পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ

আজ “পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ , পর্ব – প্রথম ” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল – 

1) মানবজাতির উদ্ভব কবে ও কোথায় ঘটে ছিল ?

* Answer :-আনুমানিক 20-40 লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে ।

2) পৃথিবীতে জীব জগতের উদ্ভবে কোন কোন প্রধান উপাদানের প্রয়োজন ?

* Answer :- তিনটি। জল, বায়ু ও আলো।

3) পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ঠিক রাখার জন্য কি প্রয়োজন ?

* Answer :- কার্যকরী পরিবেশ শিক্ষার ব্যাবস্থা।

4) পরিবেশবিদ্যা শিক্ষার জন্য কোন সংস্থা কবে প্রথম আন্তর্জাতিক সম্মেলন করেন ? 

* Answer :- UNESCO রাশিয়ার জর্জেস শহরে 1977 সালে।

5) UNEP পুরো নাম কি ?

* Answer :- United Nations Environment Programme ( ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম) ।

6) ‘ Environment ‘ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ?

* Answer :- ফরাসি শব্দ ‘ Envionner ‘ থেকে।

7) ‘ Environment Science ‘ গ্রন্থটি কে রচনা করেন ?

* Answer :- পরিবেশ বিজ্ঞানী আর্মস ( Armas) 1994 সালে।

8) পরিবেশে শিক্ষার প্রধান লক্ষ কি ?

* Answer :- পরিবেশ সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ সুরক্ষা করা।

9) পরিবেশ শিক্ষা দানে কাদেরকে প্রধানত যুক্ত করা হয়েছে ?

* Answer :- সকল ছাত্র ছাত্রীদের বা শিক্ষার্থীদের।

10) পৃথিবীতে গড় তাপমাত্রা কত ?

* Answer :- প্রায় 15 ° সেলসিয়াস ( 14.5-16°C) ।

11) পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি ?

* Answer :- সূর্য (Sun) ।

12) ফ্লোরা (Flora) কাদের বলা হয় ?

* Answer :-  পৃথিবীতে সমস্ত উদ্ভিদ জগৎকে।

13) ফনা (Fauna) কাদের বলা হয় ? 

* Answer :- পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ কে।

14) আগামী দিনে কোন প্রকৃতিক সম্পদ নিয়ে বিশ্বযুদ্ধ হতে পারে ?

* Answer :- জল সম্পদ।

15) ভূ-পৃষ্ঠের ওপরে বায়ুমন্ডলের বিস্তার কত ?

* Answer – প্রায় 10,000 কিলোমিটার।

16) বায়ুমন্ডলের 97% ভাগ উপাদান  ভূ-পৃষ্ঠের ওপরে কত কিমি পর্যন্ত বিস্তৃত ?

* Answer :- প্রায় 30 কিলোমিটার পর্যন্ত।

17) পরিবেশে অজৈব জলবায়ুগত  উপাদান গুলি কি কি ?

* Answer :- সূর্যকিরণ, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি।

18) পরিবেশে জৈব উপাদান গুলি কি কি ? 

* Answer :- তিনটি, উৎপাদক, খাদক ও বিয়োজক।

19) উৎপাদক কাদের বলা হয় ?

* Answer :- সমস্ত সবুজ উদ্ভিদ ( যারা সালোকসংশ্লেষণ করতে পারে ) ।

20 ) খাদক কয় প্রকার ও কি কি ?

* Answer :- তিন প্রকার, প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদক। 

21) বিয়োজক কাদের বলা হয় ?

* Answer :- ছত্রাক ও ব্যাকটিরিয়াকে।

22) পৃথিবীতে জলভাগের পরিমাণ কত ?

* Answer :- 71% ।

23) পৃথিবীতে স্থলভাগের পরিমাণ কত ?

* Answer :- 29% ।

24) ) ভূ-পৃষ্ঠের ওপরে বায়ুমন্ডলে কত কিমি পর্যন্ত প্রাণের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে ?

* Answer :- 15 কিলোমিটার পর্যন্ত।

25) পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি লাভ কোথায় হয়েছে ?

* Answer :- জলভাগে।

26) ভারতে পৃথিবীকে প্রাচীন কাল থেকে কি হিসেবে পূজা করা হয় ?

* Answer :- জননী বা মাতারূপে ।

27) বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি ?

* Answer :- নাইট্রোজেন (78.09%) ।

28) বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?

* Answer :- 20.90% ।

29) বায়ুমন্ডলে নিস্ক্রিয় গ্যাস গুলি কি কি ?

* Answer :- আর্গন, জেনন, হিলিয়ম, ক্রিপটন প্রভৃতি।

30) বায়ুমন্ডলে কোন গ্যাস তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে ? 

* Answer :- কার্বন ডাইঅক্সাইড (CO2) ।

31) মেঘ, ঝড়, বৃষ্টি কোথায় দেখা যায় ? 

* Answer :- ট্রোপোস্পিয়ারে।

32) পৃথিবীর সমস্ত ঘটনাবলীর আধার কাকে বলা হয় ? 

* Answer :- বায়ুমণ্ডলকে ।

33) ভারতে  প্রাচীন কাল থেকে কোন গাছকে পূজা করা হয় ?

* Answer :- তুলসী গাছকে।

34) ভূত্বকের প্রধান উপাদান কোনটি ? 

* Answer :- অক্সিজেন ( 46%) ।

35) ভূত্বকে কোন শিলার পরিমাণ বেশি ? 

* Answer :- আগ্নেয়শিলার। 

36) ভূত্বকে কোন কোন শিলা দেখা যায় ? 

* Answer :- আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা।

37) ভূত্বকের প্রধান তিনটি উপাদান কি ? 

* Answer :- অক্সিজেন (46%), সিলিকন (27%) এবং অ্যালুমিনিয়াম (08%) ।

38) বেলে মাটির উপাদান গুলি কি কি ? 

* Answer :- বালি (80%), পলি (10%) এবং কাদা (10%) ।

39) পলি মাটির উপাদান গুলি কেমন হয় ?

* Answer :- বালি (10%) এবং পলি ও কাদা (80%) ।

40) এঁটেল মাটির উপাদান গুলি কেমন হয় ?

* Answer :- বালি (15%), পলি (35%) এবং কাদা(50%)।

41) কোন মাটির জল ধারণ ক্ষমতা কোন ? 

* Answer :- বালি মাটি।

42) কোন মাটি অম্লধর্মী হয় ?

* Answer :- দোআঁশ মাটি। 

43) কেন্দ্রমন্ডলের তাপমাত্রা কত ?

* Answer :- 5000-6000° সেলসিয়াস।

44) পৃথিবীর ভূ-অভ্যন্তরকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি  ?

* Answer :- তিনটি, A)ভূত্বক বা শিলামণ্ডল, B)গুরু মন্ডল বা ম্যান্টাল  এবং C) কেন্দ্র মন্ডল বা কোর।

45) আমাদের পৃথিবীতে সমুদ্রে লবণাক্ত জলের পরিমাণ কত ? 

* Answer  :- 96.5% ।

46) আমাদের পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত ? 

* Answer :- 2.5% ।

47) সামুদ্রিক জলে দ্রবীভূত লবণের পরিমাণ কত ? 

* Answer :- গড় প্রতি 1000 গ্রামে 35 গ্রাম ।

48) জলের (H2O) গঠন উপাদান কেমন ? 

* Answer :- দুই অনু হাইড্রোজেন(H) ও এক অনু অক্সিজেন(O)।

49) সামুদ্রিক জলে কোন লবণের পরিমাণ বেশি থাকে ? 

* Answer :- সোডিয়াম ক্লোরাইড (NaCl) , 78% ।

50) বর্তমানে কোন সামুদ্রিক উদ্ভিদদের পুষ্টিকর খাদ্য উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে ? 

* Answer :- সি-উইড । এক ধরনের শৈবাল।

Cont….

                সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয়  ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।

প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
                      এই  অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি  পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
              সুতরাং , আপনি  সময় নিয়ে এই অধ্যায়ের  ’50 টি প্রশ্ন ও উত্তর’  নিখুঁত  ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।

           Type করা  pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
File Name –পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ

Total Questions and Answers – 50
Download link below – 

Download Now-পরিবেশ বিদ্যা – মানুষ ও পরিবেশ pdf

Leave a Comment

error: Content is protected !!