-8 ই মার্চ  – 14 ই মার্চ 1917 খ্রিস্টাব্দে।

8) “ডুমা” কী?
*Answer :-রাশিয়ার জাতীয় আইনসভা বা পরিষদ।

9) অ্যাডলফ হিটলারের আত্মজীবনীর নাম কী?
* Answer : – “মেইন ক্যাম্ফ(Mein Kampf)”।

10)”মেইন ক্যাম্ফ(Mein Kampf)” কবে রচিত হয়েছিল?
* Answer :-1925 খ্রিস্টাব্দে।

11) রাশিয়ায় “রক্তাক্ত রবিবার” ঘটনা কবে ঘটেছিল?
* Answer :-রবিবার, 22 শে জানুয়ারি 1905 খ্রিস্টাব্দে।

12) “লাল-ফৌজ” কোথায় গঠিত হয়েছিল?
* Answer :-রাশিয়ায়।

13)NEP কী?
* Answer :- New Economic Policy (নিউ ইকোনমিক পলিসি)।

14) রাশিয়ায় কে NEP চালু করেন?
* Answer :-প্রেমিয়র লেলিন।

15) “প্রাভদা” কী?
* Answer :-রাশিয়ার বলশেভিক দলের সংবাদপত্র।

16) “নভেম্বর বিপ্লব” বা “বলশেভিক বিপ্লব” কবে হয়েছিল?
* Answer :-1917 খ্রিস্টাব্দে।

17) কার আমলে “রক্তাক্ত রবিবার” ও “মার্চ বিপ্লব” ঘটেছিল?
* Answer :-রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের আমলে।

18) “আধুনিক রাশিয়ার জনক” কাকে বলা হয়?
* Answer :- পিটার দ্য গ্রেটকে।

19)”ভার্সাই শান্তি চুক্তি” কবে হয়েছিল?
* Answer :- 28 শে জুন 1919 খ্রিস্টাব্দে।

20)  “নাৎসিবাদের বাইবেল” কাকে বলা হয়?
* Answer:-মেইন ক্যাম্ফ(Mein Kampf) কে।

21)” The World must be made safe for democracy”- এ কথা কে বলেছেন?
* Answer :-মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

22) “ইল-দ্যুচে” কাকে বলা হয় ?
* Answer :-ইতালির প্রধানমন্ত্রী মুসোলিনিকে।

23) “লীগ অফ নেশন” কবে গঠিত হয়েছিল?
* Answer :- 28 ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে।

24) লীগ অফ ন্যাশনের প্রথম অধিবেশন কবে হয়েছিল?
* Answer :-10 ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে।

25) “মির” বলতে কী বোঝোয়?
* Answer :-রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি।

26) সেরাজোভো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দল বা সংগঠনের নাম কি?
* Answer :- “ব্ল্যাক হ্যান্ড”।

27) “Big Four” দেশ কাদেরকে বলা হত?
* Answer :-আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফরাসি ও ইতালিকে।

28) “জবরদস্তিমূলক সন্ধি” কাকে বলা হয়?
* Answer :-1919 খ্রিস্টাব্দের ভার্সাই সন্ধিকে।

29) ভার্সাই সন্ধিকে জবরদস্তি মূলক সন্ধি বলা হয় কেন?
* Answer :-প্রথম বিশ্বযুদ্ধের দায়ভার জার্মানির ওপর চাপিয়ে অত্যন্ত অপমান করা হয় এবং বহু অর্থ ক্ষতিপূরণ নেওয়া হয়।

30) “ভাইমার প্রজাতন্ত্র” কবে গঠিত হয়?
* Answer :- 1918 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত।

31) ভাইমার প্রজাতন্ত্র কে গঠন করেন?
* Answer :-জার্মানির সমাজতান্ত্রিক নেতা ফ্রেডরিক ইবার্ট।

32) “ফ্যাসিস্ট দল” কে গঠন করেন?
* Answer :-ইতালির মুসোলিনি।

33) “নাৎসিবাদী দল” কে তৈরি করেন?
* Answer :-জার্মানির হিটলার।

34) “হেরনভক তত্ত্ব” কী?
* Answer :-হিটলার মনে করতেন- জার্মানরাই হচ্ছে একমাত্র বিশুদ্ধ আর্য ও বিশ্বের শ্রেষ্ঠ জাতি।

35) “থার্ড সেকশন” কী?
* Answer :-রাশিয়ার এক গুপ্ত পুলিশ বাহিনী।

36) “কালো বৃহস্পতিবার” বলতে কী বোঝো?
* Answer :- 24 শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে বিশাল ধস নামে, তাই একে “কালো বৃহস্পতিবার” বলা হয়।

37) “কালো বৃহস্পতিবার” কত দিন চলেছিল?
* Answer :-5 দিন, মঙ্গলবার-29 শে অক্টোবর পর্যন্ত।

38) “নারদনিক” শব্দের অর্থ কী?
* Answer :-জনগণের আন্দোলন।

39) প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল?
* Answer :-11 ই নভেম্বর 1918 খ্রিস্টাব্দে।

40) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
* Answer :- এরিক ড্রামন্ড।

41) “পিপলস্ অবজারভার” কী?
* Answer :-নাৎসি দলের প্রধান মুখপত্র বা সংবাদপত্র।

42) জার্মানির নাৎসি দলের প্রতীক কী ছিল?
*Answer :- স্বস্তিকা চিহ্ন।

43) জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিল?
* Answer :-জেনেভা শহরে।

44) “রেড আর্মি অর্থাৎ লাল ফৌজ” কে গঠন করে?
* Answer :-রাশিয়ার নেতা লিওন ট্রটস্কি ।

45) লালফৌজ কবে গঠিত হয়েছিল?
* Answer :-1918 খ্রিস্টাব্দে।

46) বিশ্ব অর্থনৈতিক মহামন্দা কবে দেখা দিয়েছিল?
* Answer :-1929 খ্রিস্টাব্দে।

47) হিটলার কবে জার্মানির চ্যান্সেলার হয়েছিলেন?
* Answer :-1933 খ্রিস্টাব্দে।

48) স্পেনে গৃহযুদ্ধ কবে শুরু হয়েছিল?
* Answer :-1936 খ্রিস্টাব্দে।

49) কোন যুদ্ধকে “দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া” বলা হয়?
* Answer :- স্পেনের গৃহযুদ্ধকে।

50)”ইতালির মুক্তিদাতা” কাকে বলা হয়?
* Answer :-বেনিটো মুসোলিনিকে। 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-বিংশ শতকে ইউরোপের ইতিহাস pdf

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!