পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ , পর্ব – দ্বিতীয়

              আজ “পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ , পর্ব – দ্বিতীয়” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল –

1) পৃথীবিতে প্রথম প্রাণের উৎপত্তি কোথায় হয়েছে  ?
* Answer :- জলভাগে  ।

2) মানব দেহের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়  ?
* Answer :- ভিটামিন ডি (D)।

3) Biosphere  শব্দটির অর্থ কী  ?
* Answer :- জীবমন্ডল ,’ Bios ‘ অর্থ – জীবন  ও ‘Sphere ‘ অর্থ – মন্ডল ।

4) নাসা – এর বিজ্ঞানীরা বায়ুমন্ডলের  ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীবের প্রমাণ পেয়েছেন ?
* Answer :- 14 কিলোমিটার পর্যন্ত ।

5)  নাসার বিজ্ঞানীরা পৃথীবিতে কত প্রজাতি জীবের অস্তিত্বের কথা বলেছেন ?
* Answer :- 72 লক্ষ  ।

6) ভারতীয় পুরাণে পৃথীবিতে কত প্রজাতি জীবের অস্তিত্বের কথা বলেছেন ?
* Answer :- 84 লক্ষ ।

7) বর্তমানে পৃথিবীতে মোট জনসংখ্যা কত ?
* Answer :- প্রায় 800 কোটি (2024) ।

8) বায়ুমণ্ডল দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কী  বলা হয় ?
* Answer :- বায়োম (Biome) ।

9) ‘ ইকোলজি ‘(Ecology) কথাটি কে প্রথম ব্যবহার করেন  ?
* Answer :- জার্মান জীব বিজ্ঞানী অর্নেস্ট হেকেল।

10) ‘ বাস্তুতন্ত্র ‘(Ecosystem) কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
* Answer :- 1935 খ্রিস্টাব্দে  এ জি ট্যান্সেলে ।

11) জীবভর ( Boimass) কি ?
* Answer :- জীবের শুষ্ক ওজনকে জীবভর বলা হয় ।

12) কোন অঞ্চলের জীবভর বেশি ?
* Answer :- নিরক্ষীয় অঞ্চলে ।

13) পৃথীবির সব থেকে বড় বায়োমের নাম কী ?
* Answer :- তৈগা বায়োম ।

14) একটি স্থলভাগের  বাস্তুতন্ত্রের নাম কী ?
* Answer :- বনভূমির বাস্তুতন্ত্র ।

15) একটি জলজ বাস্তুতন্ত্রের নাম কী ?
* Answer – পুকুরের বাস্তুতন্ত্র ।

16) একটি  বড় বাস্তুতন্ত্রের নাম কী ?
* Answer :- সামুদ্রিক বাস্তুতন্ত্র ।

17) একটি  কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম কী ?
* Answer :- আকুয়ারিয়াম বা নিজের তৈরী বাগান ।

18) স্বভোজী বা উৎপাদক কাদের বলা হয় ?
* Answer :- যারা প্রকৃতি থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে নিজেরাই নিজেদের খাবার তৈরী করতে পারে, তাদেরকে স্বভোজী বা  উৎপাদক বলা  হয় ।

19) স্বভোজী কারা বা কারা কারা নিজের খাবার তৈরী করতে পারে ?
* Answer :- সমস্ত সবুজ উদ্ভিদ ( যারা সালোকসংশ্লেষণ করতে পারে ) , যেমন- আমগাছ, জামগাছ, বটগাছ প্রভৃতি ।

20 ) খাদক বা  পরভোজী কাদের বলা হয় ?
* Answer :- যারা নিজের খাবার নিজে তৈরী করতে পারে না, খাবারের জন্য অন্য জীবের ওপর নির্ভর করে, তাদেরকে খাদক বলে ।

21) খাদক বা পরভোজীর উদাহরণ দাও ?
* Answer :- মানুষ, বাঘ, সাপ, পাখি প্রভৃতি ।

22) হার্বিভোরাস কাদের বলা হয় ?
* Answer :- যে সমস্ত প্রাণী খাদ্যের জন্য গাছ, লতা, পাতা, ঘাস প্রভৃতি উৎপাদকের উপর নির্ভরশীল, তাদেরকে তৃণভোজী বা হার্বিভোরাস বলা হয়।

23) হার্বিভোরাস কারা বা উদাহরণ দাও ?
* Answer :- গঙ্গাফড়িং, হরিণ, খরগোশ, হাতি, ঘোড়া, ছাগল, জেব্রা প্রভৃতি ।

24) ) কার্নিভোরাস কাকে বলে ?
* Answer :- যে সমস্ত প্রাণী  অন্যের প্রাণীদেহ বা  মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী বলে।

25) কার্নিভোরাস বা মাংসাশী প্রাণীর উদাহরণ দাও ?
* Answer :- সিংহ, বাঘ, বাজপাখি, শেয়াল প্রভৃতি।

26) ওমনিভোরাস কাকে বলে  ?
* Answer :- যে সমস্ত প্রাণী খাদ্য  হিসেবে বিভিন্ন উদ্ভিদজাত দ্রব্য এবং প্রাণীদেহ বা  মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের ওমনিভোরাস বা সর্বভুক প্রাণী বলে।

27) ওমনিভোরাস বা সর্বভুক প্রাণীর একটি উদাহরণ দাও ?
* Answer :- মানুষ ।

28) প্রাথমিক খাদক কাকে বলে  ?
* Answer :- যে সমস্ত খাদক উৎপাদকদের (সবুজ উদ্ভিদ) খেয়ে পুষ্টি গ্রহণ করে, তাদের কে প্রাথমিক খাদক বলে। যেমন – গরু, ভেড়া, হরিণ প্রভৃতি।

29) গৌণ খাদক কাকে বলে  ?
* Answer :- যে সমস্ত খাদক প্রাথমিক খাদককে খেয়ে পুষ্টি গ্রহণ করে, তাদের  গৌণ খাদক বলা হয়। যেমন – ব্যাঙ, মাছ, বাঘ প্রভৃতি।

30) প্রগৌণ খাদক কাকে বলে ?
* Answer :- যে সমস্ত খাদক গৌণ খাদকদের খেয়ে পুষ্টি গ্রহণ করে, তাদের  প্রগৌণ খাদক বলা হয়। যেমন – মানুষ , সাপ , বাজপাখি প্রভৃতি ।

31) বিয়োজক কী  ?
* Answer :- ক্ষুদ্র ক্ষুদ্র জীব , যা মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ কে বিয়োজিত করে । যেমন – ছত্রাক ও ব্যাকটিরিয়া ।

32) মানুষ  পরিবেশ থেকে সরাসরি কী কী গ্রহণ করে ?
* Answer :-  খাদ্য ও অক্সিজেন ।

33) মানুষ প্রয়োজনীয় মৌল উপাদান গুলি কী ভাবে গ্রহণ করে ও ত্যাগ করে ?
* Answer :- মানুষ বিভিন্ন উদ্ভিদজাত দ্রব্য খাদ্যের  মাধ্যমে  গ্রহণ করে এবং মল- মূত্র হিসেবে ত্যাগ করে ।

34) কমেনসালিজম  কী ?
* Answer :- যখন দুইটি জীব একত্রে বসবাস করলেও কারো কোন ক্ষতি হয় না, তাদের কমেনসালিজম বলা হয় । যেমন – একটি ফল গাছে পাখির বসবাস।

35) পরজীবী কাকে বলে  ?
* Answer :- একটি জীব অন্য একটি জীবে আশ্রয় লাভ করে পুষ্টি রস  গ্রহণ করে এবং আশ্রয়দাতা জীবের ক্ষতি করে, তাকে  পরজীবী বলে। যেমন – মানুষের দেহে উকুন বা কৃমি।

36) কয়েকটি শিকারি প্রাণীর উদাহরণ দাও  ?
* Answer :- বাঘ, সিংহ, বাজপাখি প্রভৃতি ।

37) মানুষ কোথায় প্রথম আবির্ভূত হয়  ?
*Answer :-বিশ্বে প্রথম মানুষ আবির্ভূত হয় আফ্রিকা  মহাদেশে।

38) প্রথম আদিম মানুষের বিজ্ঞান সম্মত নাম কী  ?
* Answer :- হোমো হাবিলিস  ।

39) আদিম মানুষের কোন দুইটি আবিষ্কার খুব গুরুত্বপূর্ণ ছিল  ?
* Answer :- আগুন ও চাকার আবিষ্কার  ।

40)  সমাজ কী ভাবে তৈরী হয় ?
* Answer :- আদিম মানুষের তাঁর গোষ্ঠী ও দলের প্রতি সচেতনতা – দায়বদ্ধতা থেকেই সমাজ তৈরী হয় ।

41) আদিম মানুষের প্রধান জীবিকা কী ছিল  ?
* Answer :- ফলমূল সংগ্রহ ও পশু শিকার।

42) মানুষ কবে কোথায় প্রথম পশুপালন করতে শিখেছে  ?
* Answer :- প্রায় 10,000 বছর আগে পশ্চিম এশিয়ার পাহাড়ি অঞ্চলে ।

43) মানুষ কবে প্রথম কৃষিকাজ করতে শিখেছে ?
* Answer :- প্রায় 40,000 বছর আগে কিন্তু স্থায়ী ভাবে শুরু হয় প্রায় 10,000 বছর আগে ।

44) কোন কোন নদীকে কেন্দ্র করে কৃষি কেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটে ?
* Answer :- গঙ্গা নদী, সিন্ধু নদী, মেসোপটেমিয়া,  ইয়াংসি নদী প্রভৃতি।

45) মানুষ তথা প্রকৃতির বন্ধু কাকে বলা হয় ?
* Answer  :- গাছকে বা বনভূমিকে ।

46) গাছ বা বন থেকে আমরা  কী কী পেয়ে থাকি ?
* Answer :- অক্সিজেন, খাদ্য শস্য, ফল, পাতা, ফুল, মধু, ভেষজ উদ্ভিদ প্রভৃতি ।

47) মানব জীবনে তৃতীয় গুরুত্বপূর্ন আবিষ্কারকের নাম কী ?
* Answer :- বিদ্যুৎ  ।

48) সমাজের বিকাশের কারণ কী  ?
* Answer :- কৃষি, শিল্প , বানিজ্য ও বিজ্ঞানের অগ্রগতি বা উন্নতি।

49) বনভূমি বিনাশের প্রধান কারণ কী  ?
* Answer :- বসতি,শিল্প ও কৃষির প্রসার বা উন্নতি।

50) পরিবেশ দূষণের প্রভাব গুলি কী কী  ?
* Answer :- উষ্ণায়ন,ধোঁয়াশা, অম্লবৃষ্টি, ওজনস্তর ক্ষয় প্রভৃতি।

Cont….

   আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ।
  প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।

                              *Thank you, Visit Again*

        সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

                 প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

             pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – 1 mb
File Name –পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ , পর্ব – দ্বিতীয়

Total Questions and Answers – 50
Download link below –

Download Now-    পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ , পর্ব – দ্বিতীয় pdf

Leave a Comment

error: Content is protected !!