পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প:পার্ট-1

আজ “পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প:পার্ট-1” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –

1) “কন্যাশ্রী প্রকল্প” কবে চালু হয়?
* Answer :-2013 সালে শুরু এবং 2014 সালে কার্যকর।

2) কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন বিভাগ দ্বারা পরিচালিত হয়?
* Answer :-মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ দ্বারা।

3) কন্যাশ্রী প্রকল্পে কারা সুবিধা পেয়ে থাকেন?
* Answer :-18 থেকে 19 বছর বয়সী কন্যা অর্থাৎ মেয়েদের পড়াশোনায় উৎসাহ দানের জন্য 25,000/- (পঁচিশ হাজার টাকা) প্রদান করা হয়ে থাকে।

4) কন্যাশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য কি?
*Answer :-বাল্যবিবাহ রোধ অর্থাৎ 18 বছরের কম বয়সী কন্যাদের বিবাহ বন্ধ করা।

5) কন্যাশ্রী প্রকল্পটি কী সফল হয়েছে?
* Answer :-হ্যাঁ,কন্যাশ্রী প্রকল্প সফল হয়েছে , তাই “কন্যাশ্রী প্রকল্প”কে 2017 সালে জাতিসংঘ দ্বারা পুরস্কৃত করা হয়েছে।

6) “কর্মশ্রী” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2014 সালে।

7) কর্মশ্রী প্রকল্প কেন চালু করা হয়েছিল?
* Answer :-পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের দক্ষতা বিকাশে সাহায্য করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে।

8) কর্মশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কোন বিভাগ দ্বারা পরিচালিত হয়?
*Answer :- শ্রমবিভাগ দ্বারা।

9) “বিশ্ব বাংলা প্রকল্প” কবে চালু করা হয়?
* Answer : -2013 সালে চালু, 2014 সালে শুরু।

10) বিশ্ব বাংলা প্রকল্প কেন চালু করা হয়েছিল?
* Answer :-পশ্চিমবঙ্গে ক্ষুদ্র,ছোট্ট ও মাঝারি শিল্প যেমন- হস্তশিল্প,খাদ্য ও পোশাক শিল্পের উন্নতি সাধন করা।

11) “গতিধারা” প্রকল্প কবে চালু হয়েছিল?
* Answer :-2014 সালে।

12) গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তর বা বিভাগে যুক্ত?
* Answer :-পরিবহন দপ্তর।

13) গতিধারা প্রকল্পের লক্ষ্য কী ছিল?
* Answer :-গ্রামীণ ও শহরাঞ্চলে পরিবহন পরিষেবা বৃদ্ধির মাধ্যমে যুবক-যুবতীদের স্বনির্ভর-কর্মসংস্থান গড়ে তোলা।

14) “সবুজ সাথী” প্রকল্প কী এবং কবে চালু হয়?
* Answer :-পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান , যেটি 2015-16 সালে চালু হয়।

15) সবুজ সাথী প্রকল্পে কারা সুবিধা পেয়ে থাকেন?
* Answer :-পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত নবম থেকে  দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীরা। এখন পর্যন্ত প্রায় 40 লক্ষ ছাত্র-ছাত্রী এই সুবিধা পেয়েছেন।

16) সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন বিভাগ দ্বারা পরিচালিত হয়?
* Answer :-অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ দ্বারা।

17) সবুজ সাথী প্রকল্প কোন পুরস্কার পেয়েছেন?
* Answer :-2020 সালে WSIS Prize।

18) পশ্চিমবঙ্গ সরকার “স্বয়ংসিদ্ধা প্রকল্প” কবে চালু করেন?
* Answer :-2016 সালে।

19) স্বয়ংসিদ্ধা প্রকল্প কেন চালু করেছিলেন?
* Answer :-পশ্চিমবঙ্গের  মানব-সম্পদ পাচার রুখার জন্য।

20) “আলোশ্রী প্রকল্প” কবে চালু হয়?
* Answer:-2016 সালে।

21) পশ্চিমবঙ্গের কোন বিভাগ আলোশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত?
* Answer :-বিদ্যুৎ বিভাগ।

22) আলোশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য কি ছিল?
* Answer :-পশ্চিমবঙ্গের উপযুক্ত বিভিন্ন স্থানে সৌরশক্তি প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের স্বনির্ভর করা।

23) “সেভ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2016 সালে।

24) সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের কোন বিভাগের সঙ্গে যুক্ত?
* Answer :-পরিবহন বিভাগ।

25) সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রধান লক্ষ্য কি?
* Answer :-রোড সেফটি অর্থাৎ জনসাধারণের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করা।

26) “উৎকর্ষ বাংলা” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2016 সালে।

27) উৎকর্ষ বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কোন বিভাগের সঙ্গে যুক্ত?
* Answer :-কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ।

28) উৎকর্ষ বাংলা প্রকল্পের লক্ষ্য কী ছিল?
* Answer :-বিনামূল্যে যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বিকাশ করা।

29) উৎকর্ষ বাংলা প্রকল্পে কোন কোন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে?
* Answer :- কৃষি,পোশাক,হস্তশিল্প,চামড়া, ইলেকট্রনিক ডিভাইস রিপেয়ারিং, গয়না, বিউটি পার্লার, টেলারিং প্রকৃতি।

30) “স্বাস্থ্য সাথী” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2016 সালে।

31) স্বাস্থ্য সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন দপ্তরের সঙ্গে যুক্ত?
* Answer :-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

32) স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে কিভাবে সুবিধা পেয়ে থাকেন?
* Answer :- একটি পরিবারে সকল সদস্যদের মহিলা কর্ত্রীর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা প্রদান।

33) “সবুজশ্রী” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2016-17 সালে।

34) সবুজশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন দপ্তরের সঙ্গে যুক্ত?
* Answer :-বন দপ্তর।

35) সবুজশ্রী প্রকল্পের লক্ষ্য কী?
* Answer :-পরিবেশের প্রতি জনসচেতনতা বাড়ানোর জন্য এবং গাছ লাগানোর প্রয়োজনীয়তা বোঝানোর জন্য এই প্রকল্প চালু হয়।

36) সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত কত গাছ লাগানো হয়েছে?
* Answer :- সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 20 লক্ষ গাছ লাগানো হয়েছে।

37) “শিল্প সাথী” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2018 সালে।

38) শিল্প সাথী প্রকল্পের লক্ষ্য কী?
* Answer :-পশ্চিমবঙ্গের সহজে ব্যবসা করার একটি সিঙ্গেল উইন্ডোজ সিস্টেম চালু করা।

39) শিল্প সাথী প্রকল্পের প্রধান শ্লোগান কী?
* Answer :-Easy of Doing Business(ইজি অফ ডুইং বিজনেস)।

40) “কৃষক বন্ধু” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2018 সালে।

41) কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের সরকারের কোন বিভাগের সঙ্গে যুক্ত?
* Answer :-কৃষি বিভাগ।

42) কৃষক বন্ধু প্রকল্পের কিভাবে সাহায্য করা হয়ে থাকে?
*Answer :-কৃষকদের আর্থিক ও এককালীন সামাজিক নিরাপত্তার সুবিধা প্রদান করা হয়।

43) “রূপশ্রী প্রকল্প” কবে চালু হয়েছিল?
* Answer :-2018 সালে।

44) রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন দপ্তরের সঙ্গে যুক্ত?
* Answer :-পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর।

45) রূপশ্রী প্রকল্পে কারা সুবিধা পেয়ে থাকেন?
* Answer :-18 বছরের ঊর্ধ্বে বিবাহের সময় প্রাপ্তবয়স্কা মহিলারা এককালীন 25,000/-  টাকা পেয়ে থাকেন।

46) “ঐক্যশ্রী” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2019 সালে।

47) ঐক্যশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন দপ্তরের সঙ্গে যুক্ত?
* Answer :-পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ দপ্তরের সঙ্গে যুক্ত।

48) ঐক্যশ্রী প্রকল্পে কারা  সুবিধা পেয়ে থাকেন?
* Answer :-মেধাবী সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা।

49) “সৃষ্টিশ্রী” প্রকল্প কবে চালু হয়?
* Answer :-2019 সালে।

50) সৃষ্টিশ্রী প্রকল্প কেন চালু হয়েছে?
* Answer :-বাংলার  মহিলাদের হস্তশিল্পে স্বনির্ভর ও স্বয়ং-সম্পন্ন করার জন্য।
Cont…… 

এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –

আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা  মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .

              সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

            প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
        সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পপার্ট-1

  • বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE

 

Leave a Comment

error: Content is protected !!