আজ “পরিবেশ বিদ্যা : বায়ু দূষণ ও তার ফলাফল” থেকে 50 টি প্রশ্ন ও উত্তর pdf সহ আলোচনা করা হল –
1)WHO এর পুরো নাম কী?
* Answer :-ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (World Health Organisation) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
2) আমাদের পরিবেশে একটি উল্লেখযোগ্য দূষণের নাম কী?
* Answer :-বায়ু দূষণ।
3) বায়ু দূষণের প্রাকৃতিক কারণ গুলো কী কী?
* Answer :-অগ্ন্যুৎপাত, দাবানল,ধূলিঝড়, মহাজাগতিক বস্তু , সমুদ্র প্রভৃতি।
4) মনুষ্য সৃষ্টি কোন কোন কারণে বায়ু দূষিত হয়?
*Answer :-কলকারখানা, তাপবিদ্যুৎ, পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র , যানবাহনের ধোঁয়া ,কৃষিকাজ, জ্বালানি দহন প্রভৃতি।
5) বায়ু দূষণের প্রাথমিক দূষক গুলির নাম কী কী?
* Answer :-CO( কার্বন মনোক্সাইড), CO₂(কার্বন ডাই-অক্সাইড), SO₂(সালফার ডাই-অক্সাইড), নাইট্রোজেন মনো-অক্সাইড (NO) প্রভৃতি।
6) বায়ু দূষণের গৌণ দূষক গুলি কী কী?
* Answer :-NO₂(নাইট্রোজেন অক্সাইড), সালফার ট্রাই অক্সাইড (SO₃), সালফিউরিক অ্যাসিড ( H₂SO₄),PANs, প্রভৃতি।
7) কোন কৃষি পদ্ধতিতে সবথেকে বায়ু দূষণ বেশি হয়?
* Answer :-ঝুম চাষ পদ্ধতিতে।
8) অ্যাসিড বৃষ্টির মূল উপাদান কী?
*Answer :-সালফিউরিক অ্যাসিড ( H₂SO₄)।
9) কয়লা পোড়ালে সবথেকে বেশি কী কী উৎপন্ন হয়?
* Answer : -CO ( কার্বন মনোক্সাইড), CO₂(কার্বন ডাই-অক্সাইড), SO₂(সালফার ডাই-অক্সাইড), নাইট্রোজেন মনো-অক্সাইড (NO) প্রভৃতি।
10) সব থেকে বেশি কোথায় কয়লা পোড়ানো হয়?
* Answer :-তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
11) অগ্ন্যুৎপাতের সময় কোন গ্যাস নির্গত হয়?
* Answer :-সালফার ডাই-অক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস।
12) বিশ্বের কোন শহরগুলিতে বায়ু দূষণের পরিমাণ সব থেকে বেশি?
* Answer :-বেজিং ,টোকিও, দিল্লি, মুম্বাই প্রভৃতি।
13) মানুষ বাঁচার জন্য প্রতিদিন কত পরিমান বায়ু পরিবেশ থেকে গ্রহণ করে?
* Answer :-15 থেকে 20 কিলোগ্রাম।
14) বায়ু দূষণের ফলাফল গুলি কী হবে?
* Answer :-মানব জীবনে ভয়ংকর স্বাস্থ্যের ক্ষতি ও বিভিন্ন ধরনের অসুখের পরিমাণ বৃদ্ধি।
15) গ্রিন হাউস এফেক্ট এর জন্য মূলত কোন গ্যাস দায়ী?
* Answer :-CO₂(কার্বন ডাই-অক্সাইড)।
16) ব্লু বেবি ডিজিজ (Blue Baby Disease) কেন হয়?
* Answer :-রক্তে নাইট্রোজেন ডাই-অক্সাইড এর দূষণে।
17) উদ্ভিদের দেহ বিবর্ণ হওয়াকে কি বলা হয়?
* Answer :-ফ্লুরোসিস রোগ।
18) ফ্লুরোসিস রোগের জন্য কোন দূষক দায়ী?
* Answer :-হাইড্রোজেন ক্লোরাইড।
19)PAN এর পুরো নাম কি?
* Answer :-পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট (Peroxyacetyl Nitrates)।
20)SPM কী?
* Answer:-বায়ুমন্ডলে ভাসমান তরল ও কঠিন ক্ষুদ্র ক্ষুদ্র কণা।
21)SPM এর পুরো নাম কী?
* Answer :-সাসপেনডেন্ট পার্টিকুলেট ম্যাটার ( Suspended Particulate Matter)।
22) বায়ু দূষণের সাধারণ লক্ষণ গুলি কী কী ?
* Answer :-শ্বাসকষ্ট, চোখ জ্বালা, হাঁপানি বৃদ্ধি প্রভৃতি ।
23) ফুসফুসে ক্যান্সারের জন্য কোন পদার্থ দায়ী?
* Answer :-বেঞ্জিন(C₆H)।
24) লিভারের ক্যান্সারের জন্য কোন পদার্থ দায়ী?
* Answer :-ভিনাইল ক্লোরাইড(H₂C=CHCl)।
25) মূত্রথলিতে ক্যান্সারের জন্য কোন বস্তুটি দায়ী?
* Answer :-বেনজিডিন(C₆H₄NH₂)₂।
26) ক্লোরোফ্লোরো কার্বন কোথা থেকে উৎপন্ন হয়?
* Answer :-রেফ্রিজারেটর শিল্প থেকে।
27) কালো ফুসফুস (black lung) রোগ কাদের দেখা যায়?
* Answer :-কয়লা খনির শ্রমিকদের।
28)শ্বেত ফুসফুস(white lung) রোগ কাদের হয়?
* Answer :- বস্ত্র শিল্পের শ্রমিকদের।
29) সিসার দূষণে কোন রোগ হয়?
* Answer :-ডিসলেক্সিয়া (Dislexia)।
30) পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে কোন দূষণ ঘটে?
* Answer :-তেজস্ক্রিয় দূষণ।
31) কে কবে প্রথম “অ্যাসিড রেইন” কথাটি ব্যবহার করেন?
* Answer :-1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট অ্যাঙ্গাস।
32) অ্যাসিড বৃষ্টির pH এর মান কত?
* Answer :-5.5 এর কম।
33) বিশ্বের কোন কোন দেশে অ্যাসিড বৃষ্টি হয়েছে?
* Answer :-আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান ,ভারত প্রভৃতি।
34)অ্যাসিড বৃষ্টির ফলে কোথায় বনভূমি নষ্ট হয়ে গেছে?
* Answer :-পশ্চিম জার্মানিতে।
35) অ্যাসিড বৃষ্টির ফলে কোন কোন স্থাপত্যের ক্ষতি হচ্ছে?
* Answer :-মার্বেল নির্মিত স্মৃতিসৌধ, অট্টালিকা প্রভৃতি।
36) অ্যাসিড বৃষ্টির ফলে কোন স্মৃতিসৌধের বেশি ক্ষতি হচ্ছে?
* Answer :-তাজমহলের।
37) অ্যাসিড বৃষ্টির ফলে কোন পখিরালয়ের ক্ষতি হয়েছে?
* Answer :-ভরতপুর পখিরালয়ের।
38) পৃথিবীর কোন শহরে সব থেকে বেশি ধোঁয়াশার প্রভাব পড়েছিল?
* Answer :-লন্ডন শহরে।
39) কবে লন্ডন শহরে ধোঁয়াশার প্রভাব পড়েছিল?
* Answer :-5-9 ই ডিসেম্বর 1952 খ্রিস্টাব্দে।
40) ধোঁয়াশার প্রভাবে লন্ডনে কত মানুষের মৃত্যু হয়েছিল?
* Answer :- প্রায় চার হাজার (4000) মানুষের।
41) আমেরিকার কোন শহরে ধোঁয়াশার প্রভাব পড়েছিল?
* Answer :-আমেরিকার লস এঞ্জেলেস শহরে।
42) ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল?
*Answer :-2-3 রা ডিসেম্বর মধ্যরাতে,1984 খ্রিস্টাব্দে।
43) ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন শহরে হয়েছিল?
* Answer :-মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল শহরে।
44) ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল?
* Answer :-মিথাইল আইসোসায়ানেট (Methyl Iso Cyanate/MIC)।
45) ভূপালে কোথা থেকে গ্যাস নির্গত হয়েছিল?
* Answer :-ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে।
46) কত পরিমান এমআইসি (MIC)গ্যাস নির্গত হয়েছিল?
* Answer :- প্রায় 36 টন।
47) ভূপাল গ্যাস দুর্ঘটনায় কত মানুষ কবলে পড়েছিল?
* Answer :- 5 লক্ষ।
48) ভূপাল গ্যাস দুর্ঘটনায় সরাসরি কত মানুষের মৃত্যু হয়েছিল?
* Answer :- প্রায় 2900 জনের।
49) চেরনোবিল দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল?
* Answer :-28 শে এপ্রিল 1986 খ্রিস্টাব্দে ইউক্রেনের চেরনোবিল শহরে।
50) চেরনোবিল শহরে কোন দূষণ হয়েছিল?
* Answer :-পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় দূষণ।
এই পাঠের 50 টি প্রশ্ন ও উত্তরের ভিডিও(VIDEO) নিচে দেওয়া হল –
আজ কয়েকটি বাছাই করে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রশ্ন ও উত্তর গুলি কেমন হয়েছে তা কমেন্টে বা মেল করে জানাবেন। এই প্রকার আরো অনেক প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন । Thank you, Visit Again .বেঙ্গল এজুকেশন গাইড .
সমস্ত বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। সর্ব ভারতীয় ও রাজ্য স্তরের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় (All Examination) এসেছে তার দিকে নজর রেখে এই প্রশ্ন ও উত্তর সেট তৈরী করা হয়েছে।
প্রিয় – পাঠক বন্ধু /ছাত্র-ছাত্রী/শিক্ষার্থী,
এই অধ্যায়ের 50 টি প্রশ্ন ও উত্তর নিয়ে দুটি পর্বে ( 25+25 ) ONLINE EXAM TEST প্রস্তুত করা হয়েছে।
সুতরাং , আপনি সময় নিয়ে এই অধ্যায়ের ’50 টি প্রশ্ন ও উত্তর’ নিখুঁত ভাবে যত্নসহকারে পড়ার পর ONLINE EXAM TEST দিন । ধন্যবাদ।
pdf নিচে পাওয়া যাবে । বিবরণ দেখে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
FILE DETAILS
Type – Typewriting
Language – Bengali
Pages – 04
Copy type – PDF
File Size – <1 mb
Total Questions and Answers – 50
Download link below –Download Now-পরিবেশ বিদ্যা বায়ু দূষণ ও তার ফলাফল pdf
- বেঙ্গল এজুকেশন গাইডের নিজস্ব ইউটিউব চ্যানেল – BENGAL EDUCATION GUIDE