বায়ুমণ্ডলের উপাদান ও স্তর বিন্যাস

আজ  ‘ বায়ুমণ্ডলের উপাদান ও স্তর বিন্যাস ‘  বিষয়ে 50 টি প্রশ্ন  ও উত্তর নিয়ে  pdf  সহ  আলোচনা  করা হল –

1) বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত কিমি ওপর পর্যন্ত ধরা হয় ?
*Answer :- 10,000 কিলোমিটার পর্যন্ত ।

2) বায়ুমন্ডল কাকে বলে ?
* Answer :- ভূ – পৃষ্ঠের উপরে অদৃশ্য চাদরের মতো ধূলিকণা, জলকণা দ্বারা গঠিত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে থাকা পাতলা গ্যাসীয় আবরণ ।

3) বায়ুমণ্ডলের প্রধান তিনটি উপদান কি কি ?
* Answer :-  A) বিভিন্ন গ্যাস, B) জলীয়বাষ্প এবং C) ধূলিকণা ।

4) বায়ুমণ্ডলের প্রধান গ্যাস গুলির নাম কি কি  ?
* Answer :-  নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, জেনন, ক্রিপ্টন, মিথেন রেডন প্রভৃতি ।

5) বায়ুমণ্ডলের প্রধান সক্রিয় গ্যাস গুলির নাম কি কি ?
* Answer :- নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ।

6)বায়ুমণ্ডলের নিস্ক্রিয় গ্যাস গুলির নাম কি কি ?
* Answer :- আর্গন, জেনন, হিলিয়াম, ক্রিপ্টন, মিথেন রেডন প্রভৃতি।

7) বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি  ?
* Answer :- নাইট্রোজেন , 78.80 % ।

8) বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত  ?
*Answer : –  20.90%  ।

9)। বায়ুমন্ডলে জলীয়বাষ্প এর পরিমাণ কত ?
* Answer :- সর্বনিন্ম 0.5 থেকে সর্বাধিক 5.0% পর্যন্ত ।

10) বায়ুমন্ডলের জলীয়বাষ্প এর 90% কত কিমি পর্যন্ত বিস্তৃত ?
* Answer :- 6 কিলোমিটার পর্যন্ত  ।

11) আরোসল (Aerosol) কি  ?
* Answer :- বায়ুমন্ডলে ভাসমান তরল ও কঠিন পদার্থের কণাকে এরোসল বলা হয় ।

12) আরোসল (Aerosol) গুলির উদাহরন দাও অথবা  কোন কণা গুলি আরোসল ?
* Answer :- লবণকণা , বালুকণা, ধুলিকণা, কয়লাকণা , জলীয়বাষ্প প্রভৃতি ।

13) বায়ুমন্ডলে খুব কম পরিমাণে থাকলেও তাপমাত্রা ও জীব জগতের জন্য কোন গ্যাসটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে  ?
* Answer :- কার্বন ডাইঅক্সাইড (CO2) , 0.033% ।

14) রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে কয় টি ভাগে ভাগ করা যায় ও কি কি?
* Answer :- দুইটি , A) সমমন্ডল (Homosphere) এবং B) বিষমমন্ডল ( Heterosphere) ।

15) সমমন্ডল কাকে বলে ?
* Answer – 0 থেকে 90 কিলোমিটার ঊর্ধ্বে পর্যন্ত বায়ুমন্ডল গঠনকারী উপাদান গুলির রাসায়নিক গঠন একই রকম থাকায়, স্তরকে সমমন্ডল বলে।

16) বিষমমন্ডলের বিস্তার কত  ?
* Answer :- সমমন্ডলের ঊর্ধ্বে  88 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত ।

17)’ ভন কার্মান রেখা ‘  কাকে বলে ?
* Answer :- ঊর্ধ্বে 90 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত স্তরকে ‘ ভন কার্মান রেখা ‘ বলে ।

18) তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমন্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি ?
* Answer :- 6 টি  , A) ট্রোপোস্পিয়ার, B) স্ট্রাটোস্পিয়ার, C) মেসোস্ফিয়ার , D)থার্মোস্ফিয়ার , E) এক্সোস্ফিয়ার এবং F) ম্যাগনেটোস্ফিয়ার।

19) বায়ুমন্ডলে স্তর নিয়ে করা গবেষণা করেছেন ?
* Answer :- লিও ফিলিফ, তেসারেন্স, পিটারসেন প্রভৃতি ।

20) ট্রোপোস্পিয়ারের বিস্তার কত ?
* Answer :- ভূ-পৃষ্ঠ থেকে সর্বোচ্চ 18 কিমি পর্যন্ত ।

21) ট্রোপোস্পিয়ারকে ক্ষুদ্ধমণ্ডল বলা হয় কেন ?
* Answer :- মেঘ, বৃষ্টি, তুষারপাত, ঝড়, বজ্রপাত প্রভৃতি হওয়ার জন্য এই স্তরকে ক্ষুদ্ধমণ্ডল বলে ।

22) স্বাভাবিক উষ্ণতা হ্রাস ( Normal Lapes Rate of Temperature ) কি  ?
* Answer :-  ট্রোপোস্পিয়ারে 1,000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.4°C হারে কমতে থাকে, একে স্বাভাবিক উষ্ণতা হ্রাস ( Normal Lapes Rate of Temperature ) বলা হয়।

23) ট্রোপোস্পিয়ারে ঊর্ধ্বে  সীমা কে কি বলা হয় ?
* Answer :- ট্রোপোপজ (Tropose)।

24)  স্ট্রাটোস্পিয়ারের বিস্তার কত ?
* Answer :- ঊর্ধ্বে 18 থেকে 50 কিলোমিটারে পর্যন্ত ।

25) স্ট্রাটোস্পিয়ারকে শান্তমন্ডল বলা হয় কেন ?
* Answer :- স্ট্রাটোস্পিয়ার স্তরে  মেঘ,ঝড়, বৃষ্টি, তুষারপাত,  বজ্রপাত প্রভৃতি না হওয়ার জন্য একে  শান্তমন্ডল বলে ।

26) বায়ুমণ্ডলের কোন স্তরে জেটবিমান চলাচল করে  ?
* Answer :- স্ট্রাটোস্পিয়ারে ।

27)  ওজন স্তর কোথায় অবস্থিত  ?
* Answer :-স্ট্রাটোস্পিয়ার স্তরের প্রায় 20 থেকে 30 কিমি মধ্যে ।

28) ওজন (O3) গ্যাসের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়  ?
* Answer : – ডবসন (DU)।

29) ওজন গ্যাসের গন্ধ কেমন  ?
* Answer :-  পচা ডিম মতো বা  মাছের আঁশটে  মতো ।

30) ওজনস্তর ( O3) বিনাশের বা ক্ষয়ের প্রধান কারণ কোনটি ?
* Answer :- CFC বা ফ্রেয়ন গ্যাস  (ক্লুরোফ্লুরোকার্বন)।

31) কোন সময় ওজনস্তর বেশি ক্ষয় হয়ে থাকে  ?
* Answer :-  বসন্তকালে ।

32) কোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি (UV Rays) শোষণ করে নেয় ?
* Answer :- ওজনস্তর (O3)।

33) মেসোস্ফিয়ারের  বিস্তার কত ?
* Answer :- ঊর্ধ্বে  50 কিমি থেকে 90 কিমি পর্যন্ত ।

34) বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটি ?
* Answer :- মেসোস্ফিয়ার  (-93°C) ।

35) মহাকাশ থেকে আগত পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিন্ড কোথায় পুড়ে ছাই হয়ে যায় ?
* Answer-  মেসোস্ফিয়ারে।

36) থার্মোস্ফিয়ারের বিস্তার কত ?
* Answer :- ঊর্ধ্বে  90 কিমি থেকে 500 কিমি পর্যন্ত ।

37)  থার্মোস্ফিয়ার স্তরে ধণাত্মক ঋণাত্মক  আয়ন কণা সৃষ্টি হয় কেন ?
* Answer :- অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, আলফা রশ্মি , বিটা রশ্মি ও গামা রশ্মির চরম সংঘাতে ।

38) মেরুজ্যোতি  কোথায় সৃষ্টি হয় ?
* Answer :-  থার্মোস্ফিয়ারে ।

39) বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে ?
* Answer :- থার্মোস্ফিয়ারে ।

40) এক্সোস্ফিয়ারের  বিস্তার কত ?
* Answer :- ঊর্ধ্বে  500 কিমি থেকে 750 কিমি পর্যন্ত ।

41) এক্সোস্ফিয়ারের  তাপমাত্রা কত ?
* Answer :- 1200°C থেকে 1600° ক পর্যন্ত ।

42) এক্সোস্ফিয়ার স্তরটিতে প্রধানত কোন গ্যাস দ্বারা গঠিত ?
* Answer :- অক্সিজেনের পরমানবিক কণা ।

43) ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায় ?
* Answer :- এক্সোস্ফিয়ারে।

44) ম্যাগনেটোস্ফিয়ারের  বিস্তার কত ?
* Answer :- ঊর্ধ্বে 750 কিমি থেকে শেষ সীমা পর্যন্ত ।

45)  ম্যাগনেটোস্ফিয়ার স্তরে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় ?
* Answer :- হাইড্রোজেন ও হিলিয়ামের আয়ন কণা  ।

46) অ্যাপলটন স্তর কোথায় দেখা যায় ?
* Answer :-  থার্মোস্ফিয়ারে ।

47) ভন কার্মান রেখা বা  মেসোপজের গুরুত্ব কি ?
* Answer :- বায়ুমণ্ডলের  90 কিলোমিটারে ঊর্ধ্বে এই রেখার ওপরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় । এই রেখার নিচে স্থাপন কোন  কৃত্রিম উপগ্রহ স্থাপন করা যায় না ।

48) ম্যাগনেটোস্ফিয়ারে  ঊর্ধস্তর কেমন রয়েছে ?
* Answer :-  চৌম্বকীয় ক্ষেত্র ।

49) সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কেন  সৃষ্টি হয় ?
* Answer :-  থার্মোস্ফিয়ারে প্রোটন ও ইলেকট্রন কণা গুলির সংঘর্ষে ।

50)  বায়ুমণ্ডলের  ঊর্ধ্ব স্তরের সমস্ত তথ্য পাওয়া গিয়েছে ?
* Answer :-  না, আরো গবেষণার প্রয়োজন আছে  ।

THE END

            সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name –বায়ুমণ্ডলের স্তর ও বিন্যাস pdf
Total Questions and Answers – 50
Download link below –

Download Now-বায়ুমণ্ডলের স্তর ও বিন্যাস pdf

Leave a Comment

error: Content is protected !!