বাংলা XI স্যাম্পল প্র্যাক্টিস সেট -1/ WBCHSE BENGALI SAMPLE PRACTICE SET -1

বাংলা XI স্যাম্পল প্র্যাক্টিস সেট -1/ WBCHSE BENGALI SAMPLE PRACTICE SET -1

 

1) বিয়ে হলে কে চার ছেলের মা হত?

 A) ক্ষেন্তি 

B) পুঁটি 

C) রাধী 

D) দুর্গা 

 

2) “খাইতে পাইলে কে চোর হয়?” – বক্তা?

 A) ডিউক

B) কমলাকান্ত

C) মার্জার 

D) মঙ্গলা

 

3) বিদ্যার সাগর তুমি বিখ্যাত——-?

A) বাংলায়

B) ভারতে

C) জগতে

D) বিশ্বে

 

4) “পণ্ডশ্রম” শব্দের অর্থ হল-

A) ঘুরে বেড়ানো

B) চারণভূমি

C) পবিত্র ভূমি

D) নিরর্থক পরিশ্রম 

 

5) দেবদূতের কোন রোগ হয়েছিল?

A) কলেরা

B) টাইফয়েড

C) জ্বর

D) জলে বসন্ত 

 

6) “ওরা” ভয় পেয়ে কবিকে কোথায় রেখেছিল? 

A) জঙ্গলে

B) বাড়িতে

C) কয়েদে 

D) জেলবন্দী

 

7) বিশ্বের সবচেয়ে অধিক কোন ভাষায় কথা বলে?

A) ইংরেজি

B) মান্দারিন চাইনিজ

C) হিন্দি

D) বাংলা

 

8) প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য হল?

A) সামবেদ

B) ঋগ্বেদ 

C) অথর্ববেদ 

D) রামায়ণ

 

9) নিয়ম-কানুন যখন সব———?

A) মেনে চলে

B) নষ্ট হয়ে যায়

C) লোপাট 

D) ধ্বংস

 

10) ভারতের কোন অংশে নিগ্রোবিটু জাতীদের সন্ধান পাওয়া গেছে?

A) উত্তর ভারত

B) দক্ষিণ ভারত 

C) পশ্চিম ভারত

D) পূর্ব ভারত

 

11) ভৌগলিক অঞ্চলের বিভিন্নতার কারণে সৃষ্টি হয়েছে ভাষার –

A) প্রকারভেদ

B) জটিলতা

C) উপভাষা

D) প্রধান ভাষা 

 

12) ‘এক ঘরে করবে গো’ – এটি ছিল?

A) ভয় 

B) গুজব

C) শাস্তি

D) চিন্তা 

 

13) ‘চর্যাপদ’ গ্রন্থ বা পুঁথিটি কে আবিষ্কার করেন?

A) রামমোহন রায়

B) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

C) পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী 

D) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

 

14) ‘অতি মধুর স্বরে বলিতেছেন’ – কে বলছেন?

A) কমলাকান্ত

B) মার্জার 

C) প্রসন্ন

D) মঙ্গলা

 

15) বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হল?

A) চর্যাপদ

B) মনসামঙ্গল কাব্য

C) চন্ডীমঙ্গল কাব্য

D) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

 

16) বিশাল ডানাওয়ালা বুড়োকে এলিসেন্দা কোথায় রেখেছিল?

A) বাড়িতে

B) গাছের তলায়

C) ছাদে

D) মুরগির খাঁচায় 

 

17) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কয়টি খন্ড আছে?

A) ১১ টি

B) ১২টি

C) ১৩ টি

D) ১৫ টি 

 

18) কন্নড় ভাষা কোন রাজ্যে দেখা যায়?

A) তামিলনাড়ু

B) কর্ণাটক

C) অন্ধ্রপ্রদেশ

D) গোয়া

 

19) “চারণ কবি”কবিতাটি কে বাংলা ভাষায় অনুবাদ করেন

A) সুভাষ মুখোপাধ্যায়

B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) সুবোধ ঘোষ

D)শঙ্খ ঘোষ

 

20) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট কয়টি চরিত্র আছে?

A) তিনটি

B) দুইটি

C) একটি

D) চারটি

 

21) মনসামঙ্গল কাব্য ধারার প্রাচীনতম কবি হলেন?

A) বিজয় গুপ্ত

B) মুকুন্দরাম চক্রবর্তী

C) ভারতচন্দ্র রায়

D) শ্রীধর দাস

 

22) “করুণার সিন্ধু” কাকে বলা হয়েছে?

A) রাজা রামমোহন রায়কে

B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

C) রবীন্দ্রনাথ ঠাকুরকে

D) রায়গুণাকার ভারতচন্দ্রকে 

 

23) চর্যাপদের আদি পুঁথি কোন দেশ থেকে উদ্ধার করা হয়েছে?

A) ভুটান

B) শ্রীলংকা

C) নেপাল

D) মায়ানমার

 

24) “চর্যাপদ” কতজন কবি মিলে রচনা করেন?

A) ২৪ জন

B) ২৫ জন

C) ২৮ জন 

D)১৮ জন

 

25) ক্ষেন্তির শেষ পরিণতি কি হয়েছিল?

-A) স্বামীর ঘরে সুখে বসবাস

B) দেশ ছেড়ে চলে যায় 

C) অস্বাভাবিক অকাল মৃত্যু

D) বাবা বাড়িতে ফিরে আসে

 

26) “এ-যে এক দেবদূত”- এ কথা কে বলেছেন?

A) এলিসেন্দা 

B) পড়োশিনি 

C) পেলাইও 

D) কমলাকান্ত

 

27) বাংলা ভাষায় প্রথম “রামায়ণ”  অনুবাদ কে করেন?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B) রাজা রামমোহন রায়

C) কৃত্তিবাস ওঝা

D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

28) বাংলা সাহিত্যে “চতুর্দশপদী  কবিতাবলী” ধারা সূচনা করেন

A) রাজা রামমোহন রায়

B) বিবেকানন্দ

C) মাইকেল মধুসূদন দত্ত

D) সুভাষ মুখোপাধ্যায়

 

29) রান্নাঘরে এলিসিন্দে দিয়ে কি সবজি কাটছিল?

A) পেঁয়াজ

B) লাউ

C) আলু 

D) শাক

 

30) আমাদের কালো চামড়া দেখিয়া ————-করিও না? (শূন্যস্থান পূরণ কর)

A) ভয়

B) দুঃখ 

C) ঘৃণা

D) রাগ 

 

31) ‘মিথ্যা শুনিনি ভাই’ – কে মিথ্যা শোনেননি?

A) বাংলার মানুষ

B) পাঠক 

C) কবি 

D) শ্রোতা

 

32) ভারতীয় লোক কোন ভাষায় সব থেকে বেশি কথা বলেন?

A) হিন্দি

B) ইংরেজি

C) বাংলা

D) সংস্কৃত

 

33) চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী পদাপেক্ষা ——— দোষী?

A) এক গুণ 

B) শত গুণ 

C) হাজার গুণ 

D) কোনটি নয় 

 

34) “তোমার কথা বলি ভারী সোশালিয়ালিস্টিক”- এই উক্তির বক্তা কে?

A) প্রসন্ন

B) মার্জার

C) মঙ্গলা

D)কমলাকান্ত

 

35) “গীতগোবিন্দ”— কোন ভাষায় রচিত?

A) বাংলা 

B) সংস্কৃত 

C) হিন্দি 

D) ইংলিশ 

 

36)  “গাহি ———— গান”-  শূন্যস্থান পূরণ কর –

* Answer :-A) সমাজের

B) মানুষের

C)  সাম্যের 

D) দেশের

 

37) ভারতীয় সমস্ত ভাষার জননী কাকে বলা হয়?

A) বাংলাকে 

B) তামিলকে

C) হিন্দিকে

D) সংস্কৃতকে

 

38) ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠীর নাম হল?

A) সাঁওতালি

B) অস্ট্রিক

C) মুন্ডা

D) বাংলা

 

39) কমলাকান্তের পিতার নাম কি?

A) রামপ্রসাদ

B) মহেশ্বর

C) রাজারাম

D) কৃষ্ণচন্দ্র

 

40) বাংলা ভাষায় একটি লিখিত রূপ সাধু হলে, অন্যটি হলো

* Answer :-A) মৌখিক

B) সাধু 

C) লিখিত

D) চলিত 

 

****** উত্তর(ANSWER):-

1)-A, 2)-C, 3)-B, 4)-D, 5)-A, 6)-C, 7)-B, 8)-B, 9)-C, 10)-B, 11)-C, 12)-B, 13)-C, 14)-B, 15)-A, 16)-D, 17)-C, 18)-B, 19)-D, 20)-A, 21)-A, 22)-B, 23)-C, 24)-A, 25)-C, 26)-B, 27)-C, 28)-C, 29)-A, 30)-C, 31)-A, 32)-A, 33)-B, 34)-D, 35)-B, 36)-C, 37)-D, 38)-B, 39)-B, 40)-D.

Leave a Comment

error: Content is protected !!